Arman's Creation

Arman's Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arman's Creation, Digital creator, Gazipur.

কন্টেন্ট মনিটাইজেসন ছোট বড় সব পেজে দিচ্ছে, যেমন ৫০০ ফলোয়ার ১ হাজার ফলোয়ার ১ লাখ ফলোয়ার! তাই এই পোস্ট সামনে গেলে সবাই এ...
23/07/2025

কন্টেন্ট মনিটাইজেসন ছোট বড় সব পেজে দিচ্ছে, যেমন ৫০০ ফলোয়ার ১ হাজার ফলোয়ার ১ লাখ ফলোয়ার! তাই এই পোস্ট সামনে গেলে সবাই একটু সাড়া দিয়েন সব ক্রিয়েটরদের দেখতে চাই !

মিশরীয় মমি তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়াপ্রাচীন মিশরীয় সভ্যতা মানব ইতিহাসে এক অসাধারণ অধ্যায়। তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য...
23/07/2025

মিশরীয় মমি তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়া

প্রাচীন মিশরীয় সভ্যতা মানব ইতিহাসে এক অসাধারণ অধ্যায়। তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল মৃতদেহ সংরক্ষণের জটিল প্রক্রিয়া, যা আমরা আজ মমি তৈরির নামে চিনি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি না থাকলেও, তারা যে পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ করত, তা অবিশ্বাস্যভাবে কার্যকর ছিল।

মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা বেঁচে থাকে এবং সে আত্মা আবার দেহে ফিরে আসতে পারে। তাই মৃতদেহকে যতটা সম্ভব অক্ষত রাখা তাদের প্রধান লক্ষ্য ছিল। এই বিশ্বাসের ভিত্তিতে তারা মৃতদেহ সংরক্ষণের জটিল প্রক্রিয়া অনুসরণ করত।

প্রথম ধাপে মৃতদেহ থেকে মস্তিষ্ক নাক দিয়ে একটি বিশেষ হুক দিয়ে বের করে নেওয়া হতো। তারপর শরীরের অভ্যন্তরীণ অঙ্গ—যেমন যকৃত, ফুসফুস, পাকস্থলী ইত্যাদি—কেটে বের করে আলাদা করে সংরক্ষণ করা হতো। এসব অঙ্গ সংরক্ষণের জন্য বিশেষ পাত্র ব্যবহৃত হতো, যাদের নাম ছিল ক্যানোপিক জার।

এরপর মৃতদেহ নাট্রন নামক এক ধরনের প্রাকৃতিক লবণে ঢেকে রাখা হতো প্রায় ৪০ দিন। নাট্রন একটি প্রাকৃতিক শুকনো উপাদান, যা মৃতদেহ থেকে পানি শোষণ করে এবং পচন প্রক্রিয়া বন্ধ করে দেয়। এতে মৃতদেহের অভ্যন্তরীণ টিস্যুগুলো দীর্ঘ সময় সংরক্ষিত থাকে।

শুকিয়ে যাওয়ার পর দেহে সুগন্ধি তেল ও মসলাযুক্ত বিভিন্ন পদার্থ প্রয়োগ করা হতো, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করত এবং দেহকে নমনীয় রাখত। তারপর মৃতদেহকে বহু স্তরের লিনেন কাপড়ে মোড়ানো হতো, যা দেহের পচন রোধে সহায়ক ছিল।

আজকের আধুনিক সংরক্ষণ পদ্ধতির সঙ্গে তুলনা করলে বোঝা যায়, প্রাচীন মিশরীয়রা কতটা উন্নত ও জ্ঞানী ছিল। হাজার হাজার বছর পরও বহু মমি তাদের আসল অবস্থা ধরে রেখেছে, যা প্রমাণ করে তাদের বৈজ্ঞানিক প্রক্রিয়া ছিল বিস্ময়কর।

মিশরীয় মমি তৈরির এই প্রক্রিয়া কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এক সময়ের উন্নত বৈজ্ঞানিক প্রয়োগের নিদর্শন। আধুনিক গবেষণায় এটি থেকে আমরা অনেক নতুন ধারণা পাচ্ছি, যা ভবিষ্যতে সংরক্ষণ প্রযুক্তিকে উন্নত করবে।

#কালচক্র

মায়ের একটি সাধারণ চুমু কেবল আদরের প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বৈজ্ঞানিক এবং বিস্ময়কর সংযোগ তৈরি করে।মায়ের মস...
23/07/2025

মায়ের একটি সাধারণ চুমু কেবল আদরের প্রকাশ নয়, এটি মা ও শিশুর মধ্যে এক গভীর বৈজ্ঞানিক এবং বিস্ময়কর সংযোগ তৈরি করে।

মায়ের মস্তিষ্কে যা ঘটে:
যখন একজন মা তার সন্তানকে চুমু খান, তখন তার মস্তিষ্কের প্লেজার সার্কিট (ডোপামিনার্জিক সিস্টেম) সক্রিয় হয়, যা তাকে আনন্দ এবং পুরস্কার পাওয়ার অনুভূতি দেয়। একই সাথে অক্সিটোসিন, যা “ভালোবাসার হরমোন” নামে পরিচিত, নিঃসৃত হতে থাকে। এই হরমোন মায়ের মনে সন্তানের প্রতি সুরক্ষা এবং মানসিক বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে।

শিশুর মস্তিষ্কে যা ঘটে:
মায়ের স্পর্শ ও চুমু শিশুর কর্টিসল (Cortisol) নামক স্ট্রেস বা মানসিক চাপের হরমোনকে কমিয়ে দেয়। ফলে শিশু শান্ত, নিরাপদ এবং সুরক্ষিত বোধ করে।

এই ছোট ছোট স্নেহের মুহূর্তগুলো কেবল অনুভূতি নয়; এগুলো আক্ষরিক অর্থেই শিশুর মস্তিষ্ককে নতুন করে গঠন করে এবং তার মানসিক বিকাশের ভিত্তি তৈরি করে দেয়। ভবিষ্যতে তার বিশ্বাস, আত্মবিশ্বাস এবং ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা এই মুহূর্তগুলোতেই জন্মায়।

সুতরাং, একটি আন্তরিক চুমু শুধু একটি সাধারণ ভঙ্গি নয়। এটি একই সাথে জীববিজ্ঞান, স্নেহ এবং মানসিক ওষুধ যা আমাদের অস্তিত্বের গভীরে খোদাই হয়ে থাকে।

অনুবাদ: AH Abubakkar Siddique 🔔

এবার স্টকহোমের রাস্তাঘাট কিংবা সুইডেনের বন্যা প্রতিরোধ ব্যারিয়ার সবখানেই এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে এক ধরনের অত্য...
23/07/2025

এবার স্টকহোমের রাস্তাঘাট কিংবা সুইডেনের বন্যা প্রতিরোধ ব্যারিয়ার সবখানেই এখন পরীক্ষামূলকভাবে ব্যবহার হচ্ছে এক ধরনের অত্যাধুনিক কংক্রিট, যেটি কিনা নিজে থেকেই নিজের ফাটল সারিয়ে নিতে পারে। মানে কংক্রিটে কোথাও ফাটল হলে নিজে নিজেই বন্ধ হয়ে যায় সেই ফাটল ! ব্যাকটেরিয়া দিয়ে তৈরি এই ‘হিলিং কংক্রিট’ যেন ভবিষ্যতের অবকাঠামোগত বিপ্লবের এক জীবন্ত নমুনা।

এই কংক্রিটে সুপ্ত অবস্থায় মিশিয়ে রাখা হয় Bacillus pseudofirmus নামের এক প্রকার ব্যাকটেরিয়া, যেগুলো উচ্চ pH-এর পরিবেশে বেঁচে থাকতে পারে। যখন কংক্রিটে ফাটল ধরে এবং তার ভিতর পানি প্রবেশ করে, তখন ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা কংক্রিটে থাকা ক্যালসিয়াম ল্যাকটেট খেয়ে উৎপন্ন করে চুনাপাথর (লিমেস্টোন), যা ফাটলের ভিতর জমা হয়ে অটোমেটিক্যালি ফাটল বন্ধ করে দেয়। এখন হয়তো আপনার মনে হতে পারে এই চুনাপাথর হয়তো অতটা মজবুত না । তবে আসলে এটি এতটাই মজবুত যে আমাদের বাংলাদেশের অধিকাংশ আপনার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী ও মজবুত ।

পরীক্ষায় দেখা গেছে, এই জীবন্ত কংক্রিট মাত্র তিন সপ্তাহের মধ্যে ০.৮ মিলিমিটার পর্যন্ত ফাটল পুরোপুরি বন্ধ করতে সক্ষম তাও আবার পানিরোধকভাবে। সাধারণ কংক্রিট যেখানে বারবার রক্ষণাবেক্ষণ ও লেপন প্রয়োজন, সেখানে এই নতুন কংক্রিট প্রাকৃতিকভাবে নিজেই নিজেকে সারিয়ে তোলে।

এই প্রযুক্তির সবচেয়ে বড় লাভ হলো স্থায়িত্ব। প্রকৌশলীরা বলছেন, এই কংক্রিট ব্যবহার করে নির্মিত ভবনগুলো ২০০ বছর বা তারও বেশি স্থায়ী হতে পারে। যার অর্থ কম মেরামত, কম খরচ, কম বর্জ্য।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশে এই প্রযুক্তির জন্য অর্থায়ন করছে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে ।

বিজ্ঞানান্তর~©

আপনার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে যুগে যুগে।🙏🏼
23/07/2025

আপনার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে যুগে যুগে।🙏🏼

📌মনিটাইজেশন পাওয়া রিচ ও এনগেজমেন্ট বাড়ানোর ১০টি কৌশল:1. 🎥 উচ্চমানের কনটেন্ট তৈরি করুন।★ঝকঝকে ছবি বা ভিডিও ব্যবহার করুন।...
23/07/2025

📌মনিটাইজেশন পাওয়া রিচ ও এনগেজমেন্ট বাড়ানোর ১০টি কৌশল:
1. 🎥 উচ্চমানের কনটেন্ট তৈরি করুন।

★ঝকঝকে ছবি বা ভিডিও ব্যবহার করুন।☺️

ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করুন (অনেকেই সাউন্ড ছাড়া দেখে)

2. সময়মতো পোস্ট করুন

সকালের দিকে (৮টা–১১টা) এবং রাতে (৮টা–১০টা) পোস্ট করলে বেশি মানুষ দেখে।

3. ✍️ আকর্ষণীয় ক্যাপশন লিখুন

ক্যাপশনের শুরুতেই একটি প্রশ্ন, চমক বা আবেগপ্রবণ কিছু দিন।

4. 📲 ফলোয়ারদের সাথে সরাসরি কথা বলুন

কমেন্টের রিপ্লাই দিন, মেসেজে উত্তর দিন।

Poll, Q&A, বা Story স্টিকার ব্যবহার করুন।

5. 👥 নিয়মিত লাইভে আসুন

Live ভিডিওতে সরাসরি মানুষের সাথে যুক্ত হওয়া যায়, যা এনগেজমেন্ট বাড়ায়।

6. 🎯 ভিউয়ারদের Action নিতে বলুন

যেমন: “আপনার মতামত দিন”, “শেয়ার করতে ভুলবেন না”, “কমেন্টে লিখুন”।

7. 🧩 Reels ও Shorts ব্যবহার করুন

অল্প সময়ে আকর্ষণীয় কিছু দেখালে অনেক বেশি মানুষ দেখতে পায়।

8. 📚 গল্প বলুন (Storytelling)

গল্পভিত্তিক কনটেন্ট সবসময় বেশি রিচ পায় এবং মনে থাকে।

9. 🤝 অন্যদের পোস্টে এনগেজ করুন

অন্য কনটেন্ট ক্রিয়েটরদের সাথে কোলাব করুন, লাইক-কমেন্ট করুন।

10. 🕵️‍♂️ Performance বিশ্লেষণ করুন

কোন পোস্টে বেশি রিচ হচ্ছে, কোন টাইমে বেশি রেসপন্স পাচ্ছেন – তা দেখে ভবিষ্যতের কনটেন্ট ঠিক করুন।
---
👉 টিপস:
Consistency সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত ৩–৪ দিন পোস্ট করুন..!!

★নতুনদের জন্য শুভকামনা..!❤️

অনেকেই মনে করেন,কনটেন্ট মনিটাইজেশন অটো আসে।এইটা একদম ভুল ধারণা।। কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে,, অবশ্যই প্রচুর পোস্ট করতে ...
23/07/2025

অনেকেই মনে করেন,কনটেন্ট মনিটাইজেশন অটো আসে।এইটা একদম ভুল ধারণা।। কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে,, অবশ্যই প্রচুর পোস্ট করতে হবে,সময় দিতে হবে।

আলহামদুলিল্লাহ এখন কনটেন্ট মনিটাইজেশন থেকে প্রতিদিন ৮০ থেকে ৯০ টাকা করে ইনকাম হয় এই পেজ থেকে। ইনশাল্লাহ এমনও হবে প্রতিদ...
23/07/2025

আলহামদুলিল্লাহ এখন কনটেন্ট মনিটাইজেশন থেকে প্রতিদিন ৮০ থেকে ৯০ টাকা করে ইনকাম হয় এই পেজ থেকে। ইনশাল্লাহ এমনও হবে প্রতিদিন, ৫০০০ টাকা ইনকাম হবে এই পেজ থেকেই। শুধু সময়ের অপেক্ষা। সবাই দোয়া করবেন যেন স্বপ্নটা পূরণ করতে পারি ✊

★নতুন পেজ খুলেছেন? এখন ভাবছেন—"ফেসবুক থেকে ইনকাম কীভাবে হয়?"তাহলে এই লেখাটা আপনার জন্য। ধৈর্য ধরে পড়েন, কারণ এখানে অনেক...
23/07/2025

★নতুন পেজ খুলেছেন? এখন ভাবছেন—"ফেসবুক থেকে ইনকাম কীভাবে হয়?"
তাহলে এই লেখাটা আপনার জন্য। ধৈর্য ধরে পড়েন, কারণ এখানে অনেক দরকারি কথা আছে, যেটা আপনার কাজে লাগবেই। ☺️

-আমরা অনেকেই দেখি কেউ Facebook থেকে টাকা পাচ্ছে, কেউ বোনাস পাচ্ছে, কেউ স্টার নিয়ে ইনকাম করছে। তখন নিজের মনে প্রশ্ন আসে—"আমি পারব না?"
পারবেন, অবশ্যই পারবেন। শুধু সঠিক নিয়মটা জানতে হবে।

⭐ Facebook Stars কী, আর আপনি কিভাবে ইনকাম করবেন?

আপনার পেজে যদি ৫০০ জন ফলোয়ার থাকে, তাহলে Facebook আপনাকে Stars Setup করার অপশন দেবে।
Stars মানে মানুষ আপনাকে ভালো লাগলে আপনাকে ভার্চুয়াল উপহার হিসেবে Star পাঠাবে।
প্রতিটি স্টার মানে ০.০১ ডলার, মানে প্রায় ৮৩ পয়সা।
যদি কেউ আপনাকে ১০০টা স্টার পাঠায়, আপনি পাবেন ১ ডলার, মানে প্রায় ১০০ টাকা।
একজন না দিলেও, অনেকেই যদি ছোট ছোট করে স্টার পাঠায়—মাস শেষে ভালো ইনকাম দাঁড়ায়।

⭐ স্টার পাঠাতে হলে মানুষকে Star কিনে দিতে হয়।
যেমন—প্রথমবার ২৯টা স্টার কিনতে লাগে প্রায় ৩৫ টাকা।
তাই আপনি যদি ভালো কনটেন্ট দেন, ভিডিও বানান বা লাইভে যান, তখন দর্শকদের বলতে পারেন:
"ভালো লাগলে ছোট্ট একটা স্টার পাঠিয়ে উৎসাহ দিন!"
এতে মানুষ খুশি হয়ে স্টার পাঠাবে, আর আপনি ইনকাম করবেন।

🎁 Facebook Bonus কী, আর কে পায়?

Bonus মানে ফেসবুক আপনাকে সরাসরি টাকা দেবে আপনার পোস্ট বা ভিডিওর পারফরম্যান্স অনুযায়ী।
তবে এখানে একটা শর্ত আছে—Bonus নিজের ইচ্ছায় পাওয়া যায় না, Facebook আপনাকে Invite করলে তবেই পাওয়া যায়।

কিন্তু Facebook কাকে Invite করে?

➡️ যার পোস্টে রিয়্যাক্ট, কমেন্ট, শেয়ার বেশি
➡️ যার কনটেন্ট মানুষ দেখছে, শেয়ার করছে
➡️ যে নিয়মিত কাজ করছে, আর অন্যদের পোস্টেও এনগেজ করছে

তাই রিচ আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
আপনার পোস্টে যত বেশি মানুষ লাইক-কমেন্ট করবে, শেয়ার করবে—তত বেশি Facebook বুঝবে আপনি একজন Creator, তখন আপনাকেও বোনাস দেওয়ার সুযোগ দিবে।

📌 কিছু ভুল, যেগুলো আমাদের রিচ কমিয়ে দেয়:

🔴 Follow back না পেলে Unfollow করে দেওয়া
🔴 অন্যের পোস্টে কিছু না বলা বা লাইক না দেয়া
🔴 শুধু নিজের কনটেন্ট নিয়েই ব্যস্ত থাকা

আপনার যদি ফলোয়ার কমও থাকে, কিন্তু আপনি নিয়মিত কাজ করেন, অন্যদের সাপোর্ট করেন—Facebook আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে।

🌟 সহজ কথায় শেষ কথা:

– সবাই Facebook-এ ছবি, ভিডিও, লেখা শেয়ার করি
– কিন্তু যারা নিয়ম করে, ভালো কনটেন্ট দেয়, আর পরস্পরকে সাপোর্ট করে—তারা কিন্তু সত্যি সত্যিই ইনকাম করছে
– তাই হিংসা করে নয়—একটু Like, একটা Comment, একটা Share করলেই আপনি কারো জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারেন
সবাই মিলে এগিয়ে গেলে, সবার জয় হবেই।
শুরুটা কঠিন হলেও, নিয়ম করে কাজ করলে ফল আসবেই।
আপনিও পারবেন, একটু সাহস রাখুন, নিয়ম মেনে কাজ করুন। ❤️
কিন্তু সময়ের অভাবে আমি কিছুই করতে পারছি না😴

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তাউত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায়...
22/07/2025

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা

উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্...
22/07/2025

দাবি মেনে নেওয়ায় উত্তরায় মাইলস্টোনের সামনে আন্দোলন শেষে সব শিক্ষার্থী চলে যাচ্ছিলো। এই লোক তবুও কয়েকজন নিয়ে সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

ছাত্র-জনতা ধরে ফেলার পর প্রমাণ পায় ছাত্রলীগ করতো। এই মাত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে।

'আমরা এদেশে আর থাকব না। এদেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলেছে।' যে বাবা একথা বলেছেন তার বাচ্চাকে এদেশের অব্যবস্থা...
22/07/2025

'আমরা এদেশে আর থাকব না। এদেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলেছে।'

যে বাবা একথা বলেছেন তার বাচ্চাকে এদেশের অব্যবস্থাপনার কারণে জী*বন্ত পুড়ে ম*রতে হয়েছে।

হাত পুড়ে যাবে বলে যে বাচ্চাগুলোকে চুলার কাছে যেতে দেওয়া হয় না, সেই বাচ্চাগুলোকে চোখের সামনে পুড়ে মরতে দেখার পর, সবার মনের কথাই এটা।

দুর্ঘটনার নামে চালিয়ে দেওয়া এই মা*র্ডারগুলো চলতে থাকবে, কিন্তু এর পেছনে অব্যবস্থাপনার জন্য দায়ী যারা, তাদের কোনো বিচার হবে না।

কারণ, তারা এগুলোকে দুর্ঘটনা বলে সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছেন...

তারা যা বলবেন, আমাদের তা মেনে নিতে হবে। এই দেশটা তাদের।

এই দেশ আমাদের না।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share