Ali Hasan Arnab

Ali Hasan Arnab A dream doesn't become reality through magic, it takes sweat, determination and hard work.

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
26/04/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

07/02/2023
Congratulations🇦🇷 ARGENTINA ARE   CHAMPIONS                                    Voltage
18/12/2022

Congratulations
🇦🇷 ARGENTINA ARE

CHAMPIONS



Voltage

23/11/2022
বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব...
17/10/2022

বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?"

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন -

"পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।"

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- "তবে সত্য ইতিহাসটা কী?"

"সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আম বাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্ত্বাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনও চাল চেলেছে।

হঠাৎ নজর পড়ল আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে, নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ্!"

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন -

"নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কী ছিল ষড়যন্ত্র?"

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আম গাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন, "কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?"

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে, "আমরা জানি না, আপনিই বরং বলে দিন।"

তিনি তখন স্যুটকেস খুললেন। একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন -

"ডাল নড়ে ওঠার কারণ ছিল- চুলকানি, দাউদ, চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।

আর তাই আমি এনেছি চুলকানির মলম। দাম মাত্র ত্রিশ টাকা!

সেই চোখ যেন নয় মধুর লগন,অপ্রাপ্ত বয়সেই করেছিল হৃদয় হরন!দূর থেকে দেখেছি তার ছায়া ভয়ে যাইনি কাছেযদিবা পাছে লোকে বিদ্রুপ...
14/10/2022

সেই চোখ যেন নয় মধুর লগন,
অপ্রাপ্ত বয়সেই করেছিল হৃদয় হরন!
দূর থেকে দেখেছি তার ছায়া ভয়ে যাইনি কাছে
যদিবা পাছে লোকে বিদ্রুপ করে বসে!
আনন্দমুখর আয়োজনেও কভু যাইনি সম্মুখে,
আড়ালেই দাঁড়িয়েছিলাম
দেইনি ধরা সাহসের অভাবে।

একদিন হলো দেখা এমন-ই এক অলক্ষণে
মৃত পিতা তাঁর শয্যায় শায়িত,
মুখোমুখি আমরা দুজনে!
সেই সরল চোখে না ক্লান্তি,
না অশ্রুসিক্ত নয়নের ভাব;
সেই সরল চাহনিতে হাজারো প্রশ্ন,
স্পষ্ট ভেসে উঠে দুখের ছাপ!
আমি মন্ত্রমুগ্ধের মত চেয়ে রইলাম সেই সরল দুটি চোখে
কে জানত?
নিজেকে হারিয়ে ভেসে চলেছিলাম নিদারুণ অতল সুখে।
হাজারবার দিয়েছি বাধা
তবু ভুলতে পারিনি সেই দুটি চোখ।
আজও হৃদয়ে দাগ কেটে যায়
সেই সরল চোখের গভীর শোক।

- দেয়ালিকা বিপাশা

অনেক রাতে কেউ বলে না '''জেগে আছো'''খুব সহজে শিখিয়ে গেলে ''একলা বাচো'''                                                  ...
24/09/2022

অনেক রাতে কেউ বলে না '''জেগে আছো'''

খুব সহজে শিখিয়ে গেলে ''একলা বাচো'''

অপেক্ষা....!

আমি কারোর জন্য পারফেক্ট হতে চাই না। যে আমার হবে সে আমাকে পারফেক্ট বানিয়ে নিবে ...........!
20/09/2022

আমি কারোর জন্য পারফেক্ট হতে চাই না। যে আমার হবে সে আমাকে পারফেক্ট বানিয়ে নিবে ...........!

20/09/2022

লাস্ট যে খাবার খেয়েছেন তার সাথে "রং" লাগিয়ে দেন!🙂

রাতে প্রচুর খিদে লাগে মানুষগুলো খুব বেশি রোমান্টিক হয়। ❣️😘
20/09/2022

রাতে প্রচুর খিদে লাগে মানুষগুলো খুব বেশি রোমান্টিক হয়। ❣️😘

এই শহরে মানুষগুলো কেউ কাউকে বোঝেনা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত .................!
19/09/2022

এই শহরে মানুষগুলো কেউ কাউকে বোঝেনা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত .................!

-নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় লাগে না ।
19/09/2022

-নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি সময় লাগে না ।

নিজে নিজের খুশির কারণ হও ☺️ লাইফে কোন দিন কষ্ট পাবে না 🙃
19/09/2022

নিজে নিজের খুশির কারণ হও ☺️
লাইফে কোন দিন কষ্ট পাবে না 🙃

কৈশোরের জগতটা সত্যি অনেক রঙিন। যখন কৈশোর কেটে যায় তখন তার সাথে সাথে চক্রবৃদ্ধি হারে জগতের রঙও কাটতে শুরু করে।বের হয়ে আসে...
19/09/2022

কৈশোরের জগতটা সত্যি অনেক রঙিন। যখন কৈশোর কেটে যায় তখন তার সাথে সাথে চক্রবৃদ্ধি হারে জগতের রঙও কাটতে শুরু করে।

বের হয়ে আসে সাদাকালো প্রকৃত জগত। কী ভয়ানক আশ্চর্য এই জগত!🥀

Address

Gazipur
1700

Telephone

+8801795931659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ali Hasan Arnab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category