JnU Updates.

JnU Updates. আমি নিরপেক্ষ নয়, আমি ন্যায়ের পক্ষে।

সয়তানকে পাথর নিক্ষেপ 🤣
13/08/2025

সয়তানকে পাথর নিক্ষেপ 🤣

13/08/2025

বিজ্ঞপ্তি
১৩ আগস্ট ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়


আগামীকাল ১৪ আগস্ট ২০২৫ তারিখ, বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জবি কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণকে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে,

রেজিস্ট্রার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

10/08/2025

আমরা, ইসলামিক স্টাডিজ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, একত্র কণ্ঠে জানাচ্ছি দৃঢ় প্রতিবাদ ও গভীর নিন্দা, কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া, সঠিক তদন্ত, শুনানি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যতীত আমাদের কিছু শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে।

যে অভিযোগসমূহের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আমাদের কাছে অন্যায্য ও স্পষ্টতই প্রশ্নবিদ্ধ। প্রত্যক্ষ অভিজ্ঞতা ও দীর্ঘ পরিচয়ের আলোকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, যাদের বহিষ্কার করা হয়েছে, তারা ভদ্র, মার্জিত এবং শিক্ষাঙ্গনের শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ধারাবাহিকভাবে ইতিবাচক অবদান রেখে আসা শিক্ষার্থী।

আমাদের দৃঢ় বিশ্বাস, কোনো শিক্ষার্থীকে শাস্তি প্রদানের পূর্বে অবশ্যই নিরপেক্ষ তদন্ত, প্রমাণ উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ প্রদান করা উচিত। এই মৌলিক ন্যায়বিচারের নীতি উপেক্ষা করে গৃহীত বহিষ্কারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল এবং তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

অতএব, আমরা অবিলম্বে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

ইসলামীক স্টাডিজ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে

প্রিয় ভাই ও বোনেরা,  • কলেবর না বাড়িয়ে সর্বাগ্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং বাংলাদেশের...
10/08/2025

প্রিয় ভাই ও বোনেরা,
• কলেবর না বাড়িয়ে সর্বাগ্রে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং বাংলাদেশের প্রতিটি মা-বোনের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করছি আমার কোন অনভিপ্রেত আচরণে কষ্ট পেয়ে থাকলে। কোন ভণিতা না করে দুঃখ প্রকাশ করার একটিই কারণ মা-বোন ধারণ ও ধারকের জায়গা আমার অস্তিত্বের আত্মপ্রকাশ। ধর্মপ্রাণ মুসলমানের প্রতিও দুঃখ প্রকাশ করছি। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি মহান আল্লাহর কাছে যিনি অশেষ রহমত ও মাগফিরাতের আশ্রয়। দুঃখ প্রকাশ করছি যার সাথে আমার তর্ক হয়েছে উনি আমার জন্যে সাথে সাথেই উদিগ্ন হয়েছেন যা একজন মহান মুসলমানের কাজ।

• দুটি কথা আমার চিন্তা ও অনুভূতি প্রকাশের জন্যে বলছি। যাদের অতটুকু পড়ার সময় নাই আপনারা জানুন আমি দুঃখ প্রকাশ করেছি।

• ধর্ম-দর্শন ও চিন্তা অনুযায়ী যে যে মতাদর্শের অনুসারীই হই না কেনো। আমরা মানুষ। মাতৃত্ব ও নারী একটি শ্রদ্ধা এবং সম্মানের বিষয়। যে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ হয়েছে, দেশমাতৃকার জন্যে ৩০ লক্ষ জীবন দিয়েছে। ইজ্জত দিয়েছে ২ লক্ষ মা-বোন। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মহান সূফীদের হাত ধরে, নিপীড়নের বিরুদ্ধে মানবতার বার্তা দিয়ে। যেখানে দেশমাতৃকার জন্যে জিয়াউর রহমান সব ছেড়ে যুদ্ধে গেছেন এবং দেশ চালিয়েছেন সততায়, সেটি আমি ধারণ করার চেষ্টা করি। আমার চিন্তার জগত তৈরির অসাধারণ অনুপ্রেরণা আপোষহীন মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার মা যিনি শৈশবে আমাকে প্রকৃতি ও সমাজের সাথে পরিচয় করিয়েছেন।
প্রত্যেকের ব্যাক্তি-দর্শন আলাদা এটি আমি সব সময় বিশ্বাস করি। এ স্বাতন্ত্র্য আমি চরমভাবে স্বীকার করি।

• স্মরণ করছি ২৪ এর শহিদ ভাই-বোনদের যাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশের নতুন স্বপ্ন। এ আত্মত্যাগ আমার সামান্য ভুলে, অসচেতনতায় সামান্যও ধূলিসাৎ হোক, তা আমি চাই না। স্মরণ করছি জনাব তারেক রহমানের আত্মত্যাগকে যিনি ১৭/১৮ ঘন্টা শ্রম দিয়ে একটি সুন্দর বাংলাদেশ চান। আমাদের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নাছির উদ্দিন নাছির ভাই যাদেরও অনেক প্রচেষ্টা একটি সুন্দর আগামীর ছাত্রদল গড়বার।

• বিনীতভাবেই শ্রদ্ধা রেখে নিবেদন করছি, আমি চিন্তা ও আদর্শে বলিষ্ঠতায় বিশ্বাসী। মৃত্যুর মুখেও সত্যের মুখোমুখি হতে অভিপ্রায় ব্যক্ত করি ও বিশ্বাস করি। দীর্ঘ ১৬ সতেরো বছরে যে নিপীড়ন দেখেছি, সে জায়গা থেকে জাতিকে একটি অবাধ ও মুক্ত বাংলাদেশে কল্পনা করি। রাজনীতি হোক উন্মুক্ত এবং সৎ-সাহসের।

• আবারও দুঃখ প্রকাশ করে মহান রাসূলের (সাঃ) মধ্যপন্থী চিন্তাধারাকে ধারণ করে নিজেকে যেন সব সময় সংযতদের দলে পাই সেই আশাবাদ রেখে এগিয়ে যেতে চাই।

বিনীত
শামসুল আরেফিন,
সদস্য সচিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

10/08/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধন "নারীদের নিয়ে কটুক্তিকারী জবির ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীনের সংবেদনশীল মন্তব্য ও তুচ্ছতাচ্ছিল্য বক্তব্যের প্রতিবাদে আমি সেখানে অবস্থান করেছিলাম। এটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন ছিলো। সেখানে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা থেকে গিয়েছিলাম। সেখানে জবির নাট্যকলা বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের আরও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এখানে আমার বলা একটা কথাকে হাইলাইট করে বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থাকে নিয়ে নানারকম মন্তব্য করা হচ্ছে। যেটা কোনভাবেই কাম্য নয়। বক্তব্যের সময় আমি বলেছি, শামসুল আরেফিন ভাই যেভাবে কটুক্তি করেছেন সেটা আমাদের সর্বস্তরের নারীদের জন্য অসম্মানজনক এবং হুমকিস্বরুপ । পাশাপাশি এটা আমার সংগঠনের জন্যও খুব অসম্মানজনক। শুধুমাত্র এই কথাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের করা মানবন্ধন কে গুপ্ত সংস্থা গুপ্ত সংস্থা বলে যেসব অসম্মানজনক বিবৃতি প্রকাশ পাচ্ছে সেটা খুব দুঃখজনক।
ছাত্রীসংস্থাকে গুপ্ত সংস্থা বলার কোন কিছু নেই। ছাত্রীসংস্থা সর্বজন স্বীকৃত একটি সংগঠন। এখানে আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি যার জন্য আমরা মিডিয়ার সামনে নিজেদের প্রকাশ করার প্রয়োজন মনে করিনি। এছাড়াও আমাদের ব্যক্তিগত কিছু কারণ ছিলো। কিন্তু আমরা আমাদের সকল কার্যক্রম ছাত্রীসংস্থা ব্যানারেই করি। এ বছর রমজানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের ৫০০ জন নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলও আমরা ছাত্রীসংস্থার ব্যানারেই করেছি।এছাড়াও ক্যাম্পাসে তাফসিরসহ বিভিন্ন প্রোগ্রাম এবং দাওয়াতি কাজও আমরা ছাত্রীসংস্থার ব্যানারে করে থাকি। সুতরাং ছাত্রীসংস্থাকে গুপ্ত বলে কটাক্ষ করার কোন প্রশ্নই আসে না।এছাড়াও ছাত্রীসংস্থার সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। যদি থাকতোই তাহলে সকল ক্ষেত্রে ছাত্রীসংস্থার মেয়েরা ফ্রন্ট লাইনে দাঁড়াতো। সর্বশেষ ছাত্রীসংস্থার সাথে শিবিরকে নিয়ে যেসব প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে সবগুলো মিথ্যা। শিবিরের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আশা করি বিষয় টা ক্লিয়ার হয়েছে।

বুশরা
বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন।
10/08/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব নারীদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন।

08/08/2025

ঢাবির হলে স্লোগান হচ্ছে

এক দুই তিন চার
ছাত্রদলের পু**কি মার

স্লোগান শুনে এক ভাইকে দেখলাম বলতেছে

কথায় কথায় পু**কি মার,
পু**কি কি তোর বাপ দাদার?

জবির শিক্ষার্থীকে মারধর ঘটনায় কিরণকে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
07/08/2025

জবির শিক্ষার্থীকে মারধর ঘটনায় কিরণকে গ্রেফতার করেছে যৌথবাহিনি।

কনসার্টের সকল প্রস্তুতি শেষে Campus futsal champion উদ্ভাবন করেন ভিসি রেজাউল করিম পিএইচডি স্যার।
07/08/2025

কনসার্টের সকল প্রস্তুতি শেষে
Campus futsal champion উদ্ভাবন করেন ভিসি রেজাউল করিম পিএইচডি স্যার।

প্রস্তুতি শেষের দিকে, আপনি আসতে প্রস্তুত?
07/08/2025

প্রস্তুতি শেষের দিকে, আপনি আসতে প্রস্তুত?

জবিতে Warfaze band show আসছে আগামীকাল, আপনি প্রস্তত?
06/08/2025

জবিতে Warfaze band show আসছে আগামীকাল, আপনি প্রস্তত?

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when JnU Updates. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category