এ সময়

এ সময় নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন
(3)

অবশেষে এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ধুমকেতু বহু প্রতীক্ষিত ট্রেইলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিল প্রান্তিক জুটি  ...
04/08/2025

অবশেষে এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ধুমকেতু বহু প্রতীক্ষিত ট্রেইলার লঞ্চের অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিল প্রান্তিক জুটি

যখনই কথা আসে সুস্থ বিনোদনের তখন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সবার সেরা । বড় ভাই রাকিব হাসান মারুফ এক হাতে সামলাচ্ছে স্...
01/08/2025

যখনই কথা আসে সুস্থ বিনোদনের তখন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সবার সেরা । বড় ভাই রাকিব হাসান মারুফ এক হাতে সামলাচ্ছে স্ক্রিপ্ট রাইটিং direction । তো ছোট ভাই একহাতে সামলাচ্ছেন পুরো টেকনিক্যাল সাইট । দুই ভাইয়ের কেমিস্ট্রি এখন পুরো বাংলাদেশের একমাত্র সুস্থ বিনোদনের উৎস ।

2018 সালে দেশী সিআইডি পার্ট ওয়ান থেকে শুরু করে বর্তমানের জ্বীনের পাসপোর্ট । তাদের হাত ধরে যে ভিডিও এসেছে তাই সোশ্যাল মিডিয়াতে ভিউয়ের বন্যাতে ভেসেছে । নিজেদেরকে দর্শকদের মাঝে সুস্থ বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে যেমন পরিচিতি দিয়েছে । তেমনি তাদের মানসম্মত কনটেন্ট দিয়ে বাংলাদেশে তৈরি করেছেন রেকর্ড । একদিনের সর্বোচ্চ এক কোটি বাংলাদেশের সর্বোচ্চ ভিউ এর তালিকায় নাম লিখিয়েছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি । তাদের সময়কার ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরদের অনেকেই চলে গেছেন কনটেন্ট্রিয়েশন জগত থেকে ।

তার অন্যতম একটি কারণ একটা সময় পর তাদের ভিউ কমতে থাকে । কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির শুরু থেকে আজ অব্দি কখনোই তাদের ভিডিওতে ভিউয়ের ভাটা পড়েনি । তাদের কনট্রিশন এর প্রথম দিন থেকে আজ অব্দি একটি ফ্লপ ভিডিও তাদের হাত ধরে নির্মাণ হয়নি । বড় ভাই রাকিব এবং ছোট ভাই জিসানের জন্ম ও বেড়ে উঠা খুলনাতে কিন্তু তাদের গ্রামের বাড়ি বরিশালে ।

বরিশাল বিভাগের তার নিজের গ্রাম হলেও লেখাপড়া বেড়ে ওঠা এবং বর্তমান ঠিকানা খুলনাতে ।ইউটিউব কন্টেনট্রেশনের আইডিয়া প্রথম ছোট ভাই জিসানের মাথায় আসে । সেই আইডিয়া শেয়ার করে বড় ভাইয়ের সাথে এরপর বড় ভাই দায়িত্ব নিলেন স্ক্রিপ্ট রাইটিং এবং ডিরেকশনের । বড় ভাই রাকিব ও তার ছোট বোন মিলে রাত জেগে একটি স্ট্রিপ্ট রেডি করল যার নাম দেওয়া হল দেশি সিআইডি পার্ট ওয়ান ।

এরপর যথারীতি শুরু হলো শুটিংয়ের কাজ ৪-৫ দিন শুটিংয়ের পর ভিডিও এডিট করে আপলোড দেওয়া হলো ইউটিউবে । ভিডিও আপলোড দেওয়ার পর প্রথম তিন দিনে ভিউ আসে 618 টা ।যার ভিতর ৩০০ রুপরি রাকিব হাসান মেসেঞ্জারে নিজেই শেয়ার করেছেন তার বন্ধুদের কাছে । এরপর অনেকটা আপসেট হয়ে যায় রাকিব হাসান এবং তার টিম মেম্বাররা । এরপর শুরু করেন দেশী সিআইডি পার্ট টু এর কাজ । দেশ সিআইডি পার্ট টু এর শুটিং এ যাবার সময় ওই ভিডিওতে ছিল ৬১৮ টা ভিউ । কিন্তু যখন শুটিংয়ের যাবার পর তারা আবার ভিউ চেক করে তখনই দেখতে পায় তাদের ভিডিওতে ৪০ হাজার ভিউ হয়ে গেছে। সেই উৎসাহ থেকে আজ পর্যন্ত ভিডিও নির্মাণ করে আসছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ।

শুরু থেকে আজ অব্দি একটি ভিডিও তাদের হতাশ করেনি । বরঞ্চ তাদের নির্মাণ তাদেরকে এনে দিয়েছেন বাংলাদেশের মাঝে এক অনন্য গৌরব । একদিনে সর্বোচ্চ ১০ মিলিয়ন বা ১ কোটি ভিউ আয় করার গৌরব । রাকিব হাসান এবং জিসান দু ভাই একে অপরের সহযোগী তারা কখনোই একে অপরের প্রতিযোগী মনে করে না । কনটেন্ট ক্রিয়েশনে তাদেরকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে তাদের পরিবার ।

এমনকি সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে । টিমের প্রতিটি মেম্বারই তাদের ফ্যামিলি মেম্বার ।আর তাই তাদের চ্যানেলের নাম family এন্টারটেইনমেন্ট বিডি । ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত বহু ইউটিউবার ট্রেন্ডে গা ভাসিয়ে এবং অশ্লীল কন্ঠের নির্মাণ করে । আজ তারা সোশ্যাল মিডিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছেন । কিন্তু ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি শুরু থেকে আজ পর্যন্ত সুস্থ বিনোদন দিয়ে মানুষদেরকে জায়গা করে নিয়েছেন এ বাংলা দেশের মানুষের হৃদয়ের গহীনে ।বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ফ্যামিলি এন্ট্রিটেনমেন্ট বিডির ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন । এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য ।

এদের দুজন থেকে কাকে বেশি সুদর্শন মনে হয় । হিরো আলম নাকি ছেলে হয়েও মেয়েদের মত লাইফ স্টাইলে থাকা এডলভ । Adolf Khan     ...
31/07/2025

এদের দুজন থেকে কাকে বেশি সুদর্শন মনে হয় । হিরো আলম নাকি ছেলে হয়েও
মেয়েদের মত লাইফ স্টাইলে থাকা এডলভ । Adolf Khan

বর্তমানে বাংলাদেশের তৈরি হয়েছে ভুরিভুড়ি কনটেন্ট  ক্রিয়েটর । এদের ভিতর যেমন আছে আলোচিত কনটেন্ট  ক্রিয়েটর আছে সমালোচিত...
30/07/2025

বর্তমানে বাংলাদেশের তৈরি হয়েছে ভুরিভুড়ি কনটেন্ট ক্রিয়েটর । এদের ভিতর যেমন আছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আছে সমালোচিত ।তবে বর্তমানের পরিপ্রেক্ষিতে আলোচিত ক্রিয়েটরদের থেকে সমালোচিত ক্রিয়েটরের সংখ্যায় বেশি । তাদের একমাত্র লক্ষ্যই হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা উপার্জন করা । তাদের ভিডিও বা কনটেন্ট থেকে তাদের দর্শক শ্রোতারা কিছু শিক্ষা নেয় এমনটা তারা কখনোই চিন্তা ভাবনা করে না ।

তবে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা মিলেছে এক ভিন্ন ধর্মী কন্টেন্ট ক্রিয়েটর যার চিন্তাধারা একেবারেই অন্য সবার থেকে ভিন্ন । আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফিরোজ হাসান ভাইয়ের মত অসাধারণ ব্যক্তিত্ব কে । দেখেছি উম্মে কুলসুম পাপী আপুর মত অসাধারণ মানুষগুলোকে । যাদের কনটেন্ট দেখে মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পায় । এবার তাদেরই হাত ধরে নতুন এক কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছে ।

বলছিলাম মাহবুব ক্রিয়েশন এর কথা। বিশ্ব যত দ্রুত উন্নয়ন করছে ততই আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে হাজার হাজার টাকা উপার্জন করছি এবং পৌঁছে যাচ্ছি মুহূর্তেই হাজার হাজার দর্শকদের কাছে । প্রতিনিয়তই নিজেদের উন্নত লাইফস্টাইল তুলে ধরছি দর্শকদের সামনে । কিন্তু মাহবুব creation একেবারেই ভিন্ন ধাচের একজন কন্টেন্ট ক্রিয়েটর ।

তিনি টাকা-পয়সা কিংবা চাকচিক্যের পিছনে না ছুটে । ছুটে চলছেন সমাজের একদল অবহেলিত মানুষদের পিছনে । দাপিয়ে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধুমাত্র একটি ইনফরমেশন দিলেই তিনি চলে যায় দেশের যে কোন স্থানে । রাস্তায় পড়ে থাকা মানুষগুলো যেন তার আপন মানুষ বলতে পারেন যেন তার নিজের ভাই কিংবা নিজের বাবা-মা । তাদেরই সেবায় নিজেকে নিয়োজিত করেছে এবং সেই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করছে যা দেখে দর্শকরা মুহুর্তে আবেগ আপ্লুত হয়ে পড়ছে ।

সমাজের যে মানুষগুলোকে দেখার মত কেউ ছিল না সেই মানুষগুলোকে আপন ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে তার ভিডিওর মাধ্যমে । মানসিক প্রতিবন্ধী বিকৃত মস্তিষ্ক তথা এককথায় বলতে গেলে আমাদের পাশেই রাস্তাতে পড়ে থাকা পাগল গুলোর সেবা যত্ন করার দায়িত্ব যেন নিজ হাতে গ্রহণ করে নিয়েছেন মাহবুব ক্রিয়েশন ও তার টিম । বাংলাদেশের যে কোন স্থান থেকেই তার কাছে ফোন গেলে ছুটে যায় সেই মানসিক প্রতিবন্ধীর খোঁজে । এবং তাদেরকে খুঁজে বের করে তাদের কে ফিরিয়ে আনে নতুন এক রূপে । তাদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে তাদের পরনের নোংরা জামা গুলোকে ফেলে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেন মাহবুব ক্রিয়েশন ।

তাদের হাত পায়ের নখ থেকে মাথার চুল অব্দি পরিষ্কার করে দেন মাহবুব এবং তার টিম । এবং সবশেষ নতুন জামা কাপড় পরিয়ে একেবারেই দেখতে যেন সুস্থ একজন মানুষের রূপে ফিরিয়ে আনেন সেই সব লোকদেরকে । এমন ভিডিওর শেষে সেই মানসিক প্রতিবন্ধী লোকের ঠিকানা এবং নাম মেনশন করে দেয় যাতে তার পরিবারের লোকেরা দেখতে পেলে সেই ভিডিওটি তাকে যেন নিয়ে যায় । তার প্রতিটি ভিডিওতেই লক্ষ্য করলে দেখা যায় কোন না কোন প্রবাসী ভাই তাদের ভিডিওতে স্পন্সর করেছে । এবং প্রতিটি ভিডিওতেই সেই স্পন্সর ভাই কে মেনশন করে দেয় মাহবুব ক্রিয়েশন ভাই এবং তার টিম । মাহবুব ক্রিয়েশনের এমন চিন্তা ধারা এবং কাজই তাকে পৌঁছে দিয়েছেন সমাজের প্রতিটি মানুষের মনের মনিকোঠায়। ভিডিও শেষে ধন্যবাদ জানাই সেইসব প্রবাসী ভাইদের যারা মাহবুব ভাইকে আর্থিকভাবে সহায়তা করছেন । বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ।

30/07/2025

কিছুই ভালো লাগে নাহ😪

বর্তমান বাংলাদেশে  কনটেন্ট ক্রিয়েশনের নামে যখন বস্তা পচা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া ভোরে গিয়েছে । একের পর এক ক্রিয়েট...
27/07/2025

বর্তমান বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েশনের নামে যখন বস্তা পচা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া ভোরে গিয়েছে । একের পর এক ক্রিয়েটরা যখন নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করছেন হাসির পাত্র বা জোকার হিসেবে । ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে এমন কিছু কন্টেন ক্রিয়েটর রয়েছে । যারা কোন ঢাকঢোল পিটানো ছাড়াই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করেছেন । সেই সাথে জিতে নিয়েছেন লাখো ভক্তের মন । প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এইসব ক্রিয়েটর কারা ?

যদি বলতে না পারেন তবে সমস্যা নেই আমরা এমনই তিনজন কনটেন্ট ক্রিয়েটর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে । বাংলাদেশে কেবলমাত্র এই তিনজন কন্টেন্ট ক্রিয়েটরই আছেন যাদের কোন হেটার নেই । তাদের প্রত্যেকটি দর্শকই তাদের ওয়েল উইশার । কনটেন্ট ক্রিয়েশনের শুরু থেকে আজ অব্দি তাদেরকে নিয়ে কখনো কোনদিন কোন কন্ট্রভারসি তৈরি হয়নি ।

আমাদের আজকের ভিডিওতে প্রথমে যার সম্পর্কে জানব তিনি হচ্ছেন রিপন ভিডিও

তিনি কথা বললে প্রতিটি লাইন হয়ে যায় কবিতা । ছন্দে ছন্দে কথা বলার তার এই গুণ তাকে খ্যাতিত দিয়েছেই তার সাধারণ জীবন যাপন মানুষকে করেছে আকৃষ্ট । সস্তা সব কন্টেন্টের ভিড়ে রিপন মিয়ার ভিডিও মানুষকে আনন্দ দেয় । যেখানে থাকে না মানুষকে জোর করে হাসানোর কোন প্রচেষ্টা থাকে না অতিরঞ্জিত বা মশলাদার কথা ছড়াছড়ি । আর ঠিক এই কারণেই তার ভুলভাল ইংরেজিও মানুষ হাসিমুখেই গ্রহণ করে নেয় । রিপন মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি । পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত । আমার যতদূর মনে পড়ে রিপন মিয়াকে প্রথম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই ২০১৭ -১৮ সালের তখন তার দু একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল । তার ছন্দ ছন্দে কথা বলার সেই সব ভিডিও দিয়ে বাংলাদেশের একজন বড় ইউটিউবার প্রথম হিরন তার ইউটিউবে একটি গান বানিয়ে আপলোড দেয় । এবং সেই ভিডিওতে মেলে মিলিয়ন মিলিয়ন ভিউ সেখান থেকে বিস্তর পরিচিতি লাভ করেন রিপন মিয়া । এরপর দীর্ঘ সময় তাকে সোশ্যাল মিডিয়াতে আর দেখা যায়নি । তবে বছর দুয়েক আগে হুট করি তিনি আবার সোশ্যাল মিডিয়াতে ফিরে আসেন । এবং তার ছন্দে ছন্দে কথা বলার ভিডিও গুলো আপলোড দিতে থাকেন যা দেখার পর মানুষ রীতিমত অবাক হয়ে যায় । যে ভিডিওগুলো রিপন মিয়ার দর্শকরা এমনভাবে গ্রহণ করে নিয়েছে যে রাতারাতি পুরো বাংলাদেশে তাকে খ্যাতিয়ে নিয়েছে । সোশ্যাল মিডিয়াতে রিপন মিয়াকে নিয়ে এত পজিটিভ রিভিউ এর কারণ হচ্ছে তার সহজ সরল জীবন যাপন এবং তার সহজ সরল কথা বলার স্টাইল । যাতে বিন্দু পরিমাণও কৃত্তিমত্তার ছোঁয়া নেই

এখন যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নদীর নিব্রাস । নাদির নিব্রাশ নামে তাকে চিনতে না পারলেও নাদির অন দা গো কে চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর ।২০১৬ সালের ১৭ ডিসেম্বর ইউটিউবের পথযাত্রা শুরু করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার । নাদির যখন ইউটিউবিং শুরু করেন তখন বাংলাদেশের বস্তা পচা সব কন্টেন্ট নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের বেশ কয়েকজন ইউটিউবার । এদের মধ্যে উল্লেখযোগ্য তাওহীদ আফ্রীদি , রাকিব হাসান , মাহসান স্বপ্নসহ আরো অনেকেই । এ সকল বস্তা পচা কনটেন্টের ভিড়ে তার কনটেন্ট গুলো ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছিল না সেই সময়টাতে । এরপর আস্তে আস্তে নাদির এর ভিডিও মানুষ দেখা শুরু করল । এবং মানুষ বুঝতে শুরু করল এতদিন ব্লগিংয়ের নামে যে সকল আবর্জনা মানুষ দেখে আসছে । তা থেকে একেবারেই ভিন্ন নাদির এর ভ্লগিং ভিডিও গুলো ।যেখানে শো অফ না কনটেন্ট এর মানই মুখ্য বিষয় । একটা সময় মোস্ট আন্ডার এইটেট ইউটিউবার হিসেবে পরিচিতি থাকলেও । এখন বাংলাদেশের ভ্লগিং এ তার সমকক্ষ কেউ নেই ।

এখন যাকে নিয়ে আলোচনা করব তার জীবনধারাকে নিয়ে একটা সময় মানুষ বিরূপ মন্তব্য করলেও এখন সকলের ধারণাকে ভেঙ্গে দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন এই ব্যক্তি । বলছিলাম বিসমিল্লাহ এগ্রোর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম ভাইয়ের কথা । উচ্চশিক্ষা সম্পূর্ণে পর শহুরে চাকরি জীবন নয় বেছে নিয়েছিলেন কৃষি কাজকে এজন্য অবশ্য তার গ্রামের লোকেরা তাকে বলতো এত লেখাপড়া করে লাভ কি । যদি না খেতে খামারে কাজ করতে হয় । তখন থেকে মুখ বুজে নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য লড়ে গেছে সাইফুল ইসলাম । ব্যক্তিগত জীবনে প্রচুর ধার্মিক একজন ব্যক্তিত্ব তিনি । সাইফুল ইসলামের বাড়ি ফরিদপুর থাকলেও ছোট থেকেই শহরের এক মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি ।এক লাখ বিশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন গরুর খামার তারপর হাসের খামার কোয়েল পাখি আবার মাছও চাষ করেন তিনি ।এছাড়াও বিভিন্ন জমি লিজ নিয়ে ধান ,গম্‌ ,কলাই সহ গাসও চাষ করেন তিনি ।
দুই বছরের মধ্যে তার আয় দারিয়েছে অর্ধ কোটি টাকা । তিনি দৈনন্দিন জীবনে যেসব কাজ সম্পাদন করেন সেসব কাজের ভিডিও ধারণ করেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তিনি ।তার জীবন ধারা এবং ব্যক্তিত্ব ফুটে উঠে সেই সব ভিডিওতে যাতে বিন্দু পরিমাণে কৃতিমত্তার ছোঁয়া দেখা যায় না । একেবারেই সাধারণ জীবন যাপনের অভ্যস্ত এই লোকটি । আর যে কারণেই মানুষের ভালোবাসা পেয়ে যাচ্ছেন অফুরন্ত ।


বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা দুজন কনটেন্ট ক্রিয়েটার । #রিপন      #সেইস্বাদব্লগ
24/07/2025

বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকা দুজন কনটেন্ট ক্রিয়েটার ।

#রিপন #সেইস্বাদব্লগ

23/07/2025

বাবু কি করে।

22/07/2025

আল্লাহর সকল বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন

22/07/2025

কাল দুপুর থেকে পুরো বাংলাদেশ যেন স্তব্ধ হয়ে আছে। 😭😭😭

22/07/2025
তবে কি সত্যিই শুভ কাজ সেরে ফেলেছেন তারা দুজনে ?  তটনী ও ইয়াশ রোহান এর নাটকের দৃশ্যকে সবাই সত্যি মনে করে ভুল করছেন।     ...
19/07/2025

তবে কি সত্যিই শুভ কাজ সেরে ফেলেছেন তারা দুজনে ?
তটনী ও ইয়াশ রোহান এর নাটকের দৃশ্যকে সবাই সত্যি মনে করে ভুল করছেন।

Address

Sreepur
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share