BCS and All Job Preparation

BCS and All Job Preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS and All Job Preparation, Digital creator, Gazipur.
(1)

15/11/2023

১৪৫। বাংলাদেশের উপজেলার সংখ্যা কত?
ক. ৪৯১
খ. ৪৯৩
গ. ৪৯৫
ঘ. ৪৯৭

15/11/2023

🔖যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দিবেন তাদের জন্য সাজেশন 🔖
✍️ ২৫ -৪৫তম বিসিএস পর্যন্ত বার বার রিভিশন দিন ব্যাখ্যা সহ।
✍️ বিগত বছরের প্রাইমারি প্রশ্ন (২০১৮-২২) রিভিশন দিন।
✍️নিবন্ধন এর ১৪,১৫,১৬,১৭ বার বার রিভিশন দেন।
✍️ ২৩ সালে আসা বিগত প্রশ্ন জব সলিউশন থেকে পড়ে ফেলুন।
✍️ মুক্তিযুদ্ধ এ টু জেড পড়ুন।২-৩ মার্ক থাকেই।
✍️ বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক (রবীন্দ্রনাথ, নজরুল,মীর মোশাররফ হোসেন, বঙ্কিম, মধুসূদন,সৈয়দ শামসুল হক,ওয়ালীউল্লাহ,বেগম রোকেয়া,পঙক্তি, গুরুত্বপূর্ণ জন্মসাল) পড়ুন
✍️ ইংরেজি substitution, vocabulary বিগত বছরের ভালো করে পড়ুন।
✍️ বাংলা ব্যাকরণ এ বানান, শুদ্ধিকরণ, বিভিন্ন প্রকার বিদেশী শব্দ, সন্ধি, কারক, সমাস, প্রত্যয়, শব্দ, ধ্বনি, অনুসর্গ, অনুবাদ ভালো করে দেখবেন।
✍️আন্তর্জাতিক সংস্থা, গুরুত্বপূর্ণ ঘটনা দেখবেন।
✍️সাম্প্রতিকের জন্য বেশি প্যারা নাই,পরিক্ষার আগে ২-৩ দিন পড়বেন গুরুত্বপূর্ণ গুলা।

03/11/2023

✅মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে❓[৩৯তম বিসিএস ]

১।৯নং সেক্টর
২।১০ নং সেক্টর
৩।১১ নং সেক্টর
৪।৮ নং সেক্টর

03/11/2023

চাকুরী আপনাকে খুজবে চ্যালেন্স!

আজকের পোস্ট টি তাদের জন্য যাদের জিবনের লক্ষ্য হলো যে কোন কিছুর বিনিময়ে হলেও যার সরকারি চাকুরী বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়া যাদের একমাত্র উদ্দেশ্য!
এমন ১০০জন সৎ,সাহসী, ত্যাগী মানুষ দেখতে চাই যারা আমার চ্যালেন্স মানবেন আমিও চ্যালেন্স করলাম আপনি ও সফল হবে ৯৯% ইনশাআল্লাহ।

★★★পূর্ব শর্ত সমূহ: শর্ত সমূহ বাধ্যতামূলক মানতে হবেই হবে ইনশাআল্লাহ।
০১. আজ থেকে প্রতিদিন বাধ্যতামূলক রাত ১১টায় ঘুমিয়ে যেতে হবে ও ভোর ০৪:৪৫ নিদ্রা ত্যাগ করতে হবে।
০২.গেইম,আড্ডা, খেলা,অযথা নেইটে পড়ে থাকা বন্ধ করে দিতে হবে।
০৩.অজুহাত, অলসতা,ধৈর্য্যহীনতা শব্দ তিনটি জিবন থেকে বাদ দিয়ে দিতে হবে
০৪.দিনরাত ২৪ ঘন্টার মধ্যে ০১ ঘন্টা সময় নিজের ইচ্ছে মতো কাটানো যাবে।( ফেইজবুক বা খবর দেখা ইত্যাদি কাজে অর্থাৎ বিনোদনের জন্য)
০৫. "পারিবনা" কথাটি বলা যাবেনা। কারণ এটি বলার কোন সুযোগ নেই। এটি বলা মানেই স্ব ইচ্ছায় পরাজয় মেনে নেওয়া। দশজনে যা পারবে আপনাকেও তা পারতেই হবে ইনশাআল্লাহ!
০৬.যা মুখস্থ না হবে তা আঙুলে ধরে ধরে ৫০/১০০ বার পড়বেন ও ১০/১৫ বার লিখবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে।
০৭. বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে।

উপরের শর্তগুলো হলো আপনার সরকারি চাকুরী অর্জনের যুদ্ধে জয়ী হওয়ার হাতিয়ার।

★★★অধ্যয়ন পরিকল্পনা :নিম্নে তুলে ধরা হলো -

০১.প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা গাইড ক্রয় করবেন যে কোন প্রকাশনির।
০২. বিষয় ভিওিক ০৫টি নোট খাতা অথা ডায়েরি ক্রয় করে নিবেন নোট করার জন্য।
০৩. সহায়িকা গাইড এর বিষয় ভিওিক প্রস্তুতি অংশটুকু প্রথমে অধ্যয়ন করবেন।
০৪. প্রয়োজনীয় অংশ অথবা শর্টকাট টেকনিক গুলো টপিক ভিওিক নোট করবেন।( যেমন গণিত বিষয় এর টপিক -১.সংখ্যা ও সংখ্যার ধারণা,২. ঐকিক নিয়ম,৩. ল. সা. গু এবং গ.সা.গু এমন ভাবে নোট করবেন টপিক গুলো)
০৫. বিষয় ভিওিক পার্ট অধ্যয়ন শেষ হওয়ার পর বিগত সালের য প্রশ্নগুলো দেওয়া আছে তা পেক্টিস করবেন দেখবেন ৮০ টি MCQ এর মধ্যে ৭০+ এমনিতেই কমন পড়ে গেছে ঐ যে বিষয় ভিওিক পার্ট অধ্যয়ন করেছিলেন সেই থেকেই!
০৬. যা পড়বেন তা এমন ভাবে পড়বেন যেন জিবনে দ্বিতীয় বার আর না অধ্যয়ন করতে হয়।
০৭. প্রতিদিন কমপক্ষে ১০ ঘন্টা স্টপ ওয়াচ এর মাধ্যমে অধ্যয়ন করবেন।যথা সময়েই অধ্যয়ন টার্গেট পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ।

বি:দ্র: ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ

02/11/2023

কিছু আপডেট তথ্য
🗨️বর্তমানে শিক্ষা বোর্ড- ১১ টি।
💭 বর্তমানে দেশে সিটি। কর্পোরেশনের সংখ্যা - ১২ টি।
🗨️ বর্তমানে উপজেলা- ৪৯৫ টি।
💭 বর্তমানে পৌরসভার সংখ্যা -৩৩০ টি, (সর্বশেষ শ্যামনগর সাতক্ষীরা)।
🗨️ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১,ভোলা)।
💭 বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
🗨️বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১ তম দেশ হিসেবে।
💭 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
🗨️ বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭ তম।
💭 বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন( জুন,২০২২)।
🗨️ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
💭 বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল(১৩তম)।

15/10/2023

My bow কথাটির অর্থ কি?

ক. আমার স্ত্রী
খ. আমার ধনুক
গ. আমার পরিজন
ঘ. আমার আপনজন

27/09/2023

চলেন প্রাইমারি নিয়ে একটা হিসাব দেখা যাক।
সূত্র: আজকের পত্রিকা।

মোট শূন্য পোষ্ট- ৭৪৬৩ (পরে বাড়তেও পারে)

➡️১ম ধাপে আবেদন করেন- ৩,৬০,৭০০ জন। রংপুর, বরিশাল,সিলেট মিলে শূন্য পোষ্ট- ২২২৬ টি। তাহলে ১টি করে শূন্য পোষ্টের বিপরীতে লড়বে- ১৬২.০৫ জন।

➡️২য় ধাপে আবেদন করেন- ৪,৩৯,৪৩৮ জন। রাজশাহী, খুলনা, ময়মনসিংহ মিলে শূন্য পোষ্ট- ২৫৯৭ টি। তাহলে ১ করে শূন্য পোষ্টের বিপরীতে লড়বে- ১৬৯ জন।

➡️৩য় ধাপ আবেদন করেন- ৩,৪৯,৪৩৮ জন। ঢাকা,চট্টগ্রাম মিলে শূন্য পোষ্ট- ২৫৯৬ টি। তাহলে ১ করে শন্য পোষ্টের বিপরীতে লড়বে- ১৩৪ জন।

এবার দেখে নেয়া যাক বিভাগ ভিত্তিক শূন্য পোষ্ট-

ঢাকা- ১,৬৬৫
সিলেট- ৪১১
বরিশাল- ৮৭১
রংপুর- ৯৪৪
খুলনা-৯৪০
ময়মনসিংহ -৫৯৯
রাজশাহী - ১০৫৮
চট্টগ্রাম - ১২৩১

সংগ্রহকারী- Md Rafi Ahamed

27/09/2023

সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?[45 তম বিসিএস]

ক) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
খ) রাজা রামমোহন রায়
গ) মনোএল দ্য আসসুম্পসাঁও
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when BCS and All Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share