Farhin Subhan Rupom

Farhin Subhan Rupom This is my professional page. Please stay with me.

আসসালামু আলাইকুমপবিত্র রমজান মাসে আপনার ফেসবুক টাইমলাইনকে পরিশুদ্ধ ও অশ্লীলতামুক্ত রাখতে এই সেটিংটি ব্যবহার করতে পারেন।ফ...
01/03/2025

আসসালামু আলাইকুম

পবিত্র রমজান মাসে আপনার ফেসবুক টাইমলাইনকে পরিশুদ্ধ ও অশ্লীলতামুক্ত রাখতে এই সেটিংটি ব্যবহার করতে পারেন।

ফেসবুকে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে অশালীন বা স্পর্শকাতর কনটেন্ট আপনার টাইমলাইনে ভেসে আসতে পারে।

এ ধরনের বিষয়বস্তু এড়িয়ে যেতে চাইলে এখনই এই সেটিংটি চালু করে রাখুন।

শেয়ার করে পোস্টটি আপনার পরিচিতদের ও এটা করতে সাহায্য করুণ।

বিকট শব্দ হবার পর বিদ্যুৎ চলে যায় কেন? সত্যিই কি ট্রান্সফরমার ব্লাস্ট হয়?তখন স্টুডেন্ট ছিলাম। দুপুরে খেয়েদেয়ে ঘুমদিয়েছিল...
12/12/2024

বিকট শব্দ হবার পর বিদ্যুৎ চলে যায় কেন? সত্যিই কি ট্রান্সফরমার ব্লাস্ট হয়?

তখন স্টুডেন্ট ছিলাম। দুপুরে খেয়েদেয়ে ঘুম
দিয়েছিলাম। বিকট একটি শব্দে ঘুম ভাঙল আর দেখি চারদিক অন্ধকার। পাশের বাসার আন্টি এসে গুজব রটতে শুরু করল যে, "ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে, আজ সারারাত নাকি বিদ্যুৎ আসবেনা"। এই খুশিতে মহানন্দে সবাই ছাদে গেল পার্টি করতে।

আসলেই কি ট্রান্সফরমার ব্লাস্ট করেছিল? কারিগরি বাস্তবতা কি বলে?

আমরা সবাই জানি, পাওয়ার লাইনে বেশ কিছু অতন্দ্র প্রহরী থাকে যে সর্বদাই নিজের জীবনের ঝুকি নিয়ে পাওয়ার লাইনকে রক্ষা করে। জি হ্যা! আমি প্রটেক্টিভ ডিভাইস (ব্রেকার, ফিউজ) এর কথাই বলছি। তেমনি 11kv লাইনে তিনটি লাইভ লাইনের সাথে তিনটি Drop Out Fuse অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে।

যাকে আমরা সংক্ষেপে DOF বলি। পাহারা দিয়ে গিয়ে এক সময় নিজেই অক্কা পেয়ে পায় এবং বিকট শব্দ করে গোটা এলাকাকে জানান দেয়। DOF একটি exclusive (বিস্ফোরক) ফিউজ বলে এটি পুড়ে গেলে Gunshot এর মতই আওয়াজ হয়।

কিন্তু না বুঝেই আমরা দোষ দিয়ে বসি বেচারা ট্রান্সফরমার এর।

আপনার আমার বাড়ির দারোয়ান ডাকাতের সাথে আপোসে আমাদের সব লুটে নিলেও এই ফিউজ, ব্রেকার উনারা খুবই বিশ্বস্ত। জীবন বলি দিয়ে হলেও রক্ষা করে যাবে পাওয়ার লাইন।

DOF নিয়ে আরো কিছু তথ্য দিয়ে রাখা ভালঃ

💥দারোয়ানের যেমন একটি হাতে লাঠি থাকে তেমনি এই ফিউজের রয়েছে একটি লাঠি বা স্টিক যার নাম ফিউজ লিংক বা আইসোলেটর। যা শত্রুর নিশানা পাওয়া মাত্রই লাইনকে বিচ্ছিন্ন বা আইসোলেট করে।

💥DOF এর এম্পিয়ার রেটিং (1-200) amps

💥 সাধারণত লাইনের সাথে 20°এংগেল করে ফিউজটি অবস্থান করে

এবার তাহলে ভেবেই দেখুন, ফিউজ, ব্রেকার এরা নিজের জীবনের ঝুকি নিয়ে আমাদের বৈদ্যুতিক দূর্ঘটনার হাত থেকে রক্ষা করছে আর আমরা না জেনেই পাশের বাসার আন্টির মত গুজব ছড়িয়ে যাচ্ছি।

কেমন লাগল এই ক্ষুদ্র কিন্তু রসাত্নক আর্টিকেলটি? যতক্ষণ পড়েছেন নিশ্চয় কল্পনাজগত ও কারিগরি ফ্যাক্টের একটি সংমিশ্রণ অনুভব করেছেন তাইনা?

কেমন হয় যদি কারিগরি জটিল বিষয়গুলো এরকম বাস্তব উদাহরণ কিংবা গল্পে গল্পে পড়া যায়? বোরিং একঘেয়েমি ত ছুটি নিবেই, সাথে পড়া মনেও থাকবে।

"প্রকৃতির গভীরে, মহিমান্বিত সৌন্দর্য। 🌿🦌      "
05/12/2024

"প্রকৃতির গভীরে, মহিমান্বিত সৌন্দর্য। 🌿🦌 "

Believe me, I work  on social media.🙂
03/12/2024

Believe me, I work on social media.🙂

03/12/2024

ব্রেকিং নিউজ

৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর।
আবেদন করতে পারবেন ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর বয়সী প্রার্থীরা।

মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও নন-ক্যাডারের ২০১টি পদে নিয়োগ দেয়া হবে।

30/11/2024

song🎶🎉
Created by: Farhin Subhan Rupom

28/11/2024
টেক্সটাইল ক্রিকেট লিগ-২০২৪হাড্ডা হাড্ডি  লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো টেক্সটাইল ক্রিকেট লিগ-২০২৪। প্রতিযোগিতার প্রতিটি মুহূ...
28/11/2024

টেক্সটাইল ক্রিকেট লিগ-২০২৪

হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো টেক্সটাইল ক্রিকেট লিগ-২০২৪। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত ছিল দর্শকদের জন্য উপভোগ্য। মনোমুগ্ধকর ম্যাচগুলোতে উপস্থিত দর্শকরা অপলক দৃষ্টিতে খেলা উপভোগ করেছেন।

২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির খেলার মাঠে এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে টিম ইয়ার্ন মাত্র ৮ রানে টিম এপারেল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল দেখিয়েছে অসাধারণ পারদর্শিতা। দর্শক, খেলোয়াড় এবং আয়োজকদের যৌথ প্রচেষ্টায় টেক্সটাইল ক্রিকেট লিগ-২০২৪ একটি সফল ও স্মরণীয় ইভেন্ট হিসেবে ইতিহাসে জায়গা করে নিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরণের টুর্নামেন্ট আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

খেলা শেষে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির খেলার মাঠে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম দেলোয়ার হোসেন, রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এডভাইজর প্রফেসর ড. শেখ মোঃ মমিনুল আলম, বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মোহাম্মদ নূর নবী রাজ ও এডাস্ট স্পোর্টস ক্লাবের আহ্বায়ক মো:ওহিদুল ইসলাম। দিনব্যাপী এবারের টুর্নামেন্টে টেক্সটাইল বিভাগের টীম ইয়ার্ন, টীম ফ্যাব্রিক, টীম কালারেশন ও টীম এপারেল মোট ৪ টি দল অংশ নেয়। এই লিগে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে ইয়ার্ন টিমের আতিকুর, ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন ইয়ার্ন টিমের ফয়জুল হাসান, সর্বাধিক উইকেট নিয়েছেন এপারেল টিমের সাইফুল, সর্বাধিক রান সংগ্রাহক ইয়ার্ন টিমের মাহবুব।

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্পোর্টস ক্লাবের সদস্যসচিব জনাব ফয়জুল হাসান প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ।







27/11/2024
Game Start now! 🎯    🏏🏏
26/11/2024

Game Start now! 🎯
🏏🏏

Address

Mazukhan Bazar, Pubail
Gazipur

Telephone

+8801636826050

Website

https://sites.google.com/view/farhin-subhan-rupom/home

Alerts

Be the first to know and let us send you an email when Farhin Subhan Rupom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhin Subhan Rupom:

Share