Noor Interactive Academy

Noor Interactive Academy Education is that which not only serves us information but also builds life harmony with universality
(5)

16/09/2025

আল্লাহ্র রাসূল) বলেছেনঃ আমার উম্মাতের জন্য যদি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতের সাথে তাদের

মিস্ওয়াক করার হুকুম করতাম।

সহিহ বুখারী - ৮৮৭

15/09/2025

কারো কটু-কথা, কটু-বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হয় না! 🖤

অর্থ: আমি তো তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! সে ছিল আমার অভিমুখী। ( সুরা সাদ, আয়াত: ৪৪)

হিজাব হিজাব !Alhamdulillah Alhamdulillah
10/09/2025

হিজাব হিজাব !
Alhamdulillah
Alhamdulillah


ইসলামের প্রাথমিক বিজয়আলহামদুলিল্লাহ
10/09/2025

ইসলামের প্রাথমিক বিজয়
আলহামদুলিল্লাহ


চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে সমাজে বেশ কিছু প্রচলিত কুসংস্কার জারি আছে। কেউ বলেন, গ্রহণের সময...
07/09/2025

চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নিয়ে সমাজে বেশ কিছু প্রচলিত কুসংস্কার জারি আছে। কেউ বলেন, গ্রহণের সময় ঘর থেকে বের হওয়া যাবে না। কেউ বলেন, চন্দ্র ও সূর্যের দিকে তাকানো যাবে না। কেউ বলেন, গ্রহণের পূর্বের রান্না করা খাবার গ্রহণের সময় খাওয়া যাবে না। আবার গ্রহণের সময় রান্না করা খাবার, গ্রহণের বাইরের সময় খাওয়া যাবে না। আবার কেউ কেউ বলেন, গর্ভবতী যারা, তারা কোনো কিছু কাটাকাটি করবে না, কোন কিছু খাবেওনা—এটা করবে না, ওটা করবে না—ইত্যাদি। এ-সব কিছুই কুসংস্কার। এগুলোর কোনো ভিত্তি নেই।

চন্দ্র ও সূর্যগ্রহণের সময় আমাদের উচিত নামাজের আয়োজন করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দান সদকা করা। আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেওয়া।

এ সময়ে আতঙ্কিত হব না। চন্দ্রগ্রহণ নিয়ে হাসি-ঠাট্টাও করব না। আজকে অনেককেই দেখলাম, চন্দ্রগ্রহণ নিয়ে হাসি-ঠাট্টা করছে। ফানি ক্যাপশন লিখছে। অনেকে আবার চাঁদ নিয়ে রসিকতাও করছে। এগুলা ঠিক না, এগুলো করা যাবে না।

🤲🤲🤲🤲

06/09/2025

বলুন, হে আমার বান্দারা! যারা নিজেদের নফসের প্রতি যু*লুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই তিনি সকল গুনাহ মাফ করে দিবেন। নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু।

— সূরা যুমার, আয়াত: ৫৩

04/09/2025

এই আয়াতটা খুব অন্তরে লাগে :
انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء،

তুমি যাকে ভালোবাসো, ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবে না! তাকে সৎ পথে আনতে পারবে না! তবে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে আনেন! এবং কে সৎ পথে আসবে তা তিঁনিই ভালো জানেন!

(সূরা আল কাসাস : ৫৬)

তাহলে শুকরিয়া আদায় করেন সেই রবের! যিনি পৃথিবীতে এতগুলা মানুষ থাকতে আপনাকেই
হেদায়েতের জন্য বেছে নিয়েছেন!

'আলহামদুলিল্লাহ' 🤲🤲🤲🤲

04/09/2025

জুম'আর দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করুন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হল জুম'আর দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ কর। যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে।
সুনানে আবু দাউদ, হাদিস নং- ১৫৩১

03/09/2025

আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে তাঁর নিয়ামত বৃদ্ধি পায় এবং তিনি বান্দাকে আরও বেশি প্রতিদান দেন।

Address

Gazipur

Telephone

+8801568104357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor Interactive Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor Interactive Academy:

Share