Noor Interactive Academy

Noor Interactive Academy Education is that which not only serves us information but also builds life harmony with universality
(5)

22/07/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “আ'গুনে পো'ড়া ব্যক্তি শহীদ ”
(আবু দাউদ: ৩১১১)
"The one who is burned in fire is a martyr."

(Abu Dawud: 3111)

আর বাড়ি ফেরা হলো না। আল্লাহ মাফ করে দাও আমাদের কে।Speechless
22/07/2025

আর বাড়ি ফেরা হলো না। আল্লাহ মাফ করে দাও আমাদের কে।
Speechless

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হয়!মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার আ*হত বন্ধুকে ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হয়!
মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।
কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

21/07/2025

মানুষের জীবনের কোনো মূল্য নেই ?
হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

বিমান প্রশিক্ষণ নিতে হয় জনমানবশূন্য এলাকায়, অর্থাৎ কম জনবসতিবিশিষ্ট এলাকায়। যাতে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি আন্তর্জাতিক প্রোটোকলগুলোতেও এ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, কোথায় এবং কেমন আবহাওয়ায় প্রশিক্ষণ নিতে পারবে।
রাজধানীর মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বিমান প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়? এ বিষয়ে কথা বলা প্রয়োজন।

যারা এর পেছনে দায়ী, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং প্রচলিত এই অনিয়ম বন্ধ করতে হবে।

Tragic Plane Crash Uttara, Dhaka (July 21, 2025)...A Bangladesh Air Force F‑7 BGI jet crashed into Milestone School & Co...
21/07/2025

Tragic Plane Crash Uttara, Dhaka (July 21, 2025)...

A Bangladesh Air Force F‑7 BGI jet crashed into Milestone School & College, Uttara, Dhaka, around 1:18 pm today...

At least 19 dead and 50+ injured, many are
students...

Location: Diabari, Uttara, Dhaka (near Building-7, Milestone Campus)

Inna lillahi Wa Inna Ilaihi Rajiun...
May Allah grant peace to the deceased and healing to the injured...

Please pray and help however you can....

আপনি কি জানতেন, এমন এক স্তন্যপায়ী প্রাণী আছে যার চোখের রঙ ঋতু বদলের সাথে সাথে বদলে যায়? অবিশ্বাস্য মনে হলেও স্তন্যপায়ী প...
20/07/2025

আপনি কি জানতেন, এমন এক স্তন্যপায়ী প্রাণী আছে যার চোখের রঙ ঋতু বদলের সাথে সাথে বদলে যায়? অবিশ্বাস্য মনে হলেও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র বল্গা হরিণের (Reindeer) চোখের রঙ ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলায়। এটি তাদের আর্কটিক পরিবেশে টিকে থাকার একটি বিস্ময়কর অভিযোজন।

এই পরিবর্তনের মূল কারণ চোখের রেটিনার পেছনে থাকা “ট্যাপেটাম লুসিডাম” (tapetum lucidum) নামক একটি প্রতিফলনশীল স্তর।

গ্রীষ্মকালে: উজ্জ্বল সূর্যের আলোতে এই স্তরটি সোনালি-হলুদ বর্ণ ধারণ করে। এটি অতিরিক্ত আলো প্রতিফলিত করে চোখকে সুরক্ষিত রাখে এবং দিনের আলোতে দৃষ্টির স্বচ্ছতা বাড়ায়।

শীতকালে: দীর্ঘস্থায়ী অন্ধকারের কারণে চোখের মণি (pupil) অনেক বেশি প্রসারিত থাকে, যা চোখের অভ্যন্তরীণ চাপ বাড়িয়ে দেয়। এই চাপের ফলে ট্যাপেটাম লুসিডামের তন্তুগুলো সংকুচিত হয়ে যায় এবং এটি নীল রঙের আলো প্রতিফলিত করে। এই নীল প্রতিফলন কম আলোতে তাদের দৃষ্টির সংবেদনশীলতা ১০০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে, ফলে অন্ধকারের মধ্যেও তারা স্পষ্টভাবে দেখতে পায়।

প্রকৃতির এই সূক্ষ্ম প্রকৌশল বল্গা হরিণকে চরম পরিবেশে টিকে থাকতে সাহায্য করে।

অনুবাদ: AH Abubakkar Siddique

তথ্যসূত্র:
1. UCL News: “Reindeers' eyes change colour with Arctic seasons”
2. The Royal Society Publishing: “Reindeer eyes seasonally adapt to twilight”
3. Smithsonian Magazine: “Reindeer Eyes Change Color to Match the Season”

20/07/2025

দিনের প্রথম সিদ্ধান্ত যদি ফজর কে ঘিরে না হয়, তাহলে দিনের বাকি সিদ্ধান্তগুলো প্রায় মূল্যহীন। শুরুতেই ব্যর্থ হয়ে বসে আছি।

- শায়খ আতিক উল্লাহ (হাফি.)

20/07/2025

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لا يَسْتَقيمُ إِيمانُ عبدٍ حتَّى يَستَقيمَ قلبُه، ولا يَسْتَقيمُ قلبُه حتَّى يَستَقيمَ لسانُه، ولا يدخُلُ الجنَّةَ رجُلٌ لا يَأْمَنُ جارُه بَوائِقَه

"কারও ঈমান সঠিক হবে না, যতক্ষণ না তার অন্তর সঠিক হয়।আর তার অন্তর সঠিক হবে না, যতক্ষণ না তার জিহ্বা সঠিক হয়।আর জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করবে না, যার প্রতিবেশী (বা ঘনিষ্টজনরা) তার অনিষ্ট থেকে নিরাপদ নয়।"(মুসনাদে আহমাদ হা/১৩০৪৮;সিলসিলাহ সহীহাহ হা/২৮৪১ সনদ বিশুদ্ধ)।
হাদীসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা:বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে দুনিয়া ও আখিরাতের সফলতা ও মুক্তির সব পথ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এবং তাদেরকে উত্তম আদব ও সদাচরণে শোভিত হওয়ার নির্দেশ দিয়েছেন। নিম্নোক্ত হাদীসেও সেই নির্দেশনার কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণিত হয়েছে। এই হাদিসে তিনি বলেছেন,
❖কোনো বান্দার ঈমান পূর্ণ ও সঠিক হতে পারে না যতক্ষণ না তার অন্তর সঠিক ও পবিত্র হয়।”
এখানে ‘ঈমানের সঠিকতা’ বলতে বোঝানো হয়েছে ঈমানের পূর্ণতা ও আন্তরিকতা। কারণ, ঈমান কেবলমাত্র অন্তরের বিশ্বাস নয়, বরং ঈমান হচ্ছে,মুখের কথা,অন্তরের বিশ্বাস ও অঙ্গ-প্রত্যঙ্গের সম্মিলিত বাস্তবায়ন।যদি অন্তর সঠিক ও পবিত্র না হয়, তাহলে ঈমানও বিকৃত হয়, আর আমলেও দুর্বলতা দেখা দেয়।আর অন্তরের সঠিকতা মানে হলো—তা যেন আল্লাহর পরিচয় জানা,তাকে ভালোবাসা, তাঁর আনুগত্যের প্রতি ভালোবাসা, গুনাহর প্রতি ঘৃণা,তার মহত্ত্ব, ভয়, সম্মান, আশা এবং তাঁর ওপর ভরসা দ্বারা পরিপূর্ণ থাকে। এটাই তাওহীদের প্রকৃত রূপ,যা ঈমানকে জীবন্ত রাখে।
❖আর অন্তর সঠিক হবে না, যতক্ষণ না তার জবান সঠিক হয়।" অন্তর ও জবান (জিহ্বা) একে অপরের সাথে সংযুক্ত। জবান হলো অন্তরের ভাষ্যকার বা দোভাষী। এটি প্রকাশ করে অন্তরে কী আছে—তা ঈমান হোক বা কুফর। আর এ জবানই মানুষকে জান্নাতেও পৌঁছে দিতে পারে, আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে।সুতরাং যবান তথা জিহ্বার সঠিকতা” মানে—তা যেন মিথ্যা, গিবত, চোগলখোরি, কটূক্তি, অপবাদ, অশ্লীলতা ইত্যাদি সব খারাপ কথা থেকে মুক্ত থাকে।কেননা জিহ্বার সঠিকতা ছাড়া অন্তরের সঠিকতা বজায় রাখা সম্ভব নয়।
❖ “প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ থাকা”—এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নির্দেশনা। সত্যিকার মু’মিন সেই, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে। ‘بوائق’ (বাওয়াইক) শব্দটি বোঝায় শারীরিক, মানসিক, আর্থিক বা সামাজিক যেকোনো ধরণের ক্ষতি বা অনিষ্ট।অর্থাৎ,যেকোনো রকম অনিষ্ট বা ক্ষতি, যার মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তিগত দুঃখ-কষ্ট ও বিরক্তিও। তাই একজন মু’মিনের দায়িত্ব হলো নিজের প্রতিবেশীকে সব ধরনের অনিষ্ট থেকে মুক্ত রাখা, যেন তার আশেপাশের পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ থাকে।
হাদীসটির শিক্ষা:(১). পূর্ণ ঈমান তখনই বাস্তবায়িত হয়, যখন অন্তর, জিহ্বা এবং অঙ্গ-প্রত্যঙ্গ সবই ইসলামের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।(২). একজন মুসলিমের চরিত্র ও আচরণে তার ঈমান প্রতিফলিত হওয়া আবশ্যক।(৩). প্রতিবেশীর প্রতি সহানুভূতি, নিরাপত্তা প্রদান ও অনিষ্ট থেকে বিরত থাকাকে ঈমানের একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়েছে।(৪). এই হাদীস মানুষকে ইখলাস, উত্তম আখলাক এবং সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)

02/07/2025

অতিরিক্ত চিন্তা বাদ দেন,
তকদিরে যেটা আছে, সেটাই হবে।
আকাশের দিকে তাকিয়ে বলেন।
আলহামদুলিল্লাহ❤️❤️❤️❤️

26/06/2025

# ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। ’ (মুসলিম)

# ফজরের নামায কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে - ‘যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। ’ (আবু দাউদ)

# সরাসরি জান্নাত প্রাপ্তি - ‘যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর। ’ (বুখারী)

# রিজিকে বরকত আসবে - আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাঁধা দেয়। কেননা তখন রিজিক বন্টন করা হয়।

# ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে - ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। ’ (তিরিমিযি)

Amin

Amin

Address

Gazipur

Telephone

+8801568104357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor Interactive Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noor Interactive Academy:

Share