Anyamatrabd

Anyamatrabd Center for Comminuty Information & Islamic Media...anyamatrabd


subscribe | like | comment
https:/

হঠাত করেই অনাকাঙ্খীত কারণে অফিস সাধারণ ছুটি। এই অনির্ধারিত ছুটি কোন কাজেই আসে না। কী আর করা, কাজের মানুষ আমি, বসে থাকতে ...
28/10/2024

হঠাত করেই অনাকাঙ্খীত কারণে অফিস সাধারণ ছুটি। এই অনির্ধারিত ছুটি কোন কাজেই আসে না। কী আর করা, কাজের মানুষ আমি, বসে থাকতে মন চায় না। তাই Nasir Thinks Creative Time নিয়ে বিকেল বেলা বেড়িয়ে পড়েছিলাম চন্দ্রা ত্রি-মোড়ে। গিয়েছিলাম আরো কোথায়, নতুন কোন ভিডিও জন্য, সব মিলিয়ে আপনাদের জন্য কিছু একটা আসছে।
আমদের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের সাথ যুক্ত থাকুন...
Nasir Thinks

click...
Rafid Hasan Rocky
with creative team...
Ashikur RAhman
Towhidul Islam Javed

 #মায়াবতীমায়াবতী যদি বিশ্বাস করোহাতটা ধরো।বিশ্বাস করো ছুঁয়ে দিলেইবদলে যাবো।শুভ সকাল...Nasir ThinksclickTowhidul Islam Ja...
27/10/2024

#মায়াবতী
মায়াবতী যদি বিশ্বাস করো
হাতটা ধরো।
বিশ্বাস করো ছুঁয়ে দিলেই
বদলে যাবো।

শুভ সকাল...

Nasir Thinks
click
Towhidul Islam Javed

with creative team...
Ashikur RAhman
Rafid Hasan Rocky

মায়াবতী তোমার হাত ছুঁয়ে দিলেহাতের আঙ্গুলগুলো কী লজ্জা পেতো?আর অনাকাঙ্খীত ভাবে যদিপায়ের সাথে পা লেগেই যায়,আমাকে কী মাশুল...
26/10/2024

মায়াবতী
তোমার হাত ছুঁয়ে দিলে
হাতের আঙ্গুলগুলো কী লজ্জা পেতো?
আর অনাকাঙ্খীত ভাবে যদি
পায়ের সাথে পা লেগেই যায়,
আমাকে কী মাশুল দিতে হবে
তুমি ভেবে তারবার্তা দিও।

চোখে চোখ রেখে
বেলকুনিতে আকাশ পানে
মেঘের ভেলায় ভাসিয়ে দিও
তোমার শাড়ীর আঁচল...

আমি মায়বতীর গন্ধ শুকে-শুকে
মাতাল হয়ে যেতে চাই,
মধ্যরাতের পথ হারা পথিকের মতো।

Nasir Thinks

#মায়াবতী

click
Ashikur RAhman
with creative team..
Rafid Hasan Rocky
Towhidul Islam Javed

এই শহরে আপন বলতে-কেউ কারো নয়,দিন শেষে রাতই আপন।Nasir Thinks
25/10/2024

এই শহরে আপন বলতে-
কেউ কারো নয়,
দিন শেষে রাতই আপন।

Nasir Thinks

তুমি ভোরের কুয়াশার মতো।সূর্যের আগমনে, আমার জীবন থেকে-পালিয়ে যাও।শুভ সকাল।
24/10/2024

তুমি ভোরের কুয়াশার মতো।
সূর্যের আগমনে,
আমার জীবন থেকে-
পালিয়ে যাও।

শুভ সকাল।

কয়েক টুকরা অনুভূতি...দুপুরের পর থেকে একটা লাল গোলাপ দূর থেকে দেখছিলাম। ইচ্ছে করছিলো, কাছে গিয়ে গোলাপের সুবাস নেই।আচ্ছ, ত...
23/10/2024

কয়েক টুকরা অনুভূতি...

দুপুরের পর থেকে একটা লাল গোলাপ দূর থেকে দেখছিলাম। ইচ্ছে করছিলো, কাছে গিয়ে গোলাপের সুবাস নেই।

আচ্ছ, তুমি কী? এখন আর পারপিউম ব্যবহার করো না? তোমার পারফিউমের ঘ্রাণ আমাকে মাতাল করে দেয়। তোমার গন্ধ শুকে-শুকে মাতাল হয়ে যেতে মন চায়।

এমনিতেই প্রতিদিনই তুমি সুন্দর, তবে আজ আরো বেশি সুন্দর লাগছিলো তোমায়।

এমন কী কখনো হয়েছে? রাতে ঘুম ভেঙ্গে আমাকে মনে পড়েছে? আমার কিন্তু প্রায় রাতেই এমনটি হয়। তোমার না হওয়ারই কথা, তুমি তো আর আমাকে ভালোবাসও না। সমস্যা নাই, আমি বারো মাস তোমায় ভালোবাসি; তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি বারো মাস তোমার আশায় আছি, তুমি সুযোগ পাইলে আসিও...

শুভ সকাল।

Nasir Thinks

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধ...
22/10/2024

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে-প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র্য বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।
আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে-মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে “ভয় পেয়ো না, আমি আছি।” বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না।
একদিন আপনার অনেক কিছু হবে। অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার সামনে-পিছে ঘুরঘুর করবে; আপনার কিছু লাগবে কি না, তার জন্য একপায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের ঘ্রাণে-কেনা কিছু মৌমাছি কেবল।
তারাই আপনার আপনজন আর কাছের জন, যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর, কখনোবা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়ে ছিল।
বড়ো হোন, ততটুক‌ই বড়ো হোন, যতটুক বড়ো হলে আপনার মাথাটা আকাশ ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। ক্ষুদ্র হোন, ততটুক‌ই ক্ষুদ্র হোন, যতটুক ক্ষুদ্র হলে আকাশ-ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায়, যে-মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকে ছিল।
মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?
জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।
তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।
যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।
আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।
পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।
বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।
আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।
এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।
মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।
কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।
অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।
আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।
ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।
মানুষটা আছে, অথচ মানুষটা নেই।
এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।
হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।
এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।
হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।
তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুণ।
©কপিপোষ্ট।

এমন একটা সময় পার করছি, বলে বুঝানোর মতো নয়।খুব বেশি না হলেও কিছু পরিচিতজন, কাছের কিছু স্বজনএকান্ত না হলেও দু্ই-একটা বন্ধু...
19/10/2024

এমন একটা সময় পার করছি, বলে বুঝানোর মতো নয়।

খুব বেশি না হলেও কিছু পরিচিতজন, কাছের কিছু স্বজন
একান্ত না হলেও দু্ই-একটা বন্ধুর মতো আপনজন তো আছে
বলেই ধরে নতে পারি।

আর না হোক, আমিতো এই শহরের একজন...

তারপরও কেন জানি মনে হয়-
আমি না খেয়ে সারা দিন পার করলেও
দিন শেষে কেউ বলে না-
বাবু খাইছো।

Nasir Thinks

ফ্যাক্ট:: সকাল আর দুপুরে তো অফিসে খা্ই। রাতে য়ে মেসে খেতাম। সে মেসওয়লা পালাছে।

মানুষ, মানুষ নামের প্রাণী হয়ে যাচ্ছে...Nasir Thinks
18/10/2024

মানুষ, মানুষ নামের প্রাণী হয়ে যাচ্ছে...

Nasir Thinks

তোমার-আমার সকালটা কেড়ে নিলো কর্পোরেট মাফিয়া।Nasir ThinksclickRafid Hasan Rockywith creative teamAshikur RAhmanTowhidul I...
14/10/2024

তোমার-আমার সকালটা
কেড়ে নিলো কর্পোরেট মাফিয়া।

Nasir Thinks

click
Rafid Hasan Rocky
with creative team
Ashikur RAhman
Towhidul Islam Javed

কোন দিকে যাই, আপনারাই কমেন্টস করে জানান।এরপর ভিডিও আপলোড দিচ্ছি...clickRafid Hasan Rockywith creative teamAshikur RAhman...
11/10/2024

কোন দিকে যাই,
আপনারাই কমেন্টস করে জানান।
এরপর ভিডিও আপলোড দিচ্ছি...

click
Rafid Hasan Rocky
with creative team
Ashikur RAhman
Towhidul Islam Javed

থুব সহজে হাতের কাছে পাও বলেে,আমি কোন মূল্যহীন পণ্য নয়।তবে আমি কখনো তোমার কাছেভালোবাসার বিনিময় চাইবো না।Nasir Thinksclick...
10/10/2024

থুব সহজে হাতের কাছে পাও বলেে,
আমি কোন মূল্যহীন পণ্য নয়।
তবে আমি কখনো তোমার কাছে
ভালোবাসার বিনিময় চাইবো না।
Nasir Thinks

click...
Rafid Hasan Rocky
with creative team...
Ashikur RAhman
Towhidul Islam Javed

Address

Shofipur, Kaliakoir
Gazipur
1751

Alerts

Be the first to know and let us send you an email when Anyamatrabd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anyamatrabd:

Share

Category

Center for Comminuty Information & Creative Media...

anyamatrabd | please subscribe:: https://www.youtube.com/anyamatrabd

# anti-piracy WARNING

This Content is Copyright to anyamatrabd. Any Unauthorized Reproduction, Redistribution or Re-upload is Strictly Prohibited of this Material. Legal Action will be Taken Against those who Violate the Copyright of the Following Material Presented.

# about anyamatrabd: