মিয়া বিবি On Vibes

মিয়া বিবি On Vibes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মিয়া বিবি On Vibes, Digital creator, Gazipur.
(2)

জীবন যেমন: একটু স্বাদ, একটু সাধনা, আর একটু সাহসের।জীবনের পাঠ আর একটু অনুপ্রেরণা 🍱📚
যা খাই, যা ভাবি, তা-ই লিখি – মন ছুঁয়ে গেলে জানিও।

Proof you Love to Follow Me❤️🥀

Shout out to my newest followers! Excited to have you onboard! Ipc Joshim Uddin, সোহাগ সমজদার, Md Ruhul Amin, Imran Hoss...
18/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ipc Joshim Uddin, সোহাগ সমজদার, Md Ruhul Amin, Imran Hossain

আসসালামু আলাইকুম শুভ রাত্রি
29/06/2025

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি

Best Photo in this universe Say Mashallah ❤️
28/06/2025

Best Photo in this universe
Say Mashallah ❤️

follow NextGen Vibes by Ariyan
21/05/2025

follow NextGen Vibes by Ariyan

এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ভাই, যিনি একজন হিরো, আমি বলবো হিরোর চেয়েও বেশি কিছু। জীবনের মায়া ত্যাগ করে প্রায় ৪০...
03/04/2025

এই হলো একুশে পরিবহনের ড্রাইভার সোহেল ভাই, যিনি একজন হিরো, আমি বলবো হিরোর চেয়েও বেশি কিছু। জীবনের মায়া ত্যাগ করে প্রায় ৪০ জন যাত্রীর জীবন বাঁচিয়েছেন ডাকাতের হাত থেকে, তাও এক দুইজন হয় প্রায় ৮-১০ এর ডাকাত দলের হাত থেকে। ঈদের পরের দিন রাত ১টায় লাকসাম এর দিকে প্রায় ৫/৬টি নম্বর বিহীন মোটরসাইকেল এ ডাকাতরা ধাওয়া করে একুশের বাসকে। তখন ড্রাইভার জীবনের মায়া ত্যাগ করে কোথাও না থামিয়ে বাস টেনে নিয়ে আসেন মাইজদি। এদিকে সে বাস থামাচ্ছে না দেখে ডাকাতরা তাকে ইট ছুড়ে মারে যাতে ড্রাইভারের চোয়াল ভেংগে যায়। তবুও সে থেমে থাকে নি, অনবরত রক্তক্ষরণ নিয়ে সে বাস চালিয়ে রক্ষা করে যাত্রীদের।৷

চালক এখন কিছুটা ভালো আছেন তবে সেরে উঠতে সময় লাগবে৷

ধন্যবাদ ও স্যালুট সোহেল ভাইকে।।❤️

© #কপিপোষ্ট

Ariyan ভাইএর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন🎊 ঈদ মোবারক 🎊
29/03/2025

Ariyan ভাই
এর পক্ষ থেকে সকলকে
জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
🎊 ঈদ মোবারক 🎊

19/03/2025

আজানের ধ্বনি বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায় অবস্থায় কাটাচ্ছে গাঁজাবাসি😭
আজান শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি😭😭😭😭

আমার বান্ধবীর এই সেটআপ চালু হইছে এখন কি করার 😃😁
11/03/2025

আমার বান্ধবীর এই সেটআপ চালু হইছে
এখন কি করার 😃😁

🙌🙌  এই নিষ্পাপ শিশুটি আপনার মেয়ে / বোন হলে আপনি কি  করতেন  🙌🙌  😭😭 আর বাঁচানো গেলো না ফুটফুটে সেই নিষ্পাপ  আম্মু টাকে 🫣🫣 ...
07/03/2025

🙌🙌 এই নিষ্পাপ শিশুটি আপনার মেয়ে / বোন হলে আপনি কি করতেন 🙌🙌 😭😭 আর বাঁচানো গেলো না ফুটফুটে সেই নিষ্পাপ আম্মু টাকে 🫣🫣 এ পোস্ট টি কেউ এড়িয়ে যাবেন না 👏 🤔🤔 ঘটনাটি ঘটেছে মাগুরা জেলায়🫢🫢

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে।

মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা

আসেন কমেন্টে ২/৪ টা গালি দিয়ে নিজের দায়িত্ব পালন করে যাই।আমাদের দৌড়াত্ব তো আসলেই এই অবধিই.....

🫡🫡 ধর্ষকের শাস্তি মৃত্যু দন্ড চাই। 🫡🫡

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when মিয়া বিবি On Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিয়া বিবি On Vibes:

Share