12/10/2025
বিথিএঞ্জেলের চুল ধরে লটকে আছেন প্রিন্স পাতলা আম্বানি। নিজের প্রিয়তমা বিথিএঞ্জেলকে মাচার উপ্রে খাচায় ভরে নিজের উত্তেজনা দেখাচ্ছে এক দৈত্য। সেই দৈত্যের হাত থেকে রক্ষা করতে প্রিন্স পাতলা আম্বানি লটকে আছেন প্রিয় তমার চুল ধরে। দর্শক চোখের পানি ফেলছে, প্রিন্সের হৃদয়ের ব্যকুলতায় বাতাস ভারী হয়ে উঠছে।
বাতাস যত ভারী হয় পাতলা আম্বানি তত দোল খায়। দৈত্য গর্জে উঠে পাতলাকে বলে, "যত বড় তর শরীর নয় তত বড় আমার know know।" প্রিন্স উত্তরে বলে, চৌধুরী সাব আমার know know ছোট হতে পারে কিন্তু মনটা বিশাল।" দৈত্য মন সুদ্ধা প্রিন্সকে হা করে গিলে ফেলে। তখন চিৎকার করে বিথিএঞ্জেল বলে, আমার ভালোবাসার কসম, তুমি বেরিয়ে আসো। তখন পেটের ভিতর থেকে প্রিন্স জবাব দেয়, "হে না হাগলে আমি বের হবো কেমনে, কি মুশকিল।" এমনি কাহিনী নিয়ে তৈরি হচ্ছে মুভি "প্রিন্স আম্বানির প্রেম।"