H E R R Y

H E R R Y stay close to my page with likes. I salute everyone
Asalamualaikum 6 Assalamualaikum warahmatullahi wabarakatuh everyone
stay close to my page with likes.

I salute everyone...

🎨 আপনার ফেসবুক পেজে প্রফেশনাল লুক আনতে চান?তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!📌 আমরা ডিজাইন করে দিচ্ছি—✅ ইউনিক লোগো ডিজাইন✅ আ...
23/06/2025

🎨 আপনার ফেসবুক পেজে প্রফেশনাল লুক আনতে চান?
তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!

📌 আমরা ডিজাইন করে দিচ্ছি—
✅ ইউনিক লোগো ডিজাইন
✅ আকর্ষণীয় কভার ডিজাইন
✅ বিজনেস ব্র্যান্ডিং পোস্ট
✅ ডিজিটাল মার্কেটিং কনটেন্ট

🖼️ নিচের কিছু নমুনা দেখে বুঝতেই পারছেন – আমরা কাজ করি কোয়ালিটিতে!

💬 আপনার পেজ বা ব্র্যান্ডের জন্য কাস্টম ডিজাইন নিতে চাইলে অর্ডার করুন এখনই।

📥 ইনবক্সে মেসেজ করুন এবং আপনার ডিজাইন আজই শুরু করুন!

H E R R Y✅বিসমিল্লাহির রহমানির রহিম।টাকা দিবেন বুস্ট চালু হওয়ার পরে 😊সঠিকভাবে Boost/Promote করে ব্যবসা সেল বাড়ান এবং পেই...
21/05/2025

H E R R Y✅

বিসমিল্লাহির রহমানির রহিম।
টাকা দিবেন বুস্ট চালু হওয়ার পরে 😊
সঠিকভাবে Boost/Promote করে ব্যবসা সেল বাড়ান এবং পেইজের প্রচার করুন ! প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটীং এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে Bd Ads আছে আপনার পাশে।
আমরা রিয়েল ডলার দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করে থাকি।ফলে আপনার পেইজ থাকবে নিরাপদ এবং রেস্ট্রিক্টেড মুক্ত। তাই আপনি হবেন আমাদের সাথে দীর্ঘদিনের ব্যবসায় যুক্ত।

🔰আমাদের সার্ভিস সমূহঃ
✅Page Promote
✅ Post boost
✅ Post engagement
✅ Messenger Ad
✅ Brand Awareness
✅ Post Reach
✅ Video Views
✅ Website Traffic
✅ Instragram Boost

🔰পোষ্ট বুষ্টের কিছু সুবিধা সমূহ্ঃ
✅টার্গেটেড লোকেশন/জেলা ভিওিক বুষ্ট করা হয়।
✅টার্গেটেড জেন্ডার বাছাইকরণ করার সুবিধা।
✅টার্গেটেড বয়স অনুযায়ী বুষ্ট করা হয়।
✅প্রডাক্ট অনুযায়ী কি-ওয়ার্ড দিয়ে বুষ্ট করা হয়।

বি.দ্র: এই সকল সার্ভিস আমাদের অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার দ্বারা দিয়ে থাকি। তাই এখনি মেসেজ করুন Bd Ads পেইজে। অথবা ফোন / হোয়াটসঅ্যাপ করুন নিচে দেয়া নাম্বারে।

Call WhatsApp:01627939713

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং...
20/05/2025

১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।

৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।

৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।

৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।

৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।

১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।

১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।

১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।

১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।

১৪. আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা, তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন।

১৫. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।

১৬. ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন।

১৭. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।

১৮. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না।

১৯. রাগ আপনার এক নম্বর শত্রু, এটাকে আসতে দিন, যেতে দিন, কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না।

২০. প্রতিদিন কিছুটা সময় গুরুজনদের সাথে কাটান, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

২১. আপনি সফল না হলে কেউই আপনার ব্যর্থতার গল্প শুনবে না।

২২. আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না।

২৩. আপনি সবাইকে খুশি করতে পারবেন না, এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন।

২৪. আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর।

২৫. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

(সংগৃহীত)

বন্ধুত্বতো এমনি হয়!এক যুদ্ধে একজন সৈন্য তার আহত বন্ধুকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।তার ক্যাপ্টেন বললেন, "এর ক...
11/05/2025

বন্ধুত্বতো এমনি হয়!

এক যুদ্ধে একজন সৈন্য তার আহত বন্ধুকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

তার ক্যাপ্টেন বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা যাবে"।

কিন্তু সৈনিক তখনও গিয়ে তার বন্ধুকে ফিরিয়ে আনল।

মৃতদেহ দেখে ক্যাপ্টেন বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মারা গেছে"।

সৈনিক উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
02/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

সর্বকালের সেরা অফার 50%  ডিসকাউন্ট অফার। ধামাকা অফার লুফে নিন,🔰ইনবক্সে নক করে বিস্তারিত জেনে নিন, 📌অথবা সরাসরি অর্ডার কর...
29/04/2025

সর্বকালের সেরা অফার 50% ডিসকাউন্ট অফার। ধামাকা অফার লুফে নিন,

🔰ইনবক্সে নক করে বিস্তারিত জেনে নিন,

📌অথবা সরাসরি অর্ডার করুন।

15/04/2025

যদি আবার ফিরে যেতে পারতাম শৈশবে,,, 🤔🥰

14/04/2025

কোথায় আহারে আহারে আহারে শৈশব.

14/04/2025

- হে বি'শ্ব তাকিয়ে দেখো, আজ বাংলাদেশের
-বুকে এক খ'ন্ড ফি'লি'স্তি'ন...!🇵🇸 🇧🇩,❤️🥀

Address

Gazipur

Telephone

+8801828325027

Website

Alerts

Be the first to know and let us send you an email when H E R R Y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H E R R Y:

Share