18/11/2023
ব্যবহার করা সামগ্রী
হৃদয়ের রোদন হিমালয়ের বরফ গলে যাওয়ার মতো,
আঁখি থেকে অশ্রুধারা কিছুতেই থামে না।
মা যেদিন কর্কট রোগ নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে ছিল,
সেদিন নিজেকে ভীষণ অসহায় লেগেছিল,
সেদিন বুঝেছিলাম হৃদয়ের কান্না সমুদ্রের ঢেউয়ের মতো।
যেদিন জানতে পারি আমার স্বপ্নে দেখা পরীও হাসপাতালের বিছানায় শুয়ে,
নিজেকে ভীষণ দুর্বল লাগছিল,
শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না,
মনে হচ্ছিল আমার মেরুদন্ড কে যেন ভেঙে দিয়েছে।
যত মানুষকে চিনি সবাইকে ফোন করে জানার চেষ্টা করেছি তুমি বাঁচবে কিনা!
কারণ আমার হৃৎপিণ্ড তোমার কাছে রাখা ছিল,
তুমি না বাঁচলে আমি হৃৎপিণ্ড ফেরৎ পাব কি করে!
আমি কাঁদতে চাইছি না তাও কেন আঁখি থেকে অশ্রু গড়িয়ে পড়ছে,
তুমি কথা দিয়েছিলে আমার হাতে হাত রেখে সারাটাজীবন আমার সাথে থাকবে,
আমিও কত কি ভেবে রেখেছি তোমাকে নিয়ে,
একদিন তোমাকে খুব হাসাবো তারপর তোমার দিকে তাকিয়ে থাকব,
কারণ তোমার ঐ নিষ্পাপ হাসি দেখার লালসা এই হৃদয়ে।
তাইতো সেইদিন নিজেকে আটকাতে পারিনি,
পৌঁছে গিয়েছিলাম হাসপাতালে,
তোমার প্রাসাদেও ছুটে গিয়েছিলাম একটা কারণ ছিল অবশ্যই,
সেইদিন অনেক সেনাবাহিনী তোমাকে ঘিরে ছিল!
তাই ব্যর্থ মনোরথে ফিরে এসেছিলাম।
তোমার সেবা করতে গিয়েছিলাম কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি!
তোমাকে অন্ন খাইয়ে দিচ্ছিল আর আমি চাইছিলাম সেইটা করতে,
তুমিও বুঝতেও পারলে না আমার মন কতটা ছটফট করছিল!
তোমাকে আগের মতো সাজিয়ে তোলার জন্য আমার হাত থলে থেকে তুলি বের করতে গিয়ে থেমে যায়,
কারণ আমার হৃৎপিণ্ড তুমি বের করে ছেড়া জুতার পাশে রেখে দিয়েছ!
সারা বিশ্ব চিৎকার করে বলতে থাকে আমি ব্যবহার করা সামগ্রী!
আমিও চিৎকার করে বলতে থাকি,
আমার পরী আমাকে ভালোবাসে না তাতে কি হয়েছে?
আমি তো ভালোবাসি! আমি তো ভালোবাসি!
কিন্তু আমার কথা কেউ শুনলো না,
সবাই মিলে আমার শরীরে থুতু দিয়ে দিল।
এবার পুজোতে আমার সাথে ঘুরতে না গিয়ে ভালোই করেছ!
নিজের জন্য নতুন জামা প্যান্ট না কিনে সেই টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনেছিলাম!
তোমার সাথে দেখা করতে গিয়ে তোমাকে অবাক করে দিয়ে শাড়িটা উপহার দেব,
কিন্তু তোমার আমার সাথে দেখা করার সময়ই হয়নি!
আসলে তোমার শাড়ির কুচি ধরার বাসনা ছিল।
কারো প্রতি অনুভূতি না থাকলে কিভাবে কারো অনুভূতিকে হত্যা করতে হয়, তা তুমি খু্ব ভালো ভাবে আয়ত্ত করেছ।
আসলে তোমাকে ছাড়া বাঁচার কথা ভাব