Farid Bôśś

Farid Bôśś All Is Well

৩৫০ সিসি এর অনুমোদন দেওয়া হয়েছে.. Source: The Business Standard
07/09/2023

৩৫০ সিসি এর অনুমোদন দেওয়া হয়েছে..

Source: The Business Standard

30/08/2023

My Brother New Helmet || Dhaka Metro rail || Short Vlog || New Video2023 || Fair Auto

20/08/2023

পিরুজালী ১ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফুটবল সেমিফাইনাল ম্যাচে ২ নং ওয়ার্ড এর কাছে পরাজিত ৬ নং ওয়ার্ড পেনাল্টিতে।

08/07/2023

ক্ষণে ক্ষণে মন খারাপ হয় দূর আকাশেরই মতো,
মলিন হয়ে আসে মুখ
প্রিয়, বলো কে পারে তুমি বিনা ঘুচাতে এ দুখ !
খুলে দাও এবার, তোমার ও হৃদয়ের দ্বার,মুছে ফেলে হিয়ার মাঝে লুকিয়ে রাখা অভিমান যতো।।

21/02/2023

একুশে ফেব্রুয়ারি
🌹আমি কি ভুলিতে পারি
তাই জানাই মাতৃভাষা শহীদের প্রতি হাজার সালাম
শ্রদ্ধা

হলুদ জার্সিতে টিকে থাকা বড়ই কঠিন,চোখের পলকে সময়ের স্রোতে ভেসে গেছে তাঁরা চাইলে ও হলুদ শিবিরে আর দেখা যাবে না,যদি ও বিশ্ব...
17/11/2022

হলুদ জার্সিতে টিকে থাকা বড়ই কঠিন,
চোখের পলকে সময়ের স্রোতে ভেসে গেছে তাঁরা
চাইলে ও হলুদ শিবিরে আর দেখা যাবে না,
যদি ও বিশ্বকাপট্রফি হয়নি ছোঁয়া -তবু ও সেলেসাওদের অন্তরে আজীবন থেকে যাবে মার্সেলো ,ডেভিড লুইজ ও উইলিয়ান,অস্কার ,আর ডগলাস কস্তারা ।💛
অর্ফফম, ইন্জুরি আর সময় তাঁদের থেকে কেঁড়ে নিয়েছে সবচেয়ে বড় আসর বিশ্বমঞ্চের স্বাদ,
সবুজ মাঠের বুকে 2014-2018 বিশ্বকাপে হলুদ জার্সিতে আলো ছড়িয়ে ছিলো তাঁরা ,যদি ও সফলতা ধরা দেয়নি তবে চেষ্টার কমতি ছিল না কোনোদিকেই ,ভাগ্যের নির্মম পরিহাস এটা যে ব্রাজিল দলে চাইলে ও টিকে থাকা কষ্টসাধ্য ,যেখানে প্রজন্ম থেকে প্রজন্মভাবে উঠে আসে কয়েক ঝাঁক সেলেসাওরা ,এই ঝাঁকের ভিড়ে আজ হারিয়ে গেলে কোঁকড়া চুলের অধিকারিরা।কে কখন টিকে থাকে গোল বলে বলা বড়ই কঠিন ,সুবজ ঘাস ও কখন কাকে ত্যাগ করে দেয় সেটা কারো মনে অজানা থেকে যায়,
এইভাবে সময় তোমাদের কে পর করে দেবে ,দীর্ঘশ্বাস তোমাদের বুকে থাকলে ও ভক্তদের মনে থেকে যাবে একটা সফলতার আক্ষেপ"।
আশা করি তরুন প্রজন্ম কে ভালোবেসে আঁকড়ে রাখবে চিরকাল,কারণ এটাই বাস্তব সময়ের সাথে সবাইকে বিদায় নিতে হয় ।

13/11/2022

"যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর,
আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব।" ❤️🌼

~ সূরা ইব্রাহিম, ১৪:৭।✨

08/11/2022

ছাদে গেলাম পতাকা টাঙ্গাইতে। পতাকার ভারে বাঁশটা ভেঙে গেল। স্বাভাবিক, পাঁচটা কাপের ভার সামলানো তো আর চারটে খানি কথা নয় ☺️।
তবে দেখতেছি সাদা-আকাশী নীল একটা পতাকা একটা বাঁশের কঞ্চিতে উড়তেসে 🥱।

✊ 🇧🇷 💪

31/10/2022

🦋৪৩০০ র্ধম এর মধ্যে ★🤍
𝘽𝙚𝙨𝙩 Religion -.... 𝙄𝙨𝙡𝙖𝙢🥰💓

🦋৩৫০০ ভাষা ধ্বনি এর মধ্যে★🤍
𝘽𝙚𝙨𝙩 Sound -.... 𝘼𝙯𝙖𝙣😊💞

🦋পৃথিবীর সব বই এর মধ্যে ★🤍
𝘽𝙚𝙨𝙩 𝘽𝙤𝙤𝙠 - 𝙌𝙪𝙧𝙖𝙣....📖🌺

🍒🦋 𝗔𝗿 𝗬𝗼𝘂 𝗺𝘂𝘀𝗹𝗶𝗺 🌸✨
💟✨𝗦𝗮𝘆🦋🌸

🦋❣️❤️....𝘼𝙡𝙖𝙝𝙢𝙙𝙪𝙡𝙞𝙡𝙖𝙝....🌸💝❣️

 #আল্লাহর_ভয়ে_ঝরে_যে_অশ্রু.... 🍂একদিন মালিক ইবনু দিনার(রহিমাহুল্লাহ)যাচ্ছিলেন এক জায়গা দিয়ে।হঠাৎ দেখলেন পথের ধারে কান্না...
20/10/2022

#আল্লাহর_ভয়ে_ঝরে_যে_অশ্রু.... 🍂

একদিন মালিক ইবনু দিনার(রহিমাহুল্লাহ)যাচ্ছিলেন এক জায়গা দিয়ে।হঠাৎ দেখলেন পথের ধারে কান্নাকাটি করছে এক যুবক।যুবকটির পরনে পুরোনো জামা।চেহারা উসকোখুসকো। মালিক ইবনু দিনার যুবকটিকে দেখে চিনতে পারলেন।ওর নাম উতবা।মালিক দেখলেন,উতবার কপাল থেকে ফোঁটায় -ফোঁটায় ঘাম ঝরছে। অথচ তখন ছিল শীতকাল।

এই দৃশ্য দেখে খুবই অবাক হলেন মালিক ইবনু দিনার। তিনি উতবাকে প্রশ্ন করলেন, 'হে যুবক, তুমি কাঁদছ কেন?আর এই শীতের দিনে এভাবে ঘামছ কেন?'

জবাবে উতবা বলল,'একবার এই জায়গায় আমি একটি গুনাহ করেছিলাম!আজ এই পথ দিয়ে যাওয়ার সময় সেই গুনাহের কথা স্মরণ হলো।তাই আমি আল্লাহর ভয়ে কাঁদছি!💔
[তাম্বীহুল গাফিলীন,শাইখ আবুল লাইস সমরকন্দী]

আমাদের পূর্ববর্তী যুগের মুসলিমদের চিন্তাভাবনা কেমন ছিল।আর আমরা?💔
আমরা সকাল সন্ধ্যা দিন-রাত ২৪ ঘন্টা অসংখ্য গুনাহে লিপ্ত:অথচ আমাদের কোন বিকার নেই!আমরা হেসে-খেলে বেড়াচ্ছি, দুনিয়ার ভোগবিলাসে মত্ত রয়েছি।যেন আমাদের চিন্তাভাবনার কোন কারণ নেই।এইজন্যই যদি কেউ আমাদেরকে বলে,'তুমি আল্লাহকে ভয় করো!ইত্তাকিল্লাহ!___তাহলে এই কথাটিকে আমরা অপমানজনক মনে করি..!আমরা ভেবে নিই,সে আমাকে অপমান করছে!🥀

অথচ জ্ঞানীরা বলেন,"যদি কোন ব্যক্তি আপনাকে আল্লাহর ভয় করার কথা স্মরণ করিয়ে দেয়,তা হলে সেই আপনার প্রকৃত বন্ধু। দুনিয়াভর সম্পদ পাবার বদলে এমন বন্ধু পাওয়াই অধিক সৌভাগ্যের বিষয়।"🌻

বই- নাসীহাহ

Address

Gazipur
1703

Telephone

+8801749292772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farid Bôśś posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farid Bôśś:

Share