Mahmuda Maya - এম. এম. মুক্তি

Mahmuda Maya - এম. এম. মুক্তি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahmuda Maya - এম. এম. মুক্তি, Digital creator, Gazipur.

কল্পনার কোন সীমা নেই—নেই ধরাবাঁধা কোন নিয়ম
শব্দে-বাক্যে বুনে তাই কল্পনা বানাই অবিরাম।
~মাহমুদা মায়া মুক্তি
Selected Writer✍️ on Papri (app)
Artist 🖌️
Felinophile🐈
Fictophile📚

https://papri.io/writers/writer-1-20

পড়েছেন? না পড়ে থাকলে এপ থেকে বিনামূল্যে পড়ে আসুন।  #সন্ধ্যাবন্দনা  ুক্তি
13/07/2025

পড়েছেন? না পড়ে থাকলে এপ থেকে বিনামূল্যে পড়ে আসুন।
#সন্ধ্যাবন্দনা ুক্তি

আমার কয়েকদিন পরপর গল্প এডিট করা ও ডিলিট করার অভ্যাসটা বোধহয় Papri  এর কারণে থামতে চলেছে। সেদিন বেশ খুশি হয়েছিলাম নতুন আপ...
12/07/2025

আমার কয়েকদিন পরপর গল্প এডিট করা ও ডিলিট করার অভ্যাসটা বোধহয় Papri এর কারণে থামতে চলেছে।
সেদিন বেশ খুশি হয়েছিলাম নতুন আপডেটে। এখন নেতিবাচক সাইট বুঝতেছি।
এপের নতুন নিয়ম হলো, একবার গল্প প্রকাশ করে ফেললে সেটা এডিটও করা যাবে না, ডিলিটও করা যাবে না। 🙂

তাই পাপড়ির লেখকেরা, বুঝেশুনে গল্প প্রকাশ করবেন৷ আমারও আর পর্বাকারে প্রকাশ করা হবে না। কারণ আমি একবার হলেও এডিট করি। 🙂

বাঁশ।

এহেম এহেম। ধরুন‚ যদি ওয়েদার ডিমান্ড হিসেবে একটা রোমান্টিক গল্প লিখি? একটু বেশি রোমান্টিক। তাই বলে ব আকার স র না। মানে কা...
10/07/2025

এহেম এহেম।
ধরুন‚ যদি ওয়েদার ডিমান্ড হিসেবে একটা রোমান্টিক গল্প লিখি? একটু বেশি রোমান্টিক। তাই বলে ব আকার স র না।
মানে কাহিনি কিছুই নেই। না পারিবারিক, না অন্য কিছু। শুধুই দুজনের প্রেম-স্বীকারোক্তির একটা ছোটগল্প। কেমন হবে? দিলে সম্পূর্ণটা একেবারে আপলোড করব। লিখতে দিন দুই লাগবে বড়জোড়।
পড়বেন? নাকি আমাকে দৌড়ানি দিবেন? 🥲

09/07/2025

Papri এর নতুন আপডেটটা এত্তো সুন্দর কেন ভাই!
🥹🤌
পাঠকমহল দেখছেন? না দেখলে দেখে আসুন। কি কিউট!

08/07/2025

Lazy of the Year: Me 💁‍♀️

যাইহোক। সব ঠিকঠাক থাকলে ১৬ তারিখের দিকে প্রচ্ছদ প্রকাশ করব।
আর কি প্রকাশ করব? পাপড়িরটাই তো মূল প্রচ্ছদ। সেই কবেই করে রেখেছিলাম। যদিও আরো একটা আছে।
দুটোই প্রকাশ করব। আপনারা মনমর্জি সিলেক্ট করে দিবেন। যেটা সবচেয়ে বেশি ভোট পাবে সেটাই মূল প্রচ্ছদ হবে।
যদিও আমি অনুমান করতে পারি কোনটা হবে।
😴

05/07/2025

ভাত ছিটালে যেমন পাখির অভাব হয় না‚ তেমন-ই ফেসবুকে লেখালেখি করলে আর এক-দুইটা ফেক আইডির মাধ্যমে রিলস বানিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারলেও বর্তমানে পাঠকের অভাব হয় না।

তোমাদের এইসব ট্রিক্স‚ কান্ডকারখানা সব আরো বছর পাঁচেক আগে থেকে আসছি। এমনি এমনি লেখালেখি জীবনের বয়স সাত পেরোয়নি আমার।

তাই অহেতুক ফেসবুকে এতো পাঠক পড়ে‚ অতো রিয়েক্ট হয় ইত্যাদি ইত্যাদি ফা-লতু প্যাঁচাল আমার সাথে পারতে আইসো না।

আর আমি বই করার বিষয়ে ফাপর ছাড়তেছি নাকি কি করতেছি সেটা নিয়েও তোমার ভাবতে হবে না। বরং তুমি নিজের চরকায় তেল দেও। কারণ আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে সবাই-ই দেখতে পায়। কিন্তু আগ থেকে সেই পূর্ণিমার সম্ভাব্য তারিখটা সবাই বলতে পারে না।
চাঁদ উঠুক। তখন দেইখো।

কত্তো আজাইরা সময় যে ভাই তোমাদের!🥴

আর আমার লেখা পড়তে ইচ্ছুক'দের জন্য: বই আনছি বা সেসব পোস্ট দেখে এতো রুড ব্যবহার কেন করছেন? এক পেচাল পারেন বারবার যে ফেসবুকে দেও‚ ফেসবুকে দেও।
একবার-ই তো বলেছি আমি ফেসবুকে সম্পূর্ণ গল্প দিব না। যাই-ই দিব প্রমোশনাল।
আমার ই-বুকগুলো কি আপনাদের টাকা দিয়ে কিনতে হচ্ছে? এতো টাকা খরচ করে বই কিনতে পারবেন না সেটা তো আমি আগেই জেনেছি। ভেবেছি এই বিষয়ে। বিকল্প পদ্ধতি হিসেবে পাপড়ি এপেও গল্প রেখেছি। কোনটাই তো সরিয়ে নেইনি।
আপনাদের ফোনে এপ নামাতে পারবেন না বলেছেন। বিকল্প উপায় দিয়েছি। বলেছি ব্রাউজার থেকে এপের ওয়েবসাইটে গিয়ে পড়ুন। তাও না পড়লে নেই। আমি কি বাধ্য করছি? না পড়লে আপনাদের ভাত কেড়ে নিচ্ছি?
তাও ইনবক্স‚ কমেন্ট বক্সে এত রুড ব্যবহার‚ নানান কথাবার্তা কেনো শোনাচ্ছেন? অদ্ভুত। আমার গল্প‚ আমার শ্রম আমি কোথায় কি করব সম্পূর্ণ আমার ব্যাপার ও একান্ত আমার অধিকার।৷

সবকিছু আপনার ভালো লাগবে না স্বাভাবিক। আবার সবকিছু আপনার মনমতো চলবে না এটাও স্বাভাবিক। আর এটা মেনে নিতে শিখুন।
নিজেও শান্তিতে থাকুন‚ অপরকেও শান্তিতে রাখুন।

Mukti's FableFront গল্প বিষয়ক কুইজ: সাপ্তাহিক বিজেতা ঘোষণাগত সপ্তাহের কুইজ ছিল চার দিনের চারটি প্রশ্নের। তার মধ্যে ৩দিনে...
04/07/2025

Mukti's FableFront গল্প বিষয়ক কুইজ: সাপ্তাহিক বিজেতা ঘোষণা

গত সপ্তাহের কুইজ ছিল চার দিনের চারটি প্রশ্নের। তার মধ্যে ৩দিনের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজেতা হয়েছিলেন

Rumia Akter (দুইবার)

Taslima Ridi (একবার)

যেহেতু Rumia Akter এর পারফর্মেন্স ভালো ছিল‚ তাই তাকে গত সপ্তাহের বিজেতা ঘোষণা করা হলো।

অভিনন্দন‚ Rumia Akter. সাপ্তাহিক বিজেতার পুরষ্কার হিসেবে আপনার জন্য থাকছে ছোট মোবাইল রিচার্জ।

ইনবক্সে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

আরো জানাচ্ছি যে‚ ২য় সাপ্তাহিক কুইজ শুরু হবে আগামীকাল থেকে। এবার হবে ৫ দিনের‚ ৫টি প্রশ্ন নিয়ে। কুইজের টপিকও জানিয়ে দিচ্ছি।

১. ভ্যাম্পায়ার ক্যাসেল সম্পূর্ণ সিরিজ

২. অনুগল্পসমূহ

দ্বিতীয় সপ্তাহের অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হবে‚ এমন প্রত্যাশা রাখছি।

সাপ্তাহিক বিজেতা যেভাবে নির্বাচন করা হয়েছে ঠিক একইভাবে মাসিক বিজেতাও নির্বাচন করা হবে। পুরষ্কারও তখন সেরকমই থাকবে।

আপনিও অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমাদের দ্বিতীয় গ্রুপে যুক্ত হয়ে যান।

গ্রুপ লিংক:

https://www.facebook.com/share/g/1Abm19RsUT/

03/07/2025

অনার্সে উঠার পর অনেকেই বলে‚ 'কি হপরের সাবজেক্ট। জীবন শেষ। ঐ সাবজেক্ট ভালো হতো। অমুক ডিপার্টমেন্ট এই করতেছে‚ সেই করতেছে ইত্যাদি ইত্যাদি।'

কিন্তু আমার সাবজেক্টটা আমার যেসব বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল‚ সব-ই একটু-আধটু হলেও পূরণ হচ্ছে। আমার লেখালেখিতেও অনেক অবদান রাখতেছে‚ আলহামদুলিল্লাহ। বিশেষ করে #হিমারূণ এর মতো ফ্যান্টাসি থ্রিলার উপন্যাসগুলোতে।
এই এক সাবজেক্টের উছিলায় ম্যাপ আঁকা শিখছি। #হিমারূণ উপন্যাসে দ্বীপটার মানচিত্র থাকবে‚ থাকবে উল্লেখিত প্রাণীগুলোর স্কেচ।
আল্লাহ যা করেন নি:সন্দেহে ভালোর জন্য করেন।
অবশ্যই সব আমি নিজেই করব‚ ইনশাআল্লাহ।
দোয়া করবেন শুভাকাঙ্ক্ষীরা। যেন সবটা পরিকল্পনা অনুযায়ী করতে পারি। 💙

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Mahmuda Maya - এম. এম. মুক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmuda Maya - এম. এম. মুক্তি:

Share