03/10/2025
বিষয়টা নিয়ে বললে অনেকে কটুক্তিতে বলতে পারেন যে, ফেসবুকে ব্যাক করে সারতে পারেনি শুরু হয়েছে উনার রঙ-ঢঙ! কারণ আমি জানি আমি ম্যাক্সিমামের নিকট অপছন্দনীয় ব্যক্তি।
কিন্তু একটা বিষয় খেয়াল করুন। নিচের স্ক্রিনশটগুলো দেখুন। না। Views দেখবেন না। এটাতে বুঝা যাবে না কতজন পড়েছে। কারণ একটা পোস্ট নিউজফিডে যেতেই পারে। সবাই যে তা পড়বে এমন না।
আপনি দেখুন Viewers সংখ্যা। জ্বি, এই সংখ্যার মানুষগুলো একদম গল্পপোস্টে ক্লিক করে গল্প পড়েছে। চুপিচুপি গল্প পড়েছে। অথচ রেসপন্স ১০টাও আসে না। অর্ধেকজনও যদি রিয়েক্ট করত অন্তত ৩০টার মতো রেসপন্স হতো।
কেন? চুপিচুপি ৭-৮ মিনিটে গল্পটা পড়তে পারলেন অথচ একটা রিয়েক্ট দিতে পারলেন না? খুব ক্ষতি হয়ে যায়। এতটা বিবেকহীন মানুষ আপনারা! অথচ আমার কাছে অনেকের প্রোফাইলেরও স্ক্রিনশট আছে। দিব্যি দেখেছি এই সংখ্যক মানুষের প্রোফাইলগুলো। ম্যাক্সিমাম নন-ফলোয়ার। কিন্তু পোস্টগুলো ঠিক-ই রেগুলার নীরবে ফলো করে যাচ্ছেন। চো-রের মতন।
এজন্যই আমি ফেসবুকে দিতে চাই না। এপে অন্তত দেখতে পাই কতজন পড়ল, কারণ ওখানে ভিউয়ার্স কাউন্ট হয়৷
আপনাদের এই কাজে সাধুবাদ জানাই। 🙂
দেখুন, যদি নিজেদের বিবেক বলে যে রেসপন্স করবেন, তবে করবেন। আর যদি বলে করবেন না, তবে করবেন না।
আমিও ১ম খণ্ডের বেশি বাংলায় ফেসবুকে দিব না। তবে কি, এগুলো সব ইংরেজিতে ট্রান্সলেট হয়ে বই আসবে। তখন এমনিতেই এসব বাংলাগুলো ফেসবুক ডিলেট করে দিব।
বইয়ের বিষয় থেকে যেটা মনে হলো, এর হার্ডকপির কভার (ফ্রন্ট+ব্যাক সাইড) এডিট হয়েছে। ২০ তারিখের দিকে প্রকাশ হতে পারে, ইনশাআল্লাহ।