16/10/2024
দামোদর মাসে দীপদান মাহাত্ম্য, কার্তিক মাহাত্ম্য-
দামোদর মাসে দীপদান এবং আকাশদীপের মহিমাঃ (দীপদান মহিমা, স্কন্দপুরাণে বর্ণিত) আছেঃ
পূর্বকালে দ্রাবিড়দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ বাস করতেন৷ তার পত্নী ছিলেন খুবই দুষ্টা প্রকৃতির এবং দূরাচার সম্পন্না৷ ঐ পত্নীর সংসর্গে থাকার ফলে ব্রাহ্মণ এর আয়ু ক্ষয়প্রাপ্ত হতে (হতে) তিনি মৃত্যু মুখে পতিত হলেন৷ পতীর মৃত্যুর পরে ঐ পত্নীটি আরো বিশেষ ভাবে ব্যভিচারে লিপ্ত হলেন৷ এমনকি লোকনিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো৷ তার কোন পুত্র বা ভাই ছিল না৷ সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করতেন৷ নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন ভোজন করতেন, এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না, করতে যেতেন, সেখান থেকে অন্ন জুটিয়ে নিতেন৷
* তীর্থ যাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকতেন৷ সে কখনও কোনো ভালো কথায় কর্ণপাত করতেন না৷
* একদিন তার বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে উপস্থিত হলেন৷ যার নাম ছিল কুৎস৷ (ঐ পত্নীকে) ব্যভিচারে আসক্ত দেখে সেই ব্রহ্মর্ষি কুৎস বললেনঃ- (ওরে মূর্খ নারি)৷ মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর৷ পৃথ্বি আদি পঞ্চভূত দিয়ে তৈরী এই রক্তমাংসের শরীর, যা কেবল দুঃখেরই কারণ, তুই যাকে যত্ন করছিস? এই দেহ জলের বুদবুদের মতো, একদিন যা অবশ্যই বিনষ্ট হবে৷
এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মনে করিস তাহলে নিজের বিচার পূর্বক এই মোহ পরিত্যাগ কর৷ ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং এবং তার লীলা কাহিনী শ্রবণ কর৷ এখন কার্তিক মাস আগত হবে, তখন ভগবান দামোদরের প্রীতি বিধানের জন্য স্নান, দান, আদি কর্ম করে গৃহে বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করে, শ্রীবিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে৷ এই ব্রত বিধবা নারি এবং সব কৃষ্ণভক্তরা উভয়েরই অবশ্যই পালণীয়৷ যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি এবং সকল উপগ্রব নষ্ট হয়৷ কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতি বর্ধন করে৷
* এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন৷ তখন ঐ ব্রাহ্মণী ব্রহ্মর্ষি কুৎসের এই রকম উপদেশ শ্রবণ করে, নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলেন, এবং সে স্থির করলেন যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবেন৷ তখন যখন কার্তিক মাস আগত হল, তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতঃস্নান তথা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলেন৷ তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হল৷ তখন সে স্বর্গলোকে গমন করলেন এবং পরে মুক্তি লাভ করলেন৷
সে সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে, তারা যদি এই ইতিহাস শ্রবণ করে তাহলে তারাও মোক্ষ লাভ করে৷
#হরেকৃষ্ণ #দামোদর #শ্রীকৃষ্ণ
#হরিবোল