Shujit Kumar Sarkar

Shujit Kumar Sarkar স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়।
পরম ঈশ্বর কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়।
রসিক শেখর কৃষ্ণ পরম করুন 🙏 Facebook marketing

27/10/2024
দামোদর মাসে দীপদান মাহাত্ম্য, কার্তিক মাহাত্ম্য- দামোদর মাসে দীপদান এবং আকাশদীপের মহিমাঃ (দীপদান মহিমা, স্কন্দপুরাণে বর্...
16/10/2024

দামোদর মাসে দীপদান মাহাত্ম্য, কার্তিক মাহাত্ম্য-

দামোদর মাসে দীপদান এবং আকাশদীপের মহিমাঃ (দীপদান মহিমা, স্কন্দপুরাণে বর্ণিত) আছেঃ

পূর্বকালে দ্রাবিড়দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ বাস করতেন৷ তার পত্নী ছিলেন খুবই দুষ্টা প্রকৃতির এবং দূরাচার সম্পন্না৷ ঐ পত্নীর সংসর্গে থাকার ফলে ব্রাহ্মণ এর আয়ু ক্ষয়প্রাপ্ত হতে (হতে) তিনি মৃত্যু মুখে পতিত হলেন৷ পতীর মৃত্যুর পরে ঐ পত্নীটি আরো বিশেষ ভাবে ব্যভিচারে লিপ্ত হলেন৷ এমনকি লোকনিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো৷ তার কোন পুত্র বা ভাই ছিল না৷ সে সর্বদাই ভিক্ষার অন্ন ভোজন করতেন৷ নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়ি থেকে ভিক্ষা করে বাসি অন্ন ভোজন করতেন, এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না, করতে যেতেন, সেখান থেকে অন্ন জুটিয়ে নিতেন৷

* তীর্থ যাত্রা আদি থেকে সর্বদাই দূরে থাকতেন৷ সে কখনও কোনো ভালো কথায় কর্ণপাত করতেন না৷

* একদিন তার বিদ্বান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে উপস্থিত হলেন৷ যার নাম ছিল কুৎস৷ (ঐ পত্নীকে) ব্যভিচারে আসক্ত দেখে সেই ব্রহ্মর্ষি কুৎস বললেনঃ- (ওরে মূর্খ নারি)৷ মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর৷ পৃথ্বি আদি পঞ্চভূত দিয়ে তৈরী এই রক্তমাংসের শরীর, যা কেবল দুঃখেরই কারণ, তুই যাকে যত্ন করছিস? এই দেহ জলের বুদবুদের মতো, একদিন যা অবশ্যই বিনষ্ট হবে৷

এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মনে করিস তাহলে নিজের বিচার পূর্বক এই মোহ পরিত্যাগ কর৷ ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং এবং তার লীলা কাহিনী শ্রবণ কর৷ এখন কার্তিক মাস আগত হবে, তখন ভগবান দামোদরের প্রীতি বিধানের জন্য স্নান, দান, আদি কর্ম করে গৃহে বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করে, শ্রীবিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে৷ এই ব্রত বিধবা নারি এবং সব কৃষ্ণভক্তরা উভয়েরই অবশ্যই পালণীয়৷ যার ফলে সমস্ত প্রকারের পাপের শাস্তি এবং সকল উপগ্রব নষ্ট হয়৷ কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতি বর্ধন করে৷

* এই কথা বলে ব্রাহ্মণ কুৎস অপর একটি গৃহে গমন করলেন৷ তখন ঐ ব্রাহ্মণী ব্রহ্মর্ষি কুৎসের এই রকম উপদেশ শ্রবণ করে, নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলেন, এবং সে স্থির করলেন যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবেন৷ তখন যখন কার্তিক মাস আগত হল, তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতঃস্নান তথা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলেন৷ তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হল৷ তখন সে স্বর্গলোকে গমন করলেন এবং পরে মুক্তি লাভ করলেন৷

সে সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পন্ন করে, তারা যদি এই ইতিহাস শ্রবণ করে তাহলে তারাও মোক্ষ লাভ করে৷

#হরেকৃষ্ণ #দামোদর #শ্রীকৃষ্ণ
#হরিবোল

16/08/2024

Gurudev is singing 🥺💗
_brahma bole catur mukha krsna krsna hare hare_
_mahadeva panca mukhe rama rama hare hare_

Ref: Vaishnav Song - Prayers By Lord Brahma, Siva and Narada

16/08/2024
মায়ানমারে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে প্রসাদ বিতরণ করছে  ায়ানমার। — #হরিবোল  #হরেকৃষ্ণ
03/07/2024

মায়ানমারে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে প্রসাদ বিতরণ করছে ায়ানমার। —

#হরিবোল
#হরেকৃষ্ণ

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কীর্তন মেলা এবং পারমার্থিক প্রবচন #হরেকৃষ্ণ
24/05/2024

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কীর্তন মেলা এবং পারমার্থিক প্রবচন

#হরেকৃষ্ণ

 #অক্ষয়তৃতীয়া২০২৪.সবার জীবনের শান্তি সমৃদ্ধি ও অক্ষয় সফলতা লাভ হোক।।কৃষ্ণভাবনাময় হোক সকলের জীবন।।সালনা গাজীপুর ঢাকা ...
11/05/2024

#অক্ষয়তৃতীয়া২০২৪.
সবার জীবনের শান্তি সমৃদ্ধি ও অক্ষয় সফলতা লাভ হোক।।
কৃষ্ণভাবনাময় হোক সকলের জীবন।।
সালনা গাজীপুর ঢাকা বাংলাদেশ।



তারিখ: ১০ মে ২০২৪, শুক্রবারঅক্ষয় তৃতীয়া মাহাত্ম্যঅক্ষয় তৃতীয়া কী?বৈদিক শাস্ত্রে বর্ণিত মাহাত্ম্যপূর্ণ তিথিসমূহের মধ্যে অ...
08/05/2024

তারিখ: ১০ মে ২০২৪, শুক্রবার
অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য
অক্ষয় তৃতীয়া কী?
বৈদিক শাস্ত্রে বর্ণিত মাহাত্ম্যপূর্ণ তিথিসমূহের মধ্যে অন্যতম হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা 'অক্ষয় তৃতীয়া' নামে খ্যাত। একে পরগুরাম জয়ন্তীও বলা হয়। 'অক্ষয়' শব্দের আক্ষরিক অর্থ "যার ক্ষয় বা বিকার নেই"। এই তিথিতে অনুষ্ঠিত যেকোনো শুভ কর্মের ফল অক্ষয় হয়ে থাকে। তাই ভগবানের অত্যন্ত প্রিয় এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া।
অক্ষয় তৃতীয়ায় সংঘটিত বিশেষ কার্যসমূহ
• সত্য ও ত্রেতা যুগের সূচনা গঙ্গাদেবীর মর্ত্যলোকে আগমন সীমাচলমে জিয়ুর নৃসিংহদেবের দর্শন দ্রৌপদীর অক্ষয় পাত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক কৃষ্ণ সুদামা মিলন কুবের পদ লাভ পরশুরামের আবির্ভাব মহাভারত রচনা শুরু যজ্ঞের উপাদান যবের উৎপত্তি লাভ বদরিকাশ্রমের দ্বার উন্মোচন ব্রহ্মার সৃষ্টিকার্য সূচনা চন্দন যাত্রা শুরু দ্রৌপদীর বস্ত্রহরণকালে অক্ষয় বস্তু দান মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব শংকরাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা দ্বাদশ গরুড়দেবের সেবা বাঁকে বিহারীর চরণ দর্শন ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম জগন্নাথদেবের রথের নির্মাণ কাজ শুরু হয় এই তিথিতে।
অক্ষয় তৃতীয়ায় দান মাহাত্ম্য
গৌর-পার্ষদপ্রবর শ্রীল সনাতন গোস্বামীকৃত বৈষ্ণবস্মৃতি-শাস্ত্র শ্রীহরিভক্তিবিলাস অনুসারে, অক্ষয় তৃতীয়ায় সম্পাদিত শুভ-কর্মসমূহের মধ্যে দান অন্যতম। "অক্ষয়া সোচ্চতে লোকে তৃতীয়া হরিবল্লভা। স্নানে দানেহর্চনে শ্রাদ্ধে জপে পূর্বজতর্পণে ।" -(শ্রীহরিভক্তিবিলাস ১৪.৪০৯)
অনুবাদ: (বৈশাখের শুক্লপক্ষের) সেই তৃতীয়া তিথি শ্রীহরিপ্রিয়া হেতু লোকে অক্ষয়া তৃতীয়া বলা হয়। এই তিথিতে স্নান, দান, অর্চন, শ্রাদ্ধ, জপ, পিতৃতর্পণের ফল অক্ষয় হয়ে থাকে।
যদি কেউ ভগবানের মন্দির নির্মাণের উদ্দেশ্যে দান করেন, তাহলে তাতে প্রত্যুপকারের আশা না থাকলেও এই প্রকার দানে ভগবান সন্তুষ্ট হয়ে দাতাকে
সর্বোত্তম ফল প্রদান করেন।
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার
(শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইসকন নারায়ণগঞ্জ)
মূল মন্দিরের
নির্মাণ কাজ শুরু হয়েছে
• ভগবানের গৃহ নির্মাণে আপনি যুক্ত হোন ও অন্যদের ভক্তদেরকে যুক্ত করুন....

#হরেকৃষ্ণ

04/05/2024

#মহাভারত
#রামায়ণ
াদেব_
#জয়_শ্রী_রাম
❤🙏❤

12/04/2024

হে গোবিন্দ জানিনা কি আছে এই মধুর নাম কীর্তন এ যখনই কৃষ্ণ নাম শুনি তখনই প্রাণ টা ভরে যায়।🙏

Address

Gazipur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 10:00 - 20:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801609793645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shujit Kumar Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shujit Kumar Sarkar:

Share