কবি হৃদয় / Kobi Hridoy

কবি হৃদয় / Kobi Hridoy ''জীবন এক ব্ল্যাংক চেক
শুধু সঠিক সংখ্যার অভাব!"

-শেষার্ধে-
09/08/2025

-শেষার্ধে-

আজ অসুখী!!!কলমে- কবি হৃদয়। উপন্যাস- অন্বেষী।
08/08/2025

আজ অসুখী!!!

কলমে- কবি হৃদয়।
উপন্যাস- অন্বেষী।

05/08/2025

তুমি বন্ধু কালা পাখি 🖤

তুমি কি আমারে হাছাই ভুইলা যাইবা??কলমে- কবি হৃদয়। উপন্যাস- তনুশ্রী।
28/07/2025

তুমি কি আমারে হাছাই ভুইলা যাইবা??

কলমে- কবি হৃদয়।
উপন্যাস- তনুশ্রী।

জবাব ঘরে থাকি আমি বাড়ি নহে,সাড়ে তিন হাত বাংলো আমার মানবগ্রহে। কলমে - কবি হৃদয়। উপন্যাস - তনুশ্রী।
27/07/2025

জবাব ঘরে থাকি আমি
বাড়ি নহে,
সাড়ে তিন হাত বাংলো আমার
মানবগ্রহে।

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - তনুশ্রী।

বর্ষা এলে তলিয়ে থাকেখরায় বহুমাস,খালে বিলে নদীর বাকেঅযত্নে তার বাস।কলমে - কবি হৃদয়। উপন্যাস - অন্বেষী।
24/07/2025

বর্ষা এলে তলিয়ে থাকে
খরায় বহুমাস,
খালে বিলে নদীর বাকে
অযত্নে তার বাস।

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

প্রলয় থেকে মহাশূন্যকারো নাহি সয়,জীবনযুদ্ধে হেরে যাওয়া প্রদীপ তুমি নয়!কলমে - কবি হৃদয়। উপন্যাস - অন্বেষী।
23/07/2025

প্রলয় থেকে মহাশূন্য
কারো নাহি সয়,
জীবনযুদ্ধে হেরে যাওয়া
প্রদীপ তুমি নয়!

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

22/07/2025
তোর স্থাবর? জমি বলতে সাড়ে-তিন হাত,এইখানেতেই কাটে দিন রাত।প্রবেশ পথে বাঁশের পাত,চিরশায়িত মানব জাত।কলমে - কবি হৃদয়। উপন্যা...
21/07/2025

তোর স্থাবর?

জমি বলতে সাড়ে-তিন হাত,
এইখানেতেই কাটে দিন রাত।
প্রবেশ পথে বাঁশের পাত,
চিরশায়িত মানব জাত।

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

Address

Karamtola 42 No. Ward
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when কবি হৃদয় / Kobi Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি হৃদয় / Kobi Hridoy:

Share