কবি হৃদয় / Kobi Hridoy

কবি হৃদয় / Kobi Hridoy ''জীবন এক ব্ল্যাংক চেক
শুধু সঠিক সংখ্যার অভাব!"

তুমি সত্য আমি মিথ্যা, তবে অসত্য নয় আমার এই মরীচিকা!! কলমে - কবি হৃদয়। উপন্যাস - অন্বেষী।
28/10/2025

তুমি সত্য আমি মিথ্যা, তবে অসত্য নয় আমার এই মরীচিকা!!

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

চলার পথে কতই দেখিপাই না তোমার দেখা!!কলমে - কবি হৃদয়। উপন্যাস - অন্বেষী।
27/10/2025

চলার পথে কতই দেখি
পাই না তোমার দেখা!!

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

কোথায় খুঁজি বল???কলমে - কবি হৃদয়। উপন্যাস - অন্বেষী।
26/10/2025

কোথায় খুঁজি বল???

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

আহ্!!!সে খুবই মায়াবী!! উপন্যাস - তনুশ্রী।
25/10/2025

আহ্!!!
সে খুবই মায়াবী!!

উপন্যাস - তনুশ্রী।

কেউ বাঁচার জন্য গড়ে,কেউ মুক্তির জন্য মরে!!কলমে - কবি হৃদয়। উপন্যাস - তনুশ্রী।
24/10/2025

কেউ বাঁচার জন্য গড়ে,
কেউ মুক্তির জন্য মরে!!

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - তনুশ্রী।

বিদ্যুৎ জানে শুকনো কাঠে প্রাণ নেইতাই জীবন্তের মাঝে খোঁজে প্রেম!!!কলমে - কবি হৃদয়। উপন্যাস - তনুশ্রী।
23/10/2025

বিদ্যুৎ জানে শুকনো কাঠে প্রাণ নেই
তাই জীবন্তের মাঝে খোঁজে প্রেম!!!

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - তনুশ্রী।

অযত্নে থাকা বৃক্ষটিও একদিন ফল দেয়যত্নে থাকা বৃক্ষের মতোই।কলমে - কবি হৃদয়। উপন্যাস - তনুশ্রী।
22/10/2025

অযত্নে থাকা বৃক্ষটিও একদিন ফল দেয়
যত্নে থাকা বৃক্ষের মতোই।

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - তনুশ্রী।

পূর্ণিমাতে জোনাক হাতেআলো ছড়ায় কারা?আমার কাছে অনেক আছেদূর আকাশের তারা।এ খুশি বুকে পুষিহয়ে দিশেহারা।কলমে - কবি হৃদয়। উপন্য...
21/10/2025

পূর্ণিমাতে জোনাক হাতে
আলো ছড়ায় কারা?
আমার কাছে অনেক আছে
দূর আকাশের তারা।
এ খুশি বুকে পুষি
হয়ে দিশেহারা।

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

ভালোবাসা পতিতা শেখায় পূর্ণতায় পায় স্বীকৃতি।কলমে - কবি হৃদয়। উপন্যাস - অন্বেষী।
20/10/2025

ভালোবাসা পতিতা শেখায়
পূর্ণতায় পায় স্বীকৃতি।

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

ওরা জানে বিচ্ছেদে কষ্ট পায়,তবুও বারে বারে ফিরে এসে মিশে যায়,নিখুঁত পরিকল্পনায়ওরা আমায় মারতে চায়!!! কলমে - কবি হৃদয়। উপন্...
17/10/2025

ওরা জানে বিচ্ছেদে কষ্ট পায়,
তবুও
বারে বারে ফিরে এসে মিশে যায়,
নিখুঁত পরিকল্পনায়
ওরা আমায় মারতে চায়!!!

কলমে - কবি হৃদয়।
উপন্যাস - অন্বেষী।

Address

Karamtola 42 No. Ward
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when কবি হৃদয় / Kobi Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবি হৃদয় / Kobi Hridoy:

Share