Passion Of Fahmida

Passion Of Fahmida Its a Story Of Fahmida Who Loves To Cook & Dream To Travel to The Whole World ❤️❤️

01/09/2025

মজাদার স্বাদে গরুর কলিজা ভুনা। #রেসিপি ゚viralシ fans

25/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

🥀🌹🥀আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন,আল্লাহ তা’আলা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দি...
18/08/2025

🥀🌹🥀আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন,

আল্লাহ তা’আলা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দিবেন।🌹🥀🌹
゚ fans

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়! অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন ন...
15/08/2025

এভাবে রান্না করতে করতেও মে রে ফেলা যায়, মেয়ে মানুষ তো…এদের সাথে যা খুশি তাই করা যায়!
অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"

আজ একটা ঘটনা মনটা টুকরো টুকরো করে দিল।
একজন মা… চার সন্তানের মা… বাচ্চাদের জন্য রান্না করছিলেন। মাংস পাশে, আলু কেটে রাখা,
হাঁড়িতে চুলা জ্বলছিল। হয়তো ভাবছিলেন— আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে। কিন্তু সেই রান্না আর শেষ হলো না…
কত সুন্দর সাজানো ঘর সাজানো সংসার সব পড়ে আছে 🥲

হঠাৎ আপুটার মায়ের ফোনে খবর এলো—
“আপনার মেয়ে সুই*সাইড করেছে…” 🥲 এই ফোনটা মেয়ের হাজব্যান্ড করেছিল।

যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য ,সে নিজে গিয়ে জীবন শে*ষ করতে পারে না।
সে মর*তে চায় না… তাকে মা*রা হয়েছে
শুধু মৃ*ত্যুর নামটা বদলে দেওয়া হয়— “সুই*সাইড”।

সে মা বাবাকে বলেছিল—
“হাজবেন্ড অনেক সময় মার*ধর করে… প্রচণ্ড রাগী…”
এই সংসার আর করতে চায় না 🥲
কিন্তু মা বাবার উত্তর ছিল—
“মা, ধৈর্য ধরো… চারটা সন্তান আছে… সংসার করো… সব ঠিক হয়ে যাবে।”

আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি না?
ধৈর্য ধরো… মেনে নাও… চুপ থাকো… একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু জানি না, সেই ধৈর্য কবে মৃ*ত্যুর দোরগোড়ায় গিয়ে থামবে।

আজ চারটা শিশু এতিম হয়ে গেল।
তারা বুঝতেও পারছে না— তাদের মা কোথায় গেল।

মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই…
শুরুর দিনগুলোতে হাসি, স্বপ্ন, সাজগোজ…
তারপর ধীরে ধীরে সহ্য, সহ্য, সহ্য…
শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়—
কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের চাপ দিয়ে…

মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে আসলেই মেয়েদের জীবনটা জানি কেমন 🥲

আল্লাহ… এই চারটা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো 🤲🏾
আর প্রতিটি মেয়েকে দাও সেই সাহস, যাতে “ধৈর্য ধরো”র নামে মৃ*ত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়…

゚ fans

It's okay being naughty with full energy but it's not okay being sick & calm all the day 🥹🥹🥹 get well soon my little ang...
10/08/2025

It's okay being naughty with full energy but it's not okay being sick & calm all the day 🥹🥹🥹 get well soon my little angel

“Success is peace of mind, which is a direct result of self-satisfaction in knowing you made the effort to become the be...
10/08/2025

“Success is peace of mind, which is a direct result of self-satisfaction in knowing you made the effort to become the best of which you are capable.”

🥀❤️🥀

fans

03/08/2025

"পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ "মা" আর সবচেয়ে সুন্দর দৃশ্য "বাচ্চা"। fans

গাজীপুরে ভলো হেন্ডমেইড কেক সার্চ করতে করতে চোখে পড়লো  half dry. কেক এর টেষ্ট অসাধারণ।      fans
03/08/2025

গাজীপুরে ভলো হেন্ডমেইড কেক সার্চ করতে করতে চোখে পড়লো half dry. কেক এর টেষ্ট অসাধারণ। fans

🌼🌼🌼যে ব্যাক্তিকে কন্যা সন্তান লালন পালনের দ্বায়ীত্ব দেওয়া হয়েছে, এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্ত...
28/07/2025

🌼🌼🌼যে ব্যাক্তিকে কন্যা সন্তান লালন পালনের দ্বায়ীত্ব দেওয়া হয়েছে, এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নামকে আড়াল করে দিবে। (জামে তিরমিযী, হাদিস ১৯১৩)🌻🌻🌻

fans

26/07/2025

🥀🥀🥀🌺আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন,

আল্লাহ তা’আলা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দিবেন।🥀🥀🥀🌺

জুনায়েদের বলা শেষ কথাগুলো 🥹😭"আম্মু আমি আজ স্কুলে যাব না..."৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাও...
24/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 🥹😭
"আম্মু আমি আজ স্কুলে যাব না..."

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,
“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই? 😔”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল ✨ বলল,
“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো 🏫
স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন 😊
“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা রান্না করছিল 🍗👩‍🍳
হঠাৎ নিউজ পেল,
জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে ✈️🔥
হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল 😢
কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো 📱
তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে 🏃‍♀️💔
“জুনায়েদ, ঠিক আছেতো?”

তারপর… ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো...
“পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে 😭💔”
মুহুর্তেই পড়ে গেল মা'টিতে 🧎‍♀️
শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ 🕊️
কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা 😭😭

মা কান্না করতে করতে বললেন,
“আমার বাজান 🥺, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না 💔
আমি জো'র করে পাঠিয়েছি…
আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে 😭
ওহ বাজান, চিকেন খাইবা না তুমি?
আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা? 😭🖤”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না…
চিকেন খাওয়া হলো না…
তার আম্মুর সাথে ঘুরা হলো না…
আর, হোমওয়ার্কও করা হলো না… 📚💔

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ (ইতিহাসের কালো অধ্যায়)🖤✈️🔥
▪️Copy post ▪️
(This is an artificially intelligent-generated picture used as a symbol.)

আমার ছোট ভাই গতকালকে মাইলস্টোন থেকে হাসপাতালে নেয়ার ১০ মিনিট পর মারা যায়। কেন মারা যায় জানেন? প্লেন ক্র্যাশ করেছে তার জন...
24/07/2025

আমার ছোট ভাই গতকালকে মাইলস্টোন থেকে হাসপাতালে নেয়ার ১০ মিনিট পর মারা যায়। কেন মারা যায় জানেন? প্লেন ক্র্যাশ করেছে তার জন্য না। আমার ভাইটাকে নিতে আমার যে কষ্ট আর সময় লেগেছে তার জন্য মারা যায়। রাস্তায় আপনারা সব জানোয়ারের দল ব্লক করে রেখেছিলেন, যেখানে আমি আরও ৪০ মিনিট আগে পৌঁছাতে পারতাম ওর পড়া শরীরটা নিয়ে।
আমার ভাই আমার কোলে কাঁপছিলো, জ্বলে পুড়ে… ভাই আমি কাঁদতে কাঁদতে আপনাদের কাছে বললাম, সরে যান… ভাই আপনারা কি মানুষর মধ্যে পড়েন?
আপনারা সরে দাঁড়াননি। কোন ক্লাস, কত বাজে অবস্থা—ওকে হাসপাতালে নিয়ে গিয়ে লাভ নেই—এইগুলো বললেন।
আমি সুস্থ অবস্থায় থাকলে, যিনি বললেন হাসপাতালে নিয়ে লাভ নেই, ওখানেই মেরে দিতাম।

আপনি—যিনি রিকশাভাড়া নিলেন ৩০০ টাকা,
আপনি—যিনি ২ লিটার ঠান্ডা পানির দাম নিলেন ৫০০ টাকা,
আপনারা—যারা রাস্তা ব্লক করে আটকে রেখে ভিডিও করলেন আর মন্তব্য করলেন,
আপনারা—
Each and every one of you will face the hell burn way more than my little soul of a brother faced.
ভাই, ডাক্তার বলসে “ওকে আর ১০-১৫ মিনিট আগে আনলেই বাঁচানো যেত।”
এই কথাটা এখনও কানে বাজছে ভাই… আমি নিজেই বাঁচতে পারছি না।

আমি কী করবো বুঝতে পারছি না। মা-বাবা নাই আমার। আমি একা নিজেই বড় হয়েছি। আমার ভাইকে পড়িয়েছি, ওকে বড় করছিলাম।
আমি দৌড়ে গিয়েছিলাম একটা গেঞ্জি, একটা প্যান্ট, স্মার্ট ওয়াচ (যেটা আমি সারাক্ষণ পরে থাকি) আর ফোন নিয়ে।
স্মার্ট ওয়াচটা ২০০০ টাকায় বিক্রি করে আপনাদের পানি, রিকশাভাড়া—এইসব আমি ম্যানেজ করতে পেরেছি।

বিপদে আমি মানিব্যাগটা নিয়ে বের হইনি। আমি বলেছিলাম বিকাশ থেকে ক্যাশ আউট করে ডাবল দিয়ে দিব।
আপনারা বললেন আমি ভেঙে যাব, দিবেন না।
আমার পোড়া ভাইকে অ্যাম্বুলেন্সে জায়গা নেই।
ফায়ার সার্ভিস, আর্মি—সবাই ব্যস্ত ভিতরে বাচ্চাকে বাঁচাতে।
খালি ১০০, ২০০, ৩০০ মানুষ ভিডিও করার জন্য দাঁড়িয়ে।

আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম।
আল্লাহ তোমাদের সবাইকে কঠিন শাস্তি দিবে।

Speechless 😶
(Collected from NSU Faculty Course & Grade Analysis 2.0)

Address

Dhaka
Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when Passion Of Fahmida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Passion Of Fahmida:

Share