Passion Of Fahmida

Passion Of Fahmida Its a Story Of Fahmida Who Loves To Cook & Dream To Travel to The Whole World ❤️❤️

10/10/2025

🍳🍳🥚🥚ডিম কখন : বাচ্চাকে কোন ডিম দেবেন? কোয়েল, দেশি, ব্রয়লার না হাঁসের?🍳🍳🥚🥚

🩵 ডিম বাচ্চার জন্য আদর্শ পুষ্টিকর খাবার, কারণ এতে থাকে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, কোলিন ও ভিটামিন–যা বাচ্চার মস্তিষ্ক, হাড় ও শরীরের বৃদ্ধি নিশ্চিত করে।

মায়েদের কমন প্রশ্ন কোন ডিম ভাল।

🥚 কোয়েলের ডিম:

✅ পুষ্টিতে ঘন, ছোট আকার হলেও এতে আয়রন, ভিটামিন বি১২, জিঙ্ক ও সেলেনিয়াম বেশি থাকে।
✅ হজমে তুলনামূলক সহজ।

⚠️ তবে কিছু বাচ্চার ক্ষেত্রে এলার্জি হতে পারে, তাই প্রথমবার অল্প করে দিন।

🍳 উপযুক্ত বয়স: ৮ মাসের পর থেকে সিদ্ধ করে অল্প পরিমাণে দেওয়া যায়। কুসুম দিয়ে শুরু করুন।

🥚 দেশি মুরগির ডিম:

✅ সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর বিকল্প।
✅ এতে প্রোটিন, ওমেগা-৩, কোলিন ও ক্যালসিয়াম বেশি থাকে।

🍳উপযুক্ত বয়স: ৬ মাস পার হলে কুসুম দিয়ে শুরু করুন, পরে সাদা অংশ যোগ করুন।

🥚 ব্রয়লার মুরগির ডিম:

✅ দাম কম ও সহজলভ্য। ওজন বেশি তাই পুষ্টিগুন তুলনামূলক বেশি। সব ধরনের প্রায় ১১ টা খনিজ থাকে। একটি ডিমে প্রায় ৪০ গ্রাম ক্যালরি থাকে।

⚠️ তবে ব্রয়লার মুরগিকে অনেক সময় দ্রুত বড় করার জন্য হরমোন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রোদে যাওয়ার সুযোগ থাকেনা সেজন্য ভিটামিন-ডি এর পরিমান কম।

🥚 হাঁসের ডিম:

✅ প্রোটিন বেশি, কিন্তু কোলেস্টেরলও বেশি।
✅ হজমে ভারি, তাই ছোট বাচ্চার জন্য উপযুক্ত নয়।
⚠️ ২ বছর বয়সের পর অল্প করে দেওয়া যেতে পারে।

সবচেয়ে ভালো :
দেশি মুরগির ডিম — পুষ্টি, নিরাপত্তা ও স্বাদের দিক থেকে বাচ্চার জন্য সেরা।
তবে available না থাকলে কোয়েল ও ব্রয়লার মুরগীর ডিম দিতে পারেন।

🔺পরামর্শ:

🔸সবসময় ডিম ভালোভাবে সিদ্ধ করে দিন।

🔸নতুন ডিম প্রথমবার দিলে অল্প পরিমাণে দিন এবং ৩ দিন পর্যবেক্ষণ করুন এলার্জি হয় কিনা।

🔸কুসুম দিয়ে শুরু করে ধীরে ধীরে ৮ মাসে সাদা অংশ দিন।

Collected

" নাম না জানা নাস্তা" 🥀🥀🥀মেয়েদের জীবনে অন্যতম সমস্যা আজকে কি রান্না হবে। সেটা শেষ হতে না হতেই আরেক টেনশন এসে পড়ে বিকেলের...
09/10/2025

" নাম না জানা নাস্তা" 🥀🥀🥀

মেয়েদের জীবনে অন্যতম সমস্যা আজকে কি রান্না হবে। সেটা শেষ হতে না হতেই আরেক টেনশন এসে পড়ে বিকেলের চা এর সাথে নাস্তা কি দেওয়া যায়। 🥱🥱 জীবন কত কঠিন 🥱🥱
তাই যখন যা মন চাই বানাই পেলি। মাঝে মাঝে বাবা ফোনে জিজ্ঞেস করেন কি নাস্তা বানানো হয়েছে। তখন আমাদের উত্তর এমন থাকে যে " নাম না জানা নাস্তা"

07/10/2025

চা ❤️❤️❤️

বর্ষার মৌসুমের অন্যতম মজার একটি রেসিপি   #রেসিপি          #রান্না
05/10/2025

বর্ষার মৌসুমের অন্যতম মজার একটি রেসিপি

#রেসিপি #রান্না

05/10/2025

একটা সময় কত রেসিপি রেডি করতাম।। কত রান্না করতাম। এখন সময় পাই না। যে দুদিন রান্না করি ভিডিও করার সেই সময় হয়ে উঠে না। #রেসিপি #রান্না

এক ভর্তাই থালার ভাত শেষ হয়ে যাবে দারুন স্বাদের বরবটি #রেসিপি  #রান্না
04/10/2025

এক ভর্তাই থালার ভাত শেষ হয়ে যাবে দারুন স্বাদের বরবটি

#রেসিপি #রান্না

03/10/2025

সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত fans

01/10/2025

মানুষ সবসময় দূর থেকে সুন্দর ゚ fans

27/09/2025

এমন পুরুষ পাওয়া ভাগ্যের ব্যাপার ❤️❤️❤️ fans

Address

Dhaka
Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when Passion Of Fahmida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Passion Of Fahmida:

Share