Naseeha-নসীহা''

Naseeha-নসীহা'' সকল ওয়াজ পেতে পেজটি ফলো করুন
(2)

মাসআল্লাহ্ ♥️
20/09/2025

মাসআল্লাহ্ ♥️

18/09/2025

দ্বীনদার মেয়ে দেখে বিয়ে করেন 🧕

২১ না ২২এডমিন পোস্ট
08/09/2025

২১ না ২২
এডমিন পোস্ট

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”
(সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

26/08/2025

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা!
আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ত্ব-হা যিন নুরাঈন অনলাইন মাদ্রাসা'র উদ্যোগে আগামী ০৯ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরী মোতাবেক ০১ সেপ্টেম্বর, ২০২৫ ইং আয়োজন করা হয়েছে 'সিরাত কনফারেন্স - সিজন ০৩'।

উক্ত অনুষ্ঠানে থাকছেন দেশের বরেণ্য আলেমেদ্বীন, দ্বায়ী এবং ইসলামিক স্কলারগণ।

তারিখঃ ০৯ রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরী মোতাবেক ০১ সেপ্টেম্বর, ২০২৫ ইং
সময়ঃ দুপুর ২ টা হতে রাত ১০ টা পর্যন্ত।
স্থানঃ- রংধনু কনভেনশন সেন্টার,
ঠিকানাঃ- হাউস-১৫৫/১৫৬, রোড-১, ব্লক-এ, মিরপুর সাড়ে ১১, পল্লবী, ঢাকা।

তাই আর দেরি নয়! আজই রেজিষ্ট্রেশন করুন।

রেজিষ্ট্রেশন প্যাকেজ
১। সাধারণ
ফি - ১০০০ টাকা
আসন সংখ্যা - ৭৫০
থাকছে,
১। বিকালের নাস্তা,
২ সিরাতের কিতাব,
৩। উপস্থিত কুইজ,
৪। পুরুষ্কার বিতরণ

২। VIP
ফি - ২০০০ টাকা
আসন সংখ্যা - ৫০
সাধারণ প্যাকেজের সুবিধার সাথে থাকছে,
১। সামনের সারিতে বসে প্রোগ্রাম উপভোগের সুযোগ
২। স্পেশাল গিফট হ্যাম্পার
৩। ভিআইপি অল-অ্যাকসেস আইডি কার্ড
৪। নেটওয়ার্কিং
৫। বিশেষ কমফোর্ট ডাইনিং

রেজিষ্ট্রেশন লিংকঃ https://tawhaazinnurain.com/course/sirat-conference/
[VIP সিট বুকিং এর জন্য আমাদের ইনবক্সে নক করুন]

রেজিষ্ট্রেশন আগামী ২৮ আগষ্ট, ২০২৫ ইং তারিখ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ দ্বীনি বোনদের জন্য মাহরামসহ অংশগ্রহণের সুব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে মাহরামের রেজিষ্ট্রেশন প্রয়োজন হবে। দ্বীনি বোনেরা VIP আসনগুলোর জন্য প্রযোজ্য হবেন না।

প্রয়োজনে যোগাযোগ করুন:
+880 9613 240 333 (10 AM - 10 PM)
01740-433580 (Whatsapp Only)

22/08/2025

তারা বলে আমরা মৌলবাদী !




 #উপলব্ধি নিরেট ক্বলবুন সালিমের অধিকারী হতে না পারাটাই শেকড়ের ব্যর্থতা! সমস্ত বিভাজনের মূল নেয়ামক! পরাজয়ের মূলমন্ত্র! সা...
17/08/2025

#উপলব্ধি
নিরেট ক্বলবুন সালিমের অধিকারী হতে না পারাটাই শেকড়ের ব্যর্থতা! সমস্ত বিভাজনের মূল নেয়ামক! পরাজয়ের মূলমন্ত্র! সাথে আছে ক্ল্যাসিক্যাল ওলামা বিবর্জিত বিচ্ছিন্ন পান্ডিত্য! বে সবরি, আনুগত্যহীনতা, আস্থার অভাব, তাজকিয়া ও স্বচ্ছ ক্বলবের মারাত্মক সংকট!

চারাগাছ গুলোকে ধ্বংসই করলো এই ভার্চুয়াল রিয়ার জগৎ, অতি উৎসাহী কিছু গবেট ফ্যান ফলোয়ার্স আর সেলিব্রেটিজমের আত্মতৃপ্তি! আগে দারুল আরকামে আসুন, দাওয়াত জি।হা।দ অতঃপর! ওয়াল্লাহি চলমান ফিতানগুলো থেকে নিজেকে গুটিয়ে নেয়াটাও একটি বড় হি জ র ত বটে!

ওয়া ইন্নি যাহিবুন ইলা রব্বি সা ইয়াহদিইন

Taw Haa Zin Nurain Online Madrasa

11/08/2025

Taw Haa Zin Nurain Online Madrasa অনলাইন ইসলামী শিক্ষার জন্য একটি উৎসর্গীকৃত প্ল্যাটফর্ম, খাঁটি ইসলামী জ্ঞানের মৌলিক নীতি প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী এবং সহজলভ্য পদ্ধতির মাধ্যমে, আমরা এমন কোর্স অফার করি যা ইসলামের একটি গভীর উপলব্ধিকে লালন করে, আধ্যাত্মিক বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞানকে বৃদ্ধি করে।

আসন্ন কোর্সসমূহ:
১. মহিমান্বিত কুরআনের প্রামাণিক তেলাওয়াত (সিজন ০৮)
আরও জানুন: https://tawhaazinnurain.com/course/authentic-recitation-s8/

২। সিরাত-উন-নবি (সাঃ) শিক্ষা কোর্স (সিজন ০৫)
আরও জানুন: https://tawhaazinnurain.com/course/siratunnabi-pbuh-course/

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমরা আপনাদেরকে জানাচ্ছি যে "শেষ...
10/08/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।

সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমরা আপনাদেরকে জানাচ্ছি যে "শেষ কাফেলা" নামক একটি পেইজ আমাদের Taw Haa Zin Nurain Foundation এর নাম ব্যবহার করে আসল পোষ্টার এডিট করে ভিন্ন নাম্বার বসিয়ে গাযা প্রজেক্টের আড়ালে অর্থ হাতিয়ে নিচ্ছে এই প্রতারক মহলটি।

তারা আমাদের প্রজেক্টের ছবি/ভিডিওগুলোকেই ব্যবহার করছে যেটা তাদের পেইজ ভিজিট করলে আপনারা খুব সহজেই দেখে বুঝতে পারবেন, তার উপর দিয়ে তারা নিজেদের পোস্ট বুস্ট করে সহজ-সরল মানুষদেরকে খুব সহজেই বোকা বানাচ্ছে। এমতবস্থায় আমরা আমাদের সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সেই প্রতারক চক্রটি থেকে বেচে থাকতে এবং তাদের পেইজে বেশি করে রিপোর্ট মারতে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে সকল প্রকার ব্যবস্থা আমরা নিচ্ছি আশা করছি আপনাদেরকে পাশেই পাবো।

আজকের মাসিক সেমিনার
09/08/2025

আজকের মাসিক সেমিনার

07/08/2025

জীবনের প্রতিটি অধ্যায়ে সীরাত হবে পথের দিশা, ঈমান হবে দৃঢ়, এবং দ্বীনের উপর চলা হবে নবাবী আদর্শে আলোকিত ও সহজতর, ইনশাআল্লাহ।

"সীরাতের আলোকে মুমিনের জীবন" - শীর্ষক সেমিনার।

📅 তারিখ: ০৯ আগস্ট, ২০২৫ (শনিবার)
⏰ সময়: দুপুর ২টা – সন্ধ্যা ৭টা
🏛️ স্থান: ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার
মেট্রো পিলার নং ২১৩, বনলতা রেস্টুরেন্ট (৪র্থ তলা), মিরপুর ১১ বাসস্ট্যান্ড, ঢাকা-১২১৬

💳 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৩০০৳
🔗 রেজিস্ট্রেশন লিংক :- https://tawhaazinnurain.com/course/islamic-seminar/

জীবনের প্রতিটি অধ্যায়ে সীরাত হবে পথের দিশা, ঈমান হবে দৃঢ়, এবং দ্বীনের উপর চলা হবে নবাবী আদর্শে আলোকিত ও সহজতর, ইনশাআল্লা...
06/08/2025

জীবনের প্রতিটি অধ্যায়ে সীরাত হবে পথের দিশা, ঈমান হবে দৃঢ়, এবং দ্বীনের উপর চলা হবে নবাবী আদর্শে আলোকিত ও সহজতর, ইনশাআল্লাহ।

"সীরাতের আলোকে মুমিনের জীবন" - শীর্ষক সেমিনার।

📅 তারিখ: ০৯ আগস্ট, ২০২৫ (শনিবার)
⏰ সময়: দুপুর ২টা – সন্ধ্যা ৭টা
🏛️ স্থান: ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টার
মেট্রো পিলার নং ২১৩, বনলতা রেস্টুরেন্ট (৪র্থ তলা), মিরপুর ১১ বাসস্ট্যান্ড, ঢাকা-১২১৬

💳 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৩০০৳
🔗 রেজিস্ট্রেশন লিংক :- https://tawhaazinnurain.com/course/islamic-seminar/

Address

Gazipur, Dhaka
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naseeha-নসীহা'' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category