Sohel Molla

Sohel Molla Passionate Digital Marketing + Content Marketing and performing an assortment of marketing and strategic duties.

Adept at evaluating the results of marketing efforts, executing ongoing marketing activities, and utilizing successful marketing strategies. Specializing in analyzing user and customer experiences, along with competitor activities to devise strategies. Experience in:

-Leading and executing projects for social media, email marketing, content marketing, branding, and more.
-Developing and implement

ing successful marketing campaigns.
-Industry marketing experience in SaaS, Tech, Professional Sports, Real Estate, Ecommerce, Entertainment, Coaching, Non-Profit, Interior Design, and more.

বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংঃ বর্তমানে অনলাইনে কেনাকাটার উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। হাজার হাজার মানুষ কেন...
05/10/2022

বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংঃ

বর্তমানে অনলাইনে কেনাকাটার উপর মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। হাজার হাজার মানুষ কেনাকাটায় এখন অনলাইন প্ল্যাটফর্ম কেই বেশি প্রাধান্য দিচ্ছে। তাই এই সময় যার প্রোডাক্ট এর বিজ্ঞাপন যত ভালো হবে, কাস্টমাররা ও তার প্রোডাক্টটি-ই কিনবে। তাই আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই প্রয়োজন হবে আপনার পন্য কে সবার কাছে পৌঁছে দেওয়া ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। বিশ্বে প্রায় ২ বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। আর দিন দিন এই সংখ্যা টা বেড়েই চলেছে। মানুষ যত বেশি ইন্টারনেট ব্যবহার করবে, আপনি তত বেশি আপনার পন্য কে সবার সামনে তুলে ধরতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন বর্তমানে বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কত টা গুরুত্বপূর্ণ।

আপনি একজন চাকুরীজীবি, পেশাজীবী বা উদ্যোক্তা হলে আপনার পদোন্নতি, সাফল্য বা মুনাফার সাথে আপনার ব্যাক্তিগত সুনামের সম্পর্ক ...
23/09/2022

আপনি একজন চাকুরীজীবি, পেশাজীবী বা উদ্যোক্তা হলে আপনার পদোন্নতি, সাফল্য বা মুনাফার সাথে আপনার ব্যাক্তিগত সুনামের সম্পর্ক সমানুপাতিক।

'একটা বিজনেসে ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুকে বুস্টিং করা ' এই চিন্তা ভাবনা করা উদ্যোক্তাদের বিজনেস কখনো ব্রান্ড হবে না!...
09/09/2022

'একটা বিজনেসে ডিজিটাল মার্কেটিং মানেই ফেসবুকে বুস্টিং করা ' এই চিন্তা ভাবনা করা উদ্যোক্তাদের বিজনেস কখনো ব্রান্ড হবে না!

আমাদের দেশের উদ্যোক্তাদের বুঝতে হবে - শুধুমাত্র বুস্টিং করাই মার্কেটারের একমাত্র কাজ নয়। টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রোডাক্ট/সেবা অথবা একটা ব্র্যান্ড সম্পর্কে আগ্রহী করে তোলাটাই হচ্ছে মার্কেটারের কাজ।

মার্কেটারকে দিয়ে যদি ভাবেন পণ্য বিক্রি করাবেন; তাহলে ভুল করছেন!

মার্কেটারের কাজ সঠিক কাস্টোমারের কাছে পৌঁছানো আর সেলসম্যানের কাজ হচ্ছে সেই সঠিক কাস্টোমারদের কাছে সেটা বিক্রি করা!

আমাদের দেশের পেক্ষাপতে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর ফেসবুক মার্কেটিং করার সময় আমরা সবচেয়ে মারাত্মক যে তিনটা ভুল করে থাকি :

ভুল নাম্বার ১ঃ
সঠিক অ্যাড কপি তৈরি না করা।
অ্যাড কপি হচ্ছে, একটা অ্যাডের উপরে নিচে আশেপাশে যা লেখা থাকে, আঁকা থাকে সবকিছুই!

এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়!

আপনার উদ্দেশ্য কি?
পোস্টের মাধ্যমে আপনার পণ্য সম্পর্কে অডিয়েন্সকে আগ্রহী করে তোলা নাকি নিম্ন মানের পোস্ট বারবার দেখিয়ে অডিয়েন্সকে বিরক্ত করা!

ভুল নাম্বার ২ঃ

দ্বিতীয় যে সমস্যাটা আমরা ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখি, সেটা হচ্ছে —

সঠিক এবং টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট না করা। আপনার পণ্য / সার্ভিস যাদের প্রয়োজন নয়, তাদের কাছেই বারবার এড দেখালে কি লাভ হবে?

ভুল নাম্বার ৩ঃ

আর তৃতীয় সমস্যাটা হচ্ছে —ভ্যালুর স্বল্পতা!

আপনার অ্যাডে যে পণ্য বা সেবা আছে; সেটার যদি ভ্যালু না থাকে; তাহলে মানুষ এটা কেন কিনতে আগ্রহী হবে?

এখন উপরের সবকিছু বাদ দিন!

একটু ভাবুন তো, আপনি আসলে ফেসবুক মার্কেটিং বলতে তাহলে কি বুঝতে পারছেন?

আপনি কিছু সময়ের জন্য মনে করুন ফেসবুক মার্কেটিং ‘পদ্মা সেতু ’ ছাড়া আর কিছুই নয়!

পদ্মা সেতুর এক পাড়ে ক্রেতা দাঁড়িয়ে আছে, আর আরেক পাড়ে বিক্রেতা।

ক্রেতাকে আগ্রহী করে তোলার জন্য, উদ্যোক্তা ভাড়া করবে মার্কেটারকে।

মার্কেটার ক্রেতাকে বিক্রেতার ব্যবসায়িক প্রথিষ্ঠান অবধি চিনিয়ে দিয়ে যাবে। আর তারপরের কাজ বিক্রেতার।

🏴🏴🏴

আবারও বলছি.........
ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র বুস্টিং নয়, প্রমোশন নয়! 🚫

এখানে —

✅ কোয়ালিটি কন্টেন্ট আছে,
✅ ক্রিয়েটিভিটি আছে,
✅ ইনফ্লুয়েন্স আছে,
✅ ম্যানেজমেন্ট আছে,
✅ প্রমোশন আছে,
✅ হাইপ আছে,
✅ সাইকোলজি আছে;

… আর এসকল বিষয় একত্রিত করেই হয়ে থাকে পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং!

09/09/2022
09/09/2022
09/09/2022
09/09/2022

Address

Rajabari Bazar, Sreepur Road
Gazipur
1742

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Molla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Molla:

Share