Under World 0.1

Under World 0.1 হাবিজাবি হযবরল

একজন মাশরাফি... ৬ হাজারের অধিক কমেন্ট। কিন্তু একটাও haters চোখে পড়লো না। বাংলাদেশে মাশরাফির মতো ক্যাপ্টেন একবারই আসে।Ca...
01/08/2025

একজন মাশরাফি... ৬ হাজারের অধিক কমেন্ট। কিন্তু একটাও haters চোখে পড়লো না। বাংলাদেশে মাশরাফির মতো ক্যাপ্টেন একবারই আসে।
Captain FANTASTIC....

30/07/2025

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লাশ দাফন করা হয়েছে গতকাল।

এতবেশী সময় ধরে পানিতে থাকায় লাশটা পচে গিয়েছিল। মহিলার পুরো শরীর ফুলে গিয়েছিল। পেট ফাঁপা হয়ে বিশাল সাইজের আকার ধারণ করেছিল।

ঠোঁট, গাল, কপাল ফুলে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে ছিল। যে ব্যাগে ভরে লাশ আনা হয়েছিল সে ব্যাগ থেকেও চুপসে চুপসে রক্ত পড়ছিল।

লাশের নাক ছিল না, মাছ কিংবা পোকামাকড় হয়তো খেয়ে ফেলেছিল। লাশ থেকে উদ্ভট গন্ধ হচ্ছিল তাই গোসল করানোর সময় আতরের সাথে স্প্রেও করা হচ্ছিল যাতে গন্ধ কম হয়।

লাশটারই এ অবস্থা না জানি মহিলাটা কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছিল!

লাশের এ বীভৎস অবস্থা দেখে অনেকেই সামনে থেকে লাশটা দেখার সাহস পায়নি। এমনকি তার জমজ বাচ্চা দুটোকেও লাশের কাছে যেতে দেয়া হয়নি ওরা ভয় পাবে বলে।

বাচ্চাগুলো মায়ের লাশের কাছে যেতে না পেরে মা মা বলে সারাক্ষণ কাঁদছিল শুধু।

বাচ্চাগুলোর ব্যাপারে এখন সিদ্ধান্ত নেয়া হচ্ছে ওরা কার কাছে থাকবে।

মহিলাটার ডিভোর্স হয়েছিল অনেকদিন আগেই। এতদিন বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতেন তিনি।

হাসবেন্ড না থাকায় নিজেই কোম্পানিতে ছোটখাটো একটা জব নিয়েছিলেন। প্রচন্ড কষ্ট করে বড় করছিলেন বাচ্চাগুলোকে।

বাচ্চা দুটো সাধারণত এত রাত জাগে না। তারা ৮ টা বা ৯ টার দিকে মায়ের হাতে খাবার খেয়েই ঘুমিয়ে পড়তো। মা'ই আদর করে খাইয়ে দিতো, ঘুম পাড়িয়ে দিতো।

কিন্তু আজকে মা' নেই, আদর করে ঘুম পাড়িয়ে দেয়ারও কেউ নেই।

বাসার এক রুমে এখন পরিবারের লোকজন ব্যস্ত আছে মহিলার সম্পত্তি কে নিবে, ব্যবহৃত স্বর্ণগুলো কে নিবে সেসব নিয়ে। আর অন্য পাশে বসে বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদতেছে শুধু।

ওদের চোখে ঘুম নেই, যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ওরা।

পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম- সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্বরত কেউ এখনো যোগাযোগ করেনি।

সিটি কর্পোরেশন গাফিলতির কারণে যেহেতু ম্যানহোলে পড়েছে তাই তাদের উচিত ছিল ক্ষমা চাওয়া এবং এই অনাথ বাচ্চা দুটোর পাশে দাঁড়ানো।

কিন্তু তারা তেমন কিছুই করেনি, লাশ ফেরত দিয়ে দায়মুক্ত হয়ে আরামসে ঘুমাচ্ছে। তাদের আর সমস্যা কি? তাদের কাছের কেউ তো আর মারা যায়নি!

ঢাকা শহরের কোন এক আলিসান বাসায় সিটি কর্পোরেশনের লোকেরা এখন আরাম করে ঘুমাচ্ছে আর অন্যদিকে রুমের এককোনায় বসে বাচ্চা দুটো মায়ের অভাবে হাউমাউ করে কাঁদতেছে!

( সিটি কর্পোরেশনের অবহেলার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার আলোচনা করতেছি আমি। এখন বাচ্চা দুটোর জন্যে আইনি সহায়তা প্রয়োজন তাই শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র)

~ Ibrahim Khalil Shawon

30/07/2025

আসল বন্ধু তো তারাই হয়, যারা দুঃসময়েও পাশে থাকে আবার সুসময়েও পাশে থাকে।

29/07/2025

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

29/07/2025

আমি আমারে করিয়া পর, তোমারে করিলাম আপন।
তুমি তোমারে করিয়া আপন, আমারে করিলা পর।

29/07/2025

বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে...

29/07/2025

জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।

28/07/2025

তোমরা কি সবাই ভুইলা গেলা আমারে? কেউ ফলো দিলা না! কেউ লাইক করলা না! খুবি কষ্টের বিষয়।

ভাবতাছি চান্দা ভাই আর আমি মিলা কাশিমপুরে যাইয়া, ডোনেশন, ইয়ানত, আর হাদিয়া উঠামু।বি: দ্র: আপনেরা আবার চাঁদা উঠাইতাছি মনে ক...
24/07/2025

ভাবতাছি চান্দা ভাই আর আমি মিলা কাশিমপুরে যাইয়া, ডোনেশন, ইয়ানত, আর হাদিয়া উঠামু।
বি: দ্র: আপনেরা আবার চাঁদা উঠাইতাছি মনে কইরেন না।

তোমরাই গদিতে বসাইলা, আবার তোমরাই বিচার দেও। ভালো কথা কার কাছে বিচার দিলা!!🤔🤔
24/07/2025

তোমরাই গদিতে বসাইলা, আবার তোমরাই বিচার দেও। ভালো কথা কার কাছে বিচার দিলা!!🤔🤔

নির্বাচন ছাড়া জনগণের উপকার করা সম্ভব না। নির্বাচন দেও আমরা জনগণের উপকার করার জন্য ঝাপাইয়া পরবো ইনশাআল্লাহ। 😎
24/07/2025

নির্বাচন ছাড়া জনগণের উপকার করা সম্ভব না। নির্বাচন দেও আমরা জনগণের উপকার করার জন্য ঝাপাইয়া পরবো ইনশাআল্লাহ। 😎

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বুঝলো.. আর আমগো দেশের হোমরা চোমরা গো বুঝতে একটু দেরি হইয়া গেলো। যাক এইডা কোনো বিষয় না। মানুষ ...
24/07/2025

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বুঝলো.. আর আমগো দেশের হোমরা চোমরা গো বুঝতে একটু দেরি হইয়া গেলো। যাক এইডা কোনো বিষয় না। মানুষ মাত্রই ভুল🙄

Address

Dhaka
Gazipur
1700

Telephone

+8801950662994

Website

Alerts

Be the first to know and let us send you an email when Under World 0.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share