ইনসাফ ফর ইনসান

ইনসাফ ফর ইনসান This page will work on when to work with religious organizations and to establish religious rule in the society.

Permanently closed.
20/06/2025

ইসরাইলিরা যখন ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পাগল হয়ে যায়।

20/06/2025

ইরান আবারও ইসরাইলের ১০ মিলিয়ন খেয়ে দিল।

তিতাসে মিলল নবজাতকের লাশ, মাথার একাংশ খেয়ে ফেলেছে মাছব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর...
20/06/2025

তিতাসে মিলল নবজাতকের লাশ, মাথার একাংশ খেয়ে ফেলেছে মাছ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাটলার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত বাজারের লোকজন জানান, নবজাতকটির মাথার একাংশ মাছে খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি জন্মের কিছু সময় পরই তাকে নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা এটিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের করুণ প্রতিফলন বলে মনে করছেন।

পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং মানবিক বিবেচনায় আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’

তিনি জানান, নবজাতকটির পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ তার দাফনের দায়িত্ব গ্রহণ করবে।

©

১৯৬৭তে আরব বিশ্ব সকলে একত্রে হিজরাঈলের বিরুদ্ধে ছয় দিনও যুদ্ধে টিকে থাকতে পারেনি,বরং বিশাল ধ্বংসযজ্ঞ নিয়ে পরাজিত হয়েছে।আ...
20/06/2025

১৯৬৭তে আরব বিশ্ব সকলে একত্রে
হিজরাঈলের বিরুদ্ধে ছয় দিনও
যুদ্ধে টিকে থাকতে পারেনি,
বরং বিশাল ধ্বংসযজ্ঞ নিয়ে পরাজিত হয়েছে।
আর ইরান একাই লড়ে যাচ্ছে আট দিন ধরে,
হিজরাঈলকে গাযযায় রূপান্তরিত করে ছেড়েছে,
পশ্চিমাদের নতজানু হতে বাধ্য করেছে,
এবং বিশ্বব্যাপী হিজরাঈলকে 'অপ্রতিরোধ্য'
মনে করার যে কল্পিত বিশ্বাস ছিল
তা চূর্ণবিচূর্ণ করে দিয়েছে....
ফলে রচিত হচ্ছে এই অবৈধ এনটিটির
ভবিষ্যৎ কবর, ইং শা আল্লাহ।
১৯৬৭থেকে আরব বিশ্ব শিক্ষা নেয় নি,
নিয়েছে ইরান।
তাইতো চারিদিকে তার সাফল্য, জয়জয়কার।
সে বিশ্ব মোড়লকে ধমক দেয়,
শয়তানিয়াহুর দর্পিত মাথা থেতলে দেয়।
ইরানের মত মুসলিম উম্মাহ শক্তিতে বলীয়ান হলে
আবারো ইসলাম শাসন করবে সমগ্র বিশ্ব
ইং শা আল্লাহ।
কারণ,
আজ প্রমাণিত যে,
পশ্চিমের কাছে কিছুই নেই দেওয়ার মত,
কিছু বস্তাপচা থিউরি আর ধ্বংসযজ্ঞ ছাড়া।

©

19/06/2025

স্বাভাবিক জীবনের শেষ 2025
ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন বললাম।

19/06/2025

হরিপুরে বালু ভর্তি ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু।
হরিপুরে থানার ওসি বলেন হরিপুর উপজেলা যাদুরাণী বাজার থেকে বালু ভর্তি ট্রাক আর বিপরীত দিক থেকে মোটরসাইকেল করে ভাইয়ের সাথে বাবার বাড়ি পাবনা পাড়ার উদ্দেশ্যে রওনা করলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মমতা নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় ।
মমতা পাবনা পাড়া নন্দগাঁও গ্রামের আব্দুল মোমেনের মেয়ে।ঘাতক বালুভূতি ট্রাক থেকে আটক করা হয়েছে।

©

ইরানের অবস্থা বেশি ভালো না, ইরান হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবেনা বা নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে  রাখতে পারবেনা।"মধ...
19/06/2025

ইরানের অবস্থা বেশি ভালো না,
ইরান হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবেনা বা নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারবেনা।

"মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে আরবী সেই প্রবাদের মতো-

'আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা ষাঁড়টিকে খাওয়া হয়।'

এই প্রবাদের পেছনের গল্পটা হলো:

তিনটি ষাঁড় ছিল– সাদা, কালো এবং লাল। তারা একসাথে থাকত। একদিন সিংহ প্রথমে কালো ও লাল ষাঁড়কে বলল, 'তোমরা যদি আমাকে সাদা ষাঁড়টিকে খেতে বাঁধা না দাও, তাহলে আমি তোমাদের ক্ষতি করব না।' তারা রাজি হলো। এরপর সিংহ সাদা ষাঁড়টিকে খেয়ে ফেলল।
কিছুদিন পর সিংহ আবার ফিরে এসে কালো ষাঁড়কে বলল, যদি লাল ষাঁড়টিকে খেতে বাধা না দাও তাহলে তোমার কোন ক্ষতি করব না। ফলে কালো ষাঁড়টি নিশ্চুপ রইলো যখন তার দ্বিতীয় সঙ্গিকে সিংহ খাচ্ছিল। সর্বশেষ যখন আরেকদিন সিংহ কালো ষাঁড়টিকে খেতে আসলো, তখন তাকে বাঁচানোর মতো কেউ-ই ছিল না৷ ভুল বুঝতে পেরে সে তখন উপরের কথাটি বলেছিল।

আজকের মধ্যপ্রাচ্যে ইরাক হলো এই গল্পের সাদা ষাঁড়।

ইরাক,সিরিয়া,ফিলিস্তিন, ইরান এরপর পাকিস্তান।

©

সোনাগাজীতে জোয়ার ও কুকুরের কামড়ে ৩০০ ভেড়ার মৃত্যু, নিঃস্ব খামারি কামাল হোসেনশঙ্কা আবার বন্যার উপকূলের খামারিরা দিশেহারা....
19/06/2025

সোনাগাজীতে জোয়ার ও কুকুরের কামড়ে ৩০০ ভেড়ার মৃত্যু, নিঃস্ব খামারি কামাল হোসেন

শঙ্কা আবার বন্যার উপকূলের খামারিরা দিশেহারা..!
ক্ষতিগ্রস্ত কামাল হোসেনের পূনর্বাসনে প্রশাসন এগিয়ে না আসলে সে আর ঘুরে দাঁড়াতে পারবেনা..!

©

এটা কিরে ভাই?
18/06/2025

এটা কিরে ভাই?

জয়পুরহাটে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ৪হাজার টাকা,এক নারীর বোরখার পকেট থেকে তুলে নিছে দুর্বৃত্তরা।  টাকা হারিয়ে ব...
18/06/2025

জয়পুরহাটে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ৪হাজার টাকা,
এক নারীর বোরখার পকেট থেকে তুলে নিছে দুর্বৃত্তরা। টাকা হারিয়ে বারবার মূর্ছা করে যাচ্ছেন অসহায় ওই নারী।
তাই হাসপাতালে আগত সকলেই সাবধানতা অবলম্বন করে চলবেন।

©

নীলফামারীর সৈয়দপুর, কামারপুকুর বাজারে নৈশকোচ শ্যামলী পরিবহনের সাথে সং*ঘ*র্ষে মোটরসাইকেলের দুই আরহী নি*হ*ত।©
18/06/2025

নীলফামারীর সৈয়দপুর, কামারপুকুর বাজারে নৈশকোচ শ্যামলী পরিবহনের সাথে সং*ঘ*র্ষে মোটরসাইকেলের দুই আরহী নি*হ*ত।

©

নারায়নগঞ্জের দেওভোগ হাকিম প্লাজা মার্কেটে ভ*য়াবহ আ*গুন🚨ফায়ার সার্ভিস আ*গুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।সর্বশেষ আপডে !©
18/06/2025

নারায়নগঞ্জের দেওভোগ হাকিম প্লাজা মার্কেটে ভ*য়াবহ আ*গুন🚨
ফায়ার সার্ভিস আ*গুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সর্বশেষ আপডে !

©

Address

Gazipur
1740

Telephone

+8801627589405

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনসাফ ফর ইনসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share