ইনসাফ ফর ইনসান

ইনসাফ ফর ইনসান This page will work on when to work with religious organizations and to establish religious rule in the society.

Permanently closed.
04/08/2025

পুলিশ বাহিনীকে এই জায়গায় বন্দী করে রাখা হয়ছিল
যদি তারা পরে এখন থেকে বের হয়ে ৪-৫ জনকে নির্মম ভাবে শহীদ করে ৪ আগস্টে ২০২৪ই

04/08/2025

৪ আগস্ট ২০২৪ মাওনার অবস্থা ছিলো।

আমি ছিলাম সামনের দিকে।

03/08/2025

৫ আগষ্ট জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি যদি আমার বিবাহের খুতবার ঘোষণাপত্র পাঠ করা হতো, তাহলে কতইনা চমৎকার হইতো।
হতাশ যুবকরা!

03/08/2025

শখের বাইকে শরীর থেকে পা বিচ্ছিন্ন!!

এইজন্য বাইক না কিনে ওন্য কোনো কাজে টাকা ইনভেস্ট করুন।

30/07/2025

বাড়ির দখল নিতে বাবার হাত-পায়ের রগ কাটল ছেলে
এমন সন্তান যেন কারো না হয়!

27/07/2025

কমলাপুর রেলস্টেশনে একটি শিশু বাচ্চা টেনে নিচে পড়ে যায় 😭😭😭
শিশুর একটি হাত কাটা পড়ে যায়।।

24/07/2025

আজকের দুর্ঘটনায় ড্রাইভার সাথে সাথে মৃত্যু বরণ করেন ,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

কেওয়া, শ্রীপুর, গাজীপুর।

জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে নাটোরের এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ...
24/07/2025

জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে নাটোরের এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

©

23/07/2025

গত ৫০ বছরে বাংলাদেশ বিমানবাহিনীর একমাত্র সফলতা হলো- শেখ হাসিনা'কে নিরাপদে দিল্লিতে পৌঁছে দেয়া!

22/07/2025

কি ভয়ংকর দৃশ্য,
প্রথম দেখেই ভয় পেয়ে গেছি!

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর। মাইলস্টো...
22/07/2025

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর।

মাইলস্টোন স্কুলেরই ছাত্র সে। গত দুইদিন যাবত প্রচন্ড অসুস্থ ছিল ছেলেটা। অসুস্থতার জন্যে মাকে বলেছিল আজকে স্কুলে যাবে না।

কিন্তু স্কুলের নিয়ম হচ্ছে টানা তিনদিন অনুপস্থিত থাকলে জরিমানা দিতে হয় এবং পানিশমেন্টও থাকে, পাশাপাশি গার্ডিয়ানদেরও স্কুলে ডাকায়।

ফাইয়াজ বলেছিল স্কুলে না যতে কিন্তু মা কিছুটা বকাঝকা দিয়েই স্কুলে পাঠিয়েছিল তাকে। এই অসুস্থ শরীর নিয়েই স্কুলে গিয়েছিল ছেলেটা।

ওর মা বলে দিয়েছিল- টিফিনের পর স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসতে। কিন্তু টিফিনের আগেই সবশেষ।

বাড়িতে ঠিকই ফেরা হলো ফাইয়াজের, কিন্তু ফিরলো লাশ হয়ে। অসুস্থ শরীর নিয়ে স্কুলে না গেলে আজকে হয়তো বেঁচে থাকতো ছেলেটা। জীবন কতটা ট্র্যাজেডি, কতটা অনিশ্চিত! আহারে জীবন

©

22/07/2025

যেসব শিশুদের শরীরের ৭০–৮০% পু*ড়ে গেছে, তারা এখন আসলে বেঁচে থেকেও মৃ’ত্যুর অপেক্ষায়।
এই মাত্রার বার্নে বেঁ’চে থাকার সম্ভাবনা খুবই কম—বিশেষ করে যখন ICU, ভেন্টিলেশন, আধুনিক চিকিৎসা পর্যাপ্ত নেই।
প্রথম ২-৩ দিনে শরীর ফুলে যাবে, ইন*ফেকশন শুরু হবে, রক্’তে প*চন (se’psis) ছড়িয়ে পড়বে।
কিডনি, লিভার, ফুসফুস—একটা একটা করে অ’ঙ্গ কাজ করা বন্ধ করে দেবে। শিশুরা তখনো হুঁশে থাকবে—ব্যথা বুঝবে, শ্বাস নিতে পা’রবে না, তবুও ম’রতে পারবে না।
ড্রেসিং বদলানো, জ্বালার ওষুধ, ব্যথার ওষুধ—সব কিছুর মধ্যেও য’ন্ত্রণা থামবে না। প্রতিটি দিন একেকটা মৃ*ত্যুর মতো কষ্টদায়ক।
ডাক্তাররাও জানে—এরা বাঁ*চবে না। শুধু একটু একটু করে মৃ*ত্যু এগিয়ে আসছে—ভেতর থেকে পু’ড়িয়ে, গ*লিয়ে শেষ করে দিচ্ছে ছোট্ট শরীরটা।
এই মৃ*ত্যু অমানবিক, নিষ্ঠুর, নিঃশব্দ।

©

Address

Gazipur
1740

Telephone

+8801627589405

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনসাফ ফর ইনসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share