সুবহানাল্লাহ সপ

সুবহানাল্লাহ সপ আল্লাহ তায়ালার চিন্তাধারা অত্যন্ত সুন্দর এবং উত্তম,
আল্লাহ আমাদের ভুলভ্রান্তিকে ক্ষমার দৃষ্টিতে দেখো Subhanallah Shop an Organic Food Shop.

We are Providing quality Products to our clients.

 #বৃদ্ধা_মাকে_মুরগীর_খোপে_আশ্রয়_দিয়েছেন_সন্তানরা_._বৃদ্ধা মাকে মুরগীর খোপে আশ্রয় দিয়েছেন সন্তানরা!যে মা বাড়ি বাড়ি ভিক্ষা...
31/05/2025

#বৃদ্ধা_মাকে_মুরগীর_খোপে_আশ্রয়_দিয়েছেন_সন্তানরা_._

বৃদ্ধা মাকে মুরগীর খোপে আশ্রয় দিয়েছেন সন্তানরা!

যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন-পালন করেছেন, সেই গর্ভধারিণী মায়ের আশ্রয় হয়েছে মুরগী রাখার খোপে!
বৃষ্টির পানিতে ভিজে যাওয়া স্যাতস্যাতে পরিবেশে দীর্ঘ বছর যাবত বসবাস করছেন জনমদুঃখিনী মা।
মুরগী রাখার এই খোপটিতে নেই কোনো কাঁথা, বালিশ, এমনকি হাওয়া-বাতাসও ঠিকঠাক চলতে পারে না। দেখা যায়, এমন একটি ঘরেই কোনোমতে খুটুমুটু করে বসে আছেন অসহায় মা, একটু পর পর খাবারের জন্য করছেন ডাকচিৎকার। কিন্তু কে শোনে তার চিৎকার?

স্থানীয়রা জানান, ঝড়-বাদল যাই হোক না কেন, সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগীর খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্রবধূরা! এসময় তাদের থাকার ঘরটিও তালাবদ্ধ করে রেখে যান। নিরূপায় হয়ে খাবারের আশায় নড়বড়ে শরীর নিয়ে বাড়ি-ঘর ছুটে বেড়ান জনমদুঃখিনী মা।

সম্প্রতি আছাড় খেয়ে মাথা ফেটে যাওয়াসহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নুরজাহান বেগমের। সারাদিনের যন্ত্রণায় ছটফট করছেন তিনি। এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি। কিন্তু একাকী বাড়িতে তার করুণ আহাজারী শোনার যেন কেউ নেই। কারণ আদরের ছেলেরা ঘর তালাবদ্ধ করে রেখে সকাল বেলাই চলে যান এদিক-সেদিক, ফেরেন আবার সন্ধ্যায়!

সম্প্রতি বন্যার কারণে জোয়ারের পানিতে থই থই করছে নুরজাহানের থাকার খোপটির চারপাশ, এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক।

দুঃখজনক এই ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিন লাউকাঠী গ্রামে।

অবহেলিত বৃদ্ধা মায়ের দুই সন্তানের কাছে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি!

দশ মাস দশ দিনের তীব্র কষ্ট, প্রসব বেদনা, নিজে না খেয়েও সন্তানকে খাওয়ানো, ছোট থেকেই আদর যত্ন, সন্তানদের শখ-আহ্লাদ পূরণ করে বড় করা – এত ত্যাগ স্বীকার করেও মা নামক এই জান্নাতের টিকিট কি শেষ বয়সে এসেও একটু যত্নের ভাগিদার হতে পারেন না? অবশ্যই মানুষ হিসেবে আজীবন মায়ের প্রতি আদর, যত্ন ও ভালোবাসা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এজন্য প্রয়োজন আমাদের মানবিকতাবোধ, শিক্ষিত হওয়ার আগে প্রয়োজন মানুষ হওয়া। তবেই পৃথিবী হবে আরও সুন্দর।

Source::"':dailyjanakantha

30/05/2025

চট্টগ্রামে খাল-নালা সংস্কার ও মাটি অপসারণ করায় কমেছে জলাবদ্ধতা | Chattogram | Waterlogging |Somoy TVচট্টগ্রামে সামা...

চাঁর দিন আগের ঘটনা,রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল ছোট মেয়েটা।পাশের রুমে বাবা-মাও ছিল।তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান...
20/05/2025

চাঁর দিন আগের ঘটনা,

রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল ছোট মেয়েটা।
পাশের রুমে বাবা-মাও ছিল।
তারপর মধ্যরাতের দিকে বাবা-মা জান্নাতী, জান্নাতী বলে মেয়েটাকে ডাকতে থাকে এবং ঘুম থেকে ডেকে তুলে।

ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব তুই আমাদের সাথে চল।

মেয়েটা ঘুমঘুম চোখে অবাক হয়। এতরাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা-মা কোন প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে তাকে।

যেহেতু বাবা-মা বলছে তাই মেয়েটা আর না করে না। চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে।

কিছুদূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন।
মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা-মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যেতে থাকে।

মেয়টা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে। কিন্তু বাবা-মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখেমুখে তখনও ঘুমঘুম ভাব ছিল।

কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা-মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে।

কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতীর হাত এবং মুখ জাপটে ধরে, যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে।

মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না।

তারপর বাবা-মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গোঙ্গাচ্ছিল শুধু।

তিনজন মিলে অনবরত কো*পা*তে থাকে মেয়েটাকে, চারদিকে র*ক্ত ছড়িয়ে পড়ে। অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা।

পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা-মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এ ঘটনা শনিবারের।

পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতীর লা*শ দেখতে পায়।

লা*শ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা-মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে।

তারপর মেয়ের চাচা এবং বাবা-মা মিলে প্রতিবেশী ২৭ জনের নামে মামলা করে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে!

কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না।

এর দুইদিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা-মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্যে থানায় নিয়ে আসে।

তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে।

বাবা-মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে। কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে।

একপর্যায়ে যখন জোরলো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লু গুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে।

বাবা-মা তখনও স্বীকার করেনি। কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা-মা ও বুঝে যায় বাঁচার আর কোন পথ নেই।

তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমও স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে।

তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায়- প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেরেছে।

প্রতিবেশীদের সাথে তাদের একটা ৩২ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে।

তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে।

এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই ৩২ বিঘা জমিটা দখল দিয়ে নিজেদের করে নিতে পারবে।

এজন্যেই তারা ২৭ জন প্রতিবেশীর নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয়।

এ স্বীকারোক্তি গুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং ভেরিফাই করে সত্যায়িত করেছেন।

তদন্তের সময় প্রথমে মুখ খুলে চাচী। এর পর মা-বাবাও অকপটে সব স্বীকার করে।
তাছাড়া মেয়েটাকে কিভাবে কিভাবে মারা হয়েছিল, সে ঘটনার স্বীকারোক্তিও বাবা-মায়ের কাছ থেকেই পুলিশ নিয়েছে।

জান্নাতী মেয়েটার বয়স খুব বেশি না, ১৫ বছর বয়স মাত্র। পড়াশোনা করত ক্লাস নাইনে।

গ্রামের সবাই এ ঘটনায় খুবই অবাক হয়েছে এবং মেয়েটার জন্যে শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিল- মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল।

মেয়েটার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও জানিয়েছে- মেয়টা পড়াশোনায় অনেক ভালো ছিল।
বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিতো। হয়তো ভালো একটা রেজাল্টও করতো।
সুএঃ সুমন মোল্লা ভাই।
আমাদের চারপাশে কতশত দম্পতির সন্তান হয়না বিধায় এ হসপিটাল থেকে ও হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন পার করে। একটা সন্তানের জন্যে কত হাহাকার করে।
(সংগ্রহীত)
অথচ সামান্য কিছু জমির জন্যে নিজ বাবা-মা আর চাচির হাতেই খুন হতে হলো হাসিখুশি মেয়ে জান্নাতির।
ছোট্ট শিশুটিকে যারা মে*রে*ছে সঠিক তদন্ত করে,

সঠিক প্রমাণ হাতে নিয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত ।

সারাটাজীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারেরও বেশি,মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। ৫০ বছর ধরে এক টাকাও নেননি কাজের বিনিময়ে।এখন তি...
19/05/2025

সারাটাজীবন নিঃস্বার্থভাবে ৩ হাজারেরও বেশি,
মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া।
৫০ বছর ধরে এক টাকাও নেননি কাজের বিনিময়ে।

এখন তিনি নিজেই হাসপাতালের বেডে।
আর এই সুযোগে কেউ একজন তাঁর সবচেয়ে প্রিয় সাথী, নিজের কেনা ঘোড়াটিকে মেরে ফেলেছে!

দূরের জায়গায় কবর খুঁড়তে সহজে পৌঁছানোর জন্য
মনু মিয়া নিজের ধানের জমি বিক্রি করে এই ঘোড়াটি ক্রয় করেছিলেন।

ভাবা যায় ???? মানুষ কতটা অকৃতজ্ঞ আর নিষ্ঠুর হতে পারে?
মানুষ কতটা নিষ্ঠুর হলে এই ধরনের কাজ করতে পারে আমি তো মনে করি সে মানুষ,পরিপূর্ণ মানুষ না

পোস্টটি শেয়ার করে মনু মিয়ার এই অসহায় অবস্থার কথা ছড়িয়ে দিন, সবাই জানুক মানুষ কত অকৃতজ্ঞ হতে পারে।
সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে।
🌿 আমীন 🌿

16/05/2025

🪴আসসালামু আলাইকুম! আজকের জুম্মা মোবারক হোক হৃদয় ছুঁয়ে যাওয়া ইবাদতে পূর্ণ। ☘️ জুম্মা মোবারক ☘️

15/05/2025

🌺G00d Night My All Friends......🏨

৬ কোটি রুপিতে আইপিএলের মাঝপথে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়েছবিঃ সংগৃহীতবাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহম...
14/05/2025

৬ কোটি রুপিতে আইপিএলের মাঝপথে দল পেলেন মুস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরেছেন। দিল্লি ক্যাপিটালস তাকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে।

অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএল ২০২৫-এর বাকি অংশ থেকে সরে দাঁড়ানোয় মুস্তাফিজকে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ।

মুস্তাফিজুর এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এবং আইপিএলে তার মোট ৫৭ ম্যাচে ৬১ উইকেট রয়েছে। বাংলাদেশের হয়ে তিনি ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৩২ উইকেট নিয়েছেন ।

সূত্র:Daily Janakantha

দিল্লি ক্যাপিটালস সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, "দুই বছর পর মুস্তাফিজুর রহমান আবারও আমাদের সঙ্গে। তিনি জেক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন।"

মুস্তাফিজের আগমন দিল্লির বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে তার ডেথ ওভারে বল করার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

🥲আবারও প্রমাণিত হলো নারী তুমি অভিনয়ে সেরাদের সেরা 😰😥পিতার উপর অভিযোগ তুলে যে মেয়েটা পিতাকে খু"ন করেছে, সেটার কারণ সম্পূর...
14/05/2025

🥲আবারও প্রমাণিত হলো নারী তুমি অভিনয়ে সেরাদের সেরা 😰😥
পিতার উপর অভিযোগ তুলে যে মেয়েটা পিতাকে খু"ন করেছে, সেটার কারণ সম্পূর্ণ ভিত্তিহীন। মেয়েটার নাম জান্নাত জাহান শিফা। তার পিতা আব্দুস সাত্তার। তারা আরো দু'টি মেয়েসহ সাবলেট বসবাস করতেন।

আব্দুস সাত্তার ডাইনিং রুমে, তার মেয়ে এক রুমে এবং অপর দু'টি মেয়ে আরেকটি রুমে ভাড়া নিয়ে বসবাস করতেন। কিন্তু, জান্নাত আর অপর দু'টি মেয়ে নিজেদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি টের পেয়ে আব্দুস সাত্তার মেয়েকে সতর্ক করেন। তাদের কাজে ক্রমাগত বাঁধা দিতে থাকেন। এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে নিজের সিদ্ধান্তে অটল থেকে জান্নাত তার পিতাকে নৃ"শংসভাবে হ"ত্যা করে ভিডিও করে এবং পিতার উপর বিভিন্ন অপবাদ দেয়।

তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘা"তক জান্নাত স্বীকার করে যে, বুধবার রাতে ভাতের সাথে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে পিতা আব্দুস সাত্তারকে সে ভাত খাওয়ায়। এরপর ভোর ৪টার দিকে ধারালো অ"স্ত্র দিয়ে কুপিয়ে হ"ত্যা করে।

এটাই হলো প্রকৃত ঘটনা। বিভিন্ন মা"দকাসক্তে ও স"মকা"মি"তায় জড়িত জান্নাত তার রাস্তা থেকে পিতাকে সরাতে এরূপ অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। এবং আইনের হাত থেকে বাঁচার জন্য ও জনগণের সমর্থনের জন্য মিথ্যে অপবাদ আরোপ করেছে।

আর কিছু সংখ্যক লোকজন পুরো ঘটনা না জেনে স্বভাবগতভাবেই লাফাচ্ছে। ওই মেয়েকে সমর্থন করে বলছে “উচিৎ কাজ করেছে।” এই যে, না জেনে লাফানো স্বভাব, আমাদের সমাজ থেকে এটা যাবে কখন? একটি ঘটনা ঘটলে, সত্য উন্মোচনের জন্য কি কিছুক্ষণ সময় অপেক্ষা করা যায় না?

[ সুত্রঃ- নয়া দিগন্ত ]

তদন্ত সাপেক্ষে মেয়েটার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে মেয়েটাকে মুক্তি দেওয়া উচিৎ। আর মেয়েটার কথা যদি মিথ্যা হয় এবং উপরের লেখাগুলো যদি সত্য হয় তাহলে মেয়েটাকে কঠিন শাস্তি দেওয়া উচিৎ!
যাতে করে এই ধরনের দুঃসাহস আর অন্য কেউ না পাই,
হাইরে এই দুই দিনের দুনিয়ায় মানুষ কত কিছু করে জীবনের বেঁচে থাকার জন্য কে কাকে কিভাবে ক্ষতি করবে সেটার চিন্তাই করে অথচ বাচবে মাত্র দুই দিন এটাই হচ্ছে কিয়ামতের আলামত ।

13/05/2025

❝দুনিয়ার মানুষের প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক তোমার প্রতি দয়া করবেন।❞
(সুনান আত-তিরমিজি, হাদিস: ১৯২৪)

 #বাবার কাদ তবুও আমরা বলি সে কি করেছে???  রাগের মাথায় বাবা টাকেও ভুলে যাই। বলি সে আমার জন্য কি করেছে ? আরে ভাই তোমাকে য...
12/05/2025

#বাবার কাদ তবুও আমরা বলি সে কি করেছে???
রাগের মাথায় বাবা টাকেও ভুলে যাই।
বলি সে আমার জন্য কি করেছে ?
আরে ভাই তোমাকে যে সে খাইয়ে পড়িয়ে এত বড় করেছে,
এর চাইতে আর তুমি কি চাও তোমাকে শিক্ষিত বানিয়েছে,
এর চাইতে তুমি আর কি চাও
(ভুলে যেওনা বাবা হচ্ছে বটগাছের ছায়ার মত,
যখন না থাকবে তখন বুঝতে পারবে বাবা না থাকার
যন্ত্রণা কত বেশি) একটা বাবা যে তার সন্তানকে সঠিক পথে
রাখার জন্য সঠিক ভাবে মানুষ করার জন্য
নিজের সবকিছু বিলিয়ে দেয়,সেটা অনেকেই আমরা বুঝতেই
পারি না আমি মনে করি বাবা তুমি মহান! তোমার মত পৃথিবীতে আর কেউ নেই আর কেউ তোমার মত হতেও পারবে না ।
প্রত্যেকটি সন্তানের বাবা কোন না কোন ভাবে এরকম কষ্টে
জড়িত তবুও সন্তানের সামনে হাসিমুখে থাকে
এবং সন্তানকে সব সময় সুখে রাখতে চাই শান্তিতে রাখতে চাই।
ছবিটা দেখে চোখের কোনে জল এসে গেল !
Love you Father.......

Address

Gazipur
1230

Telephone

+8801617393611

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুবহানাল্লাহ সপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুবহানাল্লাহ সপ:

Share