29/11/2025
#মৃত্যুর আগে শেষ ইচ্ছা: স্বামীর কাছে স্ত্রীর.....
‘একবার সাবেক প্রেমিকের সঙ্গে রাত কাটানোর’ অনুরোধ!
মৃত্যুর আগে শেষ ইচ্ছা: স্বামীর কাছে স্ত্রীর ‘একবার সাবেক প্রেমিকের সঙ্গে রাত কাটানোর’ অনুরোধ!
মাত্র নয় মাস বাঁচবেন—এমন কঠিন খবর পাওয়ার পর এক নারী স্বামীকে বসিয়ে জানালেন একটি অপ্রত্যাশিত ইচ্ছার কথা। তিনি জানতে চান, মৃত্যুর আগে কি তিনি একবারের জন্য তার সাবেক প্রেমিকের সঙ্গে রাত কাটাতে পারবেন? তার দাবি, সেটিই ছিল তার জীবনের সবচেয়ে আবেগময় সম্পর্ক, এবং মৃত্যুর আগে সেই অনুভূতিটুকু আর একবার অনুভব করতে চান—শুধু ‘ক্লোজারের’ জন্য।
সংগৃহীত:dailyjanakantha.com
নারীর এই অনুরোধ স্বামীকে ভেতর থেকে ভেঙে দেয়। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে সেবা-শুশ্রূষা করেছেন, মানসিকভাবে প্রস্তুত হয়েছেন আসন্ন শোকের জন্য। কিন্তু স্ত্রীর শেষ ইচ্ছা যে অন্য এক পুরুষকে ঘিরে—এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। স্বামীর ভাষায়, এটি ছিল বুকের ভেতর শক্ত এক ঘুষির মতো আঘাত। এটি শুধু ঈর্ষা ছিল না—বরং উপলব্ধি ছিল, মৃত্যুর দ্বারপ্রান্তেও স্ত্রী যার জন্য সত্যিকারের আকুল, তিনি নিজে নন।
এই অনুরোধ তিনি সোজাসুজি প্রত্যাখ্যান করেন। বলেন, যদি তার হৃদয় এখনো অতীতেই পড়ে থাকে—তবে পাশে দাঁড়িয়ে ভান করে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কয়েক দিনের মধ্যেই তিনি বাড়ি ছেড়ে চলে যান। জানিয়ে দেন, স্ত্রীর চিকিৎসার ব্যয় তিনি বহন করবেন, কিন্তু স্বামী হিসেবে আর তার পাশে থাকতে পারবেন না।
ঘটনাটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ, এটি মানুষের গভীরতম এক সত্য ছুঁয়ে যায়—মৃত্যুকে সামনে পেলে অনেক লুকানো অনুভূতি প্রকাশ পেয়ে যায়, আর সেই সত্য কখনো কখনো রোগের চেয়েও তীব্র ব্যথা দেয়।