Azmal Shakil Elim

Azmal Shakil Elim I have just opened this page to give everyone temporary pleasure, hopefully everyone will see these military entertainment videos of mine

21/11/2025
21/11/2025

আজ সকাল ১০:৩৮ টায় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

🌍 ভূমিকম্প তথ্য সংক্ষেপে

সময় : আজ সকাল approx ১০ঃ৩৮ মিনিট

মাত্রা : আনুমানিক ম্যাগনিচিউড ৫.৭ ‪(GFZ – German Research Centre for Geosciences-এর তথ্য অনুযায়ী)‬।

20/11/2025

“একাই দশজনের খাবার খাইয়া সাবার করে দিতে পারে—
এটাই তার আসল ট্যালেন্ট! 😱🍽️
কে কত খাইতে পারে, সেই হিসাবেরও হিসাব নষ্ট করে দেয় এই লোকটা!”

😂🔥



#খাইখাই_ভাইব

#খাইলে_ভালো_থাকি

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।ধরেন, এক হুজুর ওয়াজ করছ...
19/11/2025

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।
ধরেন, এক হুজুর ওয়াজ করছে-
স্বামী বাসর ঘরে ঢুকলো । বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে । কই বসে আছে?
-বিছানায় বসে আছে ।
-দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড । স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে । আস্তে করে স্ত্রীর পাশে বসলো । স্ত্রীকে সালাম দিলো । আসসালামু আলাইকুম । সালাম দেয়া সুন্নত । স্ত্রীকে সালাম দেয়াও সুন্নত । স্ত্রীকে সালাম দেয়া... (পাবলিক সমস্বরে- সুন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত । সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
-ওয়াজিব ।
-জোরে বলেন ঠিক কি না?
ঠিইইইইইইইইইক
স্ত্রী উত্তর দিলো- ওয়া'আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ... আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়? আপনারা দেন? কয়জন দেন হাত তোলেন তো...
ঐ দিকে পাবলিক বি'রস মু'খে অ'ধির হয়ে অপেক্ষা করছে বাসর রাতের আসল ঘটনা শোনার জন্য! 🙂

 #🌿 জীবনকে সুন্দর করতে মনটাকে সুন্দর রাখা জরুরি 🌿আমরা অনেকেই জীবনের সৌন্দর্য খুঁজি বাইরে—কিন্তু আসল সৌন্দর্য শুরু হয় ভেত...
19/11/2025

#🌿 জীবনকে সুন্দর করতে মনটাকে সুন্দর রাখা জরুরি 🌿

আমরা অনেকেই জীবনের সৌন্দর্য খুঁজি বাইরে—
কিন্তু আসল সৌন্দর্য শুরু হয় ভেতর থেকে।
মন যত পরিষ্কার, চিন্তা তত হালকা, জীবন তত সহজ।

রাগ, দুঃখ, কষ্ট—সবই আসে,
তবুও যে মনকে সুন্দর রাখে,
সে-ই জীবনকে সুন্দরভাবে বাঁচতে পারে।

✨ হাসবো, ক্ষমা করবো, আল্লাহর উপর ভরসা রাখবো—
তাহলেই মনও সুন্দর থাকবে, জীবনও সহজ হবে।

16/11/2025

আসল নাকি বেজাল বুঝা বড় দ্বায়⚠️

Address

Elim/bari, Mulaid, Mawna, Sreepur
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azmal Shakil Elim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azmal Shakil Elim:

Share