31/10/2025
একজন ফিলোম্যাথ (Philomath) হোন।
ফিলোম্যাথ হচ্ছেন সেই মানুষটা,
যিনি প্রতিনিয়ত শিখতে ভালোবাসেন,
নতুন কিছু জানার কৌতূহল যার কখনো ফুরোয় না।
যিনি বই, ভাবনা আর জ্ঞানের অসীম সমুদ্রে ঘুরে বেড়ান,
প্রতিদিন একটু একটু করে নিজের পৃথিবিটাকে বড় করেন।
মনে রাখবেন, যে মানুষটা শেখা বন্ধ করে দেয়,
সে আসলে বাঁচাই বন্ধ করে দেয়।