Sunrise info bd.com

Sunrise info bd.com we are working for give you a daily basis minimum knowledge about Bangladesh and whole world (ন?

15/08/2022
মিয়ানমারে ১৬০০ কারাবন্দীকে মুক্তি দিল জান্তামিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০–র বেশি কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘো...
17/04/2022

মিয়ানমারে ১৬০০ কারাবন্দীকে মুক্তি দিল জান্তা

মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ১ হাজার ৬০০–র বেশি কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সেনা সরকার। এর মধ্যে ৪২ জন বিদেশি কারাবন্দীও আছেন। খবর রয়টার্সের।

মিয়ানমারের সেনা সরকারের স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট জেনারেল অং লিন দোয়ে স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘৪২ জন বিদেশি বন্দীসহ ১ হাজার ৬২৯ কারাবন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হচ্ছে।

আটক ব্যক্তিদের মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের নেতা ও নোবেলজয়ী অং সান সু চি এবং তাঁর অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টা শন টারনেলও আছেন। সু চিকে রাজধানী নেপিডোর একটি স্থানে বন্দী রাখা হয়েছে। আর শন টারনেল বন্দী আছেন ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে। বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার খবরে রোববার স্বজনেরা ইনসেইন কারাগারের সামনে ভিড় করেছেন। ঘটনাস্থলে থাকা স্থানীয় প্রতিনিধি রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ইনসেইন কারাগার থেকে কোনো রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়নি।

গত বছর বন্দীদের বার্ষিক সাধারণ ক্ষমা ঘোষণায় ২৩ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। সে তুলনায় এবারের সংখ্যাটা কম।

অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনারসের (এএপিপি) হিসাব অনুসারে, মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর কমপক্ষে ১৩ হাজার ২৮২ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া হামলা, দমন-পীড়ন ও বিক্ষোভে গুলিতে নিহত হয়েছেন ১ হাজার ৭৫৬ জন।

কারাগারের সামনে বন্দী স্বজনের নাম প্ল্যাকার্ডে লিখে অপেক্ষা করছে পরিবারগুলো। আট মাস আগে গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী সন্তানের জন্য ইনসেইন কারাগারের সামনে অপেক্ষা করছেন এক মা। সন্তান তাঁকে জানিয়েছেন, সাধারণ ক্ষমা ঘোষণায় ছাড়া পেতে পারেন তিনি। অপেক্ষারত সেই মা নিরাপত্তা শঙ্কায় তাঁর নাম প্রকাশ করেননি

প্রবেশ নিষেধ’ লিখে ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসৈয়দপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই।  ...
16/04/2022

প্রবেশ নিষেধ’ লিখে ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি

সৈয়দপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। ছবিটি শহরের গোলাহাট এলাকা থেকে তোলা
ঈদুল ফিতর সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শুরু হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। শতাধিক কারখানায় মৌসুমি ব্যবসায়ীরা নিম্নমানের পাম অয়েল ও ডালডা দিয়ে তৈরি করছেন এসব সেমাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা এসব সেমাই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চিকিৎসকেরা।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুরের পাটোয়ারীপাড়া, কাজীরহাট, পুরাতন বাবুপাড়া, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, হাতিখানা, নিয়ামতপুর, মুন্সিপাড়া, গোলাহাটসহ শহরের আনাচকানাচে গড়ে উঠেছে এসব মৌসুমি সেমাই কারখানা। অধিকাংশ সেমাই তৈরির কারখানার নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন। এ ছাড়া কারখানাগুলোয় মানা হচ্ছে না কোনো নিয়মনীতি। হাতে গোনা কয়েকটি সেমাই তৈরির বৈধ কারখানা থাকলেও মৌসুমি ব্যবসায়ীদের দাপটে তারা বিপাকে পড়েছে।

অবৈধ কারখানাগুলোয় কোনো সাইনবোর্ড নেই। কারখানার বাইরে থেকে ‘প্রবেশ নিষেধ’ সাইনবোর্ড ঝুলিয়ে অথবা গেট বন্ধ করে চলে সেমাই তৈরির কাজ। এসব কারখানা এক স্থানে বেশি দিন থাকে না। সচেতন মহলের চোখ পড়ার আগেই স্থান পরিবর্তন করা হয়। এসব সেমাইয়ের প্যাকেটে নামীদামি কোম্পানির লেবেল ও স্টিকার লাগিয়ে পাইকারি বিক্রি করা হয়। গোপন স্থানে কারখানা থাকায় প্রশাসনেরও নজরদারিতেও আসে না। ফলে নির্বিঘ্ন ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

ফিলিস্তিনিদের সঙ্গে এ রোজায়ও কি যুদ্ধ বাধাবে ইসরায়েলপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তল্লাশি অভিযানে ফিলিস্তিনিদের ক্ষোভ বাড়...
16/04/2022

ফিলিস্তিনিদের সঙ্গে এ রোজায়ও কি যুদ্ধ বাধাবে ইসরায়েল

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তল্লাশি অভিযানে ফিলিস্তিনিদের ক্ষোভ বাড়ছে
চলতি বছরের পবিত্র রমজান মাসেও ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এর পরিপ্রক্ষিতে গাজা উপত্যকার বাসিন্দারা গত বছরের রমজানের মতোই আরেকটি যুদ্ধের আশঙ্কা করছেন।

জেরুজালেমভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক মাজেন জাবারি আল-জাজিরাকে বলেন, বিদ্যমান পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে তা বড় ধরনের বিস্ফোরণের জন্য উপযুক্ত।

গত বছর জেরুজালেমে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে জনক্ষোভের বিস্ফোরণ ঘটে। ফিলিস্তিনিদের ওই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল ইসরায়েল ও ফিলিস্তিনজুড়ে।

এ বছরের মতো ঠিক গতবারও আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও অভিযান আগে থেকেই চলে আসা দুই পক্ষের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছিল। ওই অভিযানের চার দিন পর গাজায় টানা ১১ দিন স্থল ও বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় কয়েক শ মানুষ হতাহত হন। নিহত ব্যক্তিদের একটা বড় অংশ ছিল শিশু। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল গাজার বাড়িঘরসহ বহু স্থাপনা। বাদ পড়েনি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ ঘটনা নিয়ে ইসরায়েল বলেছিল, হামাসের রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় তারা গাজায় অভিযান চালিয়েছে মাত্র

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৪১ জনের প্রাণহানিমারাত্মক এই বন্যায় ঘরবাড়ি ধসে যায়। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেনদক্ষিণ আফ্রি...
15/04/2022

দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৩৪১ জনের প্রাণহানি

মারাত্মক এই বন্যায় ঘরবাড়ি ধসে যায়। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে কোয়াজুলু-নাটাল প্রদেশে এ বন্যা শুরু হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। আজ শুক্রবার আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের উপকূলীয় একটি প্রদেশে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩৪১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান সিহলে জিকালালা বলেন, বন্যায় ৪০ হাজার ৭২৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৪১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা দুঃখজনক।

প্রাদেশিক প্রধান আরও বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা আমরা নিশ্চিত করতে পারি। হিসাব এখনো চলছে। ক্ষয়ক্ষতি কয়েক বিলিয়ন র‍্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ছাড়িয়ে যেতে পারে। এই বন্যা এই প্রদেশ এবং সম্ভবত আমাদের দেশের ইতিহাসে নজিরবিহীন দুর্যোগ সৃষ্টি করেছে।’

সপ্তাহান্তে টানা বর্ষণ ও গত সোমবার অতি ভারী বর্ষণে ঘরবাড়ি প্লাবিত হয়, রাস্তাঘাট ও সেতু ধসে যায়। দেশটির অন্যতম ব্যস্ত বন্দরে পণ্য ওঠানামা বিঘ্নিত হয়। পণ্যবাহী কনটেইনার ভেসে যায় এবং কিছু এলাকায় সেগুলো লুটও হয়। পরে বুধবার ওই প্রদেশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়।

যুদ্ধজাহাজডুবি কৃষ্ণসাগরে রুশ নৌশক্তির জন্য বড় ধাক্কা: পেন্টাগনসোভিয়েত আমলের যুদ্ধজাহাজ মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করেরু...
15/04/2022

যুদ্ধজাহাজডুবি কৃষ্ণসাগরে রুশ নৌশক্তির জন্য বড় ধাক্কা: পেন্টাগন

সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে
রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবির ঘটনা কৃষ্ণসাগরে দেশটির নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কভা গতকাল বৃহস্পতিবার ডুবে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

মিসাইল ক্রুজার মস্কভা গত বুধবার বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, আগুন থেকে মস্কভা মিসাইল ক্রুজারে থাকা গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেন দাবি করে, তারা রুশ যুদ্ধজাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুদ্ধজাহাজটিকে টেনে বন্দরের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় সমুদ্রের ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে যুদ্ধজাহাজটি ডুবে যায়।

রুশ যুদ্ধজাহাজ ডুবে যাওয়া নিয়ে গতকাল কথা বলেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তিনি সিএনএনকে বলেন, রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের জন্য এটা একটা বড় ধাক্কা। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ-আধিপত্য বজায় রাখার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই যুদ্ধজাহাজ।

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহতকুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযু...
02/12/2021

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম (২৮) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ–সংলগ্ন চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাহ আলমের বাড়ি নগরের সুজানগর বউবাজার এলাকায়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার প্রধান আসামি শাহ আলম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শাহ আলমের নামে হত্যা, অস্ত্র–মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অভিযোগে অন্তত ছয়টি মামলা আছে।

এর আগে গত সোমবার রাতে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ–সংলগ্ন সংরাইশ বালুমহাল এলাকায় একই মামলার আরও দুই আসামি মো. সাব্বির হোসেন (২৮) ও সাজন (৩২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। সাব্বির ছিলেন হত্যা মামলার ৩ নম্বর ও সাজন ৫ নম্বর আসামি। নিহত মো. সাব্বির হোসেনের বাড়ি নগরের সুজানগর পানির ট্যাংকি এলাকায়। তিনি ওই এলাকার রফিক মিয়ার ছেলে। সাজনের বাড়ি নগরের সংরাইশ রহিম ডাক্তারের গলির ভেতরে। তিনি ওই এলাকার কাঁকন মিয়া ওরফে চোরা কাঁকনের ছেলে।

পুলিশের ভাষ্য, গতকাল রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন দুষ্কৃতকারী গোমতী নদীর চানপুর বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানার পুলিশের সমন্বয়ে একাধিক দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক একটার পরে পুলিশ সদস্যরা বেড়িবাঁধের কাছে পৌঁছান। এ সময় পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে দুষ্কৃতকারীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তির হাতে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে জানা গেছে, ওই ব্যক্তি কাউন্সিলর সোহেল ও সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম। গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হন। তাঁদের কুমিল্লা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩৯৬ বছর পর ব্রিটিশ রাজতন্ত্র থেকে মুক্তির স্বাদ পেল বারবাডোজআনুষ্ঠানিকভাবে বারবাডোজ এখন প্রজাতন্ত্র। পেয়েছে নিজস্ব পতাকা...
02/12/2021

৩৯৬ বছর পর ব্রিটিশ রাজতন্ত্র থেকে মুক্তির স্বাদ পেল বারবাডোজ

আনুষ্ঠানিকভাবে বারবাডোজ এখন প্রজাতন্ত্র। পেয়েছে নিজস্ব পতাকা
ব্রিটেনের সঙ্গে ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করেছে বারবাডোজ। আনুষ্ঠানিকভাবে দেশটি এখন প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথকে। পেয়েছে নিজস্ব পতাকা। এর মধ্য দিয়ে ৩৯৬ বছর পরে এসে ক্যারিবীয় দেশটিতে অবসান ঘটল ব্রিটিশ রাজতন্ত্রের।

গত সোমবার মধ্যরাতের পর রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে নতুন রিপাবলিক বারবাডোজের আনুষ্ঠানিকতা হয়। হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে। দেশটির ৫৫তম স্বাধীনতা দিবস ছিল এদিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সোমবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বারবাডোজের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সান্দ্রা ম্যাসন। এর আগে দেশটির গভর্নর জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। বারবাডোজ নতুন স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নতুন রাষ্ট্রপ্রধান।

রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে নতুন রিপাবলিক বারবাডোজের আনুষ্ঠানিকতা হয়
রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে নতুন রিপাবলিক বারবাডোজের আনুষ্ঠানিকতা হয় ছবি: রয়টার্স
প্রজাতন্ত্রের পক্ষে জনমত
প্রজাতন্ত্র হিসেবে বারবাডোজের যাত্রা শুরুর আগে একটি জরিপ চালানো হয়েছিল। জরিপের ফল প্রকাশ করা হয়েছিল রাজপরিবারের কাছে। গার্ডিয়ান বলছে, ওই জরিপে দেখা যায়, ক্যারিবীয় দেশটির ৬০ শতাংশ লোকই প্রজাতন্ত্রের পক্ষে নিজেদের সমর্থন জানান। প্রতি ১০ জনে মাত্র ১ জন ছিলেন রানির শাসনে থাকার পক্ষে।

রানির শাসন থেকে বেরিয়ে আসার উদ্যোগ অবশ্য বারবাডোজে নতুন নয়। ১৯৭০ সালে ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে যায়। এর আগেই ১৯৬৬ সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা পেয়েছিল বারবাডোজ। সে সময় দেশটির তত্কালীন প্রধানমন্ত্রী এরোল ব্যারো রানির শাসন থেকে বেরিয়ে আসার আভাস দিয়েছিলেন। এর দীর্ঘদিন পরে এসে গত বছরের ৩০ নভেম্বর স্বাধীনতা দিবসে পাকাপাকিভাবে বারবাডোজ প্রজাতন্ত্র গঠন করার ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী মিয়া মোতেলের সরকার। তবে প্রজাতন্ত্র হলেও কমনওয়েলথভুক্ত দেশগুলোর একটি হিসেবে পরিচিতি থাকবে বারবাডোজের।

প্রিন্স চার্লসের উপস্থিতি নিয়ে বিতর্ক
ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লস। প্রজাতন্ত্র হিসেবে বারবাডোজের যাত্রাকে ‌‌নতুন সূচনা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। প্রিন্স চার্লস বলেন, ‌অতীতের অন্ধকার সময় ও দাসত্বের নৃশংসতা থেকে মুক্ত হয়ে বারবাডোজের বাসিন্দারা নিজেদের পথ গড়ে নিয়েছেন।

ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লস
ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লসছবি রয়টার্স:
এদিকে এমন গুরুত্বপূর্ণ দিনে প্রিন্স চার্লসের উপস্থিতি নিয়ে চটেছেন অনেকেই। তাঁরা বলছেন, বারবাডোজের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের মূলে ছিল দাসত্ব। তাই চার্লসের উপস্থিতি বারবাডোজের মানুষের প্রতি একধরনের অপমান।

এ নিয়ে ক্যারাবিয়ান মুভমেন্ট ফর পিস অ্যান্ড ইন্টিগ্রেশনের সাধারণ সম্পাদক ডেভিড ড্যানি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ব্রিটেনের রাজপরিবার বারবাডোজে দাসত্ব কায়েম করে আর্থিকভাবে সুবিধা নিয়েছিল। তাই মুক্তির এই দিনে রাজপরিবারের কোনো সদস্যের অংশগ্রহণ একেবারেই কাম্য নয়।

ব্রিটেনের রাজা জেমস প্রথম ১৬২৫ সালে বারবাডোজের উপকূলে জাহাজ ভেড়ান। এর দুই বছর পরই দেশটিতে ব্রিটিশ উপনিবেশ গড়ে তোলা হয়। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক রিচাড ড্রেটন বলেন, সতেরো ও আঠারো শতকের ইংল্যান্ডে ব্যক্তিগত সম্পদের একটি মূল উত্স ছিল বারবাডোজ। সেখানে চিনি ও দাস ব্যবসা করে ইংল্যান্ডের অনেক পরিবার রাতারাতি সম্পদের পাহাড় গড়ে। এসব বিবেচনা করলে সোমবার চার্লসের উপস্থিতি ছিল ক্যারিবীয় দেশটির মানুষের জন্য একটি অপমান।

জনপ্রিয় বারবাডিয়ান গায়িকা রিহানাকে ‌‘জাতীয় নায়ক’ উপাধি দেন প্রধানমন্ত্রী মিয়া মোতেলে
জনপ্রিয় বারবাডিয়ান গায়িকা রিহানাকে ‌‘জাতীয় নায়ক’ উপাধি দেন প্রধানমন্ত্রী মিয়া মোতেলেছবি: রয়টার্স
‘জাতীয় নায়ক’ রিহানা
সোমবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বারবাডিয়ান গায়িকা রিহানা। এ সময় তাঁকে ‌‘জাতীয় নায়ক’ উপাধি দেন প্রধানমন্ত্রী মিয়া মোতেলে।
রিহানাকে উদ্দেশ করে মোতেলে বলেন, ‘আশা করি আপনি হিরের মতো নিজেকে উজ্জ্বল রাখবেন। নিজের কাজকর্মের মধ্য দিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়ে আনবেন।’

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এগিয়ে যাচ্ছে চীন-রাশিয়াযুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এমআইসিক্...
02/12/2021

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে এগিয়ে যাচ্ছে চীন-রাশিয়া

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এমআইসিক্স নামে পরিচিত) প্রধান রিচার্ড মুর সতর্ক করে বলেছেন, গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রযুক্তির উৎকর্ষে বেশি বেশি অর্থ লগ্নি করছে চীন ও রাশিয়া। বিশেষত, দেশ দুটি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কর্তৃত্ব ফলাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। এর মধ্য দিয়ে আগামী এক দশকে দেশ দুটি ভূরাজনীতি ও গোয়েন্দাগিরিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ অক্টোবর এমআইসিক্সের প্রধান হিসেবে দায়িত্ব নেন যুক্তরাজ্যের সাবেক আমলা ও কূটনীতিক রিচার্ড মুর। এরপর যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার প্রথমবারের মতো তিনি লন্ডনভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে প্রকাশ্যে বক্তব্য দেন। এ সময় গোয়েন্দা কার্যক্রমে এখনকার ও আগামী দিনগুলোর চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে তিনি চীন ও রাশিয়ার এই ভূমিকার কথা উল্লেখ করেন।

রিচার্ড মুর বলেন, ‘আমাদের প্রতিপক্ষরা কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও সিনথেটিক জীববিজ্ঞানে কর্তৃত্ব অর্জনে বেশি বেশি অর্থ লগ্নি করছে। কারণ, তারা জানে, এর মধ্য দিয়ে তারা তাদের উদ্দেশ্য পূরণে সফল হবে।’

বিশ্বজুড়ে গোয়েন্দা কার্যক্রম দ্রুত মানবকেন্দ্রিক থেকে অত্যাধুনিক প্রযুক্তিকেন্দ্রিক হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার এমন পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে গোয়েন্দাদের। তাঁদের প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। এ ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করছে বেইজিং ও মস্কো, এমনটাই মনে করেন রিচার্ড মুর।

চীন ও রাশিয়ার এমন উদ্যোগ এমআইসিক্সসহ পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ মন্তব্য করে রিচার্ড মুর বলেন, ‘যেহেতু আমরা বৈশ্বিক প্রযুক্তি খাতের উৎকর্ষে পরিবর্তন আনতে পারব না, তাই দ্রুত এর সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে হবে।’ এ সময় পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে গোপনীয়তা রক্ষার বিষয়ে আরও মনোযোগী হতে পরামর্শ দেন তিনি।

যদিও এমআইসিক্স সাম্প্রতিক সময়ে চরম গোপনীয়তার নীতি থেকে অনেকটাই সরে এসেছে। গত শতকের নব্বইয়ের দশক পর্যন্ত সংস্থাটির প্রধানের নাম প্রকাশ করা হতো না। শুধু প্রকাশ্যে প্রতীকী নাম ‘সি’ ব্যবহার করা হতো। সেই অবস্থান থেকে সরে এসে এমআইসিক্সের প্রধান এখন প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।

ওমিক্রন: বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল ইসরায়েলে করোনার নতুন ‘ওমিক্রন’ ধরনের একজন রোগী শনাক্ত হয়েছেকরোনার নতুন ধর...
28/11/2021

ওমিক্রন: বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল

ইসরায়েলে করোনার নতুন ‘ওমিক্রন’ ধরনের একজন রোগী শনাক্ত হয়েছে
করোনার নতুন ধরনের বিস্তার ঠেকাতে ১৪ দিনের জন্য বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করবে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে ইসরায়েল করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া বন্ধে নজরদারি ব্যবস্থা ব্যবহার করবে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ইসরায়েলের মন্ত্রিসভা এ নিষেধাজ্ঞার বিষয়টি অনুমোদন দেবে। মন্ত্রিসভার অনুমোদনের পর স্থানীয় সময় আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

করোনার নতুন ধরনের নাম ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রিক অক্ষর অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার এ নতুন ধরনের নাম রেখেছে। প্রাথমিকভাবে ধরনটির নাম দেওয়া হয়েছিল ‘বি.১.১.৫২৯’।

করোনার নতুন ধরন নিয়ে ডব্লিউএইচওর টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের এক জরুরি ভার্চ্যুয়াল বৈঠকের পর একে উদ্বেগজনক হিসেবে ঘোষণা করা হয়।

করোনার নতুন ধরন নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা ও নানা বিধিনিষেধের মতো পদক্ষেপ নেওয়া শুরু করেছে এশিয়া ও ইউরোপের দেশগুলো।

ইসরায়েলে করোনার ‘ওমিক্রন’ ধরনের একজন রোগী শনাক্ত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পর ইসরায়েল নানা সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে।

ইসরায়েলের করোনা–সংক্রান্ত মন্ত্রিসভা গতকাল শনিবার রাতে একটি সংকটকালীন বৈঠক করে। এই বৈঠকে মন্ত্রিসভা একাধিক নতুন বিধিনিষেধ আরোপের বিষয়ে সম্মত হয়। এখন এসব বিধিনিষেধ মন্ত্রিসভার বৃহত্তর বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, বাইরে থাকা ইসরায়েলের যেসব নাগরিক টিকা নিয়েছেন, তাঁদের ইসরায়েলে প্রবেশ করতে হলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। আর যাঁরা টিকা নেননি, তাঁদের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।

গতকাল দিনের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ আফ্রিকার ৫০টি দেশকে ‘লাল’ তালিকাভুক্ত করে। এসব দেশ থেকে যেসব ইসরায়েলি নাগরিক ইসরায়েলে যাবেন, তাঁদের সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টাইন ও করোনার পরীক্ষা করতে হবে।
ইসরায়েলে ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮৭ হাজারের বেশি।

স্বামীকে নিয়ে তহবিল সংগ্রহে মালালাশান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই স্বামী আসার মালিককে নিয়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করে...
24/11/2021

স্বামীকে নিয়ে তহবিল সংগ্রহে মালালা

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই স্বামী আসার মালিককে নিয়ে তহবিল সংগ্রহের কাজ শুরু করেছেন। যুক্তরাজ্যের লন্ডনে গত সোমবার সন্ধ্যায় ব্রিটিশ গীতিকার অ্যান্ড্রু লয়েড ওয়েবারের সিনড্রেলা নামের একটি সংগীত আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এই নবদম্পতিকে দেখা যায়।

পাকিস্তানের জিওটিভির খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে বিয়ে করার পর দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে এলেন মালালা। এর আগে ৯ নভেম্বর লন্ডনে আসার মালিকের সঙ্গে মালালার বিয়ে হয়। বিয়ের পর প্রথমবার লন্ডনে একটি ক্যাফেটেরিয়ায় এই নবদম্পতিকে বিয়ে উদ্‌যাপন করতে দেখা যায়। গত সোমবার দাতব্য কাজে তহবিল সংগ্রহের জন্য দ্বিতীয়বার জনসম্মুখে দেখা গেল তাঁদের।

মালালা এবং অ্যান্ড্রু লয়েড ওয়েবার নারী ও শরণার্থী মেয়ে শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সমন্বিতভাবে এই সংগীত আয়োজন করেন। এই আয়োজন থেকে আসা অর্থ মালালা ইউসুফজাইয়ের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অলাভজনক সংস্থা মালালা ফান্ডে দেওয়া হবে। এই ফান্ডটি বিশ্বজুড়ে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করে থাকে।

এই অনুষ্ঠানের পর গতকাল মঙ্গলবার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন আসার মালিক। সেখানে মালালা ও আসারের পাশে ওয়েবার দম্পতিকেও দেখা যায়। ওই টুইট বার্তায় আসার মালিক লিখেছেন, ‘অ্যান্ড্রু লয়েড ওয়েবারকে সিন্ড্রেলা হিসেবে দেখা, এটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। অভিনেতাদের শক্তি, বিস্ময়কর সংগীত ও মঞ্চসজ্জা—সবকিছু ছিল অসাধারণ।’ ওয়েবার সেটি পুনরায় টুইট করেছেন।এতে তিনি লিখেছেন, ‘আপনাকে (আসার মালিক) অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত জানানোটা আনন্দের। এটি ছিল এক অসাধারণ সন্ধ্যা।’

তাইওয়ান প্রণালি পাড়ি দিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আর্লেগ বার্গতাইওয়ান ইস্যুতে চীনকে আবা...
24/11/2021

তাইওয়ান প্রণালি পাড়ি দিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আর্লেগ বার্গ
তাইওয়ান ইস্যুতে চীনকে আবারও নতুন করে বার্তা দিল যুক্তরাষ্ট্র।চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভার্চ্যুয়াল বৈঠকের পরে প্রথমবারের মতো জাহাজ অতিক্রম করার ঘটনা ঘটল। খবর এএফপির

তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর জানিয়েছে, আর্লেগ বার্গ নামের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ওই যুদ্ধজাহাজটি সাধারণ চলাচল বা রুটিন ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন এবং মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। আর এই সমুদ্রযাত্রাকে চলতি বছরের একাদশতম মহড়া হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
১৫ নভেম্বর অনুষ্ঠিত বাইডেন-সির মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে বেইজিং ওয়শিংটনকে কঠোর বার্তা দিয়েছিল। ওই সময় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাইওয়ানকে স্বাধীনতার বিষয়ে উদ্বুদ্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়। এমনকি বাইডেনকে আগুন নিয়ে না খেলতে বলা হয়।

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো মাঝেমধ্যেই তাইওয়ান প্রণালিতে মহড়া চালায়। এসব ঘটনায় বেইজিংও যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দেয়। তাইওয়ান ও এর পার্শ্ববর্তী জলসীমাকে নিজেদের অঞ্চল বলে দাবি করে বেইজিং।

যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ এই নৌপথকে আন্তর্জাতিক মুক্ত জলসীমা হিসেবে মনে করে। তাইওয়ানের ওপর চীনের সামরিক আগ্রাসন বেড়ে যাওয়া এবং বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের কঠোর পদক্ষেপ নেওয়ার পরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তাঁর বন্ধুপ্রতিম দেশগুলো এ পথে তাদের তৎপরতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালি ব্যবহার করে যাতায়াত করায় চীন প্রতিবাদ জানিয়েছে।

সিঙ্গাপুরের রাজা রত্ন স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের রিসার্চ ফেলো কলিন কোহো তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ট্রানজিট নৌযানের তথ্য রাখেন। সে তথ্য অনুযায়ী, ২০১৯ সালে এই পথে যুক্তরাষ্ট্রের ৯টি জাহাজ চলাচল করেছে। ২০২০ সালে এই সংখ্যা বেড়ে ১৫টিতে দাঁড়ায়। চলতি এ বছর এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।

ইয়েমেনে ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘকয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে ইয়েমেনে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্...
24/11/2021

ইয়েমেনে ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে: জাতিসংঘ

কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে ইয়েমেনে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলমান সংঘাত ও মানবিক সংকট সহসাই থামছে না। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে ২০৩০ সাল নাগাদ সংঘাত, ক্ষুধা ও দারিদ্রে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শেষে ইয়েমেনে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ৩ লাখ ৭৭ হাজারে। এর মধ্যে ৭০ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। মূলত বিমান হামলা ও সংঘাতের মতো প্রত্যক্ষ এবং সংক্রামক রোগ, ক্ষুধা ও দুর্ভিক্ষের মতো পরোক্ষ কারণে দেশটিতে মৃত্যুর এসব ঘটনা দেখা যেতে পারে বলে মনে করছে সংস্থাটি। প্রতিবেদনে ইউএনডিপি বলেছে, ৬০ শতাংশ মৃত্যু ঘটতে পারে পরোক্ষ কারণে।

এই বিষয়ে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ‘ইয়েমেনে যুদ্ধের ময়দানের তুলনায় রোগ–শোক–ক্ষুধায় বেশি মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। এই সংকট নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ওই সময় রাজধানী সানাসহ দেশটির উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখলে নেয় হুতি বিদ্রোহীরা। মানসুর হাদি সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতিরা। এর পর থেকে দেশটিতে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে আবারও ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এই লড়াই এখনো থামেনি। দেশটিতে প্রতিদিনই সংঘাতে রক্ত ঝড়ছে। দেশটিতে কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। এই পরিস্থিতি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে শোচনীয় মানবিক সংকটের মুখে ফেলেছে। জাতিসংঘের মতে, দেশটিতে অন্তত ১ কোটি ৫৬ লাখ মানুষ অনাহারে রয়েছেন।

তালেবানের নতুন নিষেধাজ্ঞায় যা রয়েছেআফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের তিন মাস পেরিয়েছে। ক্ষমতা দখলের পরপরই নারীশিক্ষার ...
24/11/2021

তালেবানের নতুন নিষেধাজ্ঞায় যা রয়েছে

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের তিন মাস পেরিয়েছে। ক্ষমতা দখলের পরপরই নারীশিক্ষার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে এ সরকার। এবার আরও নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আফগানিস্তানের নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয় প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেশন অব ভাইস আদেশ জারি করে আটটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, এ আদেশ অনুসারে, কোনো নারী চলচ্চিত্র বা নাটকে অভিনয় কিংবা বিনোদনমূলক কোনো অনুষ্ঠান করতে পারবেন না। গত রোববার এ আদেশ জারি করেছে তালেবান সরকার। এতে আরও বলা হয়েছে, কোনো নারী সাংবাদিক যদি টেলিভিশনের পর্দায় উপস্থিত হন, তবে তাঁকে হিজাব পরতে হবে।

তালেবান অবশ্য এসব নিষেধাজ্ঞাকে ‘ধর্মীয় গাইডলাইন’ হিসেবে আখ্যা দিয়েছে। আর এসব নিষেধাজ্ঞা যে শুধু নারীর জন্য, এমনটা নয়। যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, তালেবানের ওই আদেশে বলা হয়েছে, টেলিভিশনে যদি কোনো পুরুষও উপস্থিত হন, ‘সঠিক পোশাক’ পরতে হবে। তবে এই সঠিক পোশাক বলতে কী বোঝানো হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সিএনএন বলছে, নতুন যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো মূলত গণমাধ্যম বা সম্প্রচার মাধ্যমগুলোর জন্য। তালেবান ক্ষমতায় আসার পর এই প্রথম গণমাধ্যমের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ভয়েস অব আমেরিকা বলছে, তালেবান শরিয়াহ আইনের আলোকে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেশন অব ভাইস মন্ত্রণালয় এর উল্টো কথা বলছে। ‘অনৈতিক প্রচার’ থামাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘শরিয়াহ ও আফগানিস্তানের যে মূল্যবোধ’, তার বিরুদ্ধে যে প্রচার চলছে, তা বন্ধে এমন পদক্ষেপ। ভয়েস অব আমেরিকা বলছে, নারী অধিকার খর্ব করার ক্ষেত্রে এটি সর্বশেষ পদক্ষেপ।

নতুন এসব নিষেধাজ্ঞা আরোপ করেই ক্ষান্ত হয়নি তালেবান সরকারের ওই মন্ত্রণালয়; এসব নিষেধাজ্ঞা মেনে চলতে আফগানিস্তানের গণমাধ্যমগুলোকে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, বিদেশ ও দেশে নির্মিত চলচ্চিত্রগুলো বিদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও অনৈতিকতার প্রচার চালায়। এসব প্রচার করা উচিত হবে না।

আফগানিস্তানের টেলিভিশনে কৌতুকনির্ভর অনুষ্ঠান প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। এতে বলা হয়েছে, এসব অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তিকে খাটো কিংবা অপমান করা হয়ে থাকে। প্রমোশন অব ভার্চু অ্যান্ড প্রিভেশন অব ভাইস মন্ত্রণালয় বলেছে, টেলিভিশনে ইসলামের নবীদের নিয়ে কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না।

আফগানিস্তানে এমন নিষেধাজ্ঞা এই প্রথম নয়; এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল, তখনো এমন নিষেধাজ্ঞা ছিল। ওই সময়ও নীতি–নৈতিকতাবিষয়ক সরকারি দপ্তর ছিল। নারীরা তখন বাইরে যেতে পারতেন না। বাইরে যেতে হলে অবশ্যই পুরুষ আত্মীয়কে রাখতে হতো। নারীরা বাইরে বের হলে তাঁদের হাত, পা ও কবজি দেখা গেলে তালেবানের নীতি–নৈতিকতাবিষয়ক পুলিশ সদস্যরা তাঁদের প্রকাশ্যে পেটাবেন—এমন বিধানও ছিল।

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করছে যুক্তরাজ্যচলতি বছরের মে মাসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আ...
20/11/2021

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করছে যুক্তরাজ্য

চলতি বছরের মে মাসে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আড়াই শ জনের বেশি ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি নিহত হয়
ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, সংগঠন হিসেবে পুরো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে একটি পথ খুঁজছেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইতিমধ্যে হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাজ্য। এবার সংগঠনটির রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসীর তকমা দেওয়ার পথে হাঁটছে দেশটি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রীতি প্যাটেলের দপ্তর থেকে বলা হয়েছে, সরকার যদি এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করে, তবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করা, ওই সংগঠনকে সমর্থন করে এমন পোশাক পরা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এমন অপরাধের সাজা সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি।

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে একটি প্রস্তাব আগামী শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হবে। এরপর তা নিয়ে আলোচনা হবে এবং এরপর অনুমোদন সাপেক্ষে ২৬ নভেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ১৯৯৫ সালে। প্রীতি প্যাটেল বলেন, মিত্রদের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রীতি প্যাটেল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন নিয়ে এক বক্তৃতায় এই পদক্ষেপের ঘোষণা দেন। ইসরায়েল দীর্ঘদিন ধীরেই যুক্তরাজ্যকে এমন পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছে। বিবিসি বলছে, এই সিদ্ধান্ত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সঙ্গে ইসরায়েলের গভীর সম্পর্কের প্রতিফলন।

ইসরায়েল যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের কোনো বৈধ শাখা থাকে না। তাই সন্ত্রাসী সংগঠনের বিভিন্ন শাখার মধ্যে পার্থক্য করার যেকোনো প্রচেষ্টা কৃত্রিম।’ ২০০১ সালের হামাসের সামরিক শাখাকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হামাসের রয়েছে রাজনৈতিক ও সামরিক শাখা। ইসরায়েলের অস্তিত্ব ও ইসরায়েলের সঙ্গে যেকোনো শান্তি আলোচনার বিরোধী হামাস। আলোচনার বদলে সশস্ত্র এই সংগঠন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে বিশ্বাসী। এর পক্ষে প্রচারণা চালায় তারা।

হামাসের হুমকির কারণে ২০০৭ সালে গাজার ওপর অবরোধ আরোপ করে ইসরায়েল। চলতি বছরের মে মাসে এই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আড়াই শ জনের বেশি ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি নিহত হয়।

কী আছে ভারতের বিতর্কিত কৃষি আইনেকৃষি আইন বাতিলের ঘোষণায় দিল্লি–উত্তর প্রদেশ সীমান্তে শুক্রবার কৃষকদের উচ্ছ্বাসভারতের বিত...
20/11/2021

কী আছে ভারতের বিতর্কিত কৃষি আইনে

কৃষি আইন বাতিলের ঘোষণায় দিল্লি–উত্তর প্রদেশ সীমান্তে শুক্রবার কৃষকদের উচ্ছ্বাস
ভারতের বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছিলেন কৃষকেরা। আইন বাতিলের ঘোষণায় জয় হলো কৃষকদের।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট গড়ার ক্ষেত্রে এই আইন বাতিল বিজেপির জন্য একটি বড় পদক্ষেপ হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

শুক্রবার সকালে জাতির প্রতি ভাষণে নরেন্দ্র মোদি বলেন, রাজ্যসভার শীতকালীন অধিবেশনেই আইনগুলো প্রত্যাহারের আনুষ্ঠানিক কাজ শেষ করবে সরকার। অধিবেশন শুরু হচ্ছে ২৯ নভেম্বর। আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে আন্দোলনকারী কৃষকদের খেত-খামারে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পাঁচ দশকের রাজনৈতিক জীবনে সব সময় কৃষকদের কথা ভেবেছি। কৃষকের হিতে সবকিছু করেছি। আসুন, সবকিছু নতুনভাবে শুরু করা যাক।’

দেড় বছর আগে কোভিড পরিস্থিতির সময় এই তিন কৃষি আইন প্রণয়নে কেন্দ্র অধ্যাদেশ জারি করেছিল। তারপর গত বছরের সেপ্টেম্বরে সংসদের খণ্ডকালীন অধিবেশনে প্রায় বিনা আলোচনায় বিরোধীদের দাবি উপেক্ষা করে তিন আইন পাস করা হয়।

প্রথমটি ‘অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) আইন’ বা ‘দ্য এসেনশিয়াল কমোডিটিজ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট’। দ্বিতীয়টি ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন আইন’ বা ‘ফারমার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিয়েশন) অ্যাক্ট’। তৃতীয়টি ‘কৃষক সুরক্ষা ও ক্ষমতায়ন (মূল্য এবং কৃষি পরিষেবাসংক্রান্ত) আইন’ বা ‘ফারমার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট’।

মোদি সরকারের দাবি ছিল, মূলত তিনটি উদ্দেশ্য পূরণের জন্য এই তিনটি কৃষি আইন কার্যকর করা হচ্ছে। প্রথমটি হচ্ছে কৃষিক্ষেত্রে ফড়িয়া বা দালালদের আধিপত্য কমিয়ে কৃষকের আয় বাড়ানো। দ্বিতীয়টি হচ্ছে রাজ্যগুলোতে চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থা আইনসিদ্ধ করা ও তৃতীয়টি হচ্ছে কৃষিপণ্য বিপণন নিয়ে যে আইন রয়েছে, তা দূর করে আন্তরাজ্য কৃষিপণ্যের অবাধ বাণিজ্যের রাস্তা খুলে দেওয়া।

অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) আইনের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলোকে সরাসরি কৃষকদের থেকে কৃষিপণ্য কিনে মজুত ও বিক্রির অধিকার দেওয়া হয়। আন্দোলনকারী কৃষক এবং বিরোধীদের অভিযোগ, এই আইন আসলে সরকারি সহায়ক মূল্য তুলে দেওয়ার গোড়াপত্তন। কৃষকের উৎপাদিত কৃষিপণ্য কেনার দায় সরকার নিজেদের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে। আশঙ্কা প্রকাশ করা হয়, বর্তমানে সরকার কৃষকদের যে পরিমাণ সহায়ক মূল্য দেয়, তা বেসরকারি সংস্থা বা কোনো ব্যবসায়ী দেবেন না। তা ছাড়া সরকার চাল, ডাল, গম, ভোজ্যতেল, তৈলবীজ ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্য মজুতের ঊর্ধ্বসীমা বলে কিছু না রাখায় অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ক্ষমতা ঘুরপথে চলে যাবে বড় ব্যবসায়ীদের হাতে।

বিতর্কিত কৃষি আইন বিষয়ে বিবিসি জানিয়েছে, নতুন আইনে একসঙ্গে খামারের পণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও সংরক্ষণ সম্পর্কিত নীতিগুলো শিথিল করা হয়। এ নীতিগুলো কয়েক দশক ধরে ভারতের কৃষকদের মুক্ত বাজার থেকে রক্ষা করেছে। সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো, আইনে কৃষকদের পণ্যগুলো সরাসরি বেসরকারি ক্রেতাদের কাছে বাজারমূল্যে বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছিল। অধিকাংশ কৃষক বর্তমানে তাঁদের বেশির ভাগ পণ্য সরকারনিয়ন্ত্রিত পাইকারি বাজারে বিক্রি করেন। এ আইনে ক্রেতারা ভবিষ্যতে বিক্রির জন্য চাল, গম এবং ডালের মতো খাবার মজুত করার অনুমতি পাবেন, যা আগে সরকারি-অনুমোদিত এজেন্টরা করতে পারত।

বিক্ষোভকারীরা বলছেন, কৃষিপণ্য বিক্রয় এবং উচ্চ ভর্তুকির ভারতের কঠোর আইন কয়েক দশক ধরে কৃষকদের বাজার শক্তি থেকে রক্ষা করেছে, তাই এটি পরিবর্তন করার দরকার নেই। কিন্তু সরকারের যুক্তি ছিল, ছোট কৃষকদের চাষকে লাভজনক করার সময় এসেছে এবং নতুন আইনে তা করা সম্ভব হবে।

Address

International Medical College Road Gazipura Sataish
Gazipur
1704

Telephone

+8801932641613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunrise info bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share