Spiritual Vibesh by Joydev

Spiritual Vibesh by Joydev Hare Krishna.... everyone

05/08/2025

এটা শুধু শব্দ ছিল না – এটা ছিল শিবের আরাধনার একটা অংশ। তৃতীয় সোমবার, মন্দির।

23/07/2025

আমরা অনেক সময় মনে করি ইসকন‌ থেকে দীক্ষা নিলে সব হয়ে যাই কিন্তু আসলে তা না এটা হচ্ছে শুরু বাকি পথ সামনে আছে
#আধ্যাত্মিকছন্দ

16/07/2025

Zara kabhi (cover)🖤

#মৃদঙ্গযাত্রাশুরু
#আধ্যাত্মিকছন্দ

15/07/2025

ঝড় বাদলে রবি ঠাকুর…🌩️🌻 খুচরো বাজনা! Part 1
#মৃদঙ্গযাত্রাশুরু
#আধ্যাত্মিকছন্দ

14/07/2025

♫ গান অন্য কেউ গেয়েছেন, কিন্তু তাল আমি বেঁধেছি... আমার প্রথম মৃদঙ্গ পরিবেশনা। শুরুটা হলো, এখন ছন্দে চলার পালা।
গানের নাম এই মন তোমাকে দিলাম
#মৃদঙ্গযাত্রাশুরু
#আধ্যাত্মিকছন্দ

13/07/2025

Joy ma 🥹🙏🙏
゚viralシfypシ゚viralシalシ ゚

চাতুর্মাস্য ব্রত কি এবং কেন?চাতুর্মাস্য ব্রত চলা কালীন কি কি করণীয় ও বর্জনীয়?``শ্রাবণ-ভাদ্র-আশ্বিন ও কার্তিক এ চারমাস শ্...
09/07/2025

চাতুর্মাস্য ব্রত কি এবং কেন?

চাতুর্মাস্য ব্রত চলা কালীন কি কি করণীয় ও বর্জনীয়?``
শ্রাবণ-ভাদ্র-আশ্বিন ও কার্তিক এ চারমাস শ্রীভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় নিদ্রিত হন।
বলা হয় শয়নী একাদশী (জগন্নাথ রথযাত্রার পর আষাঢ়ী শুক্লা একাদশী) তিথিতে ভগবান শয়ন গ্রহণ করেন।
পার্শ্ব একাদশী (ভাদ্র শুক্লা একাদশী) তে পার্শ্ব পরিবর্তন করেন এবং উত্থান একাদশী (কার্তিক শুক্লা একাদশী) তে উত্থিত হন।
বছরের এই চারি মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজো ও তমোগুণী প্রভাব অধিক দেখা যায়। অঘটন বেশী ঘটে।
তাই কায়মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়।
কোনও কোনও বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।
ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম করেন।``
চতুর্মাসেষু কর্তব্যং কৃষ্ণভক্তি বিবৃদ্ধয়ে
পুরাণে বলা হয়েছে......
যো বিনা নিয়মং মর্ত্যো ব্রতং বা জপ্যমেব বা।
চাতুর্মাস্য নয়েন্ মূর্খো জীবন্নপি মৃতো হি সঃ।।
যে ব্যক্তি নিয়ম, ব্রত বা জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে, সেই ব্যক্তি অজ্ঞ ও জীবন্মৃত।
শ্রীব্রহ্মা নারদমুনিকে বলছেন, হে নারদ, চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করার সুযোগ পাবে।``
ব্রত নিয়মগুলি হলোঃ-
১) বেশী বেশী করে হরিনাম জপ করতে হবে।
যারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তাঁরা শুরু করে দেবেন।
যারা নিয়মিত মন্ত্র জপ করেন, তাঁরা জপসংখ্যা বৃদ্ধি করবেন।
কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হরিনাম।
আমাদের মনকে সুরক্ষা দান করে মন্ত্র হরিনাম।
২) প্রতিদিন গীতা-ভাগবত শ্রবণ বা পাঠ করতে হবে।
ভগবানের কথা, ভক্তের কথা আলোচনাই আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে।
যারা ভগবৎ কথায় সময় দিতে পারে না, তারা আজেবাজে কথায় সময় পেয়ে বসে।
৩) তর্ক, গালগল্প এড়িয়ে চলতে হবে।
কলিযুগের মানুষ আমরা তর্ক করতে, ঝগড়া বাধাতে, গালগল্পে খুবই উন্মুখ হয়ে থাকি।
টিভি দেখা, নভেল পড়াও এর অন্তর্ভুক্ত।
এসব অসৎসঙ্গ দোষ ছাড়া অন্য কিছু নয়।
৪) প্রত্যূষে স্নান সারতে হবে।
ভক্তগণ তো ভোর চারটায় স্নান সেরে মঙ্গল আরতিতে যোগ দেন।
যত্ন নেন কোনও দিন যেন ফাঁকি না যায়।
মঙ্গলময় শ্রীহরির কৃপাকটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্মমুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়।
৫) শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে মাষকলাই ডাল খাওয়া চলবে না।
এই সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে।
মন বিক্ষিপ্ত করে।
স্কন্দ পুরাণে বলা হয়েছে.....

শ্রাবণে বর্জয়েৎ শাকং দধি ভাদ্রপদে তথা।
দুগ্ধম্ আশ্বযুজে মাসি কার্তিকে চামিষং ত্যজেৎ।।

বিশেষতঃ- কার্তিক মাসে বেগুন, বরবটি, শিম আহার নিষিদ্ধ।

স্কন্দপুরাণে বলা হয়েছে - শ্রাবণ মাসে শাক, ভাদ্রমাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই ডাল বর্জন করতে হয় । শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে শাকের মধ্যে ব্রহ্মা বাস করেন । তেমনি ভাদ্র মাসে দইয়ে শিব এবং আশ্বিন মাসে দুধে বিষ্ণুর অবস্থান । তাছাড়া বৈজ্ঞানিক তথ্য বলছে যে শ্রাবণ মাসে বৃষ্টি বেশি হয় তাই শাকাদিতে পোকা মাকরের উপদ্রব বেশি থাকে, তাই শাক খাওয়া মানা । তাহলে চলুন আমরা সকলেই এই ব্রত পালন করি । হরে কৃষ্ণ ।
৬) শ্রীহরি অর্চন কিংবা শ্রীহরিভক্তিমূলক অন্য কোনও সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।
সবসময় জানতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
আচারে হোক, প্রচারে হোক যেকোনও সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো।
এই চাতুর্মাস্য ব্রতের ব্রতকারীরা কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত-এইভাবে পালন করে থাকেন।
মোটামুটি যে দিন শুরু করবেন তার চার মাস পরে সমাপন করবেন।``
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
জয় শ্রীল প্রভুপাদ কী-জয়।
হরে কৃষ্ণ।।

31/10/2023

ভগবানে ভক্তি পথে এলে অনেক রকমে বাধা কেন

18/10/2023

ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজকে follow দিয়ে যাবেন ভক্তি যুগ

13/07/2023

এই ভাবে কইয়জন চলতে পারি আমরা । আমাদের এই ভাবে চলতে লজা লাগে কিন্ত আমরা দেখি অন্য ধ্মের মানুষ তাদের ধম কিভাবে পালন করে তা আমরা দেখি কিন্তু আমরা কতোটুক প[লন করি সেটাও চিন্তা করি না তার কারনে আমরা মনে করি ওদের টা সটিক কিন্ত সবার আগে আমদের ধ্মের সম্পকে জানতে হবে তাওলে বুজতে পারব আমদেরে ধ্ম সম্পকে জানতে পারব ।আর সবার কাছে অনুরদ সবাই এই পেজ কে লাইক দিয়ে যাবেন আশা আমরা নতুন কিছু তথ্য জানাতে পারব
ধনবাদ
হরে কৃষ্ণ
Rs Joy Chowdhury

Address

Morkun Tongi
Gazipur
GAZIPUR

Telephone

+8801858134343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spiritual Vibesh by Joydev posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spiritual Vibesh by Joydev:

Share

Category