28/08/2025
গরুড় পুরাণ অনুসারে ২৮টি প্রধান নরক ও তাদের শাস্তি:
👉নরকের নাম পাপের ধরন শাস্তি
১. তামিস্র- অন্যের স্ত্রী বা সম্পত্তি কেড়ে নেওয়া আঁধারে বেঁধে, ক্ষুধা-তৃষ্ণায় নিপীড়ন
২. আন্দহ তামিস্র- প্রতারণা, বিশ্বাসঘাতকতা চোখে অন্ধকার, জ্ঞানহীন অবস্থায় কষ্ট
৩. রৌরব- জীব হত্যা, অত্যাচার ভয়ঙ্কর প্রাণীরা ছিঁড়ে খায়
৪. মহারৌরব- অহংকারে দম্ভ, গর্ব গরম লোহা দিয়ে পোড়ানো হয়
৫. কালসূত্র- মাতা-পিতা বা গুরু হত্যাকারী পুড়ে যাওয়া ভূমিতে শুয়ে থাকা
৬. অসিপত্রবন- মিথ্যা উপদেশ দেওয়া, ভ্রষ্ট গুরু ধারালো পাতার জঙ্গলে দেহ কাটা হয়
৭. শূকরমুখ- ধর্ম নিয়ে ব্যঙ্গ করা শূকরের মতো মুখে বিষ্ঠা খাওয়ানো হয়
৮. অন্ধকূপ- অন্যায়ভাবে দাস-দাসী নির্যাতন বিষধর সাপ দ্বারা দংশন
৯. রক্তকর্ণ- ন্যায়ের নামে অন্যায়ের বিচার কানে গলানো হয় ফুটন্ত রক্ত
১০. সন্দংস- নিরীহ প্রাণী হত্যা দেহে চিমটে দিয়ে টুকরো করা হয়
১১. তপতশীলম- দান করে অহংকার করা গরম লোহায় বসানো হয়
১২ .বজ্রকণ্টকশাল্মলী- স্ত্রীর অপমান বা নির্যাতন কাঁটাযুক্ত গাছে বেঁধে রাখা হয়
১৩ .বৈতরণী- পাপী রাজা বা নেতা রক্ত-পুঁজে ভরা নদীতে ডুবানো
১৪. পূয়োদ- অপবিত্র কাজ, নোংরা মন পুঁজ ও মল-মূত্র পান করানো হয়
১৫. প্রণারোদ- শত্রুতা করে হত্যাকাণ্ড দেহ বারবার কেটে আবার জোড়া লাগানো হয়
১৬ . বিশসন ভণ্ড- সাধু বা ঠক ক্রমাগত চর্ম ছেঁড়া হয়
১৭ .লালাভুক লোভী ব্যক্তি জ্বালাময়ী আগুন খেতে বাধ্য করা হয়
১৮ . সারমেয়াদন- কুকুর হত্যা কুকুরাকৃতি যমদূতের দ্বারা খাওয়া
১৯. অবীচি- গুরু অবমাননা অসীম উচ্চতা থেকে ফেলে দেওয়া
২০. অয়শান- পিতৃতর্পণ না করা চিরতরে অভুক্ত রাখা হয়
২১. কৃমিবোজান- অবৈধ উপার্জন কৃমিতে পূর্ণ শরীরে কষ্ট
২২. সন্দান সন্তান- হত্যা পাষাণ চাপা দিয়ে পিষে ফেলা
২৩ . কালবূত্র- আত্মহত্যা অনন্ত শূন্যতায় নিক্ষিপ্ত হয়
২৪ . স্মশান- মৃতদেহের প্রতি অসম্মান শব দেহে আটকে যন্ত্রণা ভোগ
২৫ . লোহশঙ্কু- ব্যভিচার তীক্ষ্ণ লোহার কাঁটার উপরে বসানো
২৬. দারুণ- মদ্যপান, নেশা করে পাপ জ্বলন্ত অগ্নিতে ছুঁড়ে ফেলা
২৭. পয়ঃপ্রবাহ- পবিত্র নদী বা জল অপবিত্র করা নোংরা স্রোতে ভেসে যাওয়া
২৮. কুক্ষিপাক- গর্ভপাত বা গর্ভধারিণীকে হত্যা আগুনে ভরা গর্ভে নিক্ষিপ্ত
🙏 এই নরকগুলোর বিবরণ প্রতীকী ও নীতিশিক্ষামূলক। উদ্দেশ্য মানুষের মনে ভয় সৃষ্টি নয়, বরং আত্মসংযম ও ন্যায়ের পথে চলার প্রে