Shuvo

Shuvo জীবন টা ছোট্ট হাসি দিয়ে বাঁচো.
ফিরে এলে শুধু স্মৃতি আসে, সময় না☠️🥀

10/05/2025

প্রিয় গান দুইটার পিছন মারা সারা😁


পারভেজের মা : হেরারে আমার সামনে আন, আমি জিগাই কী অপরাধ ছিল আমার পুতের। কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা। আমার স্বর্ণের ...
21/04/2025

পারভেজের মা : হেরারে আমার সামনে আন, আমি জিগাই কী অপরাধ ছিল আমার পুতের। কের লাইগ্যা আমার পুতেরে মারল হেরা। আমার স্বর্ণের পুতেরে হেরার মাইরালাইলো।’ সন্তানের শোকে পাগলপ্রায় মায়ের চিকিৎসায় বিকেলে চিকিৎসক ডাকা হয় বাড়িতে।
বাবা জসিম উদ্দিন বলেন, ‘সম্পূর্ণ জীবনটাই শেষ করে দিলাম সন্তানদের লাগি। সন্তানের জন্য টাকা-পয়সার দিকে তাকাই নাই, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়াইতেছি। আমার যত আয়রোজগার সব দুই সন্তানের পিছনে খরচ করি। আমার দুই সন্তানের মতো মেধাবী এলাকায় খুব কম।
এই কান্নার দ্বায়ভার কে নিবে? আর কতো বাবা মায়ের বুক এ ভাবে খালি হবে?.
যার হারায় সেই বুঝে আমার ই চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে.
দৃষ্টান্তমূলক শাস্তি চাই সাথে ওই মেয়ে ২ টারও বিচার হোক।

20/04/2025

অনুমতি আছে হাসার
কিন্তু কান্না করা বারন
ওহে শখের নারী
এই পড়িনতির তুমিই একমাত্র কারন☠️🥀

25/03/2025

বাপের থেকে যখন ছেলের বয়স বেশি হয়😁

19/03/2025

@আল্লাহুআকবার 🤎

18/03/2025

আহ হা জিবন রে🥲🥲

18/03/2025

🤎🥰

আরবি পড়তে পারলেই যদি বহুত বড়ো আলেম হওয়া যেতো তবে আবু জাহেলের গোষ্ঠী কাফের হয়ে মরলো কেন❓এখনো পৃথিবীর বহু দেশে অনেক ইয়াহুদ...
27/04/2023

আরবি পড়তে পারলেই যদি বহুত বড়ো আলেম হওয়া যেতো তবে আবু জাহেলের গোষ্ঠী কাফের হয়ে মরলো কেন❓
এখনো পৃথিবীর বহু দেশে অনেক ইয়াহুদী খ্রিস্টান আছে যাদের মাতৃভাষাই আরবি‼️

অহংকার কর না, এটা আল্লাহর চাদর ✅
হারিসাহ ইবনু ওয়াহব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ
আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের সম্পর্কে জানাব না❓
তারা হবে (দুনিয়াতে) দুর্বল, মাযলুম। তারা যদি আল্লাহর ওপর কসম করে, তবে আল্লাহ তা পূর্ণ করে দেন।
আর জাহান্নামের অধিবাসী হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারীরা‼️

📚 সহিহ বুখারী, হাদিস নং ৬৬৫৭
(আধুনিক প্রকাশনী- ৬১৯৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬২০২)

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।
এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এ –ও কি অহংকার?
রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ
‘আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন।
প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা।’

📚 সহিহ মুসলিম, হাদিস নং ১৬৬, ১৬৭, ১৬৮
হাদিসের মান: সহিহ হাদিস

আমি খুব ভালো উচ্চারণ জানি আরবি পড়তেও পারি নাহু সরফও খুব ভালো, হরকত ছাড়াই পড়তে পারি অনর্গল‼️
কিন্তু আমি মনে করি আল্লাহ সর্বজায়গায় বিরাজমান, আল্লাহর কুদরতি হাত পা আছে, আল্লাহ নিরাকার, রাসুলুল্লাহ ﷺ হাজির নাজির, তিনি নূরের তৈরি, তিনি গায়েব জানতেন, রাসুলুল্লাহ সাঃ এর বা অন্যান্য অলি আউলিয়ার কবরে গিয়ে চাইলেই সাহায্য পাওয়া যায়🚦
এমন আক্কিদা যদি থাকে তবে আমি কেমন মুসলিম❓

05/04/2023
30/03/2023

মৃত্যুর_পূর্বেই_মৃত্যুবরণ_করো_┇_by_Shaikh_Tamim_Al_Adnani(360p)

29/12/2022

সালাফি আকিদার আলেমকে পাশে বসিয়ে জাল হাদিস বয়ান করবা, এত বড় কলিজা তোমার কেমনে হলো?
মুফতি সাহেব কি খবর?

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share