27/04/2023
আরবি পড়তে পারলেই যদি বহুত বড়ো আলেম হওয়া যেতো তবে আবু জাহেলের গোষ্ঠী কাফের হয়ে মরলো কেন❓
এখনো পৃথিবীর বহু দেশে অনেক ইয়াহুদী খ্রিস্টান আছে যাদের মাতৃভাষাই আরবি‼️
অহংকার কর না, এটা আল্লাহর চাদর ✅
হারিসাহ ইবনু ওয়াহব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেছেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ
আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের সম্পর্কে জানাব না❓
তারা হবে (দুনিয়াতে) দুর্বল, মাযলুম। তারা যদি আল্লাহর ওপর কসম করে, তবে আল্লাহ তা পূর্ণ করে দেন।
আর জাহান্নামের অধিবাসী হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারীরা‼️
📚 সহিহ বুখারী, হাদিস নং ৬৬৫৭
(আধুনিক প্রকাশনী- ৬১৯৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬২০২)
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।
এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এ –ও কি অহংকার?
রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ
‘আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন।
প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা।’
📚 সহিহ মুসলিম, হাদিস নং ১৬৬, ১৬৭, ১৬৮
হাদিসের মান: সহিহ হাদিস
আমি খুব ভালো উচ্চারণ জানি আরবি পড়তেও পারি নাহু সরফও খুব ভালো, হরকত ছাড়াই পড়তে পারি অনর্গল‼️
কিন্তু আমি মনে করি আল্লাহ সর্বজায়গায় বিরাজমান, আল্লাহর কুদরতি হাত পা আছে, আল্লাহ নিরাকার, রাসুলুল্লাহ ﷺ হাজির নাজির, তিনি নূরের তৈরি, তিনি গায়েব জানতেন, রাসুলুল্লাহ সাঃ এর বা অন্যান্য অলি আউলিয়ার কবরে গিয়ে চাইলেই সাহায্য পাওয়া যায়🚦
এমন আক্কিদা যদি থাকে তবে আমি কেমন মুসলিম❓