Joyonti joya

Joyonti joya chocolate lover

বরমাল্যখানি তব আনো বহে,   অবগুণ্ঠন ছায়া ঘুচায়ে দিয়ে,     হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে💝💞
21/07/2025

বরমাল্যখানি তব আনো বহে,
অবগুণ্ঠন ছায়া ঘুচায়ে দিয়ে,
হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে💝💞

কমেন্ট বক্সে সবার বিয়ের ছবি দেখতে চাই🙈
14/07/2025

কমেন্ট বক্সে সবার বিয়ের ছবি দেখতে চাই🙈

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ  লোককেই যদি  প্রশ্ন করা হয়  - “আপনার জীবনে সবচেয়ে  প...
13/07/2025

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল।

বেশিরভাগ লোককেই যদি
প্রশ্ন করা হয় -
“আপনার জীবনে সবচেয়ে
প্রিয় নারী কে?”
স্বভাবতই অনেকে উত্তর দেন - মা,
কেউ বলেন - মেয়ে,
কেউবা বলেন - বোন
কেউ বা বলেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।

খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী।

লোকে বউ পাগল বলবে?


জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না...

লিখা:-সংগৃহীত

বিয়ে করে আসলে কী পেয়েছেন?সবার আগে পেয়েছি একজন জীবনসঙ্গিনী—যিনি শুধু স্ত্রী নন, আমার প্রতিটি ব্যস্ত দিন শেষে একটুখানি হাস...
12/07/2025

বিয়ে করে আসলে কী পেয়েছেন?

সবার আগে পেয়েছি একজন জীবনসঙ্গিনী—যিনি শুধু স্ত্রী নন, আমার প্রতিটি ব্যস্ত দিন শেষে একটুখানি হাসির উৎস। পকেটে ফোন থাকলেও যখন কেউ ফোন করে না, তখন একমাত্র সে-ই ফোন করে জানতে চায়, “তুমি কোথায়?” তখন নিজেকে খুব আপন কারো মতো লাগে।

পেয়েছি একজন প্রাকৃতিক কুক—রান্নার স্বাদে হয়তো কখনও মা’কে হার মানিয়ে দেয় না, কিন্তু খিদে মেটানোর আন্তরিকতায় ঠিক মায়ের মতোই। শুধু বললেই জামাকাপড় ধুয়ে, শুকিয়ে, ভাঁজ করে আমার আলমারিতে চলে আসে—একটা সilent সুপারওম্যান যেন!

তারপর পেয়েছি এক আজব যন্ত্র—অটো টেপরেকর্ডার! কোনও বোতাম না টিপেও বাজে, কখনও উচ্চ স্বরে, কখনও আবেগী সুরে। আর কখনও তার চোখের জল দেখে বুঝে নিই, বাজনা আজ থেমে যাবে না।

পেয়েছি একজন ঘরকন্যা-পরিচালক—যিনি সপ্তাহের নির্দিষ্ট দিনে বাজারের লিস্ট হাতে ধরিয়ে বলেন, “তেল শেষ, চালও কিনতে হবে!” সেই কেয়ারটেকার যেন ঘরটাকে ঘর বানিয়ে রাখেন।

পেয়েছি একজন দারোয়ান, যিনি দরজায় তালা না লাগালেও নির্দিষ্ট সময়ের পর দরজা খোলা রাখলে জিজ্ঞেস করেন, “এত রাত করলে কেন?”

পেয়েছি একটা ছোট এলার্ম ঘড়ি—ঘুম ভাঙে তার ডাকে, চোখ খুলেই দেখি তার টেপ রেকর্ডার বেজে উঠে😜 সকালটা যেন তার হাত ধরেই শুরু হয়।

পেয়েছি একদল নতুন আত্মীয়—শ্বশুর, শাশুড়ি, শালা শালি, যারা এখন আর অপরিচিত নন, আত্মার আত্মীয় হয়ে গেছেন।

সবচেয়ে বড় প্রাপ্তি—একটা ছোট্ট মুখ, যে ডাকে “বাবা” বলে, কোলের মধ্যে এসে বসে, তার হাসিতে আমি পৃথিবীর সব ক্লান্তি ভুলে যাই। তখন নিজের ভিতরটা গলে যায়, এক ফুলের বাগান যেন রঙিন হয়ে ওঠে।

তবে কিছু হারিয়েছিও! নিজের সময় নিজের মতো খরচ করার দিনগুলো। হারিয়েছি রিমোটের একচ্ছত্র অধিকার।

তবু যা পেয়েছি, তা হারানোর চাইতে বহুগুণ বেশি।

একটা মানুষ, যে রাগ করে আবার নিজেই খাবার এগিয়ে দেয়, অভিমান করে আবার চুপচাপ জামাটা ভাঁজ করে রাখে। এমন একজন সাথী—যাকে সব বলতে পারি, যে আমার আনন্দের হাসি আর কষ্টের কান্না দুটোই বুঝতে পারে। অসুখের সময় সেই সবার আগে বিচলিত হয়ে উঠে ❤️এটাই তো আসল প্রাপ্তি।

আমার আশেপাশের অনেকেই আমাকে অপছন্দ করে আমি জানি। আমি এটাও বুঝি ঠিক কোন কারণে আমাকে অপছন্দ করে। আর আমি এই ব্যাপার গুলো আনন...
04/07/2025

আমার আশেপাশের অনেকেই আমাকে অপছন্দ করে আমি জানি। আমি এটাও বুঝি ঠিক কোন কারণে আমাকে অপছন্দ করে। আর আমি এই ব্যাপার গুলো আনন্দের সাথে উপভোগ করি।

আমার সামনে খুবই ভালো কথাবার্তা, বোঝায় ওরা আমার কতটা ভালো চায়। আবার এরাই আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করে। আমার খারাপ চায়। সেটা কোন ব্যাপার না??

আমি সবই বুঝি; দেখি, তবুও চুপ থাকি। এমন ভাবে থাকি যেনো তাদের মনে হয়- আমার চিন্তাভাবনায় তারাই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। চলার পথে বিনোদন দরকার নাহলে লাইফ বোরিং হয়ে যায়। 😍🌸

04/07/2025
একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না ।  😌তাই নিজেকে ভালো প্রমাণ করার জন্য নিজেকে বিসর্জন দিওনা                   বরং সা...
02/07/2025

একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না । 😌তাই নিজেকে ভালো প্রমাণ করার জন্য নিজেকে বিসর্জন দিওনা
বরং সামনের দিকে এগিয়ে যায় ❤️🌸

Saree is not just an outfit but an emotion.🩷
30/06/2025

Saree is not just an outfit but an emotion.🩷

জীবনের সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী হলো সুন্দর ব্যবহার...💜
29/06/2025

জীবনের সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী হলো সুন্দর ব্যবহার...💜

বান্ধবীকে বলছিলাম এভাবে  কয়েকটা ছবি তুলেদে 🥰বাকিটা ইতিহাস 🙂
26/06/2025

বান্ধবীকে বলছিলাম এভাবে কয়েকটা ছবি তুলেদে 🥰
বাকিটা ইতিহাস 🙂

যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও কারন তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি 🌸 🧿
20/06/2025

যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও কারন তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি 🌸 🧿

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joyonti joya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share