Azhar News 24.Com

Azhar News 24.Com সত্য প্রকাশে আপোষ হীন পথচলা

অ‌নেক কিছুই করলাম কিন্তু হি‌সে‌বের  খাতাটা আজো শূন‌্য। প্রকৃ‌তি আমার সা‌থে বা‌জে ব‌্যবহা‌রে লিপ্ত।
23/10/2024

অ‌নেক কিছুই করলাম কিন্তু হি‌সে‌বের খাতাটা আজো শূন‌্য। প্রকৃ‌তি আমার সা‌থে বা‌জে ব‌্যবহা‌রে লিপ্ত।

 #দোয়া প্রার্থী আবুল হোসেন আতিক ভাই বৈদ্যুতিক খুঁটি থেকে পরে সাভার এনাম মেডিকেলে  কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রেফ...
20/10/2024

#দোয়া প্রার্থী
আবুল হোসেন আতিক ভাই বৈদ্যুতিক খুঁটি থেকে পরে সাভার এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রেফার্ড করেছে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি আছে । সাভার পল্লীবিদ্যুৎ সমিতির অধিনে কর্মরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে ।

 #শোক সাংবাদিক রাশেদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন । গতরাতে স্টোক করে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ...
19/10/2024

#শোক
সাংবাদিক রাশেদ ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন । গতরাতে স্টোক করে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজ বেলা ১২ টার সময় ,বাঘচালা, স্কুল মাঠে । নিহতের বাড়ি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্ৰামে ।

শুভ জন্মদিনে দোয়া ও শুভ কামনা রইল প্রিয় বড় ভাই ॥
18/10/2024

শুভ জন্মদিনে দোয়া ও শুভ কামনা রইল প্রিয় বড় ভাই ॥

26/01/2024
মে‌নে চলা উচিত
28/12/2023

মে‌নে চলা উচিত

14/12/2023

অযোগ্য লোকদের একটাই কাজ। অন্যকে হিংসা আর সমালোচনা করা। এছাড়া এদের আর কোন যোগ্যতা নাই।

13/12/2023

নি‌জের যোগ‌্যতা নি‌য়ে কখ‌নো অহংকার কর‌তে নেই। পাথর কিন্তু তার ওজ‌নের কার‌ণে ডু‌বে যায়।
, , , ,

ব্যক্তিগত পেনশন বীমা পলিসি(একই সাথে জীবনের নিরাপত্তা এবং আজীবন পেনশন) ব্যক্তিগত পেনশন বীমা পলিসিঃপেশাজীবী ও কর্মজীবী মান...
13/03/2023

ব্যক্তিগত পেনশন বীমা পলিসি

(একই সাথে জীবনের নিরাপত্তা এবং আজীবন পেনশন)



ব্যক্তিগত পেনশন বীমা পলিসিঃ

পেশাজীবী ও কর্মজীবী মানুষ স্বভাবতঃই অবসর জীবনে নিরুদ্বেগ স্বচ্ছল শান্তিময় দিন যাপনের নিশ্চয়তা চান। পরিণত বয়সে যখন নিয়মিত আয়ের কোন নিশ্চয়তা থাকে না, পেনশন বীমা পলিসি ঠিক তখনই নিয়মিত মাসিক অর্থাগমের ব্যবস্থা করে। অবসর জীবনের আর্থিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই তৈরী করা হয়েছে আমাদের পেনশন বীমা পরিকল্পনা। যে কোন পেশায় নিয়োজিত মানুষ এই পলিসি নিতে পারেন। এর অন্যতম প্রধান আকর্ষণ হলো কর্মজীবনে অকাল মৃত্যুতে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা বিধান যা অন্য কোন সঞ্চয় মাধ্যমে সম্ভব নয়।



পেনশন বীমার আকর্ষণ/সুবিধাদিঃ

একই সাথে কর্মজীবনে অকাল মৃত্যুতে জীবন বীমার আর্থিক নিরাপত্তা এবং অবসর জীবনের জন্য আমরণ পেনশনের ব্যবস্থা।

পেনশন প্রদান শুরুর ১০ (দশ) বছরের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে দশ বছরের বাকী সময়ের জন্য পেনশনভোগীর মনোনীতকের (নমিণীর) পেনশন লাভের গ্যারান্টি।

পেনশন প্রদান শুরুর নির্ধারিত তারিখের পূর্বে বীমাগ্রহীতার স্বাভাবিক মৃত্যু হলে নিম্নোক্ত বকল্পের যেটিতে বেশী অর্থ পাওয়া যায়, তা মনোনীতককে এককালীন পরিশোধের নিশ্চয়তা,

(ক) প্রথম বছরের প্রিমিয়াম বাদে প্রদত্ত সকল প্রিমিয়াম ৭% লাভসহ প্রদান:

অথবা

(খ) একটি বার্ষিক প্রিমিয়ামের ১৫ (পনের) গুণ অর্থ প্রদান।

(গ) অর্নদিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বীমার ক্ষেত্রে (DIAB) সহ পলিসির ক্ষেত্রে) দুর্ঘটনার সাথে সাথে অথবা দুর্ঘটনার কারণে ৯০ দিনের মধ্যে বীমাগ্রহীতার মৃত্যু হলে সেক্ষেত্রে বার্ষিক প্রিমিয়ামের ৩০ গুণ অর্থ নমিনীক প্রদান করা হয়।

(ঘ) মেয়াদ পূর্তিতে পেনশনের টাকার ৫০% অথবা ১০০% সমর্পণ (কম্যুটেশন) করে এককালীন টাকা পাওয়ার সুবিধা।

(ঙ) বীমাপত্রের অনুকূলে বীমাগ্রাহক প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারেন।

(চ) জীবন বীমার অন্যান্য পলিসির মতো পেনশন বীমার টাকা আয়করমুক্ত। প্রদত্ত প্রিমিয়ামের উপরেও আয়কর রেয়াত পাওয়া যায়।

সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুম...
13/03/2023

সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩

এই বীমা পরিকল্পনাটি স্বল্প আয়ের মানুষ-কৃষক, শ্রমিক, সমবায়ী, পশুপালক, কামার-কুমার,গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর বীমাগ্রাহক বিশেষ করে দেশের মহিলাদের-কে জীবন বীমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জীবন বীমা কর্পোরেশন ‘‘ সামাজিক নিরাপত্তা বীমা (লাভসহ),টেবিল নং-৬৩” Social Security Scheme (With Profit) চালু করেছে। এই স্কীম চালুর মাধ্যমে জীবন বীমা কর্পোরেশন দেশের জনগণের প্রতি সামাজিক দায়িত্ব হিসাবে নিম্নবৃত্ত হতে মধ্যবিত্ত সবাই যেন বীমা সুবিধা পেতে পারে, ভবিষ্যতের জন্য আকর্ষনীয় সঞ্চয় করতে পারে এবং বীমাগ্রহীতার অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই জন্য সামাজিক নিরাপত্তা স্কিম চালু করা হয়েছে।



এই বীমার সুবিধাদি ও শর্তাবলীঃ-

মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর।

মাসিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারবে।

সর্বনিম্ন জমা ১০০/= (একশত টাকা) সর্বোচ্চ মাসিক জমা ৫,০০০/= (পাঁচ হাজার টাকা) সর্বোচ্চ এক বছরে (১২ মাসের টাকা) প্রিমিয়াম অগ্রিম জমা করতে পারবে।

সর্বনিম্ন প্রবেশকালীণ বয়স ১৮ বছর, সর্বোচ্চ প্রবেশকালীণ বয়স ৪৫ বছর। মেয়াদপূর্তীকালীণ বয়স ৬০ বছরের বেশী হবে না। নতুন এই স্কিমের জন্য শুধুমাত্র একটি নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

প্রস্তাবপত্রের সাথে বয়সের প্রমাণক অবশ্যই দাখিল করতে হবে।

কোন ডাক্তারী পরীক্ষার রিপোর্ট এই বীমায় প্রদান করতে হবে না।

মেয়াদ শেষে বীমাকৃত অর্থ (লাভসহ) প্রদান। বীমাগ্রাহকের অকাল মৃত্যু হলে বীমাকৃত অর্থ অর্জিত লাভসহ মনোনীতককে প্রদান করা হবে।

প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যায়।

এই বীমায় ২ (দুই) বছর প্রিমিয়াম প্রদানের পর সমর্পণ ও ঋণ গ্রহণ করা যাবে।

05/04/2022

মোঃ জাকির হোসেন বিশেষ প্রতিনিধিঃ সোমবার (০৪ এপ্রিল ২০২২) জুড়ী থানার মামলা নং ১(৪)২২ এর আসামী খয়রুল ইসলাম আবেল (২৩) পি....

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azhar News 24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share