Voice of Al Quran

Voice of Al Quran কুরআন ও হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।
(104)

08/12/2025

আয়াতুল কুরসী - জিন ও শয়তান থেকে নিরাপত্তা

যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে, আর যে ব্যক্তি বিকালে তা পড়বে সে সকাল পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে।

اَللّٰهُ لَآ إِلٰهَ إِلَّا هُوَ ۚ اَلْحَىُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ ۚ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ؕ مَنْ ذَا الَّذِى يَشْفَعُ عِندَهٗ إِلَّا بِإِذْنِهٖ ؕ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ إِلَّا بِمَاشَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْأَرْضَ ۚ وَلَا يَـُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِىُّ الْعَظِيمُ

আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রা তো নয়‌-ই। আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে সে, যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাদের সামনে-পিছনে যা কিছু রয়েছে, সবই তিনি জানেন। তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ব করতে পারে না, তবে যতটুকু তিনি চান তার কথা ভিন্ন। তাঁর কুরসি সমস্ত আসমান ও যমীন ব্যাপী। আর এগুলোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করতে পারে না। তিনি সুউচ্চ সুমহান।

(সূরা বাকারা-২৫৫)

হাকিম, মুসতাদরাক, হাদীস ২০৬৪

08/12/2025

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটাল, যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪০)।

08/12/2025
01/12/2025

পূর্ববর্তী মুমিনদের জন্য ক্ষমাপ্রার্থনা এবং মুমিনদের হৃদয়ে পারস্পরিক বিদ্বেষ না থাকার দুআ

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ও আমাদের ভাই যারা আমাদের পূর্বে ঈমান এনেছে, তাদেরকে ক্ষমা করুন; এবং মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।

সূরা হাশর, আয়াত:১০

21/11/2025

এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)।

ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।

আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।

17/11/2025

নূর ও ক্ষমা প্রার্থনা

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্বশক্তিমান।

সূরা তাহরীম, আয়াত:৮

16/11/2025

সায়্যিদুল ইসতিগফার - ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুআ

اَللّٰهُمَّ اَنْتَ رَبِّـيْ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِـيْ وَاَنَا عَبْدُكَ وَاَنَا عَلـٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَاَبُوْءُ لَكَ بِذَنْبِـيْ فَاغْفِرْ لِـيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ

অর্থ : হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার গোলাম। আমি আমার সাধ্যমতো আপনার সঙ্গে কৃত ওয়াদা পালন করছি। আমি আপনার কাছে আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় চাই। আমার প্রতি আপনার অনুগ্রহের কথা আমি আপনার সামনে স্বীকার করছি। আমার পাপের কথাও আমি আপনার সামনে স্বীকার করছি। তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া গোনাহ ক্ষমা করার তো কেউ নেই।

ফজিলত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে সকালে তা পাঠ করবে, এরপর সন্ধ্যার পূর্বে যদি সে মারা যায় তবে সে বেহেশতি হবে। আর সন্ধ্যায় পাঠ করার পর সকাল হওয়ার আগেই যদি মারা যায় তবেও সে বেহেশতি হবে।

সহীহ বুখারী, হাদীস ৬৩০৬

16/11/2025

রাসুলুল্লাহ সাঃ বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে ঠিক কর, ইনশাল্লাহ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।
(সহীহ মুসলিমঃ ২৬০৪)

16/11/2025

মৃত্যুর প্রস্তুতি নিয়ে

📖 সহীহ ইবনে মাজাহ, হাদীস ৪২৫৯

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়।”

— (ইবনে মাজাহ, সহীহ সনদে)

🔹 অর্থ: মৃত্যু ভয় নয়, বরং প্রস্তুতির আহ্বান।

16/11/2025

চারটি বাক্য সারা সকাল ইবাদতের চেয়েও ওজনে ভারী

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ عَدَدَ خَلْقِهٖ وَرِضَا نَفْسِهٖ وَزِنَةَ عَرْشِهٖ وَمِدَادَ كَلِمَاتِهٖ

অর্থ : আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান, তার সন্তুষ্টি, তার আরশের ওজনের পরিমাণ ও তার কালেমার (কালির) সংখ্যার পরিমাণ।

সহীহ মুসলিম, হাদীস ২৭২৬

10/11/2025

হেদায়াতের ওপর অবিচল থাকার দুআ

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না। আর আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।

[সূরা আলে ইমরান, আয়াত ৮]

03/11/2025

‎ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ أَبِي يَزِيدَ سَمِعَ مُجَاهِدًا سَمِعْتُ عَبْدَ الرَّحْمٰنِ بْنَ أَبِي لَيْلٰى يُحَدِّثُ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَم أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم تَسْأَلُه“ خَادِمًا فَقَالَ أَلاَ أُخْبِرُكِ مَا هُوَ خَيْرٌ لَكِ مِنْه“ تُسَبِّحِينَ اللهَ عِنْدَ مَنَامِكِ ثَلاَثًا وَثَلاَثِينَ وَتَحْمَدِينَ اللهَ ثَلاَثًا وَثَلاَثِينَ وَتُكَبِّرِينَ اللهَ أَرْبَعًا وَثَلاَثِينَ ثُمَّ قَالَ سُفْيَانُ إِحْدَاهُنَّ أَرْبَعٌ وَثَلاَثُونَ فَمَا تَرَكْتُهَا بَعْدُ قِيلَ وَلاَ لَيْلَةَ صِفِّينَ قَالَ وَلاَ لَيْلَةَ صِفِّينَ.

‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ

ফাতিমা (রাঃ) একটি খাদিম চাইতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলেন। তিনি বললেনঃ আমি কি তোমাকে এর চেয়ে অধিক কল্যাণদায়ক বিষয়ে খবর দিব না? তুমি শয়নকালে তেত্রিশবার ‘ সুবহানাল্লাহ ’, তেত্রিশবার ‘আল্‌ হাম্‌দুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার’ বলবে। পরে সুফিয়ান বলেনঃ এর মধ্যে যে কোন একটি চৌত্রিশবার। ‘আলী (রাঃ) বলেনঃ অতঃপর কখনোও আমি এগুলো ছাড়িনি। জিজ্ঞেস করা হলো সিফ্‌ফীনের রাতেও না? তিনি বললেনঃ সিফ্‌ফীনের রাতেও না।(আধুনিক প্রকাশনী- ৪৯৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৫৮)

সহিহ বুখারী, হাদিস নং ৫৩৬২
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ.

Address

West Joydebpur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Al Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Al Quran:

Share