Voice of Al Quran

Voice of Al Quran আমরা যদি সকলে সকলের পাশে দাড়াই তাহলে সকলের দূরাবস্থা বদলে যাবে। বদলে যাবে জীবন চিত্র।
(106)

19/06/2025

ইরান ও ইসরায়েলের (বা মুসলিম ও ইহুদি) মধ্যে ভবিষ্যতে সংঘর্ষ বা যুদ্ধ নিয়ে রাসূলুল্লাহ ﷺ কিছু ভবিষ্যদ্বাণী (হাদীস) করেছেন, যেগুলো ইসলামি হাদীসগ্রন্থে পাওয়া যায়। তবে এগুলো সরাসরি "ইরান বনাম ইসরায়েল" নয়, বরং মুসলিমদের ও ইহুদিদের মধ্যকার ভবিষ্যৎ সংঘর্ষ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ।

---

🕌 হাদীস: মুসলিম ও ইহুদিদের যুদ্ধ

📖 সহীহ মুসলিম (হাদীস ২৯২২)

> রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“কিয়ামতের দিন আসবে না, যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। মুসলিমরা তাদের হত্যা করবে। এমনকি ইহুদি যদি কোন গাছ বা পাথরের আড়ালেও লুকায়, সেই গাছ বা পাথর বলবে:

‘হে মুসলিম! হে আল্লাহর বান্দা! এই যে একজন ইহুদি আমার পেছনে লুকিয়েছে, তাকে হত্যা করো।’

তবে 'Gharqad' নামক একটি গাছ থাকবে না — কারণ সেটা ইহুদিদের গাছ।”

✅ এই হাদীসটি সহীহ (বিশ্বস্ত) এবং মুসলিম স্কলাররা একে ভবিষ্যৎ যুদ্ধের নিদর্শন বলে ব্যাখ্যা করেন।

---

📌 ইসলামি ব্যাখ্যা:

1. এটি সাধারণ মুসলিম বনাম ইহুদি যুদ্ধ বোঝায় — সরাসরি রাষ্ট্রীয় যুদ্ধ (যেমন: ইরান বনাম ইসরায়েল) বোঝানো হয়নি।

2. এই যুদ্ধ শেষ সময়ে, অর্থাৎ মাহদী ও ইসা (আ.)-এর আগমন সময়ের কাছাকাছি হতে পারে।

3. মুসলমানরা তখন ঈমান ও সাহসিকতায় এগিয়ে থাকবে, তাই তারা বিজয়ী হবে।

4. "Gharqad" গাছ এখন ইসরায়েল অনেক জায়গায় লাগিয়েছে — অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করেন।

---

⚔ ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিজয়:

হাদীস অনুযায়ী, মুসলিমরাই বিজয়ী হবে, কিন্তু তা সাধারণ রাজনৈতিক কারণে নয় — বরং আল্লাহর সাহায্য, ঈমান, নেতৃত্ব (ইমাম মাহদী), এবং ঐক্যের কারণে। এই বিজয় বিশ্বব্যাপী পরিবর্তনের অংশ হতে পারে।

---

❗ সতর্কতা:

এসব হাদীস ভবিষ্যতের ঘটনা; তাই নির্দিষ্ট তারিখ বা দেশ অনুযায়ী চূড়ান্ত ব্যাখ্যা দেওয়া যায় না।

মুসলিমদের দায়িত্ব হলো সতর্ক থাকা, ঈমান মজবুত রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।

16/06/2025

রাসূল (ﷺ) বলেছেন:
"যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না; সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না।”(মুসনাদে আহমাদ হা/৭৯৩৯)

05/06/2025

‘‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’’। (সূরা মুদ্দাছ্ছির: ৩১)

আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকেই সৎপথে আনয়ন করতাম’’। (সূরা সাজদাহ: ১৩)

তুমি যাকে পছন্দ করো, তাকে হেদায়াত করতে পারবে না, তবে আল্লাহ্ তা‘আলাই যাকে ইচ্ছা হেদায়াতের পথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই অধিক অবগত আছেন’’। (সূরা কাসাস: ৫৬)।

30/05/2025

নারী ও পুরুষের যে দুটি গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্টঃ-
__________________________________________
▪️নারীঃ
(১) নারীদের চুল উঁচু করে উটের কুজের মতো করে বাঁধা/খোপা করা। [সহীহ মুসলিমঃ ২১২৮]

(২) আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। [সহীহ মুসলিমঃ (২১২৮]

▪️পুরুষঃ
(১) ঐ সব পুরুষ যারা পায়ের গোড়ালির নিচে কাপড় পরে। [ সহীহ বুখারীঃ৫৭৮৭]

(২) ঐসব পুরুষ যারা কান/নাক ফোঁড়ায় (নারীদের সাজ, চালচলন অনুকরণ করে) [আবু দাউদঃ ৪০৯৭]।

27/05/2025

যিলহজ্জের প্রথম দশদিন পৃথিবীর সকল দিন অপেক্ষা শ্রেষ্ঠতম দিন। হাদীছে এসেছে, জাবের (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, أَفْضَلُ أَيَّامِ الدُّنْيَا أَيَّامُ الْعَشْرِ "দুনিয়ার দিন সমূহের মধ্যে যিলহজ্জের প্রথম দশদিন সর্বোত্তম দিন"।(সহীহুল জামে হা/১১৩৩,ইমাম আলবানী হাদীসটি সহীহ বলেছেন। অতএব এই দশদিন অবহেলা, অলসতা কিংবা দুনিয়াবী ব্যবস্তার অযুহাতে অতিবাহিত করা উচিত নয়।

゚viralシ

26/05/2025

কুরবানির পশু খোজার আগে, পাওনাদারকে খুজে ঋন পরিশোধ করুন।
এটাই উত্তম ইবাদত👍🏼

26/05/2025

মজলুমের দুআ
আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভের দুআ

رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَّاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيْرًا

হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করুন।

সূরা আন-নিসা - ৪:৭৫

25/05/2025

*** মহানবী সাঃ বলেছেন “ অধিকাংশ মানুষ জান্নাত লাভ করবে আল্লাহর ভয় ও উত্তম চরিত্রের কারণে ।

পক্ষান্তরে অধিকাংশ মানুষ জাহান্নামে প্রবেশ করবে মুখ ও লজ্জাস্থানের কারণে ।” অর্থাৎ হারাম খাওয়া এবং মুখে যা আসে তাই বলা + লজ্জাস্থানের হেফাজত না করা । যিনা করা ! ধর্ষণ ইত‍্যাদি …..

সুনানে তিরমিজি ২০০৪
সুনানে ইবনে মাজাহ ৪২৪৬
মুসনাদে আহমদ ৯০৮৫
আল আদাবুল মুফরাদ ২৮৯

শায়খ নাসিরুদ্দিন আলবানী রহঃ হাদিসটিকে ছহীহ বলেছেন ।

হাদিসের মান হাসান ।

MQM Saifullah Mehruzzaman

25/05/2025

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

طَعَامُ الاِثْنَيْنِ كَافِي الثَّلاَثَةِ وَطَعَامُ الثَّلاَثَةِ كَافِي الأَرْبَعَةِ.

দু’জনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট।

সহীহ বুখারী, হাদীস ৫৩৯২ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫০০০ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

24/05/2025

সকলের কাছে রিকুয়েষ্ট,সবাই আমাদের এই পেজটিকে আপনাদের আইডির সকল বন্ধুদের কাছে invite করুন। আমরা ইসলাম ও কোরআন তেলাওয়াত সকল মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাই

#কোরআন #ইসলাম #মুসলামান ゚viralシ

24/05/2025

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন থেকে এই পেজে কোরআন তেলাওয়াতের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে ইনশাআল্লাহ

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Al Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Al Quran:

Share

Category