ARF News24

ARF News24 সকল প্রকার আপডেট নিউজ পেতে, আমাদের পেইজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ।

ইন্নানিল্লাহ আমাদের সকলের প্রিয় সালাহউদ্দিন আইউবী  ভাই মটর সাইকেল এক্সিডেন্ট  করেছেন সকলের দোয়া চাইআল্লাহ যেন সুস্থতা দা...
19/09/2025

ইন্নানিল্লাহ
আমাদের সকলের প্রিয় সালাহউদ্দিন আইউবী ভাই মটর সাইকেল এক্সিডেন্ট করেছেন সকলের দোয়া চাই
আল্লাহ যেন সুস্থতা দান করেন।আমিন

গাজীপুর,কাপাসিয়ায়মিক্ল ক্যান্ডি চকলেট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ!😥গত ১৬-০৯-২৫ইং তারিখ রোজ মঙ্গলবার,গাজীপুর জেলা কাপাসিয়া থ...
17/09/2025

গাজীপুর,কাপাসিয়ায়
মিক্ল ক্যান্ডি চকলেট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ!😥

গত ১৬-০৯-২৫ইং তারিখ রোজ মঙ্গলবার,
গাজীপুর জেলা কাপাসিয়া থানার কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭-৮জন শিক্ষার্থী লাইসেন্স বিহীন ১টাকা মূল্যে #মিল্ক_ক্যানডি চকলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে!
👉 লাইসেন্সহীন হাজারো কোম্পানির চকলেট বাজারে চলছে অবাধে বিক্রি।
👉 বেশি লাভের আশায় কিছু দোকানদার কমদামে এসব কিনে বিক্রি করছে।
👉 প্রশাসন বিষয়টি কেন দেখছে না, সেটাই বড় প্রশ্ন ❓
📌 গাজীপুরের কাপাসিয়ায় কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭/৮ জন শিক্ষার্থী চকলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 😓


14/09/2025

রায়েদ ইউনিয়ন পরিষদ
কাপাসিয়া, গাজীপুর এর সেবা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? মন্তব্য করুন।

11/09/2025

গাজীপুরের ভবানীপুর এলাকায় সি’গারেট খা’ওয়াকে কে’ন্দ্র ক’রে মামা আনিছুর রহমানকে কু’পিয়ে হ’ত্যা ক’রেছে ভাগিনা সৌরভ.😥,!

কাপাসিয়া, আমরাইদ বখাটেদের দ্বারা মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতিত এর ঘনটায় বেলাশি ফাযিল মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তভুগীদের পরি...
10/09/2025

কাপাসিয়া, আমরাইদ
বখাটেদের দ্বারা মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতিত এর ঘনটায় বেলাশি ফাযিল মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তভুগীদের পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন,সেই সাথে এই ঘটনার বিচার নিশ্চিত করতে আমরাইদ এলাকাবাসী এবং সকল সাবেক ও বর্তমান ছাত্রদের সহযোগিতা কামনা করেছেন।

গাজীপুরে মাদ্রাসার দুই ছাত্রী নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত তিন যুবকগাজীপুরের কাপাসিয়ায় তিন যুবকের হাতে মাদ্রাসার দুই ছাত্...
10/09/2025

গাজীপুরে মাদ্রাসার দুই ছাত্রী নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত তিন যুবক

গাজীপুরের কাপাসিয়ায় তিন যুবকের হাতে মাদ্রাসার দুই ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) দুপুরে কাপাসিয়ার আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে। ওইদিন বেলাশি ফাযিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের দুই ছাত্রী মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে স্থানীয় তিন যুবক তাদের জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখানে দুই ঘণ্টাব্যাপী তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। প্রতিবাদ করলে ছাত্রীদের একজনকে মারধর করা হয়, বাজে ভাষায় গালিগালাজ করা হয় এবং টাকা দাবি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত তিন যুবক হলেন রাব্বি (পিতা: মোবারক, বাড়ি: আমরাইদ), সালমান (পিতা: মোতাহার, বাড়ি: আমরাইদ) এবং তাসফিক (পিতা: লোকমান, বাড়ি: নরসিংপুর নতুন বাজার)।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারকে মাদ্রাসা কর্তৃপক্ষ ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সাথে আমরাইদ এলাকাবাসির ও মাদ্রাসা সাবেক ও বর্তমান সকল ছাত্রের সহযোগিতা চেয়েছেন সুষ্ঠু বিচার নিশ্চিত করতে।

স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




গাজীপুর,কাপাসিয়ায়,আমরাইদগত ০৭সেপ্টেম্বর ২০২৫, রোজ রবিবার, ঐতিহ্যবাহী বেলাশী ফাযিল মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে আমরা...
10/09/2025

গাজীপুর,কাপাসিয়ায়,আমরাইদ
গত ০৭সেপ্টেম্বর ২০২৫, রোজ রবিবার, ঐতিহ্যবাহী বেলাশী ফাযিল মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে একটি হৃদয়বিদারক ঘটনা। কিছু বখাটে ছেলে বেলাশি ফাযিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের দুজন ছাত্রী ও একজন ছাত্রকে জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে আটকে রেখে দুই ঘণ্টাব্যাপী নির্যাতন চালায়। প্রতিবাদ করতে গেলে ছাত্রীদের একজনের ওপর শারীরিক হামলা করা হয়, বাজে ভাষায় গালিগালাজ করা হয় এবং টাকা দাবি করা হয়।

এমন জঘন্য ঘটনার পর যখন ভুক্তভোগীদের অভিভাবকরা ন্যায়বিচারের আশায় মাদ্রাসায় আসেন, তখনও কর্তৃপক্ষ তাদের সঙ্গে অশোভন আচরণ করে। আজও পর্যন্ত মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ন্যায়বিচারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

📌বেলাশি ফাযিল মাদ্রাসা সাবেক ছাএ ছাত্রীরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন,
👉 আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি— আগামী ৪৮ঘন্টার__মধ্যে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনার সঠিক বিচার না করে, তবে আমরা সাবেক ছাত্ররা বাধ্য হবো এই ঘটনাকে বৃহত্তর পরিসরে নিয়ে যেতে।

✍️ আমরা চাই, বেলাশী ফাজিল মাদ্রাসার মর্যাদা রক্ষায় অবিলম্বে দোষীদের বিচার হোক এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাক।

#ন্যায়বিচার_চাই
#দোষীদের_শাস্তি_হোক
#ছাত্রীদের_সম্মান_রক্ষা_করো
#অপরাধের_বিচার_হোক


10/09/2025

ডাকসু নির্বাচন: ইতিহাস গড়ে বিজয়ের পথে ছাত্রশিবিরের প্যানেল |

09/09/2025

একমাত্র নানী উপস্থিত থাকলেই আজকে রাতেই আমি পুরোপুরি ফলাফল প্রকাশ করে দিতে পারতাম 🙂

25/08/2025

তৌহিদ আফ্রিদিকে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ।

বেলাশী চান্দে আলী ইসলামিয়া মাদরাসায় নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।  #পদের_বিবরণ:(০১) কো-অর্ডিনেটর-...
16/08/2025

বেলাশী চান্দে আলী ইসলামিয়া মাদরাসায় নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।

#পদের_বিবরণ:
(০১) কো-অর্ডিনেটর- (১জন-পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: কামিল/ সমমান (ধর্মীয় বিষয়)।
মাসিক বেতন: ৳ ২০,০০০ – ৳ ২৫,০০০ (আলোচনা সাপেক্ষ)

(০২) সহকারী শিক্ষক (পুরুষ) :
(আরবী -১জন, বাংলা-১জন, গণিত-১জন, ইংরেজি-১জন)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট্য বিষয়ে স্নাতক/ সমমান।
অভিজ্ঞতা: ১বছর।
মাসিক বেতন: ৳ ১৬,০০০ – ৳ ১৮,০০০ (আলোচনা সাপেক্ষ)
অন্যান্য সুবিধা: দু’টি ঈদ বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, শর্ত
সাপেক্ষে আবাসিকে থাকা- খাওয়া।
ডিউটি টাইম: ভোর ৬:০০- দুপুর ১২:৩০ পর্যন্ত ।

#আবেদন_প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং সিভি দিয়ে আগামী ৩১-০৮-২০২৫ইং তারিখের মধ্যে গুগল ফরম পূরণ করতে হবে।
আবেদন লিংক: https://forms.gle/KaKvXBGHfTCKq2UT7

#বাছাই প্রক্রিয়া:
- বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার সময় ইমেইল/ মোবাইল ম্যাসেজে জানিয়ে দেয়া হবে।
- প্রার্থীদেরকে লিখিত, মৌখিক ও ডেমো ক্লাসের প্রক্রিয়া থাকবে।

#পরীক্ষা পদ্ধতি:
- লিখিত পরীক্ষা-২৫ (সংশ্লিষ্ট্য বিষয়-১৫ এবং বাংলা/গণিত/ইংরেহজ/আরবি-১০), মৌখিক-১৫, ডেমো-১০

#যোগাযোগ:
বেলাশী চান্দে আলী ইসলামিয়া মাদরাসা
বেলাশী, আমরাইদ, কাপাসিয়া, #গাজীপুর।
#মোবাইল: 01311-485097,
01955-666996, 01996-315913

     জেসিকাকে খেয়ে ফেলার ভিডিও ভুয়া।
13/08/2025


জেসিকাকে খেয়ে ফেলার ভিডিও ভুয়া।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ARF News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share