ARF News24

ARF News24 সকল প্রকার আপডেট নিউজ পেতে, আমাদের পেইজটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্র...
14/05/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য নিহত হয়েছেন।

জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারাল অ/স্ত্র দিয়ে ডান পায়ের রানে আঘাত করে পালিয়ে যায়।

তার দেহ এখন ঢামেকের ইমার্জেন্সি বিভাগের করিডোরে রয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে।।






10/05/2025


আওয়ামিলীগ নিষিদ্ধ ঘোষণা।

10/05/2025

আ.লীগ নি'ষি'দ্ধে'র দাবিতে আবারো উত্তাল শাহবাগ , সরাসরি....

09/05/2025

আবারো সারা বাংলাদেশ ব্লকেড!

09/05/2025

আওয়ামিলীগকে কঠিন হুশিয়ারি নেতার।
#শিবির #বাংলাখবর

09/05/2025

Breaking News🔥
আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে যমুনা থেকে সরাসরি।
#যমুনা

শাহবাগ ব্লকেড..... যমুনা ঘেরাও। আওয়ামীলিগ নিষিদ্ধকরণ দাবিতে      #যমুনা  #শাহবাগ
09/05/2025

শাহবাগ ব্লকেড..... যমুনা ঘেরাও।
আওয়ামীলিগ নিষিদ্ধকরণ দাবিতে
#যমুনা #শাহবাগ

রানীগঞ্জে লিচু বাজারে না নিলেও ট্যাক্স, চাঁদাবাজির অভিযোগে তোলপাড় জনমতরানীগঞ্জ ও আশপাশের এলাকায় লিচু ব্যবসায় নতুন আতঙ...
06/05/2025

রানীগঞ্জে লিচু বাজারে না নিলেও ট্যাক্স, চাঁদাবাজির অভিযোগে তোলপাড় জনমত

রানীগঞ্জ ও আশপাশের এলাকায় লিচু ব্যবসায় নতুন আতঙ্ক—লিচু বাজারে না নিলেও ইজারাদারদের চাঁদা দিতে হবে! এমনটাই জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা।

বাজার ইজারাদাররা এখন শুধু বাজার নিয়ন্ত্রণেই নয়, বেরিয়ে এসে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলছে, যদি কেউ বাগান থেকেই লিচু বিক্রি করে, সেক্ষেত্রেও ট্যাক্স বা চাঁদা দাবি করছে ইজারাদাররা। না দিলে পোলাপান পাঠিয়ে মারধরের হুমকিও দিচ্ছে।

এই চাঁদাবাজির পেছনে রয়েছে বিএনপির নব্য কিছু নেতা—
১) আবুল (টিসিবির মাল চোর, বড়ারটেক)
২) আলমগীর সিকদার (শালিশ বানিজ্যে জড়িত, নাসেরা)
৩) হেলাল উদ্দিন (চান্দাবাজ ও স্বৈরাচারীর উত্তরসূরি, বাসা - গাং পার)
৪) সুমিল সাইফুল (টেম্পো স্টেশন নিয়ন্ত্রণকারী, দেলগাঁও)

তাদের সঙ্গে যুক্ত রয়েছে আরও কিছু প্রভাবশালী অংশীদার।

স্থানীয় সূত্র জানায়, গত বছর রানীগঞ্জ বাজারের ইজারা ডাকা হয়েছিল ১৬ লাখ টাকায়। অথচ এই বছর বিএনপি ঘরানার লোকজন মিলে ডেকেছে মাত্র ৮ লাখ ৮১ হাজারে। উদ্দেশ্য পরিষ্কার—কম দামে ইজারা নিয়ে এলাকায় চাঁদাবাজি চালানো।

যারা আগে ডাকতে চেয়েছে বা আগ্রহ দেখিয়েছে, তাদেরকে চুপ করিয়ে দেয়া হয়েছে। সাধারণ মানুষ যারা ইজারার অংশ হতে চেয়েছে, তাদেরকে 'সাথে নিবে' বলে শেষমেশ বাদ দিয়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে ক্ষোভে ফুঁসছে বিএনপির তরুণ একাংশ। তারা জানায়, “আমরা অনেক আগে থেকেই লিচু ব্যবসার সঙ্গে আছি, কিন্তু এমন সময় কখনো দেখিনি। এটা স্পষ্ট চাঁদাবাজি। দলের ভবিষ্যৎ এদের কারণে ধ্বংসের পথে।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, “আগামী খেয়াঘাট ডাকে অংশ না নিতে দিলে এই চাঁদাবাজদের গলা কেটে ফেলবো।”

স্থানীয়দের প্রশ্ন—“আমি যদি আমার বাড়ি থেকে গরু-ছাগল বিক্রি করি, তখন তো বাজারে ইজারা দিই না। তাহলে লিচু বিক্রির জন্য কেন দিতে হবে?”

তাদের একটাই দাবি—এই অবৈধ ট্যাক্স ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ। এখন দেখার বিষয়, প্রশাসন এর কোন পদক্ষেপ নেয় কি না।

হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে।হাসনাত I...
04/05/2025

হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে।

হাসনাত IUT র গেটে নেমে গেছে।

আপাতত IUTর স্টুডেন্ট দিয়ে পরিবেষ্টিত আছে।

এখনও পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেয় নাই।

কোন হামলাকারীও আটক হয় নাই।
Hasnat Abdullah

29/04/2025

ঢাকা মহানগর উওর বিএনপি

14/04/2025

ঐতিহ্যবহাী কাছি টান খেলা
রায়েদ দরগা বাজার কাপাসিয়া গাজীপুর।
#গাজীপুর #কাপাসিয়া

04/04/2025

Big Breaking :

রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি মিয়ানমার। প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নেবে তারা। সেই তালিকা নিশ্চিত করেছে মিয়ানমার।

ড. ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব সফরের একমাসের মধ্যেই এই খবর আসলো। আজকে ব্যাংককে মিয়ানমার সরকারের সাথে আলোচনার পর বাংলাদেশকে এই সিদ্ধান্ত জানানো হয়।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ARF News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share