স্পিচ অব বিলিভার্স.

স্পিচ অব বিলিভার্স. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্পিচ অব বিলিভার্স., Video Creator, Gazipur.

Speech of Believers ( স্পিচ অব বিলিভার্স ) _ প্রতিদিনের অনুপ্রেরণামূলক ইসলামিক কনটেন্ট। কুরআন, সহীহ হাদিস, ইসলামের ইতিহাস এবং নবী (আঃ) ও সাহাবাদের জীবনের ছোট ও শক্তিশালী রিমাইন্ডার_সম্পূর্ণ বাংলায় 🕋✅

রাগ করে স্ত্রীকে 'তালাক' দেওয়ায় বিপাকে পড়েছিলেন স্বামী। স্ত্রীকে পুনরায় ঘরে ফেরাতে বাধ্য হয়েই তিনি দাদার কাছে "হিল্লা...
08/12/2025

রাগ করে স্ত্রীকে 'তালাক' দেওয়ায় বিপাকে পড়েছিলেন স্বামী। স্ত্রীকে পুনরায় ঘরে ফেরাতে বাধ্য হয়েই তিনি দাদার কাছে "হিল্লা বিয়ে" দিয়েছিলেন।

​কিন্তু, বিধি বাম! হিল্লা বিয়ে সম্পন্ন হওয়ার পর দাদা স্বামী এখন বেঁকে বসেছেন!

​দাদা বলছেন, "শেষ বয়সে সুন্দরী বউ পেয়েছি, এখন এই বউ আমি দিমুনা, রাইখা দিমু!"

​মান-অভিমান ভাঙতে গিয়ে এখন বউ হারানোর শঙ্কায় মূল স্বামী। 🤣🤣

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি” 🤲 হে আল্লাহ, আপনি আমাদের ক্ষ'মা করুন।  #দুয়া          #কুরআনশরীফ
07/12/2025

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি” 🤲 হে আল্লাহ, আপনি আমাদের ক্ষ'মা করুন।
#দুয়া #কুরআনশরীফ

🕋 ♥️
06/12/2025

🕋 ♥️

😘……….🕰️🕋🫶❤️Day and night view of the Royal Clock Tower 🌙 🌹💐
06/12/2025

😘……….🕰️🕋🫶❤️
Day and night view of the Royal Clock Tower 🌙 🌹💐

"লাবাইক আল্লাহ্ হুম্মা লাব্বইক, লাব্বইক, লা, শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নেমাতা, লাকা ওয়াল মুলক্, লা, শারীকা লা...
05/12/2025

"লাবাইক আল্লাহ্ হুম্মা লাব্বইক, লাব্বইক, লা, শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নেমাতা, লাকা ওয়াল মুলক্, লা, শারীকা লাকা লাব্বাইক " 🕋

হযরত ওমর (রাঃ) রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু! 🔥🌿
05/12/2025

হযরত ওমর (রাঃ) রাদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু! 🔥🌿

এক ছোট্ট গ্রামে রিনা নামের এক মহিলা তার একমাত্র ছেলে আকাশের সাথে বাস করত। আকাশের বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর রিনা অনেক...
05/12/2025

এক ছোট্ট গ্রামে রিনা নামের এক মহিলা তার একমাত্র ছেলে আকাশের সাথে বাস করত। আকাশের বাবা তাদের ছেড়ে চলে যাওয়ার পর রিনা অনেক কষ্ট করে আকাশকে বড় করত। রিনা যেমন ভালোবাসাময়ী মা ছিল, তেমনি আকাশও ছিল খুব শান্ত ও ভদ্র ছেলে।
​একদিন রিনা খুব অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, যা তাদের কাছে ছিল না। আকাশ তার মাকে বাঁচাতে সবার কাছে সাহায্য চাইল, কিন্তু কোনো লাভ হলো না। রিনা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল।
​আকাশের হাত ধরে রিনা বলল, "আমার সোনা, আমি হয়তো আর বেশিদিন বাঁচব না। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি। তুমি কখনো নিজেকে একা ভেবো না।"
​রিনার মৃত্যুর পর আকাশ একদম একা হয়ে পড়ল। তার কোনো আত্মীয়-স্বজন ছিল না যে তাকে আশ্রয় দেবে। গ্রামবাসী তাকে সাহায্য করতে এগিয়ে এলেও, মায়ের অভাব পূরণ করার মতো কেউ ছিল না।
​আকাশ প্রতিদিন মায়ের কবরের পাশে গিয়ে বসত আর মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবত। তার চোখে জল এলেও, সে মায়ের দেওয়া শেষ কথাগুলো মনে করত – "আমি সবসময় তোমার সাথে আছি।"
​একদিন গ্রামের এক শিক্ষিকা, যিনি আকাশকে খুব ভালোবাসতেন, তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি আকাশকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং তাকে পড়াশোনার সুযোগ করে দিলেন। আকাশ পড়াশোনায় খুব ভালো ছিল এবং শিক্ষিকার সাহায্যে সে জীবনে অনেক উন্নতি করল।
​বড় হয়ে আকাশ একজন প্রতিষ্ঠিত মানুষ হলো। সে একটি স্কুল তৈরি করল যেখানে অসহায় ও এতিম শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। সে জানত মায়ের ভালোবাসা হারানোর বেদনা কতটা কষ্টকর, তাই সে চেয়েছিল কোনো শিশু যেন ভালোবাসার অভাব অনুভব না করে।
​আকাশ সবসময় তার মাকে স্মরণ করত এবং মায়ের দেওয়া শিক্ষা ও ভালোবাসা তার জীবনের পথপ্রদর্শক ছিল। সে বুঝত, মা শারীরিকভাবে না থাকলেও, তার ভালোবাসা সব সময় আকাশের সাথে ছিল।

আজ পবিত্র জুম্মা মোবারক 🕋🌿🌼
05/12/2025

আজ পবিত্র জুম্মা মোবারক 🕋🌿🌼

১৬ ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস। এই দিনটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে ব...
01/12/2025

১৬ ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস। এই দিনটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এটি বাংলাদেশের একটি জাতীয় এবং সরকারি ছুটির দিন।

বিজয় দিবস: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

জাতীয় ও রাষ্ট্রীয় স্বীকৃতি: ১৯৭২ সালের ২২ জানুয়ারি, বাংলাদেশ সরকার এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এবং সরকারি ছুটি হিসেবে পালন করার নির্দেশ দেয়।

গুরুত্ব: এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় দিন, যা বাঙালির বিজয়, আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রতীক।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when স্পিচ অব বিলিভার্স. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category