30/07/2023
দুইদিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা নাম দিয়ে বললো,
কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছে। আমি তোমাকে ১ মাসেরই টাকা দিলাম। আমি অত্রীর মাকে বললাম,
- কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আমি অন্য দিকে মুখ ঘুরিয়ে বললো,
না, তোমার কোন অপরাধ নেই। এমনিতেই তোমাকে আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম,
-আন্টি আমি আপনার মেয়েকে মাস পড়াই। তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মত পড়াতে পারছি না, না হয় আমাকে বাদ দিয়ে নিবেন। আমার আপনি থাকবেনা। - আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না। শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয়। তোমায় দেখলে
এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বললো,
না কি আমার মেঘো ভয় পেয়ে যায়.....
আমি আন্টির হাতে
- টিউশনি করাতে হলে যে ফল ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আনতাম না....
ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভাগের একজন উপস্থাপক বুজছিলেন।
আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার, আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম...
স্যার আমার ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিলো, - তোর মত কাউয়া(কাক) যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই মানুষগুলোর পালাবে... স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম আবুল বাশার পিয়াস থেকে "কাউয়া বাজার পিয়াস হয়ে গিয়েছিলো। তখন আর কেউ আমায় আবুল বাশার লিয়াস নামে চিনতো না।
সবাই চিনতো 'কাউन....
কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার পাশের সিটে বসেছিলো সুন্দরী একটা মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাবো তখন মেয়েটা নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরলো। বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্ট্রাক্টরকে ডেকে বললো,
- আমার এই সিটটা পাল্টে দেন তো। আমি অন্য কোথাও বসবো।
বাসের কন্যা কর আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো। তারপর মেয়েটাকে বললো,
- আপা, এই লোকটা কি আপনার সাথে অসভ্যতামি করেছে? যদি কোনোরকম কিছু করে থাকে তাহলে বলেন। আমি এখনি লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি। কন্ট্রাক্টরের মুখ
থেকে এমন কথ