কোরআন শিক্ষা BD

কোরআন শিক্ষা BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কোরআন শিক্ষা BD, Gazipur.
(4)

আস্সালামু আলাইকুম,,

আমার এই ফেসবুক পেজ থেকে নিয়মিত কোরআন শিক্ষার বিডিও তেলাওয়াত সূরা ও মশকের তেলওয়াত আপলোড করা হবে ইনশাল্লাহ।

ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন,, ধন্যবাদ। 🥰

বরাবর ফয়সাল, পোস্টটি তুমার সামনে গেলে, ২ মিনিট ভাবিও এরপর ডিসিশন নাও।তোমার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা। কারণ তুমি কোনভা...
29/12/2025

বরাবর ফয়সাল, পোস্টটি তুমার সামনে গেলে,
২ মিনিট ভাবিও এরপর ডিসিশন নাও।

তোমার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা।
কারণ তুমি কোনভাবেই বাঁচতে পারবে না। রাজসাক্ষী হয়ে তুমি প্রকৃত অপরাধীদের নাম প্রকাশ করে দাও। তাদের নাম বলে দাও যারা তোমাকে খু/নের নির্দেশ দিয়েছিল। তোমাকে মে/রে ফেলার আগেই তুমি একটা ভিডিও রেকর্ড করো এবং সেখানে সমস্ত ঘটনা খুলে বল। তাতে করে তোমার পরিবার এবং পরবর্তী প্রজন্ম মানুষের ঘৃণা থেকে বেঁচে যাবে।
তুমি মনে রেখো তারা তোমাকে মে/রে ফেলবেই। কারণ তারা ভালো করে জানে তুমি ধরা পড়লে সবার নাম বলে দেবে।
তাই সুযোগ থাকতে তোমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করো। তা নাহলে তোমার বাবাকে আমরা ডাকবো খু/নি ফয়সালের বাবা, তোমার মাকে আমরা ডাকবো খু/নি ফয়সালের মা, তোমার বংশকে আমরা বলবো খু/নি ফয়সালের বংশ।

পোস্টটি বেশী থেকে বেশী শেয়ার চাই।

#কোরআন_শিক্ষা_bd

যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সবসময় ছোট করেন। আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন। তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুর...
29/12/2025

যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে সবসময় ছোট করেন। আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন। তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই!

#কোরআন_শিক্ষা_bd

একজন বিবাহিত পুরুষের জন্য তার স্ত্রী ছাড়া অন্য কোন নারী কখনোই কল্যাণকর ও বরকতময় নয়, পর'নারী আপনার ধনসম্পদ সব লুটে খাবে আ...
29/12/2025

একজন বিবাহিত পুরুষের জন্য তার স্ত্রী ছাড়া অন্য কোন নারী কখনোই কল্যাণকর ও বরকতময় নয়, পর'নারী আপনার ধনসম্পদ সব লুটে খাবে আর আপনার স্ত্রী ধনসম্পদ বৃদ্ধি করবে।

#কোরআন_শিক্ষা_bd

বরাবর ফয়সাল, পোস্টটি তুমার সামনে গেলে, ২ মিনিট ভাবিও এরপর ডিসিশন নাও।তোমার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা। কারণ তুমি কোনভা...
28/12/2025

বরাবর ফয়সাল, পোস্টটি তুমার সামনে গেলে,
২ মিনিট ভাবিও এরপর ডিসিশন নাও।

তোমার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা।
কারণ তুমি কোনভাবেই বাঁচতে পারবে না। রাজসাক্ষী হয়ে তুমি প্রকৃত অপরাধীদের নাম প্রকাশ করে দাও। তাদের নাম বলে দাও যারা তোমাকে খু/নের নির্দেশ দিয়েছিল। তোমাকে মে/রে ফেলার আগেই তুমি একটা ভিডিও রেকর্ড করো এবং সেখানে সমস্ত ঘটনা খুলে বল। তাতে করে তোমার পরিবার এবং পরবর্তী প্রজন্ম মানুষের ঘৃণা থেকে বেঁচে যাবে।
তুমি মনে রেখো তারা তোমাকে মে/রে ফেলবেই। কারণ তারা ভালো করে জানে তুমি ধরা পড়লে সবার নাম বলে দেবে।
তাই সুযোগ থাকতে তোমার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করো। তা নাহলে তোমার বাবাকে আমরা ডাকবো খু/নি ফয়সালের বাবা, তোমার মাকে আমরা ডাকবো খু/নি ফয়সালের মা, তোমার বংশকে আমরা বলবো খু/নি ফয়সালের বংশ।

পোস্টটি বেশী থেকে বেশী সেয়ার চাই।

#কোরআন_শিক্ষা_bd

স্বামী তাকেই বলে..!যে দিন শেষে, স্ত্রীর অভিমানের ভাষা বুঝে, আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়..."স্বামী...
28/12/2025

স্বামী তাকেই বলে..!

যে দিন শেষে, স্ত্রীর অভিমানের ভাষা বুঝে, আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়...

"স্বামী মানে"

একটা প্রবল বিশ্বাসের নাম, যে স্ত্রীকে বাচতে শিখায়, হাসতে শিখায়, তাইতো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায়।

#কোরআন_শিক্ষা_bd

স্বামী স্ত্রী'র মধ্যে ভালোবাসা বৃদ্ধির পরিক্ষিত আমলনবীজি ﷺ–এর শিক্ষা অনুযায়ী দোয়াاللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، و...
27/12/2025

স্বামী স্ত্রী'র মধ্যে ভালোবাসা বৃদ্ধির পরিক্ষিত আমল

নবীজি ﷺ–এর শিক্ষা অনুযায়ী দোয়া
اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُنِي إِلَى حُبِّكَ
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার নিকটবর্তী করে।
📖 (তিরমিজি)

#কোরআন_শিক্ষা_bd

স্ত্রীর খারাপ আচরণএকজন স্বামীর জন্য সব থেকে বেশি কষ্টের হয় সে যখন খারাপ ব্যবহার করে তখন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট মনে গিয়ে...
27/12/2025

স্ত্রীর খারাপ আচরণ

একজন স্বামীর জন্য সব থেকে বেশি কষ্টের হয় সে যখন খারাপ ব্যবহার করে তখন পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট মনে গিয়ে আঘাত করে তখন নিজেকে বড় অসহায় মনে হয়।

#কোরআন_শিক্ষা_bd

"সুখ" এবং "দুঃখ"কোনটাই মানুষের জীবনে চিরস্থায়ী নয়! আজ যে সুখের জন্য তুমিআমাকে এভাবে প্রচন্ডরকম আঘাত করলে- কাল সেইসুখটা ত...
27/12/2025

"সুখ" এবং "দুঃখ"

কোনটাই মানুষের জীবনে চিরস্থায়ী নয়! আজ যে সুখের জন্য তুমি

আমাকে এভাবে প্রচন্ডরকম আঘাত করলে- কাল সেই

সুখটা তোমার জীবনে নাও থাকতে পারে! মনে রেখো; মানুষের জীবন কখন সমান ভাবে চলে না!

কাউকে আঘাত করলে-নিজেরও একদিন আঘাত ফিরে পেতে হয়!

#কোরআন_শিক্ষা_bd

স্বামীর ভাগ কেউ কি আর দিতে চাইমা ফাতেমা (রাঃ) একদিন কোরআন তেলাওয়াত করছিলেন।পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসলো, যেই আয়াতে লেখা...
26/12/2025

স্বামীর ভাগ কেউ কি আর দিতে চাই

মা ফাতেমা (রাঃ) একদিন কোরআন তেলাওয়াত করছিলেন।

পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসলো, যেই আয়াতে লেখা ছিলো-তোমরা চাইলে ৪টি পর্যন্ত বিয়ে করতে পারো আয়াতটি পড়ার সময় তিনি কন্ঠ ছোট করে ফেললেন, যেন তার স্বামী হযরত আলী (রাঃ) শুনতে না পান।

তখন আলী (রাঃ) মুচকি হেসে বললেন, তুমি একাই তো চারজন নারীর সমান।

#কোরআন_শিক্ষা_bd

বাস্তবতা বড়ই কঠিনকেউ রাগ দেখিয়ে ভাত ছুড়ে ফেলে আবার কেউ দু-মুঠো ভাতের জন্য চোখের জল ফেলে..! #কোরআন_শিক্ষা_bd
26/12/2025

বাস্তবতা বড়ই কঠিন

কেউ রাগ দেখিয়ে ভাত ছুড়ে ফেলে আবার কেউ দু-মুঠো ভাতের জন্য চোখের জল ফেলে..!

#কোরআন_শিক্ষা_bd

আপনার স্ত্রী.!  দাসী নয় বরং আপনার জীবন সঙ্গিনী। তার আপনাকে প্রয়োজন যেমন আপনার তাকে প্রয়োজন। সে তার মা, বাবা, ভাইবোন ছেড়ে...
25/12/2025

আপনার স্ত্রী.!
দাসী নয় বরং আপনার জীবন সঙ্গিনী। তার আপনাকে প্রয়োজন যেমন আপনার তাকে প্রয়োজন। সে তার মা, বাবা, ভাইবোন ছেড়ে আপনার সাথে বসবাস করছে। এমন ত্যাগি নারীকে কিভাবে কিছু মানুষ দাসী মনে করে!

#কোরআন_শিক্ষা_bd

ইয়া আল্লাহ2026 সালটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়, আমার সফলতার বছর হয় আমার স্বপ্ন পূরণ হওয়ার বছর যেন হয়।- আমিন..!♡ #কো...
25/12/2025

ইয়া আল্লাহ

2026 সালটা যেন আমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়, আমার সফলতার বছর হয় আমার স্বপ্ন পূরণ হওয়ার বছর যেন হয়।

- আমিন..!♡

#কোরআন_শিক্ষা_bd

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন শিক্ষা BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরআন শিক্ষা BD:

Share