Gaming With Fun

Gaming With Fun New MOBA gaming

21/08/2022

I've just reached 2.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Only 100 vc🤭🤭ff er soto vai aiya koitasi vai  aitateo ki daimond royal er moto kisu ase koilam.ase to...koi taile Spain ...
15/08/2022

Only 100 vc🤭🤭

ff er soto vai aiya koitasi vai aitateo ki daimond royal er moto kisu ase koilam.ase to...koi taile Spain koro deki tokon ekta Spain marlam bakita 🙂ss

11/08/2022

𝗦𝗧𝗢𝗣 𝗦𝗖𝗥𝗢𝗟𝗟𝗜𝗡𝗚 𝗚𝗨𝗬𝗦, 𝗡𝗘𝗩𝗘𝗥 𝗠𝗜𝗦𝗦 𝗧𝗛𝗘 𝗡𝗘𝗪𝗦...!!!

বাংলাদেশী গেম তাও আবার বাংলা স্টোরি নিয়ে। অবাক করা ব্যাপার তাইনা?😳
Incubus - The Beginning গেমটির 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗢𝗽𝗲𝗻 𝗪𝗼𝗿𝗹𝗱 গেম হলেও এটার মূল স্টোরি একটি জাহাজ নিয়ে, যার নাম 𝗜𝗻𝗰𝘂𝗯𝘂𝘀(ইনকিউবাস)।

গেমটিতে 𝗦𝗧𝗢𝗥𝗬 𝗠𝗢𝗗𝗘 ও 𝗢𝗡𝗟𝗜𝗡𝗘 𝗠𝗢𝗗𝗘 দুটিই থাকছে।

𝗦𝗧𝗢𝗥𝗬 𝗠𝗢𝗗𝗘 এর কিছু ছোট ঘটনা যা এই গেমটিতে থাকছে
সাল ২০৭১, অন্যান্য দেশের মত বাংলাদেশ ও উন্নত একটি দেশ। বানানো হলো বিশ্বের সবথেকে বড় জাহাজ। যা ৬০০০০০ মানুষ অনায়াসে বহন করতে পারবে। কিন্তু যাত্রার মাঝ পথেই ইনকিউবাস ক্ষতিগ্রস্ত হয়ে ডুবতে থাকে। প্লেয়ার একটি ভাসমানযোগ্য কেবিনে উঠে পড়ে এবং তার হাতে থাকে একটি বৈঠা যা দিয়ে সে নৌকার মত চালাতে থাকে।
কেবিনটি একটি কেমিক্যাল পরিক্ষা করার দ্বীপের কাছে চলে আসে। তবে এটা তার জন্য সুঃখবরের কারন দ্বীপটি ২০১৮ সালেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্লেয়ার দ্বীপে নামার পর থেকেই তাকে বিভিন্ন বিপদ থেকে বেচে থাকতে হবে,খাবার সংগ্রহ করতে হবে এবং সর্বশেষে তার সভ্যতায় ফিরে যেতে হবে।
এবার সে কি পারবে সারভাইভ করে আবার তার সভ্যতায় ফিরে যেতে?🤔
𝗢𝗡𝗟𝗜𝗡𝗘 𝗠𝗢𝗗𝗘:
ম্যাপটি থাকবে ১৭২৬০০ কিলোমিটার বড়। সবচেয়ে বেশি গতি সম্পন্ন যানে ম্যাপটি এক্সপ্লোর করতেও সময় লাগবে ৭০ মিনিট।
প্লেয়াররা অন্য প্লেয়ারদের সাথে বিজনেস করতে পারবে,ঘুরতে পারবে এছাড়া মাল্টিপ্লেয়ার সার্ভাইভাল গেমের পুরো মজা পাবেন।
গেমটি রিলিজ হবে আগামী ২৬ মার্চ,২০২৩ ( 𝟮𝟲/𝟬𝟯/𝟮𝟬𝟮𝟯 )
Official page Link: https://facebook.com/incubusthegame

08/08/2022

Big shout out to my newest top fans!

Sharier Shahin

26/07/2022

Now y'all know

The Asian Games 2022 where all the esports titles will be a part of as a medal event will be happening this September en...
20/07/2022

The Asian Games 2022 where all the esports titles will be a part of as a medal event will be happening this September end!!

The new dates for 2022 Asian Games have been announced and according to the sources, it will be held from September 23 to October 8, 2022.

20/07/2022

চুয়াডাঙ্গায় পাবজির একটা ল্যান টুর্নামেন্ট থেকে A1 Esports, ST9, TRZ, INES সহ অনেক টিমের প্লেয়ারের মোবাইল জব্দ সহ প্রায় ১২০ জন প্লেয়ারকে আটক করেছে পুলিশ।
সুত্র: Jamuna TV

এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের Esports এর ভবিষ্যৎ কি?
আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

© Apollo Gaming

Alhamdulillah for everything ❤️❤️       we are Qualified for round of 16(Team : AVENGERS ).Wish us luck.May the tide of ...
30/06/2022

Alhamdulillah for everything ❤️❤️
we are Qualified for round of 16
(Team : AVENGERS ).

Wish us luck.May the tide of the SEA rise again🤞.

Now we are standing in rank 1

🔙| On This Day - 1986 ১৯৮৬ সালের আজকের এই দিনে  পশ্চিম জার্মানিকে ২-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে ছিল আর্জেন্টিনা!🏆🇦🇷Grac...
30/06/2022

🔙| On This Day - 1986

১৯৮৬ সালের আজকের এই দিনে পশ্চিম জার্মানিকে ২-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে ছিল আর্জেন্টিনা!🏆🇦🇷

Gracias, . ❤️

2021 সালে Tencent Games এর মোবাইল গেমিং ডেভেলপমেন্ট সহায়ক TiMi Studios ঘোষণা করেছিলো যে কোম্পানি 1B RMB ($154M USD) HONO...
28/06/2022

2021 সালে Tencent Games এর মোবাইল গেমিং ডেভেলপমেন্ট সহায়ক TiMi Studios ঘোষণা করেছিলো যে কোম্পানি 1B RMB ($154M USD) HONOUR OF KINGS ই-স্পোর্টস ইকোসিস্টেমে বিনিয়োগ করবে।তাদের এই ঘোষণা অনুসারে বলা যায় তারা“সকল মানুষের” জন্য অর্থাৎ গ্লোবালভাবে তারা ই-স্পোর্টস ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে এ বিনিয়োগ করেছে।

কিছুদিনের মধ্যে এতো বড় আয়োজনের অংশ 🇧🇩বাংলাদেশও হতে যাচ্ছে।

In 2021, Tencent Games' mobile gaming development subsidiary TiMi Studios announced that the company would invest 1B RMB ($ 154M USD) in the HONOR OF KINGS e-sports ecosystem. It has invested in creating ecosystems.

In a few days, Bangladesh is also going to be a part of such a big event

*ফূটবল ইতিহাসে সর্বোচ্চ ব্যালন ডিওর জয়ী (৭)*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দ্যা বেস্ট ম্যান্স প্লেয়ার জয়ী (৬)*ফুটবল ইতিহাসে সর্ব...
23/06/2022

*ফূটবল ইতিহাসে সর্বোচ্চ ব্যালন ডিওর জয়ী (৭)
*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দ্যা বেস্ট ম্যান্স প্লেয়ার জয়ী (৬)
*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী(৬)
*ফুটবল ইতিহাসে একজন প্রফেশনাল স্টাইকার না হয়েও যৌথভাবে সর্বোচ্চ প্লে মেকার জয়ী(৪)
*লা লীগায় সর্বোচ্চ পিচিচ ট্রফি জয়ী (৮)
*দক্ষিন আমেরিকার সর্বোচ্চ গোল স্কোরার(৮৬)
*আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার (৮৬)
*উয়েফা চ্যাম্পিয়ন লীগের ২য় সর্বোচ্চ গোলদাতা (১২৫)
*উয়েফা চ্যাম্পিয়ন লীগে ৬ বার সর্বোচ্চ গোলদাতা
*বিশ্বকাপজয়ী দেশের বিপক্ষে ২য় সর্বোচ্চ গোলদাতা (১৬)
*ফিফা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ড্রিবল (১১০)
*দশকের সর্বোচ্চ গোল স্কোরার (৫৭৯)
*দশকের সর্বোচ্চ ড্রিবল কম্পলিট করা প্লেয়ার (১৮২৬)
*ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরিং এর গড় (০.৭৯)
*চলতি শতাব্দির মেজর টূর্নাম্যান্টে সর্বোচ্চ ফাইনাল খেলা (৫)
*৪ টি মেজর টুর্নামেন্ট গোল্ডেন বল জয়ী (যদিও একটি রিজেক্ট করে দিছে)
*ফুটবল ইতিহাসে ১ম খেলোয়াড় হিসেবে ১১০০ তম গোলে জড়িত হওয়া।
*২য় সর্বোচ্চ ট্রফি জয়ী
*২ টা মেজর ট্রফি জয়ী
*ফুটবল ইতিহাসে একক ক্লাবের হয়ে শীর্ষ-৫ লীগে সর্বোচ্চ গোল স্কোরার (৪৭৪)
*ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এসিস্ট প্রোভাইডার (৩৩১)
*মেজর টুর্নামেন্ট এ ১ টি গোল্ডেন বুট জয়ী
*একক প্লেয়ার হিসেবে ৩ টি ভিন্ন বিশ্বকাপে গোল্ডের বল জয়ী (ফিফা+অনুর্ধ-২০+ক্লাব)
*অলিম্পিক গোল্ড মেডেল জয়ী
*অনুর্ধ-২০ বিশ্বকাপ জয়ী
*লা লীগার সর্বোচ্চ গোল স্কোরার
*একক ক্লাবের সর্বোচ্চ গোল স্কোরার
*১১ টি লীগ চ্যাম্পিয়ন
*৪ টি উচল চ্যাম্পিয়ন
*ফুটবল ইতিহাসের ৩য় সর্বোচ্চ গোল স্কোরার (৭৬৯)
*ফুটবল ইতিহাসের একমাত্র প্লেয়ার যার রিয়াল মাদ্রিদ+ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি ছাড়া হেট্রিক আছে,,
*সক্রীয় প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৩য় সর্বোচ্চ গোল স্কোরার
*একমাত্র প্লেয়ার হিসেবে ক্লাব ও জাতীয় দলে ১ ম্যাচে ৫ গোল স্কোরার
*চ্যাম্পিয়ন লীগের ১ ম্যাচে সর্বোচ্চ গোল স্কোরার(বায়ার্ন লেভারকুসেন)
*ক্যালেন্ডার এ ১ বছরে সর্বোচ্চ গোল স্কোরার (৯১)

আজ সেই ফুটবলার টি ৩৫ বছরে পদার্পণ করল,,
আর অল্প কয়েক বছরে ফুটবলকে বিদায় জানাবে,, যত পারো ট্রল করে নাও, আর তো করার সুযোগ পাবে না,,

🎂Happy birthday to the greatest footballer in history. Before the retire I have a one more wish you will win the World cup and fulfille you your job👏👏👏

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আগামী ২২ জুন (বুধবার), ২০২২ তারিখে আয়োজন করতে যাচ্ছে 'Future in Gaming' শীর্ষক এক সেমিনা...
20/06/2022

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আগামী ২২ জুন (বুধবার), ২০২২ তারিখে আয়োজন করতে যাচ্ছে 'Future in Gaming' শীর্ষক এক সেমিনার।

ইলেকট্রনিক স্পোর্টস বা E-sports বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি নতুন ধারণা। কিন্তু এটি বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান একটি শিল্প হিসেবে পরিগণিত হচ্ছে । মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে আমরা চাই গেমিং এর ইতিবাচক দিক গুলো সকলের মাঝে তুলে ধরতে। কারণ ৪র্থ শিল্প বিপ্লবে গেমিং শুধু মাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এখানে রয়েছে ক্যারিয়ারের গঠনের সুযোগ, স্টার্টআপ, তৈরি করে কর্মসংস্থান, অবদান রাখতে পারে দেশের অর্থনীতিতে । যার সুফল বাংলাদেশও পেতে শুরু করেছে।

তাই বাংলাদেশে E-sports এর বিভিন্ন দিক জানতে, E-sports এ ক্যারিয়ার টিপস ও অন্যান্য দিকগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চলে আসুন আমাদের এই 'Future in Gaming' সেমিনারে। সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য থাকছে স্ন্যাকস ও টি-শার্ট। আসন সীমিত তাই দ্রুতই রেজিষ্ট্রেশন করুন একদম বিনামূল্যে।

রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/PLBuCDDjsPKRnCeK8

সেমিনার তারিখঃ ২২ জুন (বুধবার), ২০২২।
স্থানঃ টিএসসি অডিটোরিয়াম।
সময়ঃ বেলা ২.০০ টা।

N.B: সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিতদের মেইল/এসএমএস করা হবে।

দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করুন...আহা! মোবাইলে চার্জ আছে বলে সিলেটের বিপদাপন্ন লোকজন এখন পর্যন্ত মুঠোফোনে উদ্ধা...
17/06/2022

দ্রুত সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করুন...

আহা!
মোবাইলে চার্জ আছে বলে সিলেটের বিপদাপন্ন লোকজন এখন পর্যন্ত মুঠোফোনে উদ্ধারের সাহায্য চাইতে পারছে। বিদুৎ বন্ধ অলরেডি। কিছুক্ষণ পর তাদের হাহাকার শোনারও সুযোগ থাকবে না।

প্রতি মূহুর্তে পানি বাড়ছে। অনবরত বৃষ্টি নামছে। বাচ্চাদের কান্না। গরুর হাম্বা হাম্বা ডাক। গবাদিপশু ভেসে যাচ্ছে। মুরব্বিদের হা হু গোঙানির আওয়াজ। মা তার সন্তানকে হারানোর ভয়ে কাঁদছে। চোখের সামনে অনেককিছু হারিয়ে যাচ্ছে। বাবাদের অসহায় মুখ। আকাশ থেকে বৃষ্টি পড়ছে অনবরত। খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না আছে শোয়ার ব্যবস্থা, না আছে বসার উপায়।

এই মুহূর্তে দরকার উদ্ধার অভিযান। ট্রলার ও নৌকা দরকার।

সেনাবাহিনী ও নৌবাহিনীকে দ্রুত মোতায়েন করার বিনীত অনুরোধ করছি।

এক মানবিক বিপর্যয় নেমে এসে সিলেটের বুকে। ইয়া আল্লাহ, রহম করুন।

10/06/2022

ইস্পোর্টস নিয়ে বহুদূর যাবার এখনই সময়।
গ্রামীণফোন ও এরিনা অফ ভ্যালোর ইস্পোর্টস নিয়ে বহুদূর যাবার প্রত্যয়ে; নিয়ে এসেছে প্রথমবারের মতন Community Cup. এই টুর্নামেন্টে থাকছে অসংখ্য চমক সাথে😲!

কত হতে পারে এ টুর্নামেন্টের প্রাইজপুল? উত্তর দিয়ে জিতে নাও টি-শার্ট! সঠিক উত্তরদাতার মধ্যে বাছাই করে ১০ জন পাবেন টি-শার্ট এবং গ্র্যান্ড ফিনালে খেলা দেখার আকর্ষণীয় সুযোগ!
Lets Welcome to the world of Arena of Valor esports.



RangersEsports এর lineup জন্য Tank & mage
Player লাগবে। যদি কেউ টিমে খেলতে চান পেজে ইনবক্স করতে পারেন
Note: ৫ টা হিরো মাস্টার থাকা লাগবে যদি কম হয় তাহলে স্কিল এর উপর ভিত্তি করে টিমে নেয়া হবে।

আমাদের অর্জন AIC তে টপ ৩২ টিম

Big shout out to my newest top fans!Abdullah All SujanNext a skin gift dibo ekta bro😇😇
16/05/2022

Big shout out to my newest top fans!

Abdullah All Sujan
Next a skin gift dibo ekta bro😇😇

Address

Gazipur

Telephone

+8801763887713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaming With Fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaming With Fun:

Share