24/04/2024
বয়কট.. বয়কট.. বয়কট..
সাদিক এগ্রোর গরু মাফিয়া খ্যাত
কুখ্যাত ইমরান হোসেনকে বয়কট করুন...
দেশের জনসাধারণের ক্রয় ক্ষমতর বাহিরে নিয়ে মুষ্টিমেয় কিছু উচ্চবিও সমাজের কাছে তাদের কালো টাকাকে সাদা করার মেশিন খ্যাত
ইমরান হোসেন কে বয়কট করুন।
*আসন্ন ২০২৪ সালের পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে আবার সিন্ডিকেট মাথা চাড়া দিয়ে উঠেছে।
*দীর্ঘদিন যাবৎ সাদিক এগ্রো নামক
একটি গরুর ফার্মের মালিক ইমরান দালাল
একটি চক্র তৈরি করে সাধারন জনগনের টাকা হাতিয়ে নেওয়ার যেই পরিকল্পনা করেছে তা এখনি আমাদের সকল সাধারন জনগনের রুখে দিতে হবে
*বয়কট করতে হবে দনোবীয় গরুর খামারীদের
** এখন বলা যাক একটি গরুর কথা
যে গরুর দাম হাকা হয়েছে এক কোটি টাকা একটি গরুর দাম যদি এক কোটি টাকা হাকা হয় তবে কি কোটি টাকা একটি গরুর কাছে হেরে গেলো নয় কি?
তবে কি একটি গরুর সাথে তুলোনা করলে কোটি টাকা কোন মূল্যই নাই,
হতে পারে গরুটি বিদেশ থেকে আনিতো তাই তার মূল্য ও বেশি
(ইতিপূর্বে এই একই জাতের গরুর তারা বিক্রি করেছে ৩৫-৪০ লক্ষ টাকা যার মূল্য এক বছর বেবধানে হয়ে গেলো এক কোটি টাকা),
*মানুষের মতো দেখা যাচ্ছে গরুরও বংশ আছে আর এই বংশের কথা শুনে মানুষও বোকা বুনে যাচ্ছে ক্রয় করছে এই দামি দামি গরু গুলো আর ফায়দা লুটে নিচ্ছে সাদেক এগ্রোরর মতো অসাধু গরুর খামারীরা,
এখন আমাদের কর্তব্য হচ্ছে সচেতন হওয়া আমরা যদি তাদের ফাদে পা না দিয়ে তাদের দামি গরু গুলো কেনা থেকে বিরত থাকি তবে তারা আমাদের আর বোকা বানাতে পারবে না আর আমরা বেচে যাবো এই অসাধু গরুর খামারীদের বোকা বানানো থেকে।
তাই আাসুন সাবাই একসাথে একযোগে এই সকল সিন্ডিকেটের বিরুদ্ধে সচ্ছার হই
বয়কট করি এসকল শিক্ষিত স্মার্ট গরুর দালালদের
তাহলেই বাচবে সাধারন কৃষক
বাচবে সাধারন জনগন 😊