17/01/2025
বাস্তবতা vs শৈশব!
ছোটবেলায় আমিও ডোরেমন দেখতাম, খুবই পছন্দের ছিল কার্টুনটা। আর নিজেকে কোম্পেয়ার করতাম নোবিতার সাথে, চাইতাম ডোরেমনের মতো একজন মুস্কিল আসান থাকুক, সিজুকার মতো গার্লফ্রেন্ড, আর কষ্ট না করেই নোবিতার মতো সব পেয়ে যাবো...
এখনও অবশ্য কার্টুনটা দেখি মাঝে মাঝে, তবে এখন আর নোবিতাকে আগের মতো ভালো লাগে না। বিশেষ করে যখন কোনো কিছু হলেই ডোরেমন বলে কেঁদেই ছুটে আসে গেজেট নিতে! ভালো না লাগার অবশ্য একটা কারণ আছে, নোবিতার সাথে কোম্পেয়ার করতে করতে কবে যে নোবিতা হয়ে গেছিলাম বুঝতে পারিনি। কিন্তু আমার তো আর ডোরেমন নেই যে গেজেট দিয়ে সাহায্য করবে, বা টাইম মেশিনে করে অতীতে নিয়ে যাবে যেখান থেকে আবার নতুন করে শুরু করবো। একারণেই হয়তো জীবনের কিছু বছর নষ্ট করে ফেলেছি...
আর এখন কার্টুনটায় আমি যার মতো হতে চাই সে হচ্ছে সবার অপছন্দের ডেকিসুকি অথবা জিয়ান। হ্যা, ডেকিসুকি সবদিক থেকে পারফেক্ট হওয়ার জন্য সবার অপছন্দের ছিলো যেটা বাস্তবে হাস্যকর বটে। আর জিয়ান? সে আপাদমস্তক রাগী হলেও নিজের অধিকার আদায় করে নিতো, আর বিপদে সেই সবার সাহায্য করতো (বাকি দোষ গুণ সবার মাঝেই আছে)। জিয়ান অবশ্য নিজের প্রতি কনফিডেন্টও ছিলো। যা যে কাউকে সাফল্য এনে দিতে পারে, দরকার শুধু সঠিক দিকনির্দেশনা!
আর সত্যি বলতে যেদিন থেকে জিয়ান হতে পেরেছি আর ডেকিসুকি হওয়ার চেষ্টায় আছি সেদিন থেকেই বাস্তব জীবনে সুখে আছি...
N.I. Nazmul
Artist & Programmer