25/03/2025
চলুন একটা হিসাব করি,
আমার একটা মাইক্রোফোন আর হেডফোন মিলিয়ে ১৫+- হাজার দাম। এছাড়া ল্যাপটপ + হোম সেটআপ + আপনার কাজটি করার জন্য আমার যে সময় দিয়ে নিজেকে তৈরি করতে হয়েছে সেই সময়ের দাম এসব মিলিয়ে বলুন তো প্রতি মিনিটে কতো টাকা রাখা উচিৎ?
অনেকে তো অনেক দামি আর আরও প্রোফেশনাল এক্সেসরিজের ব্যবহার করে...
সেসবও যদি বাদ সেই, ধরলাম আমি খালি গলায় ভয়েস দিলাম। কিন্তু আপনি যে বাজেট বলেছেন এর চাইতে কি ভিক্ষা করা উত্তম না? "আল্লাহর রস্তে কিছু দে মা" এইটুকু বললেও মানুষ এখন কমপক্ষে ১০ টাকা বের করে দেয়, ৫ টাকা দিতে নিজেই লজ্জা পায়...
আমরা আর্টিস্ট, আর্টিস্ট এর দাম দিতে শিখুন। হতে পারে আপনার এখন বাজেট নেই, আপনি নতুন কাউকে পার্টনার হিসেবে রাখুন অথবা নিজেই ভয়েস দিন। চ্যানেল দাঁড়ালে প্রোফেশনাল কাউকে নিলেন বা ততদিনে নিজেই দক্ষ হয়ে যাবেন, কিন্তু আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে এটাই বেশি বলে ফেলছেন...
আর এই মার্কেট নষ্ট করার পেছনে কিছু থার্ড ক্লাস সো কল্ড আর্টিস্ট দ্বায়ী, যারা নিজেরা নিজেদের দাম যেমন কমায় তেমনি মার্কেট নষ্ট করে। এজন্য এখন দেশি কাজই করি না (রেগুলার কাজ বাদে...)। সংশোধন না হলে কয়েকদিন পর এইসব আর্টিস্টদের ভিক্ষা করেই খেতে হবে...
N.I. Nazmul
Artist & Programmer