জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার

জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার

শোক সংবাদগাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডের বিপ্রবর্থা উত্তর পাড়ার বাসিন্দা শাহ আলম সাহেবের মেয়ে এবং মাইলস্টোন স্কুলের ৩য় শ্...
22/07/2025

শোক সংবাদ
গাজীপুর মহানগরের ২১নং ওয়ার্ডের বিপ্রবর্থা উত্তর পাড়ার বাসিন্দা শাহ আলম সাহেবের মেয়ে এবং মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون
জানাজার নামাজ নিজ বাড়িতে আজ সকাল ১০ঃ০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পিতা-মাতাকে এই বিশাল কষ্ট সহ্য করার তাওফিক দান করুন।
আমিন।

📢 নোটিশ 📢আগামী শুক্রবার সেন্টারে পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জানানো ...
28/06/2025

📢 নোটিশ 📢

আগামী শুক্রবার সেন্টারে পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জানানো যাচ্ছে যে:

📌 আগামীকাল রবিবার ২৯/০৬/২০২৫ ইং সকাল ৮:০০টায় একটি গুরুত্বপূর্ণ গ্রুপ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত ক্লাসে পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

🔴 যাদের শুক্রবারে কোনো পরীক্ষা নেই, তাদের জন্য আগামীকাল সেন্টার বন্ধ থাকবে এবং তাদের কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।

📌 পরবর্তী দিন থেকে যথানিয়মে সকলের ক্লাস চলবে।

⚠️ বিশেষ দ্রষ্টব্য:
রবিবারের ক্লাস শুধুমাত্র পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
পরীক্ষা ব্যতীত অন্য কোনো শিক্ষার্থীকে সেদিন ক্লাসে আসতে অনুরোধ করা হচ্ছে না।

— সেন্টার কর্তৃপক্ষ
জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার।

21/05/2025

গাজীপুরের ঐতিহ্যবাহী লিচুরহাট---
গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল মির্জাপুর বাজার থেকে উত্তর দিকে অবস্থিত সরকারপাড়া। আর এই সরকারপাড়ায় বসে এক অনন্য ফলের বাজার— লিচুরহাট। প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলা এই হাটে স্থানীয় বাগানের টাটকা ও সুস্বাদু লিচু বিক্রি হয় অত্যন্ত সুলভ মূল্যে।

শুধু লিচুই নয়, এই বাজারে মিলবে কাঁঠালসহ আরও অনেক ধরনের মৌসুমি ফল।
স্থানীয় কৃষকদের সরাসরি অংশগ্রহণে এই হাট হয়ে উঠেছে এক জমজমাট এবং ঐতিহ্যবাহী মিলনমেলা।

যদি কখনও ভাওয়াল অঞ্চলে যান, তবে সকালে একবার লিচুরহাট ঘুরে আসা চাই-ই চাই!

30/04/2025

শুভ জন্মদিন
জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার।
আজ ১০ বছর পূর্তি হলো এই প্রতিষ্ঠানের।

23/04/2025

"চাপা মারা" আর বাস্তবতা—দুটোর ফারাক বুঝুন!
আমি অনেক সময় দেখি, কিছু মানুষ নিজের পরিচয় দেয় "আমি একজন ফ্রিল্যান্সার"—আর তার কাছেই আপনি শিখলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন! কথাটা শুনলেই কি বিশ্বাস করা উচিত?

একবারও কি আপনি খবর নিয়ে দেখেছেন, যে মানুষটা আপনাকে শেখাতে চায়, তার নিজেই ব্যাংক একাউন্টে কত টাকা আছে? সত্যিই যদি সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করত, তাহলে সে কেন মাত্র চার হাজার টাকার বেতনের চাকরিতে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪-১৫ ঘণ্টা ডিউটি করত?

আমি কাউকে ছোট করছি না। শুধু বলছি—চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। একটু সময় নিন। ঠান্ডা মাথায় ভাবুন। যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নিন। কারণ বিশ্বাসের ভুলের মাশুল অনেক বড় হতে পারে।

এখন আমি কোথায় আছি সেটা বলার দরকার নেই। শুধু বলি, আমি আজ দশ বছর ধরে কম্পিউটার ট্রেনিং করিয়ে আসছি। এই দীর্ঘ সময়ে কখনো নিজেকে ‘ফ্রিল্যান্সার’ পরিচয়ে তুলে ধরি নাই। আমি সবসময় বলেছি—আমি একজন উদ্যোক্তা। এটিই আমার পরিচয়, এটিই আমার গর্ব।

07/04/2025

গাজায় গণহত্যার প্রতিবাদে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও সাধারণ জনগণের বিক্ষোভ।

গাজীপুর, ৭ এপ্রিল: ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

আজ দুপুরে এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি তোলেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং স্লোগান দেন। বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শান্তিপূর্ণ এই বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

—হাসনাত উল্লাহ, প্রতিবেদক

06/04/2025

হেডাম বাবার আসলে হেডাম আছে- আপনার পরিচিত বন্ধুবান্ধব যদি কেউ এরকম হেডাম বাবা হয়ে থাকে তাকে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর অবশ্যই এই হেডাম বাবার কথাগুলো আপনার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে কিনা কমেন্টে জানাবেন।
গাজীপুর নিউজ 24 Flight Expert #হেডাম_বাবা

✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের সকল ছাত্র-ছাত্রী, ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্...
30/03/2025

✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨

জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের সকল ছাত্র-ছাত্রী, ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই শুভ দিনে সবার জীবন হোক শান্তিময়, আনন্দময় ও সমৃদ্ধিময়। আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সফলতা ও সুখ-সমৃদ্ধি কামনা করি।

✨ ঈদ মোবারক! ✨
হাসনাত উল্লাহ সরকার সজীব।

আগামী শুক্রবার 14 ই মার্চ জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ১৯৬ তম ব্যাচের কম্পিউটার সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে এখ...
10/03/2025

আগামী শুক্রবার 14 ই মার্চ জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার এ ১৯৬ তম ব্যাচের কম্পিউটার সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থীদের নাম ও সময়সূচী উল্লেখ করা হলো।।।

জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের সকল ছাত্রীদের প্রতি শুভেচ্ছা!আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। এই দিনে আমরা আপনাদের মতো প্র...
08/03/2025

জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টারের সকল ছাত্রীদের প্রতি শুভেচ্ছা!

আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। এই দিনে আমরা আপনাদের মতো প্রতিভাবান, পরিশ্রমী এবং স্বপ্নবাজ নারীদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজে এগিয়ে যেতে চান।

তবে প্রশ্ন রয়ে যায়—নারীদের প্রতি বৈষম্য কি কমেছে? সত্য হলো, সমাজের অনেক ক্ষেত্রেই নারীরা এখনো সমান সুযোগ পান না। কিন্তু এই বৈষম্য দূর করার একমাত্র উপায় হলো শিক্ষা, দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাস।

আপনারা এই ট্রেনিং সেন্টারে যে জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করছেন, সেটাই হবে আপনাদের এগিয়ে যাওয়ার শক্তি। নিজেদের ক্ষমতায়ন করুন, আত্মনির্ভরশীল হোন, এবং অন্য নারীদেরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করুন।

আপনারা বদল আনবেন, আপনারাই আগামীর পথপ্রদর্শক!

শুভ বিশ্ব নারী দিবস! 🌸

06/03/2025

NOTICE
Subject: Change in First Semester Exam Schedule

Dear Students,

This is to inform you that our First Semester Exam, which was scheduled to be held tomorrow, Friday, 7th March, has been rescheduled to Friday, 14th March.

Since you are getting extra time, you are advised to prepare well for the exam. Additionally, all students are instructed to attend classes regularly in the upcoming week.

Wishing you all the best.

Exam Controller
Jihad Computer Training Center

06/03/2025

জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার এর অষ্টম শাখা খুব শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে গাজীপুর চৌরাস্তা।।।

Address

Salna Bazar, Gazipur Sadar, Gazipur
Gazipur
1703

Alerts

Be the first to know and let us send you an email when জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জিহাদ কম্পিউটার ট্রেনিং সেন্টার:

Share