05/08/2025
ছেলেটির এতিম মা নেই, প্রতিবন্ধী কথা বলতে পারে না, বয়স ৯ বছর চলছে। বাড়ি কিশোরগঞ্জ, ইটনা বাজারের সাথে। যেই বয়সে তার বাবা মায়ের ছায়ায় স্নেহ আদরে থাকার কথা, যেই বয়সে হুই হুল্লোড় করে তার বয়সী শিশুদের সাথে খেলাধুলায় মেতে থাকার কথা। সে বয়সে একটু খাবারের জন্য জীবন যুদ্ধে নিজেকে বাঁচিয়ে রাখার অক্লান্ত চেষ্টা। আমরা কয়েকজন গতমাসে ১৮/০৭ ২০২৫ ইং তারিখে বেড়াতে গিয়েছিলাম কিশোরগঞ্জ নিকলী হাওর ভ্রমনে। হঠাৎ এসেছিলেন আমাদের সামনে। এসেই শিশুটি তার কোমল হাতটি বাড়িয়ে দিলো কিছু টাকা দেওয়ার জন্য। তাকে কিছু টাকা দিলাম। তারপর তাকে খাওলাম। কিন্তু তাকে দেখে আমাদের খুবই মায়া লেগে গেছে। আশেপাশে লোক জনের কাছ থেকে তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। তার বয়সী একটা ছেলে আমারও আছে। তাকে দেখে আমার ছেলের কথা খুব মনে পড়ছিলো তখন। হায়রে অভাগা যার পৃথিবীতে মা নেই তার মতো জনম দুখী কেউ নেই।
আমি সিদ্ধান্ত নিয়েছি ছেলেটির জন্য কিছু করা দরকার। এই ছেলেটির কাছে আবার যাবো। আল্লাহ পাক ছেলেটিকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রার্থনাই করছি।