05/11/2024
এক্সপোর্ট মার্কেটিং শীর্ষক প্রশিক্ষণ
****************************
কোর্সের মেয়াদ: ১০-১৪ নভেম্বর , ২০২৪ (০৫ দিন) পর্যন্ত
কোর্সের মাধ্যম:
বিটিআই এর প্রশিক্ষণ রুমে সরাসরি ক্লাশ করার সুযোগ দেওয়া হবে এবং অনলাইনে কোর্স করতে আগ্রহী ( বিশেষ করে ঢাকার বাইরের) প্রশিক্ষণার্থীদেরকে Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাশ করার সুযোগ পাবেন। কোর্স ফি জমা দানের পর Zoom ID ও পাসওয়ার্ড দেওয়া হবে।
কোর্সের বিষয়বস্তু:
মুক্তবাজার অর্থনীতির প্রেক্ষাপটে বিশ্ববাজার সম্বন্ধে ধারণা, রপ্তানীযোগ্য পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি, আন্তর্জাতিক যোগাযোগ ও বিশ্ববাজারে প্রবেশ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং ফর্মালিটিজ, কাস্টমস ডকুমেন্টেশন, সফল এক্সপোর্টারের বাস্তব অভিজ্ঞতা, এক্সপোর্ট মার্কেটিংয়ে সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন সুবিধাদি, বিভিন্ন ধরণের এল, সি সম্পর্কে ধারণা।
কোর্সের ফি: সরাসরি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) মাত্র, এবং অনলাইনে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের জন্য ১,০০০/- (এক হাজার টাকা) মাত্র।
আবেদনের নিয়ম:
সরাসরি স্কিটিতে এসে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিচের বিকাশ/ রকেট/ নগদ নাম্বারে ১,৫৩০/- (এক হাজার পাঁচশত ত্রিশ টাকা) মাত্র (সরাসরি কোর্স করতে চাইলে) অথবা ১,০২০/- (এক হাজার বিশ টাকা) মাত্র (অনলাইনে কোর্স করতে চাইলে) পাঠিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।
ক্লাশের সময়সূচি: প্রতিদিন সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০টা।
যোগাযোগ:
মোঃ সাজ্জাদ হোসেন,সহকারী অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী, ০১৯৩৭৪৮০৬৭১ (নগদ/বিকাশ)
মোঃ মহিবুর মোল্লা, সহকারী অনুষদ সদস্য, ০১৫১৮৩২৩৯৫২
মোঃ তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য ০১৫৩১-২৯২৪৬৭
মো:মনিরুল ইসলাম,প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক
০১৫৫২৩৫৯৯০৫
সফলভাবে কোর্স সমাপ্ত করলে সরকারি সার্টিফিকেট দেয়া হবে।