14/06/2024
আপনারা যে সকল পুরুষরা বিয়ে করার জন্য লাফালাফি করেন কিন্তু বিয়ের পরে স্ত্রীকে একটা আলাদা বেডরুম , attached bath & other family members থেকে privacy দিতে পারেন না তাদের বিয়ে করা উচিৎ না।
কারণ দিনশেষে আপনার স্ত্রীর প্রাইভেসি মেইনটেইন করা আপনার দায়িত্ব ।
আর স্ত্রীকে প্রাইভেসি দেয়া মানে এই না যে স্ত্রীকে নিজের পরিবার থেকে আলাদা করেই প্রাইভেসি দিতে হবে, যদিও স্ত্রীকে প্রাইভেসি দেয়া বলতে ছেলের বাড়ির লোকজন তাই বুঝে।
অনেক পুরুষ আছে যারা তার স্ত্রীকে এতোটা প্রাইভেসিতে রাখতে চায় যে তার নিজের বন্ধু বান্ধব,ভাই বা অন্যান্য পুরুষের সামনে তার স্ত্রীকে প্রেজেন্ট করাতে চায় না তাই স্ত্রীর প্রয়োজনীয় সব কিছুর বিষয়ে সে আগেই সচেতন থাকে আবার কিছু পুরুষ আছে যারা নিজের স্ত্রীকে আমজনতার সামনে প্রেজেন্ট করে টাকা ইনকাম করে বেড়ায়।
তাই স্ত্রীর প্রাইভেসি মেইন্টেন করে আপনার ওয়াইফকে আপনি কিভাবে রাখবেন সেটা আপনার মন মানসিকতার উপর নির্ভর করবে।
আপনার স্ত্রীর কাজকর্মে হেল্প করার জন্য একজন হেল্পিং হ্যান্ড রাখবেন,সেই সামর্থ্য না থাকলে বউয়ের কাজকর্মে যতোটা পারবেন নিজে হেল্প করবেন। এতে জাত যাবে না বরং দুজনে দুজনকে সময় দেয়াও হবে।
আর বিয়ের পরে বউকে বুয়া বানানোর স্বপ্ন থাকলে বুয়া হতে আগ্রহী এমন মেয়ে বিয়ে করবেন, বিয়ের আগে মেয়েকে এবং তার ফ্যামিলিকে ভালো করে বুঝিয়ে বলবেন যে আমরা বউ নয়, বুয়া চাচ্ছি।
তাই বলে বলবেন না যে মেয়েদের তো কাজই সংসার সামলানো, হ্যাঁ ভাই নিজের সংসারে সব মেয়ের কাজ করে খেতে হয় সেটা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক তাই বলে বুয়ার মতো করে তাকে খাটাতে থাকবেন দিনরাত, নিজেদের মতো করে ব্যবহার করবেন এই মন মানসিকতা নিয়ে বিয়ে করবেন না।
Wife জব করবে মানতে না পারলে মেট্রিক ফেইল মেয়ে বিয়ে করবেন,কারণ মেট্রিক ফেইল মেয়ে জব করতে চাইবে না। Graduate মেয়ের পিছে অযথা ধর্না দিবেন না। একটা মেয়ে পড়াশুনা করে গ্রেজুয়েশন কমপ্লিট করে তার ক্যারিয়ার গড়তে চাইবে এটাই স্বাভাবিক।
স্ত্রী যদি ভালভাবে সংসার সামলে ইসলামিক নিয়ম মেনে জব/ব্যাবসা করার যোগ্যতা রাখে এবং করতে পারে তবে তাকে করতে দেওয়া উচিত,এতে সংসারের রুজি কমবে না বরং বাড়বে 😊