09/04/2024
রমাজান কেমন কাটলো? একজন আলিম প্রশ্ন করলেন।
বললাম, আলহামদুলিল্লাহ ভালো।
উত্তর শুনে একই প্রশ্ন আবার করলেন, কেমন কাটলো?
উত্তর আগেরটাই দিলাম, ভালো আলহামদুলিল্লাহ।
কিছুক্ষন চুপ করে থেকে বললেন, সত্যিই ভালো কেটেছে? ভালো থাকার অর্থ তো হলো, আমার রমাযান এমন ভাবে শেষ হলো, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমার গুনাহগুলো মিটে গিয়েছে। আমার রোজা তারাবী, আমার সব আমল তিনি কবুল করে নিয়েছেন।
এরপর নিজেই কাঁদতে লাগলেন। অঝোরে…
হাত উঠিয়ে তারপর দুআ শুরু করলেন। দুআর ভেতর আওড়াতে লাগলেন মাওলানা তারিক জামিল সাহেবের সেই কথাগুলো-
আল্লাহ! বাচ্চারা খাতার মধ্যে আঁকাবাঁকা উল্টো পাল্টা নানা কিছু লিখে নিয়ে এসে বলে, আব্বু/আম্মু! দেখো আমি কত সুন্দর লিখেছি। বাবা মাও তার সাথে সাথে বলেন, সত্যিই তো বাবা! অনেক সুন্দর হয়েছে!
আল্লাহ!
আমাদের আমলগুলোও তো এমন। আমাদেরও মনে হয়, কত ভাল ভাল কাজ করেছি। কত সাওয়াব কামিয়েছি। কিন্তু তুমি তো জানো, আমাদের আমলের প্রকৃত অবস্থা। তুমি যদি পাকড়াও করো, আমরা কেউ বাঁচতে পারবো না।
আল্লাহ! মার চেয়েও তুমি বেশি ভালবাসো। বাবার চেয়েও বেশি মুহাব্বত করো। আমাদের সাথে সেই ছোট বাচ্চার মতই মুআমালা করো। মাফ পাওয়ার যোগ্য না হলেও মাফ করে দাও।…
( Collected)