তানিশা মিম

তানিশা মিম সবার প্রতি ভালোবাসা রেখে চলা আমার অঙ্?

22/07/2025

Rest In Peace Our Own Fireflies 🕊️

21/07/2025

Allah

21/07/2025

Ya Allah ! Protect our children 🥹
Please do not test us in this way.

21/07/2025

21/07/2025
শোক সংবাদ😭 মানুষ হয়ে জন্মেছি মানুষ আর হলাম কোথায়? বুকভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যু...
08/03/2025

শোক সংবাদ😭 মানুষ হয়ে জন্মেছি মানুষ আর হলাম কোথায়?
বুকভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলো মাগুরার ছোট বাচ্চা মেয়েটি😭😭

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।
মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে।

মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা, কিন্তু কিছুই ঠিক হবে না। সে যা হারালো তা সে কোনদিন ফিরে পাবে না যদি বেচে থাকে। আর যদি না

08/03/2025

আল্লাহ এই বিপদ থেকে সবাইকে রক্ষা করো, এলট্যাক, ফকির বাড়ি, জয়দেবপুর।

post

08/03/2025

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার। ধর্ষক তার নিজের বোনের শ্বশুর।
̈zbek

06/03/2025

সরাসরি শাহবাগ থানা থেকে..
প্রশাসন ভাইদের কে স্পষ্ট ভাষায় বলতে চাই। আমাদের কি অন্যায় হয়েছে। তাকে কোন অপরাধে গ্রেফতার করা হল।

02/03/2025

আজ ভোরে সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে গাড়ির ভেতরে থাকা চালকসহ সকল আরোহী পুড়ে ছাই হয়ে যান। তবে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।😥😥

18/02/2025

আজ ভোরে সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় একটি প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে গাড়ির ভেতরে থাকা চালকসহ সকল আরোহী পুড়ে ছাই হয়ে যান। তবে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।😥😥

Address

Gazipur

Telephone

+8801867888518

Website

Alerts

Be the first to know and let us send you an email when তানিশা মিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তানিশা মিম:

Share