14/10/2023
ডিভোর্স কোনো সমাজ, পরিবার, ব্যক্তি কারও জন্যই সুখকর কিংবা আকাক্সিক্ষত ঘটনা নয়। দুটো মানুষ যখন বিয়ের মতো একটি পবিত্র, মধুর বন্ধনে আবদ্ধ হয়, তখন দুজনের মনেই স্বপ্ন থাকে যে, এই সম্পর্কটি সাড়া জীবন টিকে থাকবে। এই সম্পর্ক মাঝপথে ভেঙে যেতে পারে এই চিন্তা বা আশঙ্কা কারও কল্পনাতেও আসে না। স্বাভাবিক ক্ষেত্রে উভয় পরিবারের সবাইও আশা করে এই সম্পর্ক টিকে থাকবে আজীবন। যেকোনো সমাজের ভিত্তি এই বিয়ে নামের সম্পর্কটি। কিন্তু হঠাৎ করেই ডিভোর্সের কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে। এতদিনকার সব সুখস্মৃতি ভুলে দুজন দুই ছাদের নিচে বসবাস করতে শুরু করে। দুঃখজনক পরিস্থিতি হলো, বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার বেড়েই চলেছে। গত এক বছরে দেশে এ হার বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪ শতাংশে, যা আগের বছর ছিল ০ দশমিক ৭ শতাংশ। শহরের তুলনায় গ্রাম এলাকায় এই বিবাহ বিচ্ছেদের হার বেড়েছে।