Mosharof English Speaking

Mosharof English Speaking Let's embark on a language-learning journey together, where we'll explore English phenomena with pra

08/06/2025

পশ্চিমবঙ্গে একশো বছর পুরনো এক চায়ের দোকান আজও শুধু বিশ্বাসের উপর চলে।
দোকানের মালিক প্রতিদিন সকালে দোকান খুলে চলে যান কাজে, আর স্থানীয় লোকজন নিজেরাই চা বানিয়ে খায়, টাকা দিলেও রাখে সম্পূর্ণ সততার সঙ্গে।
এমন বিশ্বস্ততার উদাহরণ আজকাল খুবই বিরল!

04/04/2025
19/02/2025

Word শেখার জাদুকরী টেকনিক -4

ARE অর্থ হওয়া

B+are=Bare(বেয়ার)অর্থ খালি(are এর আগে b যুক্ত করে)
C+are=Care(কেয়ার)অর্থ যত্ন (are এর আগে c যুক্ত করে)
D+are=Dare(ডেয়ার)অর্থ সাহস (are এর আগে d যুক্ত করে)
F+are=Fare(ফেয়ার) অর্থ ভাড়া (are এর আগে f যুক্ত করে)
H+are=Hare(হেয়ার) অর্থ খরগোশ (are এর আগে h যুক্ত করে)
M+are=Mare(মেয়ার)অর্থ ঘোটকী (are এর আগে m যুক্ত করে)
Sh+are=Share(শেয়ার) অর্থ ভাগ করা (are এর আগে sh যুক্ত করে)
Sp+are=Spare(স্পেয়ার)অর্থ অতিরিক্ত (are এর আগে sp যুক্ত করে)
R+are=Rare(রেয়ার) অর্থ বিরল(are এর আগে r যুক্ত করে)
Gl+are=Glare(গ্লেয়ার)অর্থ একদৃষ্টিতে তাকানো(are এর আগে gl যুক্ত করে)
Fl+are=Flare(ফ্লেয়ার)অর্থ প্রসারিত হওয়া (are এর আগে fl যুক্ত করে)
Squ+are=Square(স্কয়ার) অর্থ বর্গ(are এর আগে sq যুক্ত করে)
Prep+are=Prepare(প্রিপেয়ার) অর্থ প্রস্তুত হওয়া (are এর আগে prep যুক্ত করে)
Sn+are=Snare(স্নেয়ার) অর্থ ফাঁদ(are এর আগে sn যুক্ত করে)
Decl+are=Declare(ডিক্লেয়ার) অর্থ ঘোষণা করা (are এর আগে decl যুক্ত করে)
Aw+are=Aware(এওয়ার)অর্থ সচেতন (are এর আগে aw যুক্ত করে)
St+are=Stare(স্টেয়ার)অর্থ স্থির দৃষ্টিতে তাকানো(are এর আগে st যুক্ত করে)
W+are=Ware(ওয়ার)অর্থ সচেতন, পণ্য দ্রব্য (are এর আগে w যুক্ত করে)

19/02/2025

Word শেখার জাদুকরী টেকনিক -3

EAT(ঈট)=অর্থ খাওয়া

B+eat(বিট)=আঘাত করা(Eat এর আগে b যুক্ত করে)

Ch+eat(চীট)=প্রতারণা করা (Eat এর আগে ch যুক্ত করে)
F+eat(ফীট)=কৃতিত্ব বা অর্জন(Eat এর আগে f যুক্ত করে)
H+eat(হীট)=তাপ দেয়া(Eat এর আগে h যুক্ত করে)

Gr+eat(গ্রেট)=বিখ্যাত (Eat এর আগে gr যুক্ত করে)

M+eat(মীট)=গোসত (Eat এর আগে m যুক্ত করে)

N+eat(নীট)=পরিষ্কার (Eat এর আগে n যুক্ত করে)

S+eat(সীট)=আসন(Eat এর আগে b যুক্ত করে)

Tr+eat(ট্রীট)=আচরণ (Eat এর আগে s যুক্ত করে)

Re+treat(রিট্টীট)=ফিরে আসা (Eat এর আগে re যুক্ত করে)
Sw+eat(সুয়ীট)=ঘামা (Eat এর আগে sw যুক্ত করে)

Wh+eat(হুয়ীট)=গম (Eat এর আগে wh যুক্ত করে)

Rep+eat(রিপীট)=পুনরায় বলা (Eat এর আগে rep যুক্ত করে)
Thr+eat(থ্রেট)=হুমকি দেয়া (Eat এর আগে thr যুক্ত করে)
Bl+eat(ব্লীট)=বেড়া,ছাগল, বাছুর এর ডাক (Eat এর আগে bl যুক্ত করে)
Cl+eat(ক্লীট)=ছিটকিনি বা আংটা (Eat এর আগে cl যুক্ত করে)
Def+eat(ডিফীট)=পরাজিত করা (Eat এর আগে def যুক্ত করে)

17/02/2025

Word শেখার জাদুকরী টেকনিক -২

EAR(ঈয়ার)=অর্থ কান

B+ear=Bear( বিয়ার)অর্থ ভাল্লুক(earএর আগে b দিয়ে)

D+ear=Dear(ডিয়ার)অর্থ প্রিয় (earএর আগে d দিয়ে)

F+ear=Fear(ফিয়ার)অর্থ ভয়(earএর আগে f দিয়ে)

G+ear=Gear(গিয়ার)অর্থ যান্ত্রিক যানের চালক অংশ (earএর আগে g দিয়ে)

H+ear=Hear(হিয়ার)অর্থ শোনা (earএর আগে h দিয়ে)

Sm+ear=Smear(স্মিয়ার)অর্থ মাখানো (earএর আগে sm দিয়ে)

EAR(ঈয়ার)=অর্থ কান

Ear+ly=Early(আর্লি) অর্থ তাড়াতাড়ি (Ear এর শেষে ly যুক্ত করে)

Ear+n=Earn(আর্ন)অর্থ উপার্জন করা (Ear এর শেষে n যুক্ত করে)

Ear+th=Earh(আর্থ)অর্থ পৃথিবী (Ear এর শেষে th যুক্ত করে)

Earth+en=Earthen(আর্থেন)অর্থ মাটির তৈরি (Earth এর শেষে en যুক্ত করে)

Earth+quake =Earthquake (আর্থকোয়েক)অর্থ ভূমিকম্প (Earth এর শেষে quake যুক্ত করে)

16/02/2025

♠গল্পে গল্পে Parts of Speech♠

Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।
১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।
২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।
৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।
৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।
৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।
৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ‌+ Verb+Pronoun, Noun+ Noun)
৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence + Sentence)
৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

15/02/2025

Word শেখার জাদুকরী টেকনিক

15/02/2025

Word শেখার জাদুকরী টেকনিক

PLEASE =দয়া করে

Lease= ইজারা (Please এর P বাদ দিয়ে)
Ease= আরাম (Lease এর L বাদ দিয়ে)
Plea= অজুহাত ( Please এর SE বাদ দিয়ে)
Lea= উন্মুক্ত তৃণভূমি (Plea এর P বাদ দিয়ে)
Please +d= Pleased সন্তুষ্ট (শেষে d যুক্ত করে)
Dis+pleased = Displeased অসন্তুষ্ট(আগে dis যুক্ত করে)

PLEA=অজুহাত

Plea+ch=পরস্পর বিজড়িত করা(শেষে ch যুক্ত করে)
Plea+d=ওকালতি করা(শেষে d যুক্ত করে)
Plea+sant=মনোরম বা সুখকর (শেষে sant যুক্ত করে)
Plea+santry=রসিকতা (শেষে santry যুক্ত করে)
Plea+sure=আনন্দ (শেষে sure যুক্ত করে)
Plea+t=কাপড়ের ভাঁজ(শেষে t যুক্ত করে)

LEA=উন্মুক্ত তৃণভূমি

Lea+ch=কোন পদার্থের মধ্যে পানি প্রবাহিত করে কোন বস্তু আলাদা করা (শেষে ch যুক্ত করে)
Lea+d=পরিচালনা, সিসা (শেষে d যুক্ত করে)
Lea+f=পাতা (শেষে f যুক্ত করে)
Lea+gue=সংগঠন (শেষে gue যুক্ত করে)
Lea+k=ছিদ্র হওয়া (শেষে k যুক্ত করে)
Lea+n=হেলান দেওয়া (শেষে n যুক্ত করে)
Lea+p=লাফ দেওয়া (শেষে p যুক্ত করে)
Lea+ve=ত্যাগ করা (শেষে ve যুক্ত করে)
Lea+se=ইজারা (শেষে se যুক্ত করে)
Lea+sh=শিকল,দড়ি (শেষে sh যুক্ত করে)
Lea+st=কম (শেষে st যুক্ত করে)
Lea+rn=শিক্ষা লাভ করা (শেষে rn যুক্ত করে)
Lea+ther=চামড়া (শেষে ther যুক্ত করে)

EASE=আরাম

Eas+y=আরামদায়ক (শেষে y যুক্ত করে)
Ease+l=ছবি আঁকার সময় চিত্রকরেরা যে ফ্রেমের উপর ছবি আঁকে (শেষে l যুক্ত করে)
Eas+t=পূর্ব দিক (শেষে t যুক্ত করে)
East+er=খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান (East এর শেষে er যুক্ত করে)
Easter+n=প্রাচ্যবাসী (Easter এর শেষে n যুক্ত করে)

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosharof English Speaking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share