Yamin Islamic Media

Yamin Islamic Media Alhamdulillah �

বাংলাদেশ সেনাবাহিনী সহ, সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। জমি সংক্রান্ত বিষয়ে, ইউনুস ও শহিদুল গংরা আমাদের জম...
25/02/2025

বাংলাদেশ সেনাবাহিনী সহ, সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। জমি সংক্রান্ত বিষয়ে, ইউনুস ও শহিদুল গংরা আমাদের জমি জমা জোর জবরদখল ও ফসল ফলাদি ধ্বংস ও আত্মসাৎ করে ত্রাসের রাজত্ব কায়েম করছে, এবং একের পর এক মিথ্যা মামলা, হামলা,ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।যে সকল ঘটনাগুলো বিগত দিনে একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেও আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর দারস্ত হওয়া সত্বেও উল্লেখযোগ্য তেমন কোন প্রতিকার পাচ্ছিনা, তাই
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শুভ হস্তক্ষেপ কামনা করছি।
গ্রাম: আঙ্গারপাড়া
পোস্ট:চাউলাপাড়া
ইউনিয়ন ৪নং শারিখখালি
থানা :তালতলী
জেলা :বরগুনা
01711964495

[2/24, 9:17 PM] boniyamin2020: https://www.facebook.com/share/p/1ERdR4K48q/[2/24, 9:17 PM] boniyamin2020: বাংলাদেশ সেনাব...
25/02/2025

[2/24, 9:17 PM] boniyamin2020: https://www.facebook.com/share/p/1ERdR4K48q/
[2/24, 9:17 PM] boniyamin2020: বাংলাদেশ সেনাবাহিনী সহ, সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। জমি সংক্রান্ত বিষয়ে, ইউনুস ও শহিদুল গংরা আমাদের জমি জমা জোর জবরদখল ও ফসল ফলাদি ধ্বংস ও আত্মসাৎ করে ত্রাসের রাজত্ব কায়েম করছে, এবং একের পর এক মিথ্যা মামলা, হামলা,ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।যে সকল ঘটনাগুলো বিগত দিনে একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেও আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর দারস্ত হওয়া সত্বেও উল্লেখযোগ্য তেমন কোন প্রতিকার পাচ্ছিনা, তাই
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শুভ হস্তক্ষেপ কামনা করছি।
গ্রাম: আঙ্গারপাড়া
পোস্ট:চাউলাপাড়া
ইউনিয়ন ৪নং শারিখখালি
থানা :তালতলী
জেলা :বরগুনা
01711964495

14/08/2024

لحوم العلماء مسمو مة;
من شمها مرض،
ومن اكلها مات!

13/08/2024

বিষয়টি লজ্জাজনক বলেত বাধ্য হলাম।
• দেশে সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫ টি।
• সরকারি ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা:৬২৮ টি।
• সরকারি দাখিল মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা: ৬৩ টি।
• সরকারি দাখিল অ্যান্ড আলিম মাদ্রাসা: ০০টি।

• সরকারি কলেজের সংখ্যা: ৫৪ টি।
• সরকারি আলিম মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি ডিগ্রি (পাস)+ অনার্স কলেজের সংখ্যা: ৪৪৬ টি।
• সরকারি ফাজিল মাদ্রাসার সংখ্যা: ০০টি।

• সরকারি স্নাতকোত্তর (মাস্টার্স) কলেজের সংখ্যা: ১৯৮ টি।
• সরকারি স্নাতকোত্তর (কামিল) মাদ্রাসার সংখ্যা : ০৩ টি।

একমাত্র সরকারি আলিয়া তিনটি হলো যথাক্রমে-
১. সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা;
২. সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, সিলেট;
৩. সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া।

হুজুর, উপরে এতো এতো সংখ্যাতে ডাবল জিরো দেখেও কী একটু ভাবনা আসে নি? একটুও চিন্তাপোলব্ধি ছিলো না!

তারপরেও কীসের ভিত্তিতে তেল মর্দন করতেন? কিসের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র বলে বড়াই করতেন! সংখ্যাগরিষ্ঠ মুসলমান অথচ একটি ধর্মীয় প্রতিষ্ঠানও সরকারি করতে পারলেন না!

স্বাধীন সার্বভৌম এই নতুন দেশে আশা করি মুসলমানের পক্ষে এসব নিয়ে কাজ করা হবে, এসব তাদের দৃষ্টিগোচর করা হবে।আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে এটিই প্রত্যাশা করছি কি ?(সংগৃহীত)

16/07/2024
জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১ ব...
15/07/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে ।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
CS/RS

ইন্নালিল্লাহ,,,, ভয়াবহ জিরির ঘটনা।জিরি মাদ্রাসায় কিডন্যাপ টিমের সদস্য আটক, খতিয়ে দেখা হোক এ ষড়যন্ত্রের উপর শক্তি কী!বাংল...
09/07/2024

ইন্নালিল্লাহ,,,,
ভয়াবহ জিরির ঘটনা।
জিরি মাদ্রাসায় কিডন্যাপ টিমের সদস্য আটক, খতিয়ে দেখা হোক এ ষড়যন্ত্রের উপর শক্তি কী!

বাংলাদেশের বৃহত্তর কওমি মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত জামিয়া জিরির গেইট থেকে আজ এশারের পরে তিনজন ছাত্রকে কিডন্যাপ করেছে কিডন্যাপ টিম।

এরা দুই গাড়ি করে এসেছে, কিছু কিডন্যাপার প্রথম গাড়ি করে বাচ্চা নিয়ে পালিয়েছে গেছে, দ্বিতীয় গাড়ি ছাত্ররা আটক করলে তারা বলে যে, আমরা প্রিন্সিপালের অনুমতিক্রমে নিয়ে যাচ্ছি।

অথচ সকাল থেকেই জিরি হজরত শাইখ মাওলানা খোবাইব হাফি. মাদ্রাসায় নেই। এই ব্যাপারে অফিস থেকে মুঠোফোনে তাকে জানানো তিনি অবাক বিস্মিত!

ছাত্ররা এখনও নিখোঁজ, কিডন্যাপ টিমের সদস্য যাদের আটক করা হয়েছে তারা মাদ্রাসার অফিসে। অপহরণ নাটকের রহস্য প্রকাশ পাক। নিখোঁজ ছাত্ররা মুক্তি পাক।

আমরা আশাবাদী শায়খে জিরির মাধ্যমে অপহরণ নাটকের মূল রহস্য বেরিয়ে আসবে। হারিয়ে যাওয়া সকল শিশু মুক্তি পাবে। আমরা দোয়া করি। আল্লাহ আসান করুন।

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে দেশের ৬৩ জেলার দূরত্ব কত কিলোমিটার জেনে নিন!!১| শেরপুর ------------ ২০৩ কিঃমিঃ২| জামালপুর---...
04/07/2024

বাংলাদেশের রাজধানী ঢাকা হতে দেশের ৬৩ জেলার দূরত্ব কত কিলোমিটার জেনে নিন!!
১| শেরপুর ------------ ২০৩ কিঃমিঃ
২| জামালপুর--------------- ১৮৭ কিঃমিঃ
৩| মানিক গন্জ -------------- ৬৪কিঃমিঃ
৪| গাজীপুর -------------------৩৭ কিঃমিঃ
৫| নরসিংদী ------------------৫২কিঃমিঃ
৬| ময়মনসিংহ ---------------১২২কিঃমিঃ
৭| কিশোরগঞ্জ-----------১০২ কিঃমিঃ
৮| নেত্রকোণা ---------------১৫৯কিঃমিঃ
৯| টাংগাইল -----------------৯৮কিঃমিঃ
১০| মুন্সিগঞ্জ---------------২৭ কিঃমিঃ
১১| নারায়ণগঞ্জ --------------------১৭কিঃমিঃ
১২| ফরিদপুর -----------------১৪৫ কিঃমিঃ
১৩| মাদারীপুর -----------------১১১ কিঃমিঃ
১৪| গোপালগন্জ ---------------২৩২ কিঃমিঃ
১৫| রাজবাড়ি----------------- ১৩৬কিঃমিঃ
১৬| শরিয়তপুর ---------------৭৫ কিঃমিঃ
১৭| চট্টগ্রাম --------------------২৬৪ কিঃমিঃ
১৮| কক্সবাজার-------------- ৪১৪ কিঃমিঃ
১৯| নোয়াখালী ------------- ১৬৩ কিঃমিঃ
২০| লক্ষীপুর -----------------২১৬ কিঃমিঃ
২১| ফেনী -------------------১৫১ কিঃমিঃ
২২| কুমিল্লা -----------------৯৭ কিঃমিঃ
২৩| চাঁদপুর ----------------১৬৯ কিঃমিঃ
২৪| ব্রাক্ষণবাড়ীয়া------------১২৭ কিঃমিঃ
২৫| সিলেট------------------ ২৭৮কিঃমিঃ
২৬| সুনামগন্জ------------- ৩৪৬কিঃমিঃ
২৭| মৌলভীবাজার ----------- ২১৪কিঃমিঃ
২৮| হবিগন্জ--------------- ১৭৯কিঃমিঃ
২৯| রাংগামাটি---------------৩৪০কিঃমিঃ
৩০| খাগড়াছড়ি--------------২৭৫ কিঃমিঃ
৩১| বান্দরবান--------------৩৩৮ কিঃমিঃ
৩২| রাজশাহী---------------২৭২ কিঃমিঃ
৩৩| নওগাঁ----------------- ২৮৩কিঃমিঃ
৩৪| চাঁপাইনবাবগন্জ-------৩২০ কিঃমিঃ
৩৫| নাটোর---------------- ২২৩ কিঃমিঃ
৩৬| পাবনা--------------- ১৬১কিঃমিঃ
৩৭| সিরাজগন্জ------------ ১৪২ কিঃমিঃ
৩৮| বগুড়া--------------- ২২৮কিঃমিঃ
৩৯| জয়পুরহাট------------২৮০ কিঃমিঃ
৪০| রংপুর----------------- ৩৩৫ কিঃমিঃ
৪১| গাইবান্ধা---------------৩০১ কিঃমিঃ
৪২| কুড়িগ্রাম---------------৩৯৪কিঃমিঃ
৪৩| লালমনিরহাট----------৩৯০কিঃমিঃ
৪৪| দিনাজপুর--------------৪১৪ কিঃমিঃ
৪৫| নীলফামারী-----------৩৯৬কিঃমিঃ
৪৬| পঞ্চগড়---------------৪৯৪ কিঃমিঃ
৪৭| ঠাকুরগাঁও-------------৪৫৯ কিঃমিঃ
৪৮| খুলনা---------------- ৩৩৫ কিঃমিঃ
৪৯| বাগেরহাট ------------৩৭০ কিঃমিঃ
৫০| সাতক্ষীরা------------৩৪৩ কিঃমিঃ
৫১| যশোর----------------২৭৩ কিঃমিঃ
৫২| মাগুরা---------------১৭৭ কিঃমিঃ
৫৩| নড়াইল-------------- ১৯৫ কিঃমিঃ
৫৪| কুষ্টিয়া-----------------২৭৭কিঃমিঃ
৫৫| ঝিনাইদহ--------------২২৮ কিঃমিঃ
৫৬ |চুয়াডাংগা---------------২৬৭ কিঃমিঃ
৫৭| মেহেরপুর--------------- ২৯৬ কিঃমিঃ
৫৮| বরিশাল-----------------১৭০ কিঃমিঃ
৫৯| ঝালকাটি----------------২৯০ কিঃমিঃ
৬০| পিরোজপুর--------------৩০৪ কিঃমিঃ
৬১| ভোলা-------------------৩১৭কিঃমিঃ
৬২| পটুয়াখালী---------------৩১৯ কিঃমিঃ
৬৩| বরগুনা------------------৩৬১ কিঃমিঃ.......কে কত নম্বরে আছেন?

অসম্পূর্ণ কিছু মনে হলে সম্পূর্ণ করে দিবেন প্লিজ
#পাতাল_রেল_ঢাকা #সোহেলীমুক্তা #রিয়েল_এটি #সম্পর্কধান #সংগৃহীত #শোকসংবাদ

29/06/2024

হিফজ বিভাগের
ছাত্রদের উদ্দেশে ১৪টি নসীহত,
১. দৈনিক যতটুকু মুখস্থ করার ইচ্ছা প্রথমে ততটুকু কমপক্ষে আধা ঘণ্টা তেলাওয়াত করবে। এবং কাউকে তা দেখে পড়ে শোনাবে, যাকে নাযারা বলা হয়।
২. নাযেরার পর ঐ পৃষ্ঠা মাগরিবের পর ভালো ভাবে মুখস্থ করবে। মুখস্থ করার একটা নিয়ম আছে, ঐ নিয়মটি পৃষ্ঠার শেষে দেয়া আছে।
৩. ক্লাস ছুটির পর পিছনের পড়া শুরু করে দিবে, এমন ভাবে পড়বে যাতে প্রত্যেক পারা প্রতিদিন ২/১ বার পড়া হয়।
৪. সবক প্রতিদিন ফজরের পূর্বে শোনাবে, যদি প্রতিদিন তেলাওয়াত করা হয়, তাহলে প্রতিদিন আমুখতা শুনাতে আরাম পাবে, ইয়াদ থাকবে। পিছনের পড়া কাঁচা রেখে সবক দিবে না।
৫. বাজে, বেফায়দা, ফাজলামি মার্কা কথাবার্তা থেকে সর্বদা বেঁচে থাকবে, সর্বদা তেলাওয়াত করার আপ্রাণ চেষ্টা করবে। আছরের পর সময়টা কাজে লাগাতে হবে। আছরের পর ৩/৪ পারা পড়বে।
৬. শবিনার দিন যে ভুল গুলো হবে কমপক্ষে ২০ বার জপতে হবে।
৭. প্রতিদিন ঘুমানোর আগে ১ পারা দিয়ে ৪ রাকাত নফল নামাজ পড়বে।
৮. প্রতিদিন সবক কোন ভালো ছাত্রকে শুনানোর পর হুজুরকে শোনাবে।
৯. সবক শিখার নিয়ম——
ভালো কোন ছাত্রের কাছে বসে গল্পগুজব না করে ১টি আয়াত ৮ বার দেখে পড়বে যেমন- ذالك الكتاب لا ريب فيه এরপর ১বার না দেখে ১বার দেখে, ১০বার হলো এইভাবে আধা পৃষ্ঠা হওয়ার পর দেখবে পার কি না। যদি না পার তাহলে ঐ আধা পৃষ্ঠা ৬বার পড়বে। এইভাবে পুরা পৃষ্ঠা ইয়াদ করবে।
১০. এক আয়াত ইয়াদ না হওয়া পর্যন্ত অন্য আয়াতে যাবে না। যদি ইয়াদ না হওয়ার আগে অন্য আয়াতে যাও তাহলে ইয়াদ কাঁচা হবে। পরে সমস্যার সম্মুখীন হতে হবে।
১১. কারো সাথে কোন রকম বন্ধুত্বে জড়াবে না এবং শত্রুতাও সৃষ্টি হতে দেবে না।
১২. যতটা কম পারা যায় বাসার যাবার চেষ্টা করবে। একেবারে না যেতে পারলে খুবই ভাল। কারণ এতে জেহেন পরিষ্কার থাকবে।
১৩. মোবাইল জিনিসটা নিজের জন্যে হারাম মানবে।
১৪. হিফয শেষ করার পর কোন বছরই যেন তারাবি পড়ান থেকে মাহরুম না হও সে খেয়াল রাখবে। এবং তারাবি পড়িয়ে টাকা নেবে না।c

গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।এখনকার সময়ের পুর...
22/06/2024

গায়রত কী?
সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।
ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।
সংগৃহীত

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Yamin Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share