Freelancer Faruk Ahamed

Freelancer Faruk Ahamed I'm Faruk Ahamed Sagor. Professional Digital Marketer and freelancer. Currently working as a social

মাত্র ,১২,১৮,২৬,৩৭  ডলার দিয়ে আজীবন ইনকাম।টাকা হারানোর কোন ভয় নেই।***কারন  এটা একটি ব্লক চেইন সাইট তাই ইনকাম সরাসরি আপনা...
15/06/2023

মাত্র ,১২,১৮,২৬,৩৭ ডলার দিয়ে আজীবন ইনকাম।
টাকা হারানোর কোন ভয় নেই।

***কারন এটা একটি ব্লক চেইন সাইট তাই ইনকাম সরাসরি আপনার ওয়ালেটে যুক্ত হয়। পৃথিবী যত দিন থাকবে,স্যাটেলাইট যত দিন থাকবে, ফোরসাজ ঠিক তত দিন থাকবে |আপনারা যারা বিস্বাস করছেন না যে কিভাবে একটা ডিপোজিট সাইট সারা জীবন থাকতে পারে তাদের কে বলছি গুগল এবং ইউটিউব এ গিয়ে forsage.io লিখে সার্চ করবেন,,, আপনারা সব কিছু দেখতে পারবেন,,,,, কারন ভাই এটা ব্লক চেইন,,,, যার কোনো মালিক নেই,,,যেখানে আপনি নিজেই মালিক,,,
মনে রাখবেন এটা কোনো দিন স্ক্যাম করবে না,,, ভাই মনে রাখবেন সফলতা এমনি এমনি আসে না,,,, সফলতা কে আপনাকে নিজে টেনে আনতে হবে,,,,, পৃথিবীর যেখানেই আপনি যান না কেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে,,পরীক্ষায় ভালো ফলাফল করতে গেলে যেমন অনেক পরিশ্রম করে পরতে হয় ঠিক তেমনি টাকা ইনকাম করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে
আমি আবারও বলছি যাদের ফোরসাজ নিয়ে সন্দেহ আসে তারা ইউটিউব এ গিয়ে ফোরসাজ লিখে সার্চ করে দেখে আসেন

মনে রাখবেন অবশ্যই নিজের উপর বিশ্বাস রেখে কাজ করতে হইবে৷,,,,ইনশাআল্লাহ সফল হবেন

Forsage থেকে আমরা ডেইলি ৫ - ৫০০ ডলার অথবা তার বেশি ইনকাম করতে পারবো, এই নেটওয়ার্ক Marketing প্লাটফর্ম থেকে,,,,,,

31/05/2023

‼️ Forsage ‼️আজীবন ইনকাম।

আজীবন ইনকাম।
টাকা হারানোর কোন ভয় নেই।✅✅

🚹 এটা একটি ব্লক চেইন সাইট তাই ইনকাম সরাসরি আপনার Trust ওয়ালেটে যুক্ত হয়। ✅

✅স্কেম এর শিকার হওয়ার কোন সম্ভাবনা নাই✅

▶️বিদ্রঃ অবস্যই নিজের উপর বিশ্বাস রেখে কাজ করতে হইবে।
ইনশাআল্লাহ সফল হবেন✅

🚹 কাজ করতে চাইলে আমাকে মেছেজ দিন✅
💛👉 Forsage 👈💛
❤️ একাউন্ট করতে শুধুমাত্র একটা Trust wallet লাগবে আমি পড়া-লেখার পাশাপাশি ইনকাম করতেছি ❤️

ফ্রিলান্সিং করেও যে অনেক কিছু করা যায়। তারই বাস্থব প্রমান দিলেন আমাদের প্রিয় Km Ieasin Arafat  স্যার ।অনেক বেশি অভিনন্দন...
13/04/2023

ফ্রিলান্সিং করেও যে অনেক কিছু করা যায়। তারই বাস্থব প্রমান দিলেন আমাদের প্রিয় Km Ieasin Arafat স্যার ।

অনেক বেশি অভিনন্দন রইল স্যার আপনার জন্য।
আপনার মত একদিন আমিও হবই হব ইনশাল্লাহ।





💥 💥 নতুন বছরে নতুন সিদ্ধান্ত 💁‍♂️  অনেক বেশী অভিনন্দন Marufa Akter poly   বোনকে  💐🎈🎉💁‍♂️ স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছাই মানু...
06/04/2023

💥 💥 নতুন বছরে নতুন সিদ্ধান্ত
💁‍♂️ অনেক বেশী অভিনন্দন Marufa Akter poly বোনকে 💐🎈🎉

💁‍♂️ স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছাই মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়৷ আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারেন,

💥 স্বপ্ন সেইটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে , স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না।🥰🥰🥰

👉 যদি আপনি দৃঢ় চেষ্টা এবং ধৈর্য্য ধারণ করতে পারেন, দিন শেষে আপনিই বিজয়ের হাসিটা হাসবেন।

💁‍♂️⏰ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের
দক্ষতাকে পুঁজি করে 💻Digital Marketing নিয়ে স্বপ্ন পূরণে আমাদের সাথে যাত্রা শুরু করেছেন ।❤❤
👉 সবাই আমার এই বোনটির জন্য দোয়া করবেন 🙏🙏🙏
✨🎉🎊🎉🎊✨💐
#ফ্রিলান্সিং_করুন_ক্যারিয়ার_গড়ুন #হ্যাপি_ফ্রিলান্সিং

05/04/2023

আমি কি ফ্রিল্যান্সিং করতে পারব??
আমার ফ্যামিলি তো মানবে না। আমার কাছে তো টাকা নেই। তাহলে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো???

ফ্রিল্যান্সিং শিখতে আহামরি কিছুর প্রয়োজন নেই। শুধু ধৈর্য ও শ্রম দিয়ে যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি ফ্রীলান্সার হতে পারবেন। আর ফ্যামিলি তো মানবে না এটাই স্বাভাবিক। কারণ পরিবারের মানুষ তো ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝেনা। সুতরাং তাদেরকে এই ব্যাপারে সুনির্দিষ্ট জ্ঞান দিতে হবে। এর পরে যেটা থাকে আমার কাছে টাকা নেই তাহলে আমি কিভাবে করব, টাকা নেই না থাকাটা স্বাভাবিক কারণ আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে তো আপনি কাজ করতেন না। বসে খেয়ে জীবন পার করে দিতেন।
সর্বোপরি মূলকথা হলো ভবিষ্যৎ আপনার সিদ্ধান্ত আপনার। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান। তাহলে আপনাকে ধৈর্য ও শ্রম ব্যয় করার মত মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার।🖤✨

🍁🍁miss you baba😭😭 🍁🍁কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌👌👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তব...
27/03/2023

🍁🍁miss you baba😭😭

🍁🍁কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌👌👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!🍁🍁

👨‍💻কেউ ফ্রিল্যান্সিং করে আয় করছেন!👨‍💻কেউ ওয়েবসাইট বানিয়ে লেখালেখি করে আয় করছেন!👨‍💻কেউ কেউ কাজ শিখে চাকরি করেও আয় কর...
26/03/2023

👨‍💻কেউ ফ্রিল্যান্সিং করে আয় করছেন!
👨‍💻কেউ ওয়েবসাইট বানিয়ে লেখালেখি করে আয় করছেন!
👨‍💻কেউ কেউ কাজ শিখে চাকরি করেও আয় করছেন।
👨‍💻যারা লেগে থাকতে পেরেছেন সময় দিয়েছেন তারা সবাই সফল হয়েছেন।
🤔আপনি ভাবতে ভাবতে সময় পার করে দিতে পারেন
💪অথবা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শিখে ইনকাম করতে পারেন।
🔸আপনি রেস্টুরেন্টে খেয়ে টাকা উড়িয়ে দিতে পারেন। অপ্রয়োজনীয় বিলাসী জিনিসপত্র কিনে অর্থের অপচয় করতে পারেন।
🔸অথবা সেই টাকা কাজে লাগিয়ে একটি কোটি টাকার স্কিল ডেভেলপ করতে পারেন
যা আপনার জীবনের জন্য একটি লাইফ চেঞ্জিং স্কিল হতে পারে!
🔸🔺আপনি কি লক্ষ্যহীন মানুষদের কাতারে থাকবেন নাকি🤔

🔸নিজের জন্য লক্ষ্য স্থির করে ধাপে ধাপে এগিয়ে যাবেন? 💯
সময় নিয়ে ভাবুন। 💯
📣🤔তারপর সিদ্ধান্ত নিন।📣





ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির দিন শেষ নেই। সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলোঃ১- ফ্রিতে শিখতে ...
01/03/2023

ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির দিন শেষ নেই। সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলোঃ
১- ফ্রিতে শিখতে চাওয়া।
২-২০০ টাকার ফুল কোর্স।
৩-১০০০ টাকায় সারাজীবন সাপোর্ট।
৪-ইনকাম করে তারপর কোর্স ফ্রী দেওয়া।
৫-শুরু করার ১ মাসর মধ্যে ইনকাম হওয়া।
এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি একটা কথা চিন্তা করেন তো একজন ডাক্তার হলে তাকে কতটা পরিশ্রম এবং কত টাকা পয়সা খরচ করতে হয়। তারপরে গিয়ে তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে। ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান ২০০ টাকা। আপনি ২০০ টাকায় কি শিখবেন আর কি ইনকাম করবেন ভাবুনতো একবার।




১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।তখন প্র...
03/02/2023

১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যাবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !

কেউ ফ্রিল্যান্সিং করে আয় করছেন!কেউ ওয়েবসাইট বানিয়ে লেখালেখি করে আয় করছেন!কেউ কেউ কাজ শিখে চাকরি করেও আয় করছেন।যারা ...
21/01/2023

কেউ ফ্রিল্যান্সিং করে আয় করছেন!

কেউ ওয়েবসাইট বানিয়ে লেখালেখি করে আয় করছেন!

কেউ কেউ কাজ শিখে চাকরি করেও আয় করছেন।

যারা লেগে থাকতে পেরেছেন সময় দিয়েছেন তারা সবাই সফল হয়েছেন।

আপনি ভাবতে ভাবতে সময় পার করে দিতে পারেন। অথবা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শিখে ইনকাম করতে পারেন।

আপনি রেস্টুরেন্টে খেয়ে টাকা উড়িয়ে দিতে পারেন। অপ্রয়োজনীয় বিলাসী জিনিসপত্র কিনে অর্থের অপচয় করতে পারেন। নেশাদ্রব্যে অর্থের অপচয় হতে পারে।

অথবা সেই টাকা কাজে লাগিয়ে একটি কোটি টাকার স্কিল ডেভেলপ করতে পারেন। যা আপনার জীবনের জন্য একটি লাইফ চেঞ্জিং স্কিল হতে পারে!

আপনি কি লক্ষ্যহীন মানুষদের কাতারে থাকবেন নাকি নিজের জন্য লক্ষ্য স্থির করে ধাপে ধাপে এগিয়ে যাবেন?

সময় নিয়ে ভাবুন। তারপর সিদ্ধান্ত নিন।


ফ্রিল্যান্সিং কী?Free=মুক্ত Lancing=পেশাFreelancing= মুক্ত পেশাঅর্থাৎ,Freelancing হলো একটি মুক্ত পেশা।নির্দিষ্ট কোনো ব্য...
19/12/2022

ফ্রিল্যান্সিং কী?
Free=মুক্ত
Lancing=পেশা
Freelancing= মুক্ত পেশা
অর্থাৎ,Freelancing হলো একটি মুক্ত পেশা।নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের ইচ্ছে মত স্বাধীন ভাবে কাজ করাই হল ফ্রিল্যান্সিং।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।আমরা অকারণে দিনের অনেকটা সময় ব্যায় করছি online এ।আমরা চাইলেই সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের বেকারত্ব দূর করে পরিবারের পাশে দারানোর জন্য ইনকাম করতে। নিজেকে সাবলম্বি করতে আমরা এই স্বাধীন মুক্ত পেশা বেছে নিতেই পারি।
একটু ভেবে দেখুন তো আমরা প্রতিনিয়ত যে ভাবে online-এ সময় ব্যায় করছি সেই সময়টাকেই কি কাজে লাগিয়ে নিজে সফল হতে পারি না?সাফল্যতাই পারে আপনার আত্নসম্মান বাড়িয়ে দিতে।

Address

Gazipur
Gazipur
2013

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Faruk Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Faruk Ahamed:

Share