Rj Hanif bd.com

Rj Hanif bd.com 4

15/08/2023

আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও🙏🙏🙏😭😭😭😭

14/08/2023

প্রিয় হুজুর চলে গেছেন তার রবের ডাকে সারা দিয়ে।
😭😭😭

মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের  স্কোয়াডে  না রাখার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট বুধবার বিকাল ৩.০০টায়  বিশাল মানববন্ধন ক...
13/08/2023

মাহমুদউল্লাহ রিয়াদকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট বুধবার বিকাল ৩.০০টায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
স্থান - ঢাকার জাতীয় প্রেসক্লাব এর সামনে।
সেইদিন সবাইকে আসার অনুরোধ রইলো নিজ নিজ দায়িত্বে উপস্থিত থাকবেন ‌
ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই সময় দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
Rj_Hanifbd.com

#শেয়ার

13/08/2023

মাহমুদউল্লাহ রিয়াদকে এমন অপমান করাটা মানতে পারলাম না 😭

#মাহমুদুল্লাহ


#শেয়ার #ভিডিও #

এটাকেমন_অসভ্যতা ? ভালোর জন্য বললে আত্মহত্যা করলে এ দায় কার ? তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হবে ? স্কুল চলাকালীন স্ক...
13/08/2023

এটাকেমন_অসভ্যতা ?
ভালোর জন্য বললে আত্মহত্যা করলে এ দায় কার ? তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হবে ?

স্কুল চলাকালীন স্কুল ড্রেস পরে পাঁচজন ছাত্রী মিলে স্কুলের ছাদে সিগারেট খাচ্ছিল।
দুই শিক্ষক ও এক আয়া বিষয়টি জানতে পেরে ছাদে গিয়ে প্রমাণ রাখার জন্য ছবি/ভিডিও ধারণ করে রাখে, যাতে পরে অস্বীকার করতে না পারে।

পরবর্তীতে ছাত্রীদেরকে শিক্ষকরা শাসন করে এবং অভিভাবকদের জানায়। এই ঘটনা যখন ঘটে তখন প্রধান শিক্ষক অফিসের কাজে স্কুলের বাইরে ছিলেন।

এ ঘটনায় অতি আবেগী হয়ে একজন ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় (বিষয়টি পুলিশী তদন্তাধীন)।

আত্মহত্যাকারী শিক্ষার্থীর জানাযায় অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে প্রধান শিক্ষক ওই গ্রামে গেলে, গ্রামবাসী প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত করে।

কুষ্টিয়া কুমারখালি উপজেলার সুলতানপুর মাহতাবিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা ভালো ফলাফল না করলে শিক্ষককের দোষ, বেয়াদবী করলে শিক্ষককের দোষ, শাসন করলে শিক্ষককের দোষ, তাহলে শিক্ষকরা কি নৈতিকতার জন্য কিছুই বলতে পারবে না ?
©
এ কোন সভ্য সমাজে আমরা আছি ?
Copy Rj_Hanifbd.com







#শেয়ার

আমি ১০০% গেরান্টি এই পাপনরা যত দিন বাংলাদেশ ট্রিকেট বোর্ডের সাথে থাকবে তত দিন বাংলাদেশ কোন শিরোপা জিত্তে পারবে না?
12/08/2023

আমি ১০০% গেরান্টি এই পাপনরা যত দিন বাংলাদেশ ট্রিকেট বোর্ডের সাথে থাকবে তত দিন বাংলাদেশ কোন শিরোপা জিত্তে পারবে না?

সবাই শেয়ার করো
06/08/2023

সবাই শেয়ার করো

04/08/2023

Sakib all Hasan Va Tawhid Hridoy LPL

এই গুলা হলো আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যমের টপ নিউজ🤣🤣কি বলবো ভাই _যা বলার আপনারাই বলেন?
04/08/2023

এই গুলা হলো আমাদের দেশের প্রথম সারির গণমাধ্যমের টপ নিউজ🤣🤣
কি বলবো ভাই _যা বলার আপনারাই বলেন?

27/07/2023

FOLLOW Plz🙏🙏🙏




27/07/2023

🥰😭😭

16/07/2023
আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।
07/07/2023

আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।




আপনার মতামত জানানোর জন্য অনুরোধ করা হলো🤟🙏
07/07/2023

আপনার মতামত জানানোর জন্য অনুরোধ করা হলো🤟🙏

আপনি-আপনার পাওয়ার দেখিয়ে দিন❓    সুড়ঙ্গ-WOW & প্রিয়তমা-LOVE-সবাই আমাকে একটু সাপোর্ট দিন ছোট ভাই হিসেবে প্লিজ ফলো ধন্যবাদ...
05/07/2023

আপনি-আপনার পাওয়ার দেখিয়ে দিন❓
সুড়ঙ্গ-WOW & প্রিয়তমা-LOVE

-সবাই আমাকে একটু সাপোর্ট দিন ছোট ভাই হিসেবে প্লিজ ফলো ধন্যবাদ 🙏

ম্যাচ হেরে যাওয়ায় খুব বেশি আলোচনায় আসেনি 🇧🇩 তারিক কাজী ও শাবিব আল-খালদির 🇰🇼 'ক্ল্যাশ অফ টাইটান' লড়াইটা..⚔️আমাদের টুর্নাম...
05/07/2023

ম্যাচ হেরে যাওয়ায় খুব বেশি আলোচনায় আসেনি 🇧🇩 তারিক কাজী ও শাবিব আল-খালদির 🇰🇼 'ক্ল্যাশ অফ টাইটান' লড়াইটা..⚔️

আমাদের টুর্নামেন্ট পূর্ব সাফ স্টার সেগমেন্টে আলোচিত হয়েছিলেন কুয়েতি ফরোয়ার্ড শাবিব আল-খালদি। সামর্থ্য, বর্তমান ফর্ম মিলিয়ে এই মুহুর্তে কুয়েতের 'হটকেক' শাবিব। গত ৬ মাসেই করেছেন ৪ টি আন্তজার্তিক গোলসহ মোট ১৭ গোল।

এমন মানের ফুটবলারকে নিস্ক্রিয় করতে হাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনা ছিলো সুস্পষ্ট। একমাত্র তারিক কাজীই বোধ হয় শাবিবকে আটকাতে পারতেন। ম্যাচে হলোও ঠিক তাই। ৫৪তম মিনিটে শাবিব মাঠে নামার পর তার পিছু ছাড়েননি তারিক।

ম্যাচে ৬৬ মিনিট খেলে মাত্র ১ টি শট নিতে পেরেছেন দূর্দান্ত ফর্মে থাকা শাবিব। ক্ষণে ক্ষণে পজিশন সোয়াপ করেও তারিকের ম্যান মার্কিংয়ে আটকে গেছেন কুয়েতি স্টার। বারবার বিট হয়ে আত্মবিশ্বাসে খানিকটা চির ধরেছিলো শাবিবের।

ইঞ্জুরি আক্রান্ত তারিক কাজী পশ্চিম এশিয়ার অন্যতম উদীয়মান স্ট্রাইকারকে বোতলবন্দী করে প্রমাণ করলেন কেনো তিনি ইউরোপীয় টপ ডিভিশন খেলে আসা মানসম্পন্ন এক প্রবাসী ফুটবলার৷ 🇧🇩⚽

আম পাতা জোরা জোরা ফলো হবে উরাদোরা👎🥀
04/07/2023

আম পাতা জোরা জোরা ফলো হবে উরাদোরা👎🥀

03/07/2023

ভিন্ন রকম একটি ফুটবল ম্যাচ_বিবাহিত বনাম অবিবাহিত 🥀



#ফলো

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Rj Hanif bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share