13/08/2023
এটাকেমন_অসভ্যতা ?
ভালোর জন্য বললে আত্মহত্যা করলে এ দায় কার ? তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কি শেখানো হবে ?
স্কুল চলাকালীন স্কুল ড্রেস পরে পাঁচজন ছাত্রী মিলে স্কুলের ছাদে সিগারেট খাচ্ছিল।
দুই শিক্ষক ও এক আয়া বিষয়টি জানতে পেরে ছাদে গিয়ে প্রমাণ রাখার জন্য ছবি/ভিডিও ধারণ করে রাখে, যাতে পরে অস্বীকার করতে না পারে।
পরবর্তীতে ছাত্রীদেরকে শিক্ষকরা শাসন করে এবং অভিভাবকদের জানায়। এই ঘটনা যখন ঘটে তখন প্রধান শিক্ষক অফিসের কাজে স্কুলের বাইরে ছিলেন।
এ ঘটনায় অতি আবেগী হয়ে একজন ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় (বিষয়টি পুলিশী তদন্তাধীন)।
আত্মহত্যাকারী শিক্ষার্থীর জানাযায় অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে প্রধান শিক্ষক ওই গ্রামে গেলে, গ্রামবাসী প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত করে।
কুষ্টিয়া কুমারখালি উপজেলার সুলতানপুর মাহতাবিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা ভালো ফলাফল না করলে শিক্ষককের দোষ, বেয়াদবী করলে শিক্ষককের দোষ, শাসন করলে শিক্ষককের দোষ, তাহলে শিক্ষকরা কি নৈতিকতার জন্য কিছুই বলতে পারবে না ?
©
এ কোন সভ্য সমাজে আমরা আছি ?
Copy Rj_Hanifbd.com
#শেয়ার