Aktar Hosen Mollah

Aktar Hosen Mollah আমি দৌড়াচ্ছি-অসমাপ্ত চাহিদার পেছনে,
এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়। আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন

28/07/2025

হাতে আছে ৩০০ টাকা আর মাসের বাকি ৩ দিন। টানটান উত্তেজনা। 🙂

27/07/2025

এমন এক পরিস্থিতি যে তরুণ প্রজন্মের বেশিরভাগেরই এখন দেশ ছেড়ে বিদেশে যাওয়াটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

27/07/2025

”থাক পরে একসময় কিনবো” কথাটি বলে যে মানুষটা সামনের দিকে হেঁটে চলে সে মধ্যবিত্ত 🙂

25/07/2025

মনে রাখবেন টাকা-পয়সার জন্য ভালো আছেন তা কিন্তু নয়। আপনি আমি মূলত ভালো আছি শুধুমাত্র আল্লাহর রহমতের উছিলায়।

21/07/2025

দেখবেন ভুল করা এবং বিপদে পড়া ছাড়া আপনি কখনো বুঝতে পারবেন না যে, সত্যিকার অর্থে কে আপনার আপন আর কে পর।

20/07/2025

তিলে তিলে গড়ে তোলা আমার হাড়ক্ষয়ী পরিশ্রমের অর্জিত অর্থ ভোগ করবে নিতান্তই কাছের মানুষজন। তবে তারাও একটা সময় আমার"কবর" জিয়ারত থেকে বিরত থাকবে। ভুলে যাবে আমাকে😒

20/07/2025

রিজিকের মালিক আল্লাহ। নির্বাচন তো উসিলা মাত্র।

এই ছবিটা একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিছি। একজন ভাই উনার বউ বাচ্চা নিয়ে ম্যাচিং জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন৷ কে ব...
20/07/2025

এই ছবিটা একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিছি। একজন ভাই উনার বউ বাচ্চা নিয়ে ম্যাচিং জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন৷ কে বা কারা সেটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করে মজা নিচ্ছিল৷ কমেন্টে অনেকে বলতেছিল, দেখ দেখ কি রকম ক্ষ্যাত!

আমার কাছে মোটেও এটা ফানি কিংবা ক্ষ্যাত মনে হয় নাই৷ একটা মানুষ নিজের পরিবারের সবার জন্যে নিজ পছন্দ মতন জামা বানাইছে সেটা নিয়েও ট্রল করতে হবে?

আমি তো আরো দেখতে পাই একজন বাবা তার বাচ্চাদের নিজের জামার সাথে ম্যাচিং করে জামা বানিয়ে দিছে সাথে ছিলেন নিজ স্ত্রী৷ অনেকের কাছে তারা ক্ষ্যাত হতে পারে বাট আমার চোখে এই পরিবারটা সুন্দর, খুব সুন্দর ❤

চাঁদা চাইলে দিয়ে দিয়েন ভাই। ছেলে মেয়ের এতিম করার দরকার নাই।
11/07/2025

চাঁদা চাইলে দিয়ে দিয়েন ভাই। ছেলে মেয়ের এতিম করার দরকার নাই।

09/07/2025

"চরিত্রবান পুরুষের সাথে কেউ কোনোদিন মেয়ে বিয়ে দেয়নি! দিয়েছে তার সাফল্য বা সামর্থ্যের কাছে। যেমন: পাত্র কি করে?
বেতন কত!

09/07/2025

হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না বরং শুকরিয়া আদায় করুন আল্লাহ্ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ।

08/07/2025

সমাজ এখন এতটাই হিংসাত্মক যে, কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না!🙂💔

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Aktar Hosen Mollah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aktar Hosen Mollah:

Share

Category